অতিরিক্ত চাওয়া - পর্ব ১৫ - সিজন ২ - নাবিলা ইষ্ক - ধারাবাহিক গল্প


~ বেলি তাওয়ালটা দিয়ে যা তো! 

হঠাৎ আওয়াজে বেলি ভয় পেয়ে যায়! বিছানায় পরে থাকা তাওয়াল নিয়ে ধীরে-ধীরে এগিয়ে যায়, 
~ আমি যাই ভাবির রুমে? সবাই ওখানে! আমাকে এভাবে একা বসে থাকতে দেখলে খারাপ ভাববে! 
তৃষ্ণা দরজা খুলে ভেজা হাত বাড়িয়ে দেয়, তাওয়াল নেওয়ার জন্য, 
~ চুপচাপ বসে থাক! 
বেলির হাত কাঁপতে থাকে! পানি পুরো শরীর ছুঁয়ে দিচ্ছে তৃষ্ণার! বেলির চোখ বারবার চলে যাচ্ছে তৃষ্ণার শরীরের দিক! তাওয়াল নেওয়ার সময় তৃষ্ণা স্বেচ্ছায় বেলির হাত ধরে! বেলি ছোখ পিটপিট করে বলল, 
~ আ..আচ্ছা যাচ্ছি না! হাত ছাড়ু...

বেলির কথা মুখে আটকে যায়! হঠাৎ তাঁর গালে তৃষ্ণার ঠান্ডা গালের ছোঁয়া লাগতেই সে স্তব্দ! তৃষ্ণা তাঁর ডান গাল দিয়ে বাম গেলেও পানির ছোঁয়া লাগিয়ে, ন্যায়নীতি ওয়াস্রুম ঢুকে যায়! স্তব্দ বেলি থরথর করে কাঁপতে থাকে! 

  
প্রায় মিনিট লেগে যায়, বেলির নিজেকে শান্ত করতে, আর ঠিকমতো শ্বাস নিতে! চিন্তাভাবনা বাদ দিয়ে রুমে চোখ বোলালো ! দেয়ালে বেডের উপরে বড় ছবির ফ্রেম! লোকটা অসম্ভব সুন্দর! কথাটা মনেমনে বলতেই, বেলির গাল দু'টো লাল হতে লাগলো! হঠাৎ, কারো আওয়াজ পেতেই, দ্রুত দাঁড়িয়ে গেলো! হাত দু'টো ভয়ে-ভয়ে কচলাতে লাগলো, 
~ তৃষ? বাজান উঠছস? 
জয়া রুমে ঢুকে বেলিকে দেখে, একটু তাকিয়ে মিষ্টি হাসলো! প্রতি উত্তরে বেলি হালকা হাসার চেষ্টা করলো! কফির মগটা বিছানার সাথে অ্যাটাচড স্ট্যান্ডে রেখে, জয়া বেলির সামনে গিয়ে, বেলির হাত দু'টো নিজের হাতের মাঝে আবদ্ধ করলো, 
~ রান্নাবান্নার চাপে তোমার সাথে কথাই হলো না! কেমন আছো আম্মি? 
~ আসসালামু আলাইকুম! জ্বী ভালো আছি! আপনি আন্টি? 
~ আলাইকুম আসসালাম! আলহামদুলিল্লাহ! তা দাঁড়িয়ে কেন.? 
বেলি থেমে থেমে তাকাচ্ছে, 
~ উমম! এ..এভাবেই! 
~ তুমি কি আমাকে ভয় পাচ্ছ? 
~ না..নাহ! [ জড় করে হাসার চেষ্টা করে ]
~ স্কুল ড্রেসে আরও পিচ্চি লাগছে! 
~ আ..আপনি আগে দেখেছেন আমায় ? 
জয়া বেলির হাত ধরে বিছানায় বসিয়ে, নিজেও পাশে বসলো, 
~ সরাসরি আজ দেখা হলো! এভাবে তৃষের মোবাইলে তোমার ছবি দেখেছি! অনেক অনেক ছবি! [ বেলির গাল দু'টো লাল হচ্ছে, ] তৃষ 
কে কতোবার বলেছিলাম তোমাকে আনতে! কিন্তু সে তো সেই! কোনো গুরুত্ব নেই! [ বলতে বলতে জয়া উঠে বিছানা গোছাতে শুরু করলো! ] এতবড় হয়েছে অথচ এখনও কোনো কিছুতে গুরুত্ব নেই! আছে শুধু রাগ! কোথায় পেয়েছে এতো রাগ আল্লাহ মালুম! ওঁর বাপেরও তো এতো রাগ নেই! [ বেলিকে উদ্দেশ্য করে ] খাওয়া-দাওয়ার তো আরও আগে গুরুত্ব নেই! সিগারেট আছে না? ওর বন্ধু? সারাদিন ওটা টানবে! রাগারাগি করলে কি করবে জানো? গালে চুমু দিয়ে বলবে " আর খাবো না! " কিন্তু আমি তো জানি ওর খাবো না এ-র মানে! [ বেলির ঠোঁটে হাসি ঝুলে! সে এক মায়ের আদরের নালিশ শুনছে, ] আরেহ দেখেছ? তুমি তো কিছুই খাও নি তাই না? আর আমি শুরু হয়ে গেছি একদম ! 
~ ন..না আন্টি আমি ঠিকাছি! আপনি বলুন আমি শুনছি! 
জয়া দুষ্টু হেসে কম্বল ভাঁজ করে রেখে বেলির দিক ফিরলো, 
~ বাহ! এখনি সব জানার ইচ্ছে? 
বেলি অবাকের সাথে সাথে লজ্জায় মাথা নিচু করে ফেলে! এখানের সবাই তাঁকে এতো লজ্জায় কেন ফেলছে! জয়া বেলির অবস্থা দেখে মিষ্টি হাসলো! বেলির মাথায় হাত বুলিয়ে,  
~ দুপুরে কিন্তু এখানেই খাচ্ছ! তাই আমার সাথে চল! গোসল নিয়ে তৃষার কামিজ একটা পড়ে নেবে! 
বেলি আড়চোখে ওয়াস্রুমের দিক তাকিয়ে, মাথা দুলালো! জয়া ব্যাপারটা লক্ষ করলো, 
~ তুমি কি ভয় পাচ্ছ তৃষকে? 
~ ন..না...নাহ তো! 
~ তাহলে..? 

বেলির আর কিছু বলতে হলো না! তৃষ্ণা ঘাড়ে তাওয়াল ঝুলিয়ে মাথা মুছতে মুছতে বেরোচ্ছে! বেলি আড়চোখে দেখছে! এখন আরও অদ্ভুত সুন্দর দেখাচ্ছে! ভাগ্যিস উদোম শরীরে বের হয় নি! টাউজার আর গেঞ্জি পড়েছে! বেলির বুক ধুকপুক করছে! অসভ্য লোক কি করে গেলো? বেলির নর্মাল ভাবে শ্বাস নিতে, আর শরীরের কাঁপা-কাঁপি ঠিক করতে পুরো ১০ মিনিট লেগেছে! বেলি যখন নিজের ভাবনায় বিভোর! তৃষ্ণা তখন তাঁর বেলিকে দেখছে, হাতের তাওয়াল মায়ের হাতে দিয়ে, স্ট্যান্ড থেকে কফির মগ নিয়ে, বিছানায় বসে পড়লো, 
~ প্রপোজাল এক্সেপ্ট করেছে আনন্দ চাচা? 
জয়া ভেজা তাওয়াল বেলকনিতে মেলে দিতে দিতে জবাব দিলো, 
~ তাই তো মনে হলো! বিকেলে বিমানদের পরিবার আসবে! 
তৃষ্ণার নজর বেলির দিক আর বেলি অন্যদিকে তাকিয়ে আড়চোখে বলল, 
~ আমি ভাবির রুমে যাই? 
জয়া মিষ্টি সম্মতি দিলো,
~ হ্যাঁ চল! গোসল করে তৃষার লং একটি কামিজ পড়ে নিয়ো! 
বেলি মাথা দুলানোর আগে তৃষ্ণা মগে চুমুক দিয়ে বলল,
~ তুমি যাও মা! ও একটু পরে যাবে! 
জয়া ছেলেকে তীক্ষ্ণ দৃষ্টি দেখিয়ে জবাব দিলো, 
~ আবির ডেকেছে তোকে সেখানে যা! 
ছেলের জবাবের অপেক্ষা না করে বেলির হা টেনে বেরিয়ে গেলো! তৃষ্ণা কফি খেতে খেতে বেলির যাওয়ার দিক তাকিয়ে রইলো! 

গোসল নিয়ে বেলি জর্জেটের একটি কামিজ পড়েছে! একদম সুন্দর ভাবে ফিট হয়েছে! জামার লম্বাটাও বেশ বড়! জামা বানানোর ডিজাইন টাও অসম্ভব সুন্দর! স্কুল ড্রেস সুন্দর ভাবে গুছিয়ে ব্যাগে রেখে দিলো! তৃষাও প্রায় সেইম ডিজাইনের ড্রেস পড়েছে! এবং বারবার বেলির সাথে ছবি তুলে যাচ্ছে, 
~ ভাবি আমার আর ছোট ভাবির একটা ফুল পিকচার তুলে দাও না! 

বেলির মনটা ঠান্ডা হাওয়ায় দুলিয়ে যায়, যখন তাঁকে ভাবি ডাকা হয়! এ-ই যে তৃষা ছোট ভাবি ডাকছে, বেলির ছোট বুক যে ফুসফুস করছে! শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে! বারবার মনে হচ্ছে সে তৃষ্ণার হয়ে গেছে! 

অঞ্জলি মুখ বেঁকিয়ে খোঁপা করতে করতে বলল, 
~ এখন আমি নেই আর? 
তৃষা দুষ্টু হেসে জবাব দিলো, 
~ তুমি পুরান হয়ে গেছ! 
বেলি হেসে উঠলো! অঞ্জলি হাসি চেপে রাখল, 
~ আচ্ছা? আসুক আজ তোর বড় ভাই! এদিক দে ফোন!
তৃষা দ্রুত মোবাইলটা দিয়ে বেলির হাত ধরে পোজ নিতে লাগলো! বেলি মিষ্টি হেসে তৃষার দিক তাকিয়ে আর তৃষা বেলির হাত ধরে মোবাইলের দিক হেসে তাকিয়ে! ছবিটা তোলা হতেই তৃষা ওটা তাঁর ভাইকে দেখানোর জন্য দৌড় লাগলো!

টেবিলে নিজেদের মতো সবাই বসে! জয়া রান্নাঘর থেকে এসে আয়েশা আর অঞ্জলিকে জোড় পূর্বক ভাবে টেবিলে বসিয়ে, নিজে খাবার পরিবেশন করতে লাগলো ! তৃষা আর বিমানের সাথে বসে বেলি! বেলির ডান পাশে আয়েশা, অঞ্জলি! ওপাশে আয়ুশ, অভি, আবির, আনন্দ, বাবলু, আমিদ, বসে! অভি তো একধ্যানে তাকিয়ে বিমানের দিক! বিমান আড়চোখে এদিক-ওদিক তাকাচ্ছে! সেগুলো খেয়াল করে কিটকিটিয়ে হাসছে বেলি, তৃষা! বেলি মুখে হাসলেও সে বারবার আশেপাশে তাকাচ্ছে! তৃষ্ণা তো এখনও আসলো না টেবিলে! আমিদের আওয়াজে বেলি সেদিকে ধ্যান দেয়, 
~ জয়া? তৃষ কোথায়? সাথে আবিদ কেও দেখছিনা! 
জয়া স্বামীর প্লেটে ভাত দিতে দিতে বলল, 
~ সোহান সাহেবের মেয়ে আছে না সুহি?
~ হ্যাঁ? 
~ সুহি এসে তৃষ্ণাকে সাথে নিয়ে ছাদের দিক গেলো! আবিদকে আমি পাঠিয়েছি ডেকে আনার জন্য! 

স্ত্রীর কথায় মাথা দুলালো আমিদ! আবির চোখ নাড়াচ্ছে আয়েশার দিক তাকিয়ে, 
~ কি হচ্ছে যে তোমার আয়েশা? 
~ আমার কি হবে? 
~ এ-ই যে গোস্তো বারবার যে দিচ্ছি তুমি সরাচ্ছ কেন? নিজেকে আয়নায় দেখেছ? টিকটিকির মতো দেখায়! চুপচাপ প্লেট সহো গোস্তো ফিনিশ করবে নাহলে টেবিল থেকে উঠতে পারবে না! 

লজ্জায় আয়েশা আর আশেপাশে তাকায়নি! সজা নিজের খাবারের দিক চোখ রেখেছে! বড়-ছোট সকলের মাঝে এভাবে বলতে পারলো তাঁকে? সে কি এখনো বাচ্চা যে এভাবে বলবে! 

আবিদ এসে আয়ুশের পাশে বসে পরলো! জয়া আবিদকে দেখে প্রশ্ন করলো, 
~ কোথায় তৃষ? 
~ ও-ই তো আসছে! 
বেলি দ্রুত ওদিকে তাকাল! ছাদের সিঁড়ি বেয়ে নামছে তৃষ্ণা! তাঁর পাশে সুহি মেয়েটা! দু'জন কিছু নিয়ে কথা বলতে বলতে আসছে! তৃষ্ণা বেলির দিক তাকাতেই বেলি খাবারের দিক তাকালো! তৃষ্ণা পেছন থেকে তৃষার মাথায় টোকা মেরে উঠতে ইশারা করলো! 
~ না উঠবো না! 
তৃষ্ণার ভ্রু-উঁচু করা দেখে তৃষা নিজের প্লেট নিয়ে উঠে ড্রয়িং রুমে সোফায় চলে গেলো! তৃষার দেখা-দেখি বাবলুও নিজের প্লেট নিয়ে ড্রয়িং রুম চলে গেলো! তৃষ্ণা টুপ করে বেলির পাশের চেয়ারে প্রায় ছুঁই ছুঁই হয়ে বসলো! আর বেলির শ্বাস গলায়
 আটকে গেলো! জয়া সুহির দিক তাকিয়ে মিষ্টি হাসলো, 
~ বসে পর সুহি! খেয়ে যা! 
সুহি ওপাশের দিক বসে তৃষ্ণাকে আওয়াজ দিল,
~ তৃষ এপাশে বসেন! 
তৃষ্ণা আড়চোখে বেলির দিক তাকালো! বেলির মুচকানো মুখ দেখে একটু ভাবলো, 
~ সুহি তুমি এপাশ এসে পড়! বিমান অভির পাশে বসুক! 
তৃষ্ণার কথায় বিমানের চেহরা লাল হয়ে উঠছে! অভি ইশারায় তৃষ্ণাকে ' থ্যাংকস ভাই ' জানালো! সুহি বিমানে চেয়ারে এসে তৃষ্ণার পাশাপাশি বসলো! পুরো সময়টা তৃষ্ণা বেলির মুখের দিক তাকিয়ে! কিন্তু বেলি নিজের প্লেটের দিক তাকিয়ে চুপচাপ খেয়ে যাচ্ছে! 
~ সুহি তুমি তো সুন্দর হচ্ছ দিনদিন! 
সুহি হালকা হেসে বলল, 
~ আপনি তো আরও বেশি হ্যান্ডসাম হচ্ছেন ! 
~ সবার চোখে পড়ে না! [ আড়চোখে বেলির দিক তাকিয়ে ] ভাবছি প্রেয়সীর সাথে রিলেশন কন্টিনিউ করবো! একবারে বিয়ে করে ঢাকা চলে যাব! তারপর না-হয় বাচ্চা একটা নিয়ে গ্রাম ঘুরে যাব! বয়স হয়ে যাচ্ছে বিয়ে-শাদি করা প্রয়োজন! প্লানিং টা কেমন বেলি? 

বেলি চোখে পানি প্রায় টলমল করছে! তাঁর ছোট মনটা অভিমানে টুইটুম্বুর হয়ে যাচ্ছে! মনে মনে বলল ' আপনি যে অসভ্য সেটা জানেন? ' মুখে বলল, 
~ ভা..ভালো ভাইয়া ! 
তৃষ্ণার ফুর্তিময় আওয়াজ সেকেন্ডেই পাল্টে গেল! তাঁর বেলির মুখে ভাই শব্দটা কেন জানি একদম সজ্জ হয় না! পুরো মুখ বিষাক্ত হয়ে গেলো! আবির, আবিদ, আয়ুশ, অঞ্জলি, আয়েশা কিটকিটিয়ে উঠলো শব্দ করে ! আনন্দ আমিদ, জয়া নিজেদের মতো কথা বলছে!
তৃষ্ণা টেবিলের নিচ দিয়ে বেলির পা চেপে ধরতেই, বেলি আড়চোখে তাকিয়ে পা সরানোর চেষ্টায় লেগে পড়ে, 
~ প্রেয়সী মেয়েটা কিন্তু বেশ সুন্দরী! তোকে ছবি দেখাব, দেখে বলবি আমাদের কেমন মানাবে! 

বেলি তৃষ্ণার হাতে চিমটি দিয়ে মিনমিনিয়ে বলল, 
~ আপনি একটা অসভ্য! পা ভালোভাবে রাখুন! 
তৃষ্ণা বাঁকা হেসে এইবার নিজের দু'পা দিয়ে বেলির দু'পা আটকে ফেলে! 
~ আচ্ছা সুহি? আমাকে কি কোনো দিক দিয়ে অসভ্য দেখায়? 
সুহি চোখের পলক ফেসে হেসে ফেলল, 
~ আরে না! কে বলেছে? 
~ এক পাগল মেয়ে! 
বেলির ইচ্ছে করছিলো চিল্লিয়ে তৃষ্ণার কান ফাটিয়ে দিতে!  
~ প্রেয়সী আপনার ক্লাসমেট টা না?
~ হ্যাঁ! 
~ হুমম মেয়েটা সুন্দর ছিলো! কিন্তু এক্স তো এক্সই! এক্স দের ফিরত আনার কোনো প্রয়োজন নেই! অন্য কাউকে চান্স দিন! 

সুহির কথায় স্পষ্ট সে কিভাবে কথাটা মিন করেছে! আবিদ খাবার খাচ্ছে আর হাসছে! তৃষ্ণা মাথা নিচু করে ধীরে-ধীরে খেতে থাকা বেলির দিক তাকিয়ে বলল, 
~ রাইট! তোমার নাম্বারটা? 
সুহি লজ্জা মাখা হাসি দিলো, 
~ আমার কাছে আছে আপনারটা! 
~ তাহলে মেসেজ দিয়ে দিয়! 

বেলির খাওয়া হতেই দ্রুত উঠে পড়লো! তৃষ্ণা ধরতে গিয়েও পারলো না! হঠাৎ উঠে যাবে সেটা খেয়াল করতে পারে নি! বেলি ধীরে বাবার দিক চলে গেলো! দাঁড়িয়ে থাকা আনন্দ মেয়েকে ডান হাত দিয়ে নিজের পাশে ধরে রাখল, 
~ তাহলে আপাতত যাই আমিদ ভাই! সন্ধ্যায় দেখা হবে! [ বেলির দিক ফিরে ] ব্যাগ নিয়ে আস! 
বেলি দ্রুত ব্যাগ আনতে চলে গেলো! সে তৃষ্ণার দিক একবারও তাকায় নি! তৃষ্ণা অঞ্জলিকে ইশারা করল না যেতে দিতে! অঞ্জলি একটু ভাবলো, 
~ চাচা? বলছিলাম যে সন্ধ্যায় তো আসবেন ই! বিমান বাবলু বেলি ওঁরা থাকুক না! একবারে রাত্রে যাবে না-হয়! 

বেলি ব্যাগ নিয়ে এসে বাবার পাশে দাঁড়ালো, 
~ আমার ভালো লাগছে না! চলে যাব! পড়তে হবে সামনে পরিক্ষা! 
তৃষ্ণার চোখ রাঙানো দেখে বেলি আনন্দের সাথে লেগে দাঁড়ায়! আয়েশা এগিয়ে আসলো, 
~ একসাথে যাবো নি বেলি! আমিও তো সন্ধ্যা পর্যন্ত আছি! থেকে যাও! বাড়িতে পৌঁছে পড়ে নিয়! 
আয়েশা বলতে বলতে বেলিকে নিজের দিক করে নিলো! বেলির চলে যাব কথাটার গুরুত্ব কেউ দিল না!

অঞ্জলির রুমে বিছানায় বসে সবাই! বিমান, অভি, আবিদ, অঞ্জলি, আয়েশা, আয়ুশ, সুহি, বাবলু, তৃষা, বেলি! সবাই গল্প করছিলো! হঠাৎ তৃষ্ণা আসায় সুহি কিছু বলতে নিচ্ছিলো কিন্তু তৃষ্ণা এসে বিছানা থেকে বেলিকে টেনে নিয়ে যেতে লাগলো, 
~ আমি যাবো না! 
কে শুনে কার কথা! তৃষ্ণা বেলিকে নিয়ে চলে যাচ্ছে! এদিকে সুহি কনফিউজড হয়ে সকলের দিক তাকালো,
~ এটা কি হলো? 
 আবিদ সুহির মাথায় টোকা দিয়ে বলল, 
~ নায়ক তাঁর জেলাসিত নায়িকাকে জেলাসমুক্ত করতে নিয়ে গেলো! 

সবাই কিটকিটিয়ে হেসে উঠলেও সুহি কনফিউজড রয়ে গেলো! 
.
.
.
চলবে.............................

একটি মন্তব্য পোস্ট করুন