বিচ্ছেদ |
কতটা পথ হাঁটবো বলো, তোমার দৃষ্টির সীমানায়।
কতটা দূরে বিচ্ছেদে বলো, প্রেমিক হওয়া যায়।।
চাঁদ ছিল সাক্ষী যখন, দুজনের পরিচয়।
দুঃখী সে মুখ লুকিয়েছে, ঘোর অমাবস্যায়।।
ঘুম পাড়িয়েছো ইচ্ছেমত, সময় নিয়েছো কেড়ে।
তাও শত জাগ্রত রাত, আবেগের অভিসারে।।
কি করে ভুলবো বলো, আষ্ঠে পৃষ্ঠে তুমি।
সুস্থ মনে পূর্ব স্মৃতি, স্বাগত পাগলামী।।
মানুষ মানুষে জুড়তে জানে, চাহিদা লুকোয় মনে।
সম্পর্ক সব সুতোয় দোলে, নিজের প্রয়োজনে।।
আর কখনো না হোক দেখা, নাই বা হলো কথা।
প্রাণটা বাঁচুক নিজের জোরে, জমিয়ে রেখে ব্যথা।।