আদ্রিয়ান আবরার জুহায়ের। যেই নামটা চিরকালই আমার কাছে একটা অসহ্য বস্তু সেই নামটাই আমার জীবনের সাথে এভাবে জুড়ে যাবে কখনো ভাবতেও পারিনি। ভারী শাড়ি আর একগাদা গয়না পরে বউ সেজে বসে আছি বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো একটা ঘরে। আমার জানা মতে এটাকে বাসর ঘরই বলে। কিন্তু যার জন্যে এভাবে বসে আছি তারই কোনো খবর নেই। প্রচন্ড ঘুম পাচ্ছে, রাত যে অনেকটা হয়েছে সেটা বেশ বুঝতে পারছি। আবছা অন্ধকার রুমটাতে দেয়াল ঘরিটার ওপর ছায়া পরে আছে তাই সময় দেখতে পারছিনা। বাসররাতে মেয়েরা নাকি লজ্জা, ভালোলাগা, শিহরনের মতো কিছু অদ্ভুত অনুভূতি নিয়ে বসে থাকে কিন্তু আমি বসে আছি একটা চাপা টেনশন আর ভয় নিয়ে। আদ্রিয়ান ভাইয়ার কথাটা ঐ মুহূর্তে না শুনে জেদ দেখিয়ে যেই কাজটা করেছি সেটাকি ঠিক হলো? মানবেতো উনি আমাকে নিজের বউ হিসেবে? যদি না মানে তাহলে কোন দিকে মোড় নেবে আমার জীবন? আমি অনিমা। সবাই ভালোবেসে ছোট করে অনি বলে ডাকে। আর হ্যাঁ আজ যার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম আদ্রিয়ান আবরার জুহায়ের। হঠাৎ করেই যে এরকম কিছু হয়ে যাবে কল্পনাও করতে পারিনি। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। সেইজন্যে অনেক আদর যত্নেই বড় হয়েছি। মাত্র এইচ এস সি পরীক্ষা দিয়েই বিয়ের পিড়িতে বসবো সেটা আমার কল্পনারও বাইরে ছিলো। আমার জানা মতে বাবা মাও এমন কিছু ভাবেন নি তাহলে? হঠাৎ কী হলো? এরকম কেনো করলেন ওনারা আমার সাথে? দরজা লাগানোর শব্দে ভাবনা থেকে বেড়িয়ে এলাম। আবছা অন্ধকার তাই দেখতে না পেলেও বুঝতে পারলাম আদ্রিয়ান ভাইয়া এসছেন। তখন জেদ করে অনেক সাহস দেখিয়েছিলাম ঠিকই কিন্তু এখন হৃদপিণ্ড তীব্র গতিতে স্পন্দিত হচ্ছে, ভয়ে গলা শুকিয়ে অাসছে। নিচের দিকে তাকিয়ে হাত কচলে যাচ্ছি। আমি না তাকিয়েও বুঝতে পেরেছি উনি আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ দুজনেই নিরব থাকার পর উনি বলে উঠলেন,
--- '' এখানে আমি ছাড়া কেউ নেই। তাই এই ভয় বা লজ্জা পাওয়ার ন্যাকামো টা বন্ধ করো। তুমি দেখতে যতোটা ভোলাভালা তার একবিন্দুও তুমি নও সেটা তুমি খুব ভালো করে জানো আর আমিও জেনে গেছি। তাই এই ড্রামা বন্ধ করো।"
ওনার এরকম কর্কশ বাণী শুনে ওনার দিকে তাকালাম আমি। কথাগুলোতে কষ্ট পেলেও চেহারায় সেটা প্রকাশ করলাম না। আবারও মাথা নিচু করে ফেললাম। উনি এবার আমার হাত ধরে টেনে বেড থেকে নামালেন আমি একটু অবাক হয়ে তাকালাম ওনার দিকে। উনি আমার হাত চেপে ধরে রাগী কন্ঠে বললেন,
--- " এবার বলোতো এক্সক্টলি কেনো বিয়ে করেছো আমাকে? আমাদের এতো বিশাল প্রপার্টি দেখে? ছেলে এতো বড় একজন ইঞ্জিনিয়ার। কোনো কিছুরই অভাব হবেনা জীবনে। এসব ভেবেই বিয়েটা করেছো রাইট? তোমাদের মতো মিডেলক্লাস মেয়েরা এরকম ওফার পেলেতো লুফে নেবেই তাইনা? টাকার জন্যে তো সব করতে পারো তোমরা।"
আমি জানতাম যে আমি নিজের জেদ রাখতে যেটা করেছি তারপর ওনার আমার ওপর রেগে যাওয়া স্বাভাবিক। কিন্তু তার বদলে যে আমাকে এধরণের কথা শোনাবেন উনি সেটা আমি ভাবতেও পারিনি। না চাইতেও চোখ দিয়ে জল গড়িয়ে পরল। তবে সেই জল ওনার চোখে পরেছে কী না জানিনা। উনি আমার হাতটা ধরে সামনে নিয়ে গিয়ে হাতে কাগজ টাইপ কিছু একটা ধরিয়ে দিলেন আমি ভ্রু কুচকে ওটা সামনে আনলাম। একটা চেক কিন্তু রুমটা অন্ধকার তাই ভেতরে কী লেখা আছে জানিনা। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই উনি বললেন,
--- " এভাবে তাকানো কিছু নেই। তোমার রেট ঠিক জানা নেই আমার। এই টাইপের মেয়েদের ডিমান্ড তো কখনো শেষ হয়না। তাই এই ব্লাঙ্ক চেক দিয়ে দিয়ে দিলাম। ঠিক ততোটাই এমাউন্ট বসিয়ে নিয়ো যতোটা পেলে আমাকে মুক্তি দিতে পারবে।"
আমার এবার নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী মনে হচ্ছে। জীবণের পরিধি খুব একটা বেশি নয় আমার। এই অল্প বয়সে নিজেকে এতো ছোট কোনোদিন মনে হয়নি যতোটা আজ মনে হচ্ছে। আমি নিজেকে সামলে হালকা ভাঙা আর রাগী গলায় বললাম,
--- " দেখুন আপনি কিন্তু এবার আমাকে অপমান করছেন? হোয়াট ডু ইউ মিন বাই আমার রেট কতো হ্যাঁ ? আপনি কী বলছেন আপনি জানেন?"
আদ্রিয়ান ভাইয়া একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল,
--- " অপমান? তোমার মান বলে কিছু থাকলে তো অপমান করবো তাইনা? যদি তোমার সামান্যতম আত্মসম্মান থাকতো তাহলে আমাকে বিয়ে করতে না।"
আমার এবার বুক ফেটে কান্না আসছে। এভাবে কেউ কোনোদিন আমাকে অপমান করেনি। বিয়ের প্রথম রাতে নিজেরই স্বামীর দ্বারা এভাবে অপমানিত হবো ভাবতেও পারিনি। বাংলা সিনেমা আর ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে এরকম ঘটনা অহরহ দেখতাম আর ভীষণই বিরক্ত হতাম। ফালতু কাহিনী। কিন্তু সেটাই যে বাস্তবে আমার সাথেও ঘটে যাবে ভাবতেও পারিনি। আমি চাইলে ওনার প্রত্যেকটা কথার জবাব দিতে পারতাম। কিন্তু এইমূহুর্তে তেমন কোনো ইচ্ছে বা মানসিকতা নেই আমার। আমিই সেই অনি যাকে কেউ সামান্য কটু কথা বললে কেঁদেকেটে অস্হির হয়ে যেতাম। কিন্তু পরিস্থিতি নিজেকে সামলাতেও শিখিয়ে দিলো। এখন আমি কাঁদবোনা, কেঁদে নিজেকে ওনার সামনে দুর্বল প্রমাণ করতে পারবোনা। ওনারা কথাগুলো মনে চরমভাবে আঘাত করলেও এমন একটা ভাব করলাম যেনো আমার কিছু যায় আসেনা। চেকটা টেবিল রেখে একটা হাই তুলে বেডে শুতে যাবো তখনি উনি আমার হাত শক্ত করে ধরে নিজের দিকে ঘোরালেন। হাত টা এতোই শক্ত করে ধরেছেন যে হাত জ্বলে যাচ্ছে আমার মনে হয় চুড়ি ভেঙ্গে হাতে ঢুকে গেছে। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই উনি বললেন,
--- " আমার বেডে কেনো আমার বেডরুমেও তোমার কোনো জায়গা হবে না।"
এটুকু বলে আমার হাত ধরে টানতে টানতে ব্যালকনিতে নিয়ে যাচ্ছেন আমি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। সত্যিই আমি আমার সদ্য বিয়ে করা স্বামীর কাছ থেকে এতোটা খারাপ ব্যবহার ডিসার্ব করি? উনি আমাকে ব্যালকনিতে ছুড়ে মারলেন একটুর জন্যে পরে যাইনি। উনি ব্যালকনির দরজা লাগাতে যাবেন আমি কিছু একটা ভেবে হাত দিয়ে বাধা দিলাম। এরপর ওনাকে ঠেলে ভেতরে ঢুকিয়ে নিজেও ভেতরে গিয়ে বললাম,
--- " এটাকে কী বাংলা সিনেমা পেয়েছেন? নাকি আমাকে দেখে নায়িকা সাবানা বা মৌসুমী টাইপ কিছু মনে হচ্ছে? কোনটা?"
উনি ভ্রু কুচকে তাকালেন আমার দিকে। ওভাবে তাকিয়েই বললেন,
--- " কী বলতে চাইছো?"
আমি গিয়ে বেডে বসে ওনার দিকে তাকিয়ে বললাম,
--- " বাসর ঘরে আমি বসে বসে আপনার জন্যে ওয়েট করবো, আপনি বাংলা সিনেমার বা সিরিয়ালের নায়কদের মতো এসে আমাকে যা ইচ্ছা বলে অপমান করবেন, বউ হিসেবে মানি না বলবেন, একবেডে থাকতে পারবেন না বলে সোফায়, ফ্লোরে বা ব্যালকনিতে পাঠিয়ে দেবেন। আর আমিও অবলা অতি ভোলাভালা নায়িকাদের মতো চলে যাবো? আপনিই তো একটু আগেই তো বললেন যে আমাকে যতোটা ভোলা দেখতে আমি তা নেই। তাহলে আপনি ভাবলেন কীকরে যে আমি সব মেনে নেবো?"
উনি কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে চোয়াল শক্ত করে বলল,
--- ' আমি তোমার সাথে বেড শেয়ার করতে পারবোনা বুঝেছো?"
আমি আরেকটা হাই তুলে বললাম,
--- " সেটা আপনার ব্যাপার। যেহেতু আপনার বাবা-মা আমাকে বউ করে এই বাড়িতে এনেছেন, আপনার স্ত্রী হিসেবে এনেছেন সেহেতু এইরুমের সবকিছুর ওপর আমার অর্ধেক অধিকার আছে। সে অনুযায়ী অর্ধেক বেড আমার।"
বলে শুতে নিলেই উনি আমার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল,
--- " বেশি বাড়াবাড়ি করছো কিন্তু।এসব করে ভেবোনা আমাকে ফাসাতে পারবে। আদ্রিয়ান আবরার জুহায়ের এতো স্বস্তা না। আমি তোমাকে নিজের বউ হিসেবে মানি না আর না ভবিষ্যতে মানবো।"
আমি হাত ছাড়িয়ে আবারও মেকি হেসে বললাম,
--- " হ্যাঁ আর আমি সেই দুঃখে মরে যাচ্ছি? বয়ে গেছে আমার। যাই হোক অনেক রাত হয়েছে। খুব ঘুম পাচ্ছে আমার আমি ঘুমোবো। "
বলে বেডের এক সাইডে শুয়ে পরলাম। একটু সময় পর বললাম,
--- " বাকি অর্ধেকটা কিন্তু আপনার। আপনি ওখানে যা খুশি করতে পারেন। গুড নাইট।"
বলে চোখ বন্ধ করে ফেললাম। সাহস করে এসব তো করে ফেললাম কিন্তু এখন ওনার রিঅ্যাকশনটা দেখার মতো সাহস আমার নেই তাই চোখ খিচে বন্ধ করে রেখেছি। হঠাৎ আলাপ পেলাম উনি আমার পাশ থেকে একটা বালিশ আর চাদর নিয়ে সোফায় চলে গেলেন। আর বিড়বিড় করে " ডিসগাস্টিং" শব্দটা বলতে ভোলেন নি। আমি ওনার দিকে একবার তাকিয়ে আবার চোখ বন্ধ করে মনে মনে ভাবলাম। আজ আরাম করে সোফায় ঘুমিয়ে নিন চান্দু। কালকে থেকে আপনাকে এই বেডে আমার পাশেই শুতে হবে। কাল আপনাকে বেডে আনতে না পারলে আমিও অনি না। প্রায় অনেকটা সময় চোখ বন্ধ করে ছিলাম। ওনার সারাশব্দ না পেয়ে পেছনে ঘুরে দেখলাম উনি ঘুমিয়ে পরেছেন। শেরওয়ানি খুলে ফেলেছেন। গায়ে একটা সাদা চিকন স্লিভস এর গেঞ্জি আছে। এক পা নিচে পরে আছে চাদরটাও ঠিক করে জড়ানো নেই গায়ে। আমি ভাবলাম গিয়ে ঠিক করে দিয়ে আসবো? তারপর আবার ভাবলাম আমার কীসের ঠেকা? একটু আগে তো এত্তো এত্তো ভাব নিচ্ছিলেন, কত্তো অপমান করলো আমাকে । এবার যা খুশি হোক, ঠ্যাং নিচে পরে থাক, দরকারে উনিই সোফা থেকে পরে যাক, সোফা কেনো মাউন্ট এভারেস্ট থেকে পরে যাক, তাতে আমার কী? হু কেয়ারস? আবার ভাবলাম আমারই তো হাজবেন্ট, একটু ঠিকঠাক করে দিয়ে আসলে সমস্যা কী? উনি তো আর দেখতে আসছেন না। এরকম যাবো কী যাবোনা ভাবতে ভাবতে ঠিক করলাম না যাই গিয়ে ঠিক করে দিয়ে আসি। আমি গিয়ে ওনার পা টা সোফায় তুলে দিলাম, এরপর ওনার গায়ে চাদরটা ওনার ভালোকরে দিয়ে ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর বেডে শুয়ে পরলাম এবার ওনার দিকে মুখ করেই শুয়েছি। একনজরে তাকিয়ে আছি ওনার দিকে। অন্ধকার তাই পুরোপুরি দেখা না গেলেও অাবছা দেখতে পাচ্ছি। চুড়ি ঢুকে কেটে যাওয়া হাতটার দিকে তাকালাম। এই আমি একটা সুচের খোচার ব্যাথা সহ্য করতে পারতাম না সেই আমি আজ এতোটা ব্যাথা পেয়েও টু শব্দও করিনি। দেখো আম্মু তোমার চিনির পুতুল ব্যাথা সহ্য করতেও শিখে গেছে। না চাইতেও চোখের কার্নিশ বেয়ে অনবরত জল গড়িয়ে পরছে। কিন্তু কেনো? আমিতো ওনাকে ভালোবাসি না, আর না ওনার প্রতি আমার কোনো অনুভূতি আছে। বিয়ের দুদিন আগে উনি আমায় যা যা বলেছিলেন আর সেসব শুনেও আমি যা করেছি, তারপর তো এটাই স্বাভাবিক। আর আমি জেদের বসে ওনার কথা না শুনে ওনাকে আরো রাগীয়ে দিয়েছি। কিন্তু আমি ওসব কথা সবার সামনে বললে বাবা মা অনেক কষ্ট পেতেন, ওনাদের কীকরে কষ্ট দিতাম আমি? কিন্তু আমি পরে তো একটা চেষ্টা করেছিলাম বিয়েটা ভাঙ্গার কিন্তু আদ্রিয়ান ভাইয়া সেটা জানেন না। আচ্ছা আমি তো জানতাম এরকম কিছুই হবে তাহলে আমার এতো কষ্ট কেনো হচ্ছে এই অশ্রু কেনো? আদ্রিয়ান ভাইয়া আমাকে মেনে নেয়নি বলে? নাকি ওনার বাজে ব্যবহারে জন্যে? নাকি নিজের সব স্বপ্ন এভাবে ভেঙ্গে যাওয়াতে? আমার কষ্ট পাওয়ার আসল কারণটা কী? আমিও তো নিরুপায় ছিলাম কিন্তু সেটাকি কোনোদিন উনি বুঝবেন? খুব ক্ষতি হতো যদি মানিক আঙ্কেল আব্বুর বন্ধু না হতেন? যদি উনি মানিক আঙ্কেলের ছেলে না হতেন? যদি ওনার সাথে কোনোদিন আমার দেখাই না হতো? যদি আদ্রিয়ান আবরার জুহায়ের নামক কোনো মানুষ আমার জীবণে না আসতো ?
এসব ভাবতে ভাবতেই সেইদিনটা কথা মনে পড়লো যা আমার জীবণের মোড়টাই ঘুরিয়ে দিয়েছে।
টেস্ট এক্সাম দেওয়া হয়ে গেছে। এখনো রেসাল্ট দেয়নি। কলেজের পাট শেষ। এবার টেষ্টের রেসাল্টের পর স্পেশাল ক্লাস শুরু হবে। তো আপাতত কলেজ, প্রাইভেট কিছুই নেই। স্যাররা বলেছেন এই ছোট বন্ধের মধ্যে প্রাকটিকেল গুলো শেষ করে নিতে। সাইন্সের স্টুডেন্ট তাই ফিজিক্স, কেমেস্ট্রি, বায়োলজি, হাইয়ার ম্যাথ, আইসিটি সেকেন্ড পার্ট গুলো নিয়ে মোট নয়টা প্রাকটিক্যাল কম্প্লিট করতে হবে। তারওপর একেকেটা এক্সপেরিমেন্ট এর নাম দেখলেই চোখে জল চলে আসে করতে গেলে কী অবস্হা হয় সেটা একমাত্র এইচ এস সি সাইন্সের ক্যান্ডিডেটরাই বোঝে। তাই বাড়িতে বসে বসেই সেই প্রাকটিক্যালগুলোই করেই ছুটি পার করছিলাম। আযানের সময় আম্মু তুলে দিয়েছিল। নামাজ পরে খাটে আধশোয়া হয়ে প্রাকটিকেল করতে করতে কখন যে ঘুমিয়ে পরেছি বুঝতেই পারিনি। হঠাৎ আপির আচমকা ডাকে ঘুম ভেঙ্গে গেলো। চোখ ডলে আপির দিকে কুচকে তাকিয়ে বললাম
--- " কী হলো এভাবে ডাকলে কেনো?"
আপি একটু তাড়াহুড়ো করে হন্তদন্ত কন্ঠে বলল,
--- " তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে আয়। মেহমান এসছে। আর হ্যাঁ এসব টিশার্ট আর প্লাজো চেঞ্জ করে স্যালোয়ার সুট পর। আর মাথায় ওরনা দিবি।"
আমি বিরক্তিমাখা দৃষ্টিতে তাকিয়ে আছি। এমন কোনো মেহমান এলো যে আমাকে মাথায় ওড়না দিয়ে ওনাদের সামনে যেতে হবে? আর এইসময় হঠাৎ করে কারাই বা আসবে? আমি বিরক্ত মাথা দৃষ্টিতে তাকিয়ে বললাম,
--- " কী ব্যাপার বলোতো? আমাকে বিদায় করার পরিকল্পনা করছো নাকি?''
আমার কথাটা শুনে আপি আমার দিকে তাকিয়ে একটু হাসলো।
.
.
.
চলবে...............................................