আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে গল্প সম্বন্ধে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন। আপনাদের মতামত আমাদের এই ছোট প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। শীঘ্রই আরও নিত্য নতুন গল্প আপডেট আসছে, সঙ্গে থাকুন। গল্পের ডায়েরি'তে প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখক/লেখিকা'র নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত গল্পের ডায়েরি’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখক/লেখিকা'র কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় গল্পের ডায়েরি কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। গল্পের ডায়েরি'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ করলে তা কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

আমার অন্তরালে তুমি - পর্ব ১৫ - ফারহানা ছবি - ধারাবাহিক গল্প


"" কি হতে পারে পাসওয়ার্ড..? কোন নাম নাকি সংখ্যা... " ছন্দ কয়েকটা নাম দিয়ে ট্রাই করলো কিন্তু কিছুতেই খুললো না লাস্ট বার ট্রাই করবে এবার যদি পাসওয়ার্ড না মিলে তাহলে সব ক্রাস হয়ে যাবে...ছন্দ ভাবতে লাগলো হঠাৎ দেয়ালে টাঙানো ক্যালেন্ডারের দিকে চোখ পড়লো ছন্দের ছন্দ কি একটা ভেবে 752013 দিয়ে ইন্টার দিতে লক খুলে গেল৷ ছন্দ প্রথম  ভিডিওটা  দেখে হাত পা কাপতে লাগলো ৷ চোখ দিয়ে অঝড়ে পানি পড়ছে ছন্দের  .....

একের পর এক ভিডিও দেখতে লাগলো ছন্দ ৷ নিজের প্রয়োজন ব্যাতিত ছন্দ আরো কিছু ইনফরমশন পায় এই পেনড্রাইব দিয়ে ৷ যেগুলো এই দেশ কে বাচাতে সাহায্য করবে৷ ছন্দ খুব মনোযোগ সহকারে ভিডিও গুলো দেখে অন্য পেনড্রাইবে কপি করে লক করে রাখলো কাবার্ডে.. বর্ণ মুরাদ বন্যা দুজন কে নিয়ে ব্যাস্ত থাকায় ছন্দের কথা বলতে গেলে ভূলে যায় ৷ আজ যদি ছন্দ কে ভূলে না যেত তাহলে হয়তো ছন্দের পাশা পাশি বর্ণ অনেক কিছু জানতে পারতো৷ 

ছন্দ সব গুছিয়ে বিছানায় গা এলিয়ে দেয়৷ কিছুক্ষনের মধ্যে ঘুমের তল দেশে হারিয়ে যায় ছন্দ৷ 

সকাল সকাল সাব্বির আহাম্মেদ বেরিয়ে যায় ৷ ব্রেকফাস্ট করার জন্য ছন্দ আজ নিচে যায় নি বিধায় কিয়ারা বেগম নিজে ছন্দ কে ডাকতে আসে এসে দেখে ছন্দ এখনো ঘুমিয়ে আছে ৷ কিয়ারা বেগম ছন্দের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ছন্দ কে ডাকতে থাকে৷ 

"" ছন্দ মামুনি অনেক বেলা হলো এবার তো তোমাকে উঠতে হবে ৷ ""

"" হুম..."" ঘুমের ঘোরে...

"" ভার্সিটি জেতে হবে না? আজ নাকি তোমার ইমপটেন্ট ক্লাস আছে হুম?"" 

ক্লাসের কথা ছন্দের কানে পৌছাতে ছন্দ উঠে বসে৷ 

"" আম্মু ক-টা বাজে ?"

"" নয়টা বেজে গেছে উঠে পর""
"" নয়টা বেজে গেছে ওয়াট মাই লাক আমি এখুনি ফ্রেস হয়ে আসছি৷"" ছন্দ দ্রুত ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে রেডিয়ে নিচে নেমে পড়লো ত্রিশ মিনিটের মধ্যে ...

"" আম্মু আমি ভার্সিটিতে যাচ্ছি ..""

"" আরে খেয়েতো যা..!"

"" আম্মু সময় নেই ক্যানটিন থেকে কিছু একটা খেয়ে নিবো.."" কথাটা বলে বেরিয়ে গেল ছন্দ... 

ছন্দ গেটে কাছে আসতে দেখে বর্ণ তার গাড়ি নিয়ে দারিয়ে আছে৷ ছন্দ পুরো পুরি ভাবে বর্ণ কে ইগনোর করে রিকসায় উঠে বসে ৷ এটা দেখে বর্ণ প্রচন্ড রেগে যায়৷ 

"" হাউ ডেয়ার ইউ টিয়াপাখি ৷ আমাকে ইগনোর করা এর শাস্তি তো তোমাকে পেতে-ই হবে..""

বর্ন গাড়ি নিয়ে ফুল স্পিডে রিকসার সামনে থামায় সাথে সাথে রিকসা ওয়ালা ব্রেক করে ৷ একটুর জন্য ছন্দ রিকসা থেকে পড়ে যায় নি ৷ তবে বর্ণের গাড়ি দেখে ছন্দ এবার প্রচন্ড রেগে যায় ৷ কারন আর একটু হলে এক্সিডেন্ট হয়ে যেত৷  বর্ণ গাড়ি থেকে নেমে রিকসা ওয়ালাকে পাঁচশত টাকার নোট ধরিয়ে দিয়ে ছন্দ কে কোলে তুলে নেয়৷ 

"" এই আপনি কি করছেন নামিয়ে দেন আমাকে ছাড়ুন বলছি""

"" কিপ ইউর মাউথ স্যাট আদার ওয়াইজ তোমাকে এখানে আচার মেরে ফেলে দিবো.."" বর্ণের রাগ দেখে ছন্দ চুপ হয়ে যায় ৷ যদি বর্ণ সত্যি পিচ ঢালা রাস্তায় ওকে ফেলে দেয় তাহলে কোমরের হাড় গুলো ভাঙবে নিশ্চিত ৷ বর্ণ ছন্দ কে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে সিট বেল বেধে দিয়ে নিজেও ড্রাইবিং সিটে বসে পরে ৷ বর্ণ গাড়ি ভার্সিটির দিকে না নিয়ে অন্য দিকে নিতে ছন্দ এবার কথা বলে..."" আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে এটা তো ভার্সিটির রাস্তা নয় তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়?"" বর্ণ একটা কথার উওর দিল না ছন্দের ৷ মনে মনে ছন্দ ভিষন খেপে আছে বর্ণের প্রতি .."" সালা বিলাই বেটা ,খচ্চর , ধলা চিকা নিজেরে কি মনে করে আল্লাহ জানে এতো এটিটিউড কই রাখে হু ৷ আচ্ছা আমাকে অন্য কোথাও মেরে আবার গুম করে দিবে না তো? মনে মনে কথা গুলো ভাবতে ছন্দ নিজের মাথায় চাটি মারে"" ছিঃ কি ভাবছি আমি বর্ণ তার টিয়াপাখির কোন ক্ষতি কখনো করে নি আর না কাউ কে করতে দিবে ৷ তাহলে কই নিয়ে যাচ্ছে আমায়...?"" ছন্দের ভাবনার মাঝে বর্ণের গাড়ি থেমে যায়৷ 

৪৩!!

সামনে তাকিয়ে দেখে নদীর পাড় ৷ 
" ওহ তার মানে বনরাজ আমাকে নদীর পাড়ে নিয়ে এসেছে৷ "" ছন্দ গাড়ি থেকে নেমে নদীর কাছে গিয়ে দারায় ৷ নদীর পাড়ের শীতল ঠান্ডা হাওয়া যে কোন মানুষের মন ফুরফুরে করে দেওয়ার জন্য যথেষ্ট ৷ ছন্দেরও তাই ভিজে চুল গুলো শুকিয়ে উড়ছে ৷ ছন্দ এক মিনিটে যেন তার বনরাজের কথা ভূলে গেছে ৷ হুট করে পিছুন থেকে বর্ণ ছন্দ কে জরিয়ে ধরে৷ ছন্দ প্রথমে ঘাবড়ে গেলেও বর্ণের স্পর্শ বুজতে পেরে চুপ হয়ে যায় ৷ এদিকে বর্ণ ছন্দ কে পিছুন থেকে জরিয়ে ধরে ছন্দের আদভেজা চুলে মুখ গুজে ছুলের ঘ্রান নিতে ব্যাস্ত ছন্দ চেয়েও বর্ণের থেকে নিজেকে ছাড়াতে পাড়ছে না ৷ 

"" ব্যার্থ চেষ্টা করে লাভ নেই টিয়া পাখি ৷ আমি না চাইলে তুমি কখন আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারবে না ৷ আর না আমি ছাড়বো৷ ""

"" কেন করছেন এইসব? কেন? ""

"" কারন টা তুমিও জানো আর আমিও জানি""

"" নাহ আমি কিছু জানতে চাই না ৷ আমি চাই আপনি আমার থেকে দূরে থাকুন ৷(নাহলে যে আমি আমার কাজ গুলো করতে পারবো না বনরাজ ৷ তুমি আমার কাছে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না কেন বুঝনা)

"" একবার দূরে গিয়ে  মৃত লাশের মতো বেঁচে ছিলাম কিন্তু এই আয়ান চৌধুরী বর্ণ দ্বিতীয় বার সেই ভূল করবে না ৷ কারন #আমার_অন্তরালে_তুমি ,তুমি শুধু আমার তোমার বনরাজের টিয়াপাখি ..""

"" দেখুন আপনি ভূল করছেন আমি আপনাকে ভালোবাসি না বুজতে পেরেছেন?""

ছন্দের কথা শুনে বর্ণ বাকা হেসে ছন্দ কে নিজের দিকে ঘুড়িয়ে ছন্দের ঠোটে ঠোট জোড়া ডুবিয়ে দিলো ছন্দের কিছু বুঝে ওঠার আগে.. ছন্দ চেয়েও বর্ণের থেকে নিজেকে ছাড়াতে  পারছে না ৷ বর্ণ ছন্দের ঠোট জোড়া কামড়ে যাচ্ছে ৷ অসহ্য যন্ত্রনা সহ্য করতে হচ্ছে ছন্দ কে ৷ ছন্দ বেশ ভালো করেই বুজতে পারছে তার বনরাজ রেগে এমন টা করছে ৷ 

বর্ণ দশমিনিট পর ছন্দ কে ছেড়ে দিতে ছন্দ দম নিতে থাকে এদিকে ছন্দের ঠোট কেটে দিয়ে রক্ত পড়ছে এটা বর্ণ দেখে নিমিষেই সকাল রাগ অভিমান উধাও হয়ে যায় ৷ দ্রুত গাড়ি ভিতর থেকে ফাস্টএইড বক্স নিয়ে এসে ছন্দের ঠোটে তুলো দিয়ে রক্ত পরিষ্কার করে দেয়৷ 

"" আই এম স্যরি টিয়াপাখি পাখি এক মুহূর্তের জন্য আমি হিংস্র হয়ে গেসিলাম ৷ প্লিজ আমাকে মাফ করে দেও টিয়াপাখি "" 

বর্ণের দুচোখ জোরা পানিতে টলমল করছে ৷ ছন্দের ভিষন কষ্ট হচ্ছে নাহ ঠোট কাটার জন্য নয় তার বনরাজের চোখে পানি দেখে .... ছন্দ নিজেকে আটকাতে না পেরে বর্ণ কে জরিয়ে ধরে... 

"" আই এম স্যরি টিয়াপাখি৷  আমি..." বাকিটা বলার আগে ছন্দ বর্ণের ঠোটে আঙ্গুল রাখে..."" হুসস আর একটা কথা নয় ফিল দ্যা মোমেন্ট বনরাজ"" বর্ণ আর কোন কথা বলার সাহস করলো না মুচকি হেসে ছন্দ কে শক্ত করে বুকের সাথে জরিয়ে ধরে....
.
.
.
"" বস আপনার হাতে কি হয়েছে?"" কিছুটা উত্তিজিত হয়ে বললো কাব্য..

"" গুলি লেগেছে..""(আরকে)

"" ওহ মাই গড , গুলি আপনাকে গুলি কে করলো বস"" অবাক হয়ে.. 

কাব্যের প্রশ্নে আরকে বিরক্ত হয়ে ধমক দিয়ে উঠলো.. "" কাব্য তোমাকে এখানে এতো প্রশ্ন করতে ডেকে আনা হয়নি ৷ চুপ থাক নাহলে এই যে গান দেখছিস এখানের ছয় টা গুলি তোর দেহ টাকে এফোর ওফোর করে দিতে যথেষ্ট ...""

"" স্যরি বস .."" কাব্য ভয় পেয়ে চুপ হয়ে গেল..

আর কে আনিস কে ডাক দিতে আনিস এসে হাজির হয় ৷ "" ইয়েস বস " 

"ভিডিও টা চালু কর" 
"ইয়েস বস" আনিস ল্যাপটপে গতকাল রাতে ফায়ারিং হওয়ার পুরো টা ক্যামেরায় রেকর্ড হয়ে ছিলো বিধায় আর কে সেই তৃতীয় ব্যাক্তির খোজে লেগে পড়ে যে কিনা সবার আড়ালে থেকে ওকে শুট করে বর্ণের ডান হাত মুরাদ কে বাচিয়ে নেয়৷ পুরো ভিডিও টা কাব্য দেখে লাস্ট হালকা অন্ধকারে সাদা ধোয়ার মধ্যে একটা অবয়ব দেখতে পায় যার হাতে গান আর সে গান তাক করা আর কের দিকে .. 

"" বস কে এই ব্যাক্তি যে কিনা আপনাকে শুট করে ?""

"" এটা খোজার জন্য তোকে ডাকা কাব্য ইউ নো আমি না শুনতে পছন্দ করি না ৷ দুদিন পর একটা ডেলিভারি আছে আর তিনটে ডেলিভারি সাতদিন পর পর আমি চাই এই দু দিনে এই অজ্ঞাত ব্যাক্তি কে আমার সামনে দার করাবে না হলে নিজের প্রান ভোমরা উড়ে যাবে..""

আর কের ঠান্ডা গলার থ্রেট খুব ভয়ঙ্কর লাগলো কাব্যের কাছে ৷ কি করবে না করবে বুজে উঠতে পারছে না এই সময় সাব্বির আহাম্মেদ কে ভিষন ভাবে প্রয়োজন ৷ 

"" ইয়েস বস আমি চেষ্টা করবো "" 

"" চেষ্টা নয় কাব্য পারতে হবে না হলে তোমার প্রান ভোমরা উড়ে যাবে"" 

"" বস আমি কি ভিডিও টার একটা কপি নিতে পারি?""

"" আনিস এটার একটা কপি কাব্য কে দিয়ে দে""

"" ইয়েস বস"" 

কাব্য ভিডিওটার কপি নিয়ে চলে যেতে আর কে ওয়াইন এর গ্লাস অন্য হাতে নিয়ে আনিস কে বলতে লাগলো  "" বর্ণের ডান হাত কি যেন নাম হ্যা মুরাদ ওটার খবর কি?"
" বস মুরাদ একটা প্রাইভেট হসপিটালে ভর্তি আছে আর হসপিটালের চারিদিকে কড়া সিকিউরিটির ব্যাবস্তা করেছে বর্ণ ৷ আমাদের কোন লোক যদি ওখানে ঢোকার চেষ্টা করে তো প্রানে বেচে ফিরতে পারবে না ৷ ""
" ওর বোন কে তুলে আন " 
" ওকে বস "
" যাদের জন্য আমার ভাই কে মরতে হলো তাকে তো এই আর কে ছাড়বে না নেভার এভার ""
"" ওকে বস "

৪৪!!

বন্যা হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গাড়ি নিয়ে বের হতে সামনে বর্ণের সিকিউরিটি পথ আগলে দারায়৷ বন্যা বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে আসে৷ 

"" সমস্যা কি আপনাদের পথ আগলে দারালেন কেন?""

"" স্যরি ম্যাম , বসের কড়া নির্দেশ আপনাকে যেন বাড়ি থেকে বের হতে না দেওয়া হয়"" মাথা নিচু করে গার্ড বলল..

"" উফফ এই ভাইয়াটা না মাঝে মাঝে কি করে বুঝে উঠতে পারি না ৷ রিডিকুউলাস ...."" বন্যা রেগে বাড়ির ভিতর ঢুকে পড়তে গার্ড বর্ণ কে ফোন করে...

বর্ণের বুকে এখন মুখ গুজে আছে ছন্দ ৷ বর্ণ ও সাচ্ছ্যন্দে ছন্দ কে জরিয়ে ধরে আছে ৷ ছন্দের মনে হচ্ছে দুনিয়ার সকল সুখ যেন বর্ণের বুকে ৷ কারো মুখে কোন কথা নেই ৷ দুজনে চুপ করে এই মুহূর্ত টা উপভোগ করছে ৷ তখনি বর্ণের ফোন টা বেনে ওঠে... ফোনের রিংটন শুনে ছন্দ বর্ণ কে ছেড়ে দারায় ..বর্ণ ফোন বের করে কল রিসিব করে ...

"" হ্যালো বস ছোট ম্যাম গাড়ি নিয়ে বার হতে চেয়েছিলেন আমরা আপনার নির্দেশ জানাতে তিনি ভিতরে চলে যায়""

"" গুড আমি না আশা অবদি তোমাদের ছোট ম্যাম যেন বার হতে না পারে ওকে?""

"" ইয়েস বস.."" 

কল ডিসকানেক্ট করে বর্ণ ছন্দের দিকে তাকিয়ে বলতে লাগলো"" টিয়াপাখি এখুনি আমাদের যেতে হবে""

"" কোথায়?""

"" তোমার শশুর বাড়িতে , ""

বর্ণের কথা শুনে ছন্দ বেশ লজ্জা পায় ৷ নিজেকে বর্ণের থেকে যতো দূরে সরানোর চেষ্টা করছে ততো যেন বর্ণ যেন আরো কাছে এসে পরছে ছন্দ , কিছুতেই দুরে যাওয়া সম্ভব হচ্ছে না ৷ ছন্দ চুপচাপ গাড়িতে গিয়ে উঠে বসে ৷ বর্ণ মুচকি হেসে গাড়িতে উঠে বসে ড্রাইব করতে লাগলো... 

বিশ মিনিটের মধ্যে বর্ণ চৌধুরী ম্যানশনে এসে পৌছে যায়৷ বর্ণ ছন্দ দুজনে একসাথে বাড়িতে প্রবেশ করতে দেখে বন্যা আর মিসেস বর্নালি দুজনে অবাক হয়ে যায় ৷ 

"" ছন্দ তুই ভাইয়ার সাথে .."" অবাক হয়ে প্রশ্ন করলো বন্যা...

"" কি করবো বল তোর এই খচ্চর ভাই কি আমার কথা শুনে কখনো?"" বেচারি মুখ করে বললো ছন্দ... 

ছন্দের কথা শুনে বর্ণ কপাল কুচকে ছন্দের দিকে তাকিয়ে বলতে লাগলো"" কি বললে তুমি আমি কি?"

ছন্দ বর্ণ কে ওর দিকে আসতে দেখে দ্রুত বর্ণের মমের পিছুনে গিয়ে দারায়.." দেখো না আন্টি  তোমার ওই  খচ্চর বেডা আমার দিকে কিভাবে তেরে আসছে দেখো দেখো""  বন্যা ছন্দের কথা শুনে বর্নালি হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো আর মিসেস চৌধুরী মুখ টিপে টিপে হাসতে লাগলো ... বর্ণ সবাই কে হাসতে দেখে রেগে গট গট করে উপরে চলে যায়৷ 

"" ইস আমার ছেলেটা রেগে উপরে চলে গেল ৷ তা মামুনি তুমি কি সব বললে ছন্দ কে আজ পর্যন্ত কেউ সাহস করে উঠতে পারেনি আর তুমি?""

"" মম ও ছন্দ তোমার ছেলে কে সাইজ করতে ছন্দ ঠিক আছে ৷ মম আমি একটু ভাইয়ার সাথে কথা বলে আসছি"" 

"" ছন্দ মামুনি তুমি আমার সাথে এসো কফি আর স্নাক্স দিচ্ছি তুমি বর্ণ আর বন্যা তিন জনে মিলে খেলে নিও""

"" জ্বি আন্টি""

ছন্দ মিসেস বর্ণালির পিছু পিছু কিচেনের দিকে যেতে ছন্দের ফোনটা বেজে উঠলো.."" আন্টি আপনি যান আমি আসছি ""

"" আচ্ছা মামুনি"" 

মিসেস বর্ণালি যেতে ছন্দ কল রিসিব করে.. 

"" হ্যালো ..""

".....""

"" আমি আসছি..""
 
কিছুক্ষণ পর ছন্দ খাবারের ট্রে নিয়ে উপরে বর্ণের রুমের দিকে যেতে দু ভাই বোনের কথা শুনতে পায়...

"" আমি যা করছি তোর ভালোর জন্য বলছি বন্যা ""

" আমি জানি ভাইয়া কিন্তু মুরাদ..!""

" ওকে নিয়ে তুই চিন্তা করিস না বিকেলে ওকে এ বাড়িতে নিয়ে আসবো ডক্টরের সাথে কথা বলেছি আমি...""

"" থ্যান্ক ইউ ভাইয়া.."" 

ছন্দ মুচকি হেসে গলার আওয়াজ দিতে বন্যা দরজা খুলে দেয় ৷ ছন্দ মুচকি হেসে রুমে ঢুকে টেবিলের উপর ট্রে টা রেখে বের হতে যাবে তখনি বর্ণ ছন্দের হাত টেনে ধরে...

 ছন্দ ভিতরে ঢুকার পর পর বন্যা রুম থেকে বেরিয়ে যায়৷ ছন্দ রুমে বন্যা কে না দেখতে পেয়ে অসহায় চোখে বর্ণের দিকে তাকায়... "" কি বলছিলে তখন যেন টিয়াপাখি..?"" ঠোটের কোনে শয়তানি হাসি দিয়ে বললো বর্ণ..

"" ইয়ে মানে কিছুই তো বলেনি ৷ আমাকে এখন বাড়ি ফিরতে হবে ৷"" ভয়ে ভয়ে বললো ছন্দ ...

বর্ণ ছন্দের কোমর জরিয়ে ধরে গলায় চুমু দিয়ে ছন্দের দু-চোখে চুমু দিয়ে বুকের সাথে জরিয়ে ধরে .... 

"" টিয়াপাখি কবে তোমায় আমার নিজের করে পাবো কবে টিয়াপাখি ?""

"" খুব তারাতারি বনরাজ.."" বর্ণের কানে ছন্দের কথা গুলো পৌছায় না ৷ 

হঠাৎ মিসেস বর্ণালি গলা পেয়ে বর্ণ ছন্দ দুজন দুজনকে ছেড়ে দিয়ে দুরে সরে দারায়... 

"" তোমরা এখনও খাবার খাও নি ৷ দেখলে তো সব খাবার ঠান্ডা হয়ে গেছে ৷ তোমরা নিচে চলো লান্চ রেডি ""

"" ওকে মম""

ছন্দ আর দারায়নি মিসেস বর্ণালির পিছু পিছু চলে যায়৷ বর্ণ ফ্রেস হয়ে নিচে আসে৷ মিসেস বর্ণালি ছন্দ বন্যা বর্ণ চার জন লান্চ করে এক সাথে..

"" আন্টি আঙ্কেল কোথায়..?"

"" তোমার আঙ্কেল অফিসে রাতে ফিরবে..""

"" ওহ"" 
ছন্দ লান্চ করে বেরিয়ে পরে বর্ণ একা ছাড়েনি ছন্দ কে নিজে বাড়ি অবদি পৌছে দেয়৷ ছন্দ বাড়ি ফিরে নিজের রুমে গিয়ে ঘুম দেয়৷ 
.
.
রাত দুটো......
Author, Publisher & Developer

একটি মন্তব্য পোস্ট করুন

উফ!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে আগে আপনার ইন্টারনেটের সংযোগ ঠিক করুন এবং তারপর আবার ব্রাউজিং শুরু করুন৷
AdBlock সনাক্ত করা হয়েছে!
আমরা শনাক্ত করেছি যে আপনি আপনার ব্রাউজারে অ্যাডব্লকিং প্লাগইন ব্যবহার করছেন৷ আমরা আপনাকে আপনার অ্যাডব্লকিং প্লাগইন বন্ধ করার জন্য অনুরোধ করছি, কারন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে রাজস্ব আয় করি তা এই ওয়েবসাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয়।