মিহির বুজতে পারছে না তার বস কি করতে চাইছে ৷ কিন্তু যাই করুক ন কেন আজ আবারও কোন এক ভয়ঙ্কর খেলা খেলবে বর্ণ ৷ এটা ভেবে-ই মিহিরের হাত পা ঠান্ডা হয়ে আসছে ৷
মিহিরের ভাবনার মাঝে বর্ণ মিলনের গালে ছুড়ি চালিয়ে দেয় ৷ মিলন ব্যাথায় কুকড়ে ওঠে ৷ বর্ণ বড় সুচালো টাইপ লোহা নিয়ে মিলনের দু হাতে ফুটাতে থাকে ৷ সুচালো লোহাটি আগুনে গরম করা ৷ যতোবার মিলনের হাতে ঢুকানো হচ্ছে ঠিক ততোবার মিলন পাগলের মতো চিৎকার করে যাচ্ছে ৷ মিলনের চিৎকার বর্ণের কানে ঢুকছে না ৷ বর্ণ নানা রকম ট্রিক মিলনের উপর এ্যাপলাই করার জন্য ব্যাস্ত হয়ে আছে এমনটাই মিহিরের মনে হচ্ছে ৷
বর্ণ ছুড়ি দিয়ে মিলনের শরীলে আঘাত করে তার উপর লবন মরিচের গুড়া ঢেলে দেয়৷ মিলনের ছটপটানি দেখে বর্ণের ঠোটের কোনে হাসি ফুটে উঠলো ৷ এক পর্যায় মিলন বর্ণের পা জরিয়ে ধরে...
"" স্যার দয়া করে আমাকে মেরে ফেলুন ৷ আমি আর এই যন্ত্রনা সহ্য করতে পারছি না ৷ দয়া করে মেরে ফেলুন আমাকে""
বর্ণ মিলন কে লাথি মেরে বলতে লাগলো" নাহ তোর মতো জানোয়ার কে এতো সহজে আমি মারবো না ৷ তুই জীবন্ত থাকতে তোর শরীল পচিয়ে মারবো৷ ""
"" মিহির ওর এই কাটা স্থানে আদ ঘন্টা পর পর মরিচের গুড়ো ঢেলে দিবি ৷ না দিবি পানি না কোন খাবার ইজ দ্যাট ক্লিয়ার""
"" ইয়েস বস, (পুরাই সাইকো ওহ আল্লাহ কবে এই সাইকো ভালো হবে)""মনে মনে
.
.
.
ছন্দ ওয়াশরুমে বেসিংয়ের সামনে মাথা চেপে ধরে দারিয়ে আছে ৷ ওয়াশরুমে ঢুকে ছিলো চোখে মুখে পানি দিতে কিন্তু আয়নায় নিজের দেখতে দেখেতে চোখের সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে ৷ সেই দৃশ্য যেটা তার স্মৃতি থেকে মুছে গিয়েছিলো ৷ সবটা মনে পরে গেছে ছন্দের কিভাবে বন্যার ভাই একটা লোক কে নৃশংস ভাবে খুন করতে ৷
ছন্দ কোন ভাবে চোখে মুখে পানি দিয়ে রুমে এসে সেন্সলেস হয়ে যায়৷ আচমকা ছন্দ কে সেন্সলেস হতে দেখে বন্যা আর মিসেস বর্ণালি ঘাবড়ে যায় ৷ বন্যা আর মিসেস বর্ণালি দুজনে মিলে ছন্দ কে বিছানায় শুইয়ে দিয়ে ডক্টর কে ফোন করে...
"" মম ছন্দের কি হলো হঠাৎ সেন্সলেস হলো কেন?""(বন্যা)
"" তা তো আমিও জানি না বন্যা , একটা কাজ কর বর্ণ কে ফোন করে সবটা জানাও""
"" ওকে মম"" ছন্দ বর্ণকে ফোনে সবটা জানাতে বর্ণ দশ মিনিটের মাথায় এসে হাজির হয় ৷ ডক্টর আরো দশ মিনিট পর এসে হাজির হয়৷
"" ডক্টর আঙ্কেল প্লিজ টিয়াপাখিকে দেখুন ""
"" শান্ত হও বর্ণ আমি দেখছি "" ডক্টর ছন্দকে ভালো করে পরীক্ষা করে ৷
" কি হয়েছে ছন্দের ডক্টর আঙ্কেল ?"
"" কোন বিষয় নিয়ে হয়তো বেশি মাথায় চাপ নিয়েছে তার জন্য অজ্ঞান হয়ে গেছে৷""(ডক্টর)
"" ডক্টর টিয়াপাখির জ্ঞান ফিরছে না কেন?""
"" আমি ইনজেকশন দিয়ে দিয়েছি কিছুক্ষনের মধ্যে জ্ঞান ফিরে আসবে৷ আর হ্যা টেনশন ফ্রি থাকতে বলবেন৷""
"" ইয়েস ডক্টর""
বর্ণ ছন্দের হাত ধরে বসে আছে ৷ চোখমুখ শুকিয়ে গেছে বর্ণের ৷
"" বাবা তুই চিন্তা করিস না ছন্দ মামুনির কিচ্ছু হবে না৷ কিন্তু হঠাৎ করে মামুনি কি নিয়ে টেনশন করছিলো যার জন্য এই অবস্তা?""(মিসেস বর্ণালি)
"" সেটাতো টিয়াপাখির জ্ঞান ফিরলে জানা যাবে মম""
কিছুক্ষন পর ছন্দের জ্ঞান ফিরে আসে ৷ চোখ মেলে তাকিয়ে বর্ণকে দেখে ছন্দ ভয়ে কুকড়ে ওঠে ৷ ছন্দের ভাব ভঙ্গি দেখে বর্ণ খানিকটা ঘাবড়ে যায় ৷ বর্ণ ইশারায় বন্যা কে যেতে বললে বন্যা তার মম কে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়৷ ওরা বেরিয়ে যেতে বর্ণ ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় তা দেখে ছন্দ আরো ভয় পেয়ে যায়৷
"" টিয়াপাখি কি হয়েছে তোমার ?"" ছন্দের দিকে এগোতে এগোতে বলতে লাগলো বর্ণ.. বর্ণ কে এগোতে দেখে চেচিয়ে বলতে লাগলো.."" একদম এগোবেন না আমার দিকে আপনি খুনি, আমি আ,,আপনাকে খুন করতে দেখেছি ৷ ""
বর্ণ বুজতে পারলো ছন্দের এমন বিহেবিয়ার এর কারন কিন্তু ছন্দ তো অনেক আগে ওকে দেখেছে তাহলে তখন রিয়েক্ট না করে এখন কেন করলো? বর্ণের তার টিয়াপাখির জন্য ভিষন টেনশন হচ্ছে ৷ বর্ণ দ্রুত ছন্দ কে শক্ত করে জরিয়ে ধরে ৷ ছন্দ বর্ণের থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করতে থাকে কিন্তু একসময় থেমে যায় ৷ তখন বর্ণ বলতে লাগলো"" টিয়াপাখি শান্ত হও ৷ ভূলে যাও সেদিন কি দেখেছো৷ তোমার স্মৃতির পাতা থেকে মুছে ফেলো"
ছন্দ চুপ করে বর্ণের কথা গুলো শুনছে ৷ কিন্তু হুট হাট করে ছন্দের চোখের সামনে সেই দৃশ্য ভেষে উঠছে ৷ ছন্দ চোখ বন্ধ করে বর্ণ কে বলতে লাগলো.."" আপনি খুনি মানুষ খুন করেছেন ৷ খুনি খুনি খু...."" বাকিটা বলার পূর্বে বর্ণ ছন্দের ঠোট জোড়া দখল করে নেয়৷ কিছুক্ষণের জন্য ছন্দের মাথা থেকে খুনের বিষয়টা ভূলে যায়৷
বর্ণ ছন্দের ঠোট জোড়া ছেড়ে আসতে আসতে গলায় চুমু দিতে থাকে ৷ ছন্দের হুস ফিরে আসে সাথে সাথে বর্ণকে ধাক্কা মারে ৷
"" ছিঃ মিস্টার চৌধুরী ছিঃ আপনি এতোটা খারাপ আমি ভাবতেও পারিনি ৷ আপনি আমার বেস্টফ্রেন্ড এর ভাই হয়ে আমার সাথে এমন জঘন্য তম কাজ করতে পারলেন ছিঃ ""
"" টিয়াপাখি লিসেন টু মি""
"" স্টপ আমি আপনার টিয়া পাখি নই আর না আমি আপনাকে চিনি আপনি একজন খুনি আমি আপনাকে কখনো ক্ষমা করবো না কখনো না "" ছন্দ বর্ণ কে কিছু বলতে না দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে যায় ৷ রুম থেকে বের হতে মিসেস বর্ণালি আর বন্যা সামনে পরে ৷
"" মামুনি তুমি বিছানা থেকে উঠে এলে কেন ? আর তোমার চোখ মুখের এই অবস্তা কেন?""(মিসেস বর্ণালি )
"" আন্টি আমি বাড়ি যাবো""থমথমে গলায় বললো ছন্দ..
""ওকে চল আমি তোকে বাড়ি ড্রপ করে দিচ্ছি ৷ এটা নিয়ে আর কোন তর্ক করবি না৷ রজিনা খালা ছন্দের ব্যাগ টা নিয়ে এসো""(বন্যা)
ব্যাগ নিয়ে ছন্দ বের হতে যাবে তখনি বর্ণ এসে ছন্দের হাত টেনে ধরে বলে.."" বন্যা আমি টিয়াপাখিকে ড্রপ করে দিচ্ছি ""
"" না আমি একাই যেতে পারবো আপনার সাহায্য আমার প্রয়োজন নেই ৷ ""
"" আমি তোমার মতামত জানতে চাইনি টিয়াপাখি ৷ আমি আমার মতামত জানিয়েছি তোমাকে""
"" আহা বর্ণ এভাবে কেন কথা বলছিস মেয়েটার সাথে?""
"" মম আমার যা বলার বলে দিয়েছি ""
ছন্দ রেগে একাই বের হতে গেলে বর্ণ ছন্দ কে কোলে তুলে নেয়৷
" কি করছেন কি মিস্টার চৌধুরী প্লিজ নামান আমাকে নাহলে ...""
"" নাহলে কি করবে টিয়াপাখি ?" ব্রু কুচকে জ্বিগাসা করলো বর্ণ..
"" চেচাবো আমি"
"" চেচাও আমার বাড়িতে এমন কেউ নেই যে আমাকে কিছু বলবে""
ছন্দ চুপ হয়ে যায় ৷ ছন্দ বুজতে পারছে আন্টি বা বন্যার কথা বর্ণ শুনবে না৷
বর্ণ ছন্দ কে নিয়ে গাড়িতে বসিয়ে সিট বেল লাগিয়ে নিজেও ড্রাইবিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়৷
২৬!!
""কে,,কে করেছে আকরাম কে খুন?"" হাতে থাকা ওয়াইন এর গ্লাস ফ্লোরে ছুড়ে মেরে ভিডিও কলে প্রশ্ন করলো Rk...
"" স্যা,,,স্যার পুলিশ এখনো খুনি কে ট্রেস করতে পারেনি""
"" আকরামের বডি টা কোথায় পাওয়া গেছে?""
"" শহর থেকে বেশ দূরে একটা ডোবায় ছোট স্যারের ডেড বডি পেয়েছে ওখানকার স্থানীয় লোকজন ৷ তারা ডেড বডি দেখতে পেয়ে পুলিশ কে জানায়... পুলিশ তদন্ত করছে""
"" পুলিশকে ইনভ্লব যেন না হয় ৷ আমি আসছি বিডিতে ৷""
"" ওকে বস""
কল ডিসকানেক্ট করে Rk তার পিএ এপেক কে বলে "" টিকিট বুক কর আমি নেক্টস ফ্লাইটে বিডি তে যাবো""
"" ওকে স্যার ""
"" যেই হোস কেন তুই , তোকে আমি ছাড়বো না ৷ যতোটা কষ্ট দিয়ে আমার আদরের ভাই কে মেরেছিস আমি তার থেকে হাজার গুন কষ্ট দিয়ে তোকে মারবো ৷ আ'ম কামিং ৷ ""
.
.
.
বর্ণের গাড়ি ছন্দের বাড়ি থেকে একটু দুরে দার করায় ৷ ছন্দ পুরো রাস্তায় বর্ণের সাথে একটা কথাও বলেনি৷ আর না বর্ণের দিকে তাকিয়েছে৷ দ্রুত বাড়িতে চলে যায় ৷ বর্ণ এক দৃষ্টিতে তার টিয়াপাখির চলে যাওয়া দেখছে ৷ যতোক্ষন না ছন্দ বাড়ির ভিতরে ঢুকছে৷ ছন্দ বাড়ির ভিতরে ঢুকার পর বর্ণ চলে যায়৷
ছন্দ বাড়িতে ঢুকতে তার মায়ের এক গাদা প্রশ্নের সম্মক্ষিন হয় ৷ ছন্দ কোন ভাবে প্রশ্ন গুলো এড়িয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়৷
-- " আব্বু তার মেসেজ এসেছে "(কাব্য)
"" মেসেজ কি মেসেজ আর এতো বছর পর মেসেজ কেন দিলো?"" (সাব্বির আহাম্মেদ )
"" জানি না আব্বু বাট শুধু এতোটুকু লিখেছে "আ'ম কামিং""
"" কি বলছিস কি সে আসছে কিন্তু কেন? এতো বছর পর কি এমন প্রয়োজন পরলো যে তাকে এখানে আসতে হচ্ছে?""
"" কেন আসছে এটা তো তিনি বলতে পারবেন""
"" হুম , কাব্য রেডি থাকিস কখন কি হয়ে যায় ঠিক নেই আর ছন্দ কেও কিছুদিন বাড়ি থেকে বের হতে দিস না ৷ আমি একবার যে ভূল করেছি তা আমি দ্বিতীয় বার করতে চাই না আমার এক মাত্র মেয়ে কে হারিয়ে""
"" ইদানিং রুনার শরীলটাও ভালো যাচ্ছে না ছন্দ ওর সাথে থাকলে ওর সময় কেটে যাবে৷""
"" হুম তাই করো""
স্টাডি রুমে বসে কাব্য আর সাব্বির আহাম্মেদ বসে ডিসকাস করছিলো নিজেদের প্লান গুলো নিয়ে ৷ হঠাৎ কাব্য রুমে যাওয়ার জন্য স্টাডি রুম থেকে বের হতে যাবে তখনি দরজা পাশ থেকে একটা ছায়া সরে গেল ৷ কাব্য দরজার বাইরে কাউকে না দেখতে পেয়ে নিজের মনের ভূল মনে করে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতে কিছু একটা পড়ার শব্দ পেয়ে থেমে যায় কাব্য ৷ শব্দ টা কোথা থেকে এসেছে তা আন্দাজ করে স্টাডি রুমের পাশে ছোট্ট স্টোর রুমের সামনে গিয়ে কাব্য থেমে যায় ৷ হাত পা কাপতে থাকে কাব্যের.......