আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে গল্প সম্বন্ধে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন। আপনাদের মতামত আমাদের এই ছোট প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। শীঘ্রই আরও নিত্য নতুন গল্প আপডেট আসছে, সঙ্গে থাকুন। গল্পের ডায়েরি'তে প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখক/লেখিকা'র নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত গল্পের ডায়েরি’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখক/লেখিকা'র কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় গল্পের ডায়েরি কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। গল্পের ডায়েরি'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ করলে তা কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

অতিরিক্ত চাওয়া - পর্ব ৪২ - সিজন ২ - নাবিলা ইষ্ক - ধারাবাহিক গল্প


ঘুমে বিভোর তৃষ্ণার চেহারার দিক অপলক তাকিয়ে বেলী। ক্ষনিকের জন্য আবারও ভুলে গেলো, তার পেয়ের অপরিসীম ব্যাথার কথা। কাছ থেকে পর্যবেক্ষণ করতে লাগলো, তৃষ্ণার স্পটল্যাস ফেইস। ভ্রু গুলি মাত্রাতিরিক্ত স্ট্রেইট। নাক'টা বড্ড স্মুথ। গাল গুলো, ভাবতে ভাবতে বেলী তৃষ্ণার গাল ছুঁয়ে দিলো। কখনও কল্পনায় ও আনেনি, এই লোককে বেলী একসময় কাছ থেকে দেখবে, ছুঁবে। সর্বদা তৃষ্ণাকে দেখে সে ভ্রু কুঁচকে রাখতো। সেটার পর্যাপ্ত কারণ ও আছে। অতিরিক্ত শাষণ করতো, বকতো আর চুল টেনে ধরে রাখতো। মাঝেমাঝে তো শক্ত করে তার গাল চেপে ধরতো। এতটাই শক্তি ব্যাবহার করতো যে, বেলী সারা রাস্তা তো কাঁদতই, বাড়িতে পৌঁছেও কাঁদত। তখন সে তৃষ্ণাকে বকতে থাকতো লাগাতার, 
--" আমি কি করেছি? আমার সাথে কেন এমন করে? "
ভাবতে ভাবতে বেলী হেসে ফেলল। আদুরে ভাবে তৃষ্ণার চুল ছুঁতে লাগলো। স্কুলে সর্বদা তাকে শুনতে হতো, তৃষ্ণা কতটা সুন্দর, হ্যান্ডসাম, ডেসিং। সকলের কথাগুলো সত্য হলেও, বেলী এমন ভাব করতো যেমন, সবার চোখে কুয়াশা আর একা তার চোখই ঝকঝকে পরিষ্কার। অথচ বেলী, আঁড়চোখে তৃষ্ণাকে দূর থেকে অনুসরণ করতো আরসকলের মতো । যেমন, যখন সে স্কুলের মাথায় চা দোকানের সামনে দাঁড়িয়ে, চা খেতো আর কথা বলত। বেলী দেখত।  
গ্রামে থাকলে তৃষ্ণা সর্বদা বেলীর স্কুলের সামনে থাকবেই। যেদিন ঢাকা থেকে ফিরবে। সেদিন আর সকাল সকাল স্কুলে এসেই দেখা যেতো না। বরং ছুটির পরে দেখত। ঘুমন্ত চোখ নিয়ে আকাশের পানে মুখ করে গাড়িতে বসে। একবার তো বেলী সরাসরি আবিদকে জিজ্ঞেস করে ফেলে, 
--" আপনার ভাই ঘুমে চোখ মেলতে পারছেনা। তাহলে এভাবে এখানে বসে থাকছে কেন, বলুনতো? "
রহস্য ভাবে হেসে আবিদের জবাব থাকতো, 
--" যেদিন বুঝবে, তুমি সেদিন কাঁদবে। "
বেলী হাসতে হাসতে ঢুলে যেতো। 
--" বা'রে, আমি কেন কাঁদবো। "
ওগুলো নিয়ে মজা করা বেলী এখন সত্যিই কাঁদে। আবিদের কথা কেমন হুবহু মিলে গেলো। অথচ আগের বুদ্ধু বেলী, বুঝতেই পারেনি কতটা ভাগ্যবান সে। তৃষ্ণা যে শুধু তার জন্যই স্কুলের সামনে থাকতো। শুধু তাকে কিছুক্ষণ দেখার জন্য। 
বেলী ধীরে তৃষ্ণার গাল দুটো ডান হাত দিয়ে চেপে ধরলো। ঠিক এই ভাবে বেলীর গাল সে চেপে ধরে। বেশিরভাগ সময় অল্প প্রেশার দিয়ে চেপে ধরে। কিন্তু যখন রেগে যায়। তখন অতিরিক্ত প্রেশার দিয়ে ধরে। একদম গালের গস্ত দাঁত ছাড়িয়ে যায়। বেলীর মনে পরে গেলো প্রথম বারের কথা। যখন প্রথম বার অতিরিক্ত রাগে, সে বেলীর গাল শক্ত করে চেপে ধরে। তাও সকলের সামনে। অবশ্য সেদিন প্রথম বেলী তৃষ্ণার রাগী চেহারা দেখতে পায়। রাগে তার ফর্সা চেহরা একদম লাল হয়ে ছিলো। 

সেদিন ছিলো বুধবার। বেলী তখন ক্লাস এইট। মাত্র নিজেকে গোছাতে শুরু করেছে। সবে ঠোঁটে হালকা লিপস্টিক, চোখ কাজল পরতে শিখেছে। শীলার অতি আবদারে বেরোলো ওপার ঘুরতে। ঘুরতে বেরিয়ে পরলো মহাবিপদে। এক চ্যালা পিছু লেগেছে শীলার। মাথায় কাপড় পেঁচানো বেলী ভয়ে আধমরা। বারবার শীলাকে বলছে, 
--" শীলা চল, চলে যাই। "
অথচ গলায় ওড়না ঝুলিয়ে শীলা, বেশ আঁড়চোখে ছেলেটাকে পর্যবেক্ষণ করছে। তার বিহেভিয়ারে স্পষ্ট বোঝা যাচ্ছে, সেও ছেলেটার প্রতি ইন্টারেস্টেড। কিন্তু, অসহায় বেলী ছিলো ঝামেলায়। কেউ দেখলে তার বাবাকে বিচার দিবে। আর সবচেয়ে বড় ভয় হলো তৃষ্ণা। বেলী রীতিমতো কাঁপছে। আঁড়চোখে একা দাঁড়িয়ে। শীলা কথা বলছে ছেলেটার সাথে। এক পর্যায়ে দেখা গেলো, ছেলেটার সাথে আসলো আরেকটা ছেলে। এবং ওই ছেলে বেলীর সাথে কথা বলার চেষ্টায়। এদিকে বেলীর গলা শুঁকিয়ে। তৃষ্ণা গ্রামে না থাকলে টেনশন ছিলো না। কিন্তু তৃষ্ণা গ্রামে আছে। সাথে আছে তার ভনভন। সেটায় চড়ে কোথায় কোথায় চলে আসবে ঠিক নেই। বেলী শীলার হাত ধরে টানতে লাগলো, 
--" চল, দেরি হচ্ছে। চল, চল। "
--" আররে থাম না। "
অগ্যত বেলী দাঁড়িয়ে। এক পর্যায়ে ওই ছেলেটার সাথে টুকটাক কথা হতে লাগলো। বেলীর নতুন উত্তেজিত মন, আনন্দে ভরপুর। তখন শীলার কথায় সেও, রাজি হলো আরেকটু ঘোরার। ব্যস। সেখানে গিয়েই পড়েছিল বিপদে। মেইন রোডের উপরে তৃষ্ণা তার ভাইরা আর কিছু বন্ধুরা মিলে বসে। আড্ডা দিচ্ছে। হতভম্ব বেলীত ভয়ে শেষ। আর তখন তো তৃষ্ণার চেহরার দিক তাকানোই যাচ্ছিলো না। মানে, আশেপাশে সব ভস্ম করে ফেলবে। 
অতপর কি'যে মারাটা মেরেছিল ছেলে গুলোকে বলার বাহিরে। আর তখন শীলা তো তৃষ্ণার প্রশংসায় বিভোর। অথচ বেলী ভয়ে চুপসে। সে জানে তাকে এখন একদম খেয়ে ফেলবে। সামনাসামনি সে তৃষ্ণাকে অতিরিক্ত ভয় পেতো। আর এমন রূপে আরও সাংঘাতিক ভয়ে। ছেলে দুটোকে মেরে তক্তা বানিয়ে, অতিরিক্ত রাগে সে বেলীর সামনে হাজির। চিৎকার করে ধমক দিয়ে বেলীর রুহ আকাশে উঠিয়ে দিলো। তারপর জীবনের প্রথম সে বেলীর গাল সকলের সামনে চেপে ধরলো। বেলী তো কাঁদতে কাঁদতে হেঁচকি উঠিয়ে ফেলছে। 
--" এখনই ছেলে লাগবে? কাঁদছিস কেন? থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে ফেলব। তোকে বলেছি না, যেখানে সেখানে বেরোতে না। "  
আগের কাহিনি ভেবেই বেলীর ঠোঁটে হাসি ঝুলে। তৃষ্ণার তখনকার শাষণ গুলো ছিলো, তার ছোট মনের জন্য। মনকে অন্যকারো জন্য আগাতে না দেওয়া। 

বেলী পা টানটান করে ফেলল। পা দুটো একদম অবস হয়ে আছে। পাশে মাত্র উঠে বসেছে তৃষ্ণা। কপালের ডান সাইডের দিক, দু আঙুলের সাহায্যে চেপে ধরে৷ চোখ আধো-আধো খোলা। স্পষ্ট ভাবে ফুটে আছে যে, তার ঘুম এখনও সম্পুর্ণ হয়নি। বেলী নিজের পা ধরে ধ্যান মেরে, তৃষ্ণার মুখের দিক তাকিয়ে। সদা শুনে এসেছে মেয়েদের ঘুমঘুম চেহরা অতি সুন্দর দেখায়। অথচ আজ তার কাছে, তৃষ্ণার ঘুমের রেশ ছোঁয়া চেহরা'টা অতি মায়াবী লাগছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে, সে নিজেই লজ্জা পেয়ে গেলো। তারপর ধীর গলায় বলল, 
--" কফি করে আনব?"
--" উঁহু। "
বলেই সে কিছুটা উঠে সামনে থেকে বোতল নিলো। নিজের পাশের দরজা খুলল। তারপর একটানে বোতলের বেশ খানিকটা পানি খেয়ে, বাকিটা দিয়ে মুখ ধুয়ে ফেলল। দু'হাতে চুল উঁচু করতে করতে দরজা লাগিয়ে দিলো। এবার সে বেলীর দিক গভীর ভাবে তাকালো। বেলী ঘাবড়ানো চোখে অন্যদিক তাকাচ্ছে। তৃষ্ণার চাহনি মনে হচ্ছে তাকে খেয়ে ফেলবে। দেখা গেলো তৃষ্ণা তার চেহারা ধরে, চোখের নিচে স্লাইড করতে লাগলো, 
--" এখনই ডার্ক সার্কেলস। আমিতো সারারাত তোকে জাগিয়ে রাখিনি। তাহলে ? "
বেলীর গাল গরম হয়ে উঠছে। সে আমতাআমতা করছে, 
--" ঘুমিয়েছি তো৷ "
তৃষ্ণা বেলীর গাল ধীরে টেনে ধরলো, 
--" আমি কানা?" 
--" উঁহু। "
--" কাল-পরশু সময় আছে তোর। ভালভাবে ঘুমিয়ে নে। আমার কাছে আসলে ঘুমাতে পারবি না। "
বেলী অন্যদিকে ফিরে গেলো। এই লোকের মুখ শুধরাবার নয়। এর মাঝেই আবিদ হাজির। তার গাড়ির আওয়াজে বেলীর কান খাড়া। তৃষ্ণা সন্দেহ দৃষ্টিতে তাকাল,
--" কি হয়েছে?"
বেলীর জবাবের প্রয়োজন পরলো না। আবিদের উচ্চ কন্ঠের গানে আশপাশ সতেজ। সে এসেই দরজা খুলল। এবং খাবারের বক্সটা বেলীর হাতে দিল,
--" ভালভাবে খাওয়াবে। আমার ভাই না খেয়ে। "
তৃষ্ণা ধমকাল, 
--" এখানে কি করছিস? "
--" উফ ভাই। ভাবী'কে দেখব না? কতদিন ধরে দেখা হচ্ছিলো না। আহারে, আমাদের পিচ্চি ভাবী তোমার টেনশনে শুঁকিয়ে গেছে। "
তৃষ্ণার চোখ রাঙানো'তে আবিদ হাত উঁচু করলো, 
--" ওকে ওকে। আম গোয়িং। "
আবিদ শেষবারের মতো বেলীকে হাসি উপহার দিয়ে চলে যাচ্ছে। তৃষ্ণা বেলীকে নিয়ে সামনে বসে গাড়ি স্টার্ট দিল। বেলী সর্বদার মতো জিজ্ঞেস করলো, 
--" কোথায় যাচ্ছি?"
--" হানিমুন। একটা রিসোর্ট বুক করব। তারপর উই উইল ইঞ্জয় আওর সেলফস। "
  বেলী কানে নিলো না। বরং নিজেই বক্স গুলো খুলে সাজালো। তারপর চামিচ ব্যাবহার করতে করতে বলল,
--" আমি খাইয়ে দি? "
--" হু। ইউজ ইওর হ্যান্ডস। "
অতপর তৃষ্ণার আবদারে বেলীকে হাতই ব্যাবহার করতে হলো।

চলবে 

[ আজ দিব বলে ভুল করে ফেলেছিলাম। মনেই ছিলো না তারপর দিন শুক্রবার। কাজিনদের জন্য লিখা কষ্টদায়ক। আমি এতটুকু কিভাবে লিখেছি, এক আমি জানি আর আল্লাহ। ছোট ছোট বলে আমার ছোট মনটা নষ্ট করবেন না। একটাই মন যদি নষ্ট হয়। তার দায়বার কে নিবে? ]অতিরিক্ত চাওয়া { ২ }
৪২|

ঘুমে বিভোর তৃষ্ণার চেহারার দিক অপলক তাকিয়ে বেলী। ক্ষনিকের জন্য আবারও ভুলে গেলো, তার পেয়ের অপরিসীম ব্যাথার কথা। কাছ থেকে পর্যবেক্ষণ করতে লাগলো, তৃষ্ণার স্পটল্যাস ফেইস। ভ্রু গুলি মাত্রাতিরিক্ত স্ট্রেইট। নাক'টা বড্ড স্মুথ। গাল গুলো, ভাবতে ভাবতে বেলী তৃষ্ণার গাল ছুঁয়ে দিলো। কখনও কল্পনায় ও আনেনি, এই লোককে বেলী একসময় কাছ থেকে দেখবে, ছুঁবে। সর্বদা তৃষ্ণাকে দেখে সে ভ্রু কুঁচকে রাখতো। সেটার পর্যাপ্ত কারণ ও আছে। অতিরিক্ত শাষণ করতো, বকতো আর চুল টেনে ধরে রাখতো। মাঝেমাঝে তো শক্ত করে তার গাল চেপে ধরতো। এতটাই শক্তি ব্যাবহার করতো যে, বেলী সারা রাস্তা তো কাঁদতই, বাড়িতে পৌঁছেও কাঁদত। তখন সে তৃষ্ণাকে বকতে থাকতো লাগাতার, 
--" আমি কি করেছি? আমার সাথে কেন এমন করে? "
ভাবতে ভাবতে বেলী হেসে ফেলল। আদুরে ভাবে তৃষ্ণার চুল ছুঁতে লাগলো। স্কুলে সর্বদা তাকে শুনতে হতো, তৃষ্ণা কতটা সুন্দর, হ্যান্ডসাম, ডেসিং। সকলের কথাগুলো সত্য হলেও, বেলী এমন ভাব করতো যেমন, সবার চোখে কুয়াশা আর একা তার চোখই ঝকঝকে পরিষ্কার। অথচ বেলী, আঁড়চোখে তৃষ্ণাকে দূর থেকে অনুসরণ করতো আরসকলের মতো । যেমন, যখন সে স্কুলের মাথায় চা দোকানের সামনে দাঁড়িয়ে, চা খেতো আর কথা বলত। বেলী দেখত।  
গ্রামে থাকলে তৃষ্ণা সর্বদা বেলীর স্কুলের সামনে থাকবেই। যেদিন ঢাকা থেকে ফিরবে। সেদিন আর সকাল সকাল স্কুলে এসেই দেখা যেতো না। বরং ছুটির পরে দেখত। ঘুমন্ত চোখ নিয়ে আকাশের পানে মুখ করে গাড়িতে বসে। একবার তো বেলী সরাসরি আবিদকে জিজ্ঞেস করে ফেলে, 
--" আপনার ভাই ঘুমে চোখ মেলতে পারছেনা। তাহলে এভাবে এখানে বসে থাকছে কেন, বলুনতো? "
রহস্য ভাবে হেসে আবিদের জবাব থাকতো, 
--" যেদিন বুঝবে, তুমি সেদিন কাঁদবে। "
বেলী হাসতে হাসতে ঢুলে যেতো। 
--" বা'রে, আমি কেন কাঁদবো। "
ওগুলো নিয়ে মজা করা বেলী এখন সত্যিই কাঁদে। আবিদের কথা কেমন হুবহু মিলে গেলো। অথচ আগের বুদ্ধু বেলী, বুঝতেই পারেনি কতটা ভাগ্যবান সে। তৃষ্ণা যে শুধু তার জন্যই স্কুলের সামনে থাকতো। শুধু তাকে কিছুক্ষণ দেখার জন্য। 
বেলী ধীরে তৃষ্ণার গাল দুটো ডান হাত দিয়ে চেপে ধরলো। ঠিক এই ভাবে বেলীর গাল সে চেপে ধরে। বেশিরভাগ সময় অল্প প্রেশার দিয়ে চেপে ধরে। কিন্তু যখন রেগে যায়। তখন অতিরিক্ত প্রেশার দিয়ে ধরে। একদম গালের গস্ত দাঁত ছাড়িয়ে যায়। বেলীর মনে পরে গেলো প্রথম বারের কথা। যখন প্রথম বার অতিরিক্ত রাগে, সে বেলীর গাল শক্ত করে চেপে ধরে। তাও সকলের সামনে। অবশ্য সেদিন প্রথম বেলী তৃষ্ণার রাগী চেহারা দেখতে পায়। রাগে তার ফর্সা চেহরা একদম লাল হয়ে ছিলো। 

সেদিন ছিলো বুধবার। বেলী তখন ক্লাস এইট। মাত্র নিজেকে গোছাতে শুরু করেছে। সবে ঠোঁটে হালকা লিপস্টিক, চোখ কাজল পরতে শিখেছে। শীলার অতি আবদারে বেরোলো ওপার ঘুরতে। ঘুরতে বেরিয়ে পরলো মহাবিপদে। এক চ্যালা পিছু লেগেছে শীলার। মাথায় কাপড় পেঁচানো বেলী ভয়ে আধমরা। বারবার শীলাকে বলছে, 
--" শীলা চল, চলে যাই। "
অথচ গলায় ওড়না ঝুলিয়ে শীলা, বেশ আঁড়চোখে ছেলেটাকে পর্যবেক্ষণ করছে। তার বিহেভিয়ারে স্পষ্ট বোঝা যাচ্ছে, সেও ছেলেটার প্রতি ইন্টারেস্টেড। কিন্তু, অসহায় বেলী ছিলো ঝামেলায়। কেউ দেখলে তার বাবাকে বিচার দিবে। আর সবচেয়ে বড় ভয় হলো তৃষ্ণা। বেলী রীতিমতো কাঁপছে। আঁড়চোখে একা দাঁড়িয়ে। শীলা কথা বলছে ছেলেটার সাথে। এক পর্যায়ে দেখা গেলো, ছেলেটার সাথে আসলো আরেকটা ছেলে। এবং ওই ছেলে বেলীর সাথে কথা বলার চেষ্টায়। এদিকে বেলীর গলা শুঁকিয়ে। তৃষ্ণা গ্রামে না থাকলে টেনশন ছিলো না। কিন্তু তৃষ্ণা গ্রামে আছে। সাথে আছে তার ভনভন। সেটায় চড়ে কোথায় কোথায় চলে আসবে ঠিক নেই। বেলী শীলার হাত ধরে টানতে লাগলো, 
--" চল, দেরি হচ্ছে। চল, চল। "
--" আররে থাম না। "
অগ্যত বেলী দাঁড়িয়ে। এক পর্যায়ে ওই ছেলেটার সাথে টুকটাক কথা হতে লাগলো। বেলীর নতুন উত্তেজিত মন, আনন্দে ভরপুর। তখন শীলার কথায় সেও, রাজি হলো আরেকটু ঘোরার। ব্যস। সেখানে গিয়েই পড়েছিল বিপদে। মেইন রোডের উপরে তৃষ্ণা তার ভাইরা আর কিছু বন্ধুরা মিলে বসে। আড্ডা দিচ্ছে। হতভম্ব বেলীত ভয়ে শেষ। আর তখন তো তৃষ্ণার চেহরার দিক তাকানোই যাচ্ছিলো না। মানে, আশেপাশে সব ভস্ম করে ফেলবে। 
অতপর কি'যে মারাটা মেরেছিল ছেলে গুলোকে বলার বাহিরে। আর তখন শীলা তো তৃষ্ণার প্রশংসায় বিভোর। অথচ বেলী ভয়ে চুপসে। সে জানে তাকে এখন একদম খেয়ে ফেলবে। সামনাসামনি সে তৃষ্ণাকে অতিরিক্ত ভয় পেতো। আর এমন রূপে আরও সাংঘাতিক ভয়ে। ছেলে দুটোকে মেরে তক্তা বানিয়ে, অতিরিক্ত রাগে সে বেলীর সামনে হাজির। চিৎকার করে ধমক দিয়ে বেলীর রুহ আকাশে উঠিয়ে দিলো। তারপর জীবনের প্রথম সে বেলীর গাল সকলের সামনে চেপে ধরলো। বেলী তো কাঁদতে কাঁদতে হেঁচকি উঠিয়ে ফেলছে। 
--" এখনই ছেলে লাগবে? কাঁদছিস কেন? থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে ফেলব। তোকে বলেছি না, যেখানে সেখানে বেরোতে না। "  
আগের কাহিনি ভেবেই বেলীর ঠোঁটে হাসি ঝুলে। তৃষ্ণার তখনকার শাষণ গুলো ছিলো, তার ছোট মনের জন্য। মনকে অন্যকারো জন্য আগাতে না দেওয়া। 

বেলী পা টানটান করে ফেলল। পা দুটো একদম অবস হয়ে আছে। পাশে মাত্র উঠে বসেছে তৃষ্ণা। কপালের ডান সাইডের দিক, দু আঙুলের সাহায্যে চেপে ধরে৷ চোখ আধো-আধো খোলা। স্পষ্ট ভাবে ফুটে আছে যে, তার ঘুম এখনও সম্পুর্ণ হয়নি। বেলী নিজের পা ধরে ধ্যান মেরে, তৃষ্ণার মুখের দিক তাকিয়ে। সদা শুনে এসেছে মেয়েদের ঘুমঘুম চেহরা অতি সুন্দর দেখায়। অথচ আজ তার কাছে, তৃষ্ণার ঘুমের রেশ ছোঁয়া চেহরা'টা অতি মায়াবী লাগছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে, সে নিজেই লজ্জা পেয়ে গেলো। তারপর ধীর গলায় বলল, 
--" কফি করে আনব?"
--" উঁহু। "
বলেই সে কিছুটা উঠে সামনে থেকে বোতল নিলো। নিজের পাশের দরজা খুলল। তারপর একটানে বোতলের বেশ খানিকটা পানি খেয়ে, বাকিটা দিয়ে মুখ ধুয়ে ফেলল। দু'হাতে চুল উঁচু করতে করতে দরজা লাগিয়ে দিলো। এবার সে বেলীর দিক গভীর ভাবে তাকালো। বেলী ঘাবড়ানো চোখে অন্যদিক তাকাচ্ছে। তৃষ্ণার চাহনি মনে হচ্ছে তাকে খেয়ে ফেলবে। দেখা গেলো তৃষ্ণা তার চেহারা ধরে, চোখের নিচে স্লাইড করতে লাগলো, 
--" এখনই ডার্ক সার্কেলস। আমিতো সারারাত তোকে জাগিয়ে রাখিনি। তাহলে ? "
বেলীর গাল গরম হয়ে উঠছে। সে আমতাআমতা করছে, 
--" ঘুমিয়েছি তো৷ "
তৃষ্ণা বেলীর গাল ধীরে টেনে ধরলো, 
--" আমি কানা?" 
--" উঁহু। "
--" কাল-পরশু সময় আছে তোর। ভালভাবে ঘুমিয়ে নে। আমার কাছে আসলে ঘুমাতে পারবি না। "
বেলী অন্যদিকে ফিরে গেলো। এই লোকের মুখ শুধরাবার নয়। এর মাঝেই আবিদ হাজির। তার গাড়ির আওয়াজে বেলীর কান খাড়া। তৃষ্ণা সন্দেহ দৃষ্টিতে তাকাল,
--" কি হয়েছে?"
বেলীর জবাবের প্রয়োজন পরলো না। আবিদের উচ্চ কন্ঠের গানে আশপাশ সতেজ। সে এসেই দরজা খুলল। এবং খাবারের বক্সটা বেলীর হাতে দিল,
--" ভালভাবে খাওয়াবে। আমার ভাই না খেয়ে। "
তৃষ্ণা ধমকাল, 
--" এখানে কি করছিস? "
--" উফ ভাই। ভাবী'কে দেখব না? কতদিন ধরে দেখা হচ্ছিলো না। আহারে, আমাদের পিচ্চি ভাবী তোমার টেনশনে শুঁকিয়ে গেছে। "
তৃষ্ণার চোখ রাঙানো'তে আবিদ হাত উঁচু করলো, 
--" ওকে ওকে। আম গোয়িং। "
আবিদ শেষবারের মতো বেলীকে হাসি উপহার দিয়ে চলে যাচ্ছে। তৃষ্ণা বেলীকে নিয়ে সামনে বসে গাড়ি স্টার্ট দিল। বেলী সর্বদার মতো জিজ্ঞেস করলো, 
--" কোথায় যাচ্ছি?"
--" হানিমুন। একটা রিসোর্ট বুক করব। তারপর উই উইল ইঞ্জয় আওর সেলফস। "
  বেলী কানে নিলো না। বরং নিজেই বক্স গুলো খুলে সাজালো। তারপর চামিচ ব্যাবহার করতে করতে বলল,
--" আমি খাইয়ে দি? "
--" হু। ইউজ ইওর হ্যান্ডস। "
অতপর তৃষ্ণার আবদারে বেলীকে হাতই ব্যাবহার করতে হলো।
.
.
.
চলবে..............................
Author, Publisher & Developer

একটি মন্তব্য পোস্ট করুন

উফ!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে আগে আপনার ইন্টারনেটের সংযোগ ঠিক করুন এবং তারপর আবার ব্রাউজিং শুরু করুন৷
AdBlock সনাক্ত করা হয়েছে!
আমরা শনাক্ত করেছি যে আপনি আপনার ব্রাউজারে অ্যাডব্লকিং প্লাগইন ব্যবহার করছেন৷ আমরা আপনাকে আপনার অ্যাডব্লকিং প্লাগইন বন্ধ করার জন্য অনুরোধ করছি, কারন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে রাজস্ব আয় করি তা এই ওয়েবসাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয়।