আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে গল্প সম্বন্ধে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন। আপনাদের মতামত আমাদের এই ছোট প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। শীঘ্রই আরও নিত্য নতুন গল্প আপডেট আসছে, সঙ্গে থাকুন। গল্পের ডায়েরি'তে প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখক/লেখিকা'র নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত গল্পের ডায়েরি’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখক/লেখিকা'র কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় গল্পের ডায়েরি কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। গল্পের ডায়েরি'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ করলে তা কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

যদি তুমি জানতে (পর্ব ১৭)


সকাল সকাল তুরানের ঘুম ভাঙে তুরানের মায়ের ডাকে। হসপিটালেই তুরানের বাবার পাশে আড়মোড়া হয়ে কোন রকম ভাবে ঘুমাচ্ছিলো তুরান। তুরানের মা বাসায় ছিলো। হঠাৎ হসপিটালে এসে এভাবে ঘুম কেন ভাঙালো? এই কয়দিনে খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছে তুরান। ঘুম ঘুম চোখে জিজ্ঞাসা করলো,
-' মা তুমি হসপিটালে আসলে কেন এই সকাল বেলা? আমি তো বাবাকে নিয়ে আরেকটু বাদে বাসায় যেতাম। দেখো বাবা এখন প্রায় সুস্থ।'
তুরানের মা এক দৃষ্টিতে তুরানের দিকে তাকিয়ে আছে। কোন কথা বলছে না, দু চোখ গড়িয়ে পানি পড়ছে শুধু। মায়ের এমন অস্বাভাবিক কান্নার কারন বুঝতে পারছে না হঠাৎ ঘুম ভাঙার কারনে। তুরান ভালো ভাবে তাকালো এবার। এমন কান্না দেখে হতভম্ব হয়ে গেলো। বললো,
-' মা কি হয়েছে কাঁদছো কেন? আরে বাবা তো সুস্থ।'
তুরান একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। তুরানের মা কান্নার কারনে কোন জবাব দিতে পারলো না। কোন রকম ভাবে কান্না থামিয়ে বললো,
-' হসপিটালের ওদিকে সব মালপত্র। এত কষ্ট করে এই দিন দেখার জন্য তোকে লেখাপড়া করিয়েছি? এই অপমান সহ্য করার জন্য?'
তুরান বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইলো। স্পষ্ট ভাবে বুঝতে পারছে না কি হয়েছে? কিসের মালপত্র হসপিটালের সামনে? কিসের অপমান? তুরান বললো,
-' কান্না থামাও মা। কি হয়েছে ভালো করে না বললে কিছুই বুঝতে পারবো না।'
তুরানের গালে কষিয়ে কয়টা চড় দিলো তুরানের মা । তুরান হতভম্ব হয়ে তাকিয়ে রইলো। তুরানের বাবার ঘুম ভেঙে যাবে তাই তুরান কে বারান্দায় আসতে বললো তুরানের মা। তুরান ধীর পায়ে মায়ের পিছু পিছু বারান্দায় গেলো। তুরানের মনে নাড়া দিলো রুপার কথা। এই নিয়ে কি কিছু হয়েছে । 
বারান্দায় গিয়ে তুরানের মা অনেক কষ্টে কান্না থামিয়ে বললো,
-'সাহেলা বেগম সব মালামাল পাঠিয়ে দিয়েছে বাসার। আমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে।'
তুরানের মায়ের কান্না আবার বেড়ে গেলো। তুরানের মাথায় যেন বাজ পড়লো। কি বলছে এসব ? তুরান হতবাক হয়ে গেল! স্বপ্ন দেখছে নাকি বাস্তব তাও বুঝতে পারছে না। একদম নির্বুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো তুরানের। সব কি শেষ হয়ে গেলো? রুপা কে নিয়ে কি কিছু হলো? তুরান নিচু গলায় বললো,
-'মা কিসের জন্য অপমান করেছে তোমায়? মালামাল কেন পাঠিয়ে দিয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না।'
তুরানের মা রক্ত বর্ন চোখে তুরানের দিকে তাকিয়ে বললো,
-' তোর মতো জানোয়ার পেটে ধরেছি বলে অপমান করেছে। কিছুই বুঝিস না এখন? ওই রুপা মেয়ের সাথে কিসের সম্পর্ক তোর? '
তুরানের মা এ পর্যায়ে আরো চেঁচিয়ে আবার বললো,
-'কিসের সম্পর্ক?'
তুরান কোন উত্তর খুঁজে পাচ্ছে না। তুরানের মাথায় কিছুই খেলছে না। তুরানের বুক জুড়ে ভূমিকম্প বয়ে যেতে লাগলো। সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। সবই তো ঠিক ভাবে চলতে ছিলো। হতভম্ব হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলছে তুরান। তুরানের মা আবার চেঁচিয়ে উঠে বললো,
-'দেশে আর মেয়ে ছিলো না তোর জন্য? একটা বিয়াত্তা মেয়ের সাথে প্রীত করছোস?'
তুরান চোখ বড় করে তাকালো। কোন রকম ভাবে বললো,
-'কে বিয়াত্তা? কি বলছো তুমি মা এসব? মা তোমায় কে বলছে এগুলো? মা...।'
তুরান আর কিছু বলতে পারলো না। বলার মতো কিছুই খুঁজে পেলো না। এটা কি করে সম্ভব রুপা বিবাহিতা? এমনটা কখনো হতে পারে না। কখনো না! তুরানের চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। সবকিছু তছনছ করে দিতে ইচ্ছে করছে। কিছুতেই বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হওয়ার মতো কথা না এসব। তুরানের হাত-পা কাঁপতে লাগলো। তুরান কাঁপা কাঁপা গলায় আবার বললো,
-' মা কে বিবাহিতা রুপা? মা তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা বলছো।'
-' আমি মিথ্যা বলছি না?'
তুরান কথা বাড়ালো না । কি থেকে কি হয়ে গেলো। সবকিছু অস্পষ্ট, সব মেঘাচ্ছন্ন। তুরান কিছুই বুঝতে পারলো না। আস্তে আস্তে ফ্লোরে বসে পড়লো। তুরানের মা মুখে কাপড় গুঁজে কাঁদছে। 
তুরান দুই হাতে মাথা চেপে ধরলো। নাকমুখ কুঁচকে বললো,
-'মা কি হয়েছে সবটা বলো। মা আমি রুপা কে ভালোবাসি। অনেক বেশি মা। সাহেলা বেগম তোমায় অপমান করার কে? বাসা থেকে মালপত্র সব পাঠালো কেন?'
তুরান কষ্ট ভেজা কন্ঠে একটার পর একটা প্রশ্ন করতে লাগলো। তুরানের মা কান্না থামিয়ে দুই চোখ ভালোভাবে মুছলো। তারপর কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিলো।
-'খুব সকালে দরজার কড়া নাড়লো। আমি ভেবেছি তুই আর তোর বাবায় এসেছিস। আমি দরজা খুলে দেখি সাহেলা বেগম আর আজিজ চৌধুরী। এত সকাল সকাল তাঁদের দেখে আমি কিছু টা চমকে গেলাম। উনাদের মুখের ভাবভঙ্গি দেখেই আমি বুঝেছি কিছু একটা হয়েছে। উনারা আমায় যা ইচ্ছে তাই বলতো লাগলো। তোকে যা তা ভাষায় গালি দিতে লাগলো। বললো রুপার সাথে তোর সর্ম্পক। তোরা ভুল পথে এগোচ্ছিস। রুপা বিবাহিতা। তাই তাঁরা চায়না এ সম্পর্ক আর এক পা আগাক। যা ভুল হয়েছে এ পর্যন্ত সমাপ্ত হোক। তাই আমাদের তাঁদের বাসা ছেড়ে দিতে হবে।আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না । আমি কিছু বলার আগেই উনারা বাসার সব মালপত্র কুলি ডেকে বের করে দিলো। আর তুই যদি রুপার সাথে কোন রকম যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে তোকে পুলিশে দিবে।'
মায়ের মুখে এসব শুনে নির্বাক হয়ে রইলো তুরান। মায়ের চোখের অন্তরালে চোখের জল মুছলো। গায়ের সব শক্তি যেন হারিয়ে ফেলল তুরান। গুলো কি হয়ে গেলো একটু সময়ের ব্যবধানে?
তুরান‌ কোন জবাব দিচ্ছে‌না। বুকের ভেতর খাঁ খাঁ করছে , শূন্যতা আর হতাশায় ছেয়ে যাচ্ছে। পৃথিবীর সব রঙ বোধ হয় ফ্যাকাশে হয়ে গেছে। সব স্বপ্ন গুলো আছড়ে পড়ে আর্তনাদ করছে। খানিকক্ষণের ভিতর পৃথিবী বদলে গেলো বোধ হয়। বদলে গেলো আগামীর স্বপ্ন,আশা , কল্পনা। তুরান কখনও এমন না হবে ভাবেনি। কখনোই না। রুপা বিবাহিতা কিছুতেই তুরান বিশ্বাস করতে পারছে না। কেউ যেন তুরানের গলা টিপে ধরেছে। দম বন্ধ হয়ে যাচ্ছে তুরানের। তুরানের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছেনা। তুরান একদম নির্জীব হয়ে আর্তনাদ করে বললো,
-'মা রুপা বিবাহিতা না বলো? বলো অন্তত এটা মিথ্যা।'
তুরানের মা হতাশ ভঙ্গিতে বসে রইলো। পুরো সংসারের ভরসা ছিলো তুরান। ছেলেকে নিয়ে কত স্বপ্ন বাবা-মায়ের। তুরানের মা শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। কষ্ট ভরা কন্ঠে বলল,
-' ভালোবাসার জন্য আর মেয়ে পেলিনা? আমাদের কথা একবারও ভাবলি না? একটা বিয়াত্তা মেয়ে! এতটা নীচ তুই! এত ছোট মনের! এত খারাপ রুচির তুই?'
তুরানের মা কিছুক্ষণ চুপ করে রইলো আবার। তুরান কোন কথা বলছে না। তুরানের মা আবার বললো,
-' তোর বাবা এসব জানলে শেষ হয়ে যাবে। নিজে কখনো ভালো কাপড় পরিনি তোকে লেখাপড়া করিয়েছি। কখনো ভালো বাজার করে খাই নি । তোর লেখাপড়ার খরচ চালিয়েছি। আজ সেই তোর জন্য মানুষ কুকুরের মত অপমান করে আমায়।'
তুরানের চোখ বেঁয়ে পানি পড়ছে এবার। কোন কথা বলতে পারছে না। তুরানের মা আবার বলল,
-'হসপিটাল থেকে তোর বাবাকে এখন কোথায় নিয়ে যাবো এবার? বাসা ভাড়া পাবি কই ? থাকবি কই? খাবি কই?'
তুরানের মা আর্তনাদের বুলি বুলতে লাগলো। তুরানের অসহ্য যন্ত্রণা হচ্ছে..! তীব্র যন্ত্রণা! সহ্য না করার মতো যন্ত্রণা! 
এই যন্ত্রার চেয়ে বোধ হয় মৃত্যুতে শান্তি। বোধ শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পড়ছে ক্রমে ক্রমে তুরান। যেন এখনই ঢলে পড়ে যাবে।


তুরানের বাবাকে সবটা বললো তুরানের মা। তুরানের বাবা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলো তুরানের দিকে। হতাশা আর বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। তুরান মাথা নিচু করে বসে রইলো। তুরান কিছু ভাবতে পারছে, আর কিছু বুঝতেও পারছে না। তুরানের বুকে রক্তক্ষরণ হতে লাগলো। রুপার কথা ভেবে অসহ্য যন্ত্রণা , বুকফাটা কষ্টে জর্জরিত হয়ে যেতে লাগলো তুরান। তুরানের বাবা-মা কেউই বুঝছে না তুরানের এই কষ্ট। কেউ বুঝার মত কষ্ট না এটা। সবার চোখে রুপার সাথে প্রেম টা অপরাধ। প্রেম কি এত ভেবে হয়। তুরান নিজের মনকে কিছুতেই বুঝাতে পারছে না রুপা বিবাহিতা। এটা কি করে সম্ভব? সাহেলা বেগম হয়ত মিথ্যা বলছে, তবুও তুরানের মন মানছে না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। নিজের ফ্যামিলির কথা ভেবে আরও বেশি কষ্টে পুড়ছে তুরান। এ কষ্ট সহ্য করার মত না। কাউকে বুঝানোর মতোও না। কেউ বুঝতে চাইবে না এই কষ্ট। তুরানের বাবা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল তুরানের দিকে। চোখের পলক পড়ছে না। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুধু দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে। মা-বাবার এমন কষ্ট, হতাশা, স্বপ্ন ভাঙ্গার ভয় দেখে তুরানের যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে, যে অপরাধের কোন ক্ষমা নেই। তুরান কখনো চায় নি ওর জন্য ওর বাবা-মা কোন রকম কষ্ট পাক। কোন রকম অপমান সহ্য করুর। তাঁদের প্রাপ্য কষ্ট কিংবা অপমান নয়। তাঁদের ভালোবাসা, সম্মান , শান্তি প্রাপ্য। তুরানের বাবা-মায়ের এমন চুপচাপ ভঙ্গি তুরানের কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে, আরো বেশি অপরাধ বোধ হচ্ছে তুরানের। রুমের নিরবতা ভেঙ্গে তুরানের বাবা বললো,
-'এই দিন দেখার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে?'
আবার কিছুক্ষণ পর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলে,
-'আরে আর মেয়ে পেলি না প্রেম করার জন্য? ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে তুই। তোর জন্য তোর বাবা-মায়ের কেন অপমানিত হতে হবে? তোকে কেন মানুষ কুকুরের মত বাসা থেকে বের করে দিবে? একটা বিবাহিতা মেয়ের সাথে কেন সম্পর্কে জড়ালি? এতটা বিবেক,বুদ্ধিহীন তুরান।'
তুরানের বাবার বলা প্রতিটি কথা তুরানের বুকে আঘাত করছে। প্রতিটি কথা যেন কষ্টে জর্জরিত,হতাশা মিশ্রিত। তুরান একদম নিচু গলায় বললো,
-'বাবা রুপা বিবাহিতা না। মিথ্যা সব। রুপা অনেক ভালো মেয়ে। সাহেলা বেগম মিথ্যা বলেছে।'
তুরানের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললো,
-'আচ্ছা মেয়ে যাই হোক। আমায় একটা কথা বল ওই মেয়ে কি এমন হয়ে গেছে যে সাহেলা বেগম এত গ্যাঞ্জাম করলো? কিসে পড়ে ওই মেয়ে? কোন ভার্সিটি তে পড়ে? তোর যোগ্য ওই মেয়ে? মানুষের শুধু টাকা থাকলেই হয় যোগ্যতা লাগে না? মাথায় সমস্যা পাগল কোথাকার!'
তুরানের বাবা কিছুক্ষণ ভেবে আবার বললো,
-'তুই কি জানতি না রুপা বিবাহিতা? প্রেম করছিস আর এটা জানিস না মেয়ে বিবাহিতা নাকি অবিবাহিত? মেয়ে কোন পর্যন্ত লেখাপড়া করেছে? ওই মেয়ের ফ্যামিলির কাউকেও চিনিস না তুই!হাস্যকর না এটা!'
তুরান নির্বাক হয়ে তাকিয়ে রইলো। রুপার লেখাপড়া সম্পর্কে কখনো জানার তেমন আগ্রহ হয় নি রুপার। কখনো রুপার যোগ্যতা ,রুপার ফ্যামিলি এটা নিয়ে ভাবে নি। আর রুপা বিবাহিতা এটা সম্পূর্ণ মিথ্যা বলেছে সাহেলা বেগম। একদম যুক্তিহীন কথা এটা! এতগুলো মাস এক ছাদের নিচে ছিলো কখনোও তো এমনটা শুনেনি। রুপার ভালোবাসার ব্যাপারে সন্দেহ নেই তুরানের। কত সহজ-সরল রুপা! এই বিষয় নিয়ে ভাবতে কেমন জানি কষ্টের মাঝেও হাসি পাচ্ছে তুরানের। ভালোবাসার মেয়েটা নাকি বিবাহিতা! কেমন হাস্যকর আর যুক্তিহীন কথা।
তুরান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর তুরানের বাবার চোখের দিকে তাকিয়ে বললো,
-'আমায় ক্ষমা করো। আমি কখনো চাইনি যে আমার জন্য তোমরা কোন রকম অপমানের সম্মুখীন হও। আমি সব সময় তোমাদের কষ্টের প্রতিদান দিতে চেয়েছি। জীবনে ভালো কিছু করে তোমাদের মুখে হাসি ফোটাতে চেয়েছি। এত কিছুর ভিতরও আমি একটা ভুল করে ফেললাম। হ্যাঁ.. তোমাদের চোখে যেটা খুব ভুল। রুপার সাথে সম্পর্কে জড়ানোটা। কিন্তু এখন আমি নিরুপায়। আমার কিছুই করার নেই। ভালোবাসার মানুষ কে ভুলে যাওয়া এত সহজ। তোমরা আমার বাবা-মা তোমরা আমার বন্ধু। তাই তোমাদের বললাম এসব। আশা করব আমায় বুঝার চেষ্টা করবা। তোমরা এত বেশি কঠোর হবে না।'
তুরান কথা শেষ করে তুরানের বাবা-মায়ের দিকে তাকিয়ে দেখলো দুই জনই কাঁদছে। তুরানের আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে। সন্তানের ভুলের কারনে যদি বাবা-মায়ের চোখে পানি আসে, এর থেকে কষ্টের আর কি হতে পারে? তুরানের বাবা নিজেকে সামলিয়ে বললো,
-'আচ্ছা এখন তুই কি করতে চাস সেটা বল। যা হওয়ার হয়েছে। এটা নিয়ে পড়ে থেকে লাভ কি? ধরলাম সাহেলা বেগম মিথ্যা বলেছে। কিন্তু তারপর এখন কি করবি তুই?'
তুরানের বাবা সবকিছুতে সাপোর্ট দিয়েছে তুরান কে। ভালো কিছু করলে আরো উৎসাহিত করেছে, ভুল কিছু করলে শুধরে দিয়েছে। তুরান জানে আজকে তুরানের বাবা খুব বেশি কষ্ট পেয়েছে তবুও বরাবরের মত সাপোর্ট দিচ্ছে তুরান কে, বুঝতে চেষ্টা করছে।
তুরান ওর বাবার দিকে তাকিয়ে বললো,
-'আমি এখন সাহেলা বেগমের কাছে যাবো। জিজ্ঞেস করবো উনাকে সব। কিসের জন্য এত সিন ক্রিয়েট করেছে উনি? আর যে করেই হোক রুপা কে আমার করবোই। আমায় তোমরা একটু বোঝার চেষ্টা করো দয়া করে। আমি কথা দিচ্ছি তোমাদের স্বপ্ন পূরণ হবে,আমি ভালো কিছু করবো। রুপার জন্য আমার তোমাদের স্বপ্ন পূরণে কোন ব্যাঘাত ঘটবে না।'
তুরানের বাবা-মা দুজনই চুপ করে রইলো। হঠাৎ তুরানের মনে পড়লো আজ হসপিটাল থেকে তুরানের বাবাকে বাসায় নিয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু এখন হসপিটাল থেকে বেরিয়ে কোথায় যাবে? কোথায় পাবে বাসা? তুরানের চিন্তা আরো বেড়ে গেলো। তুরানের বাবা বললো,
-'আচ্ছা যা তুই সাহেলা বেগমের বাসায় । আমাদের সমস্যা নেই। শুধু তোর যেন কোন ক্ষতি না হয়।'
তুরানের মা এ ব্যাপারে নারাজ। কিছুতেই তুরান কে যেতে দিবে না সাহেলা বেগমের বাসায়। তু্রানের মা তুরান কে আরেকবার মনে করিয়ে দিলো যে সাহেলা বেগম বলেছে তুরান যদি রুপার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে তুরান কে পুলিশে দিবে এসব ভাবতেই তুরানের মায়ের বুক কেঁপে উঠে।‌‌‌‌ এসব শুনে তাচ্ছিল্যর হাসি হাসলো তুরান। কি মূর্খ মানুষ! পুলিশের ভয় দেখায়।
তুরান অনেকভাবে তুরানের মা'কে বুঝানোর চেষ্টা করে যাচ্ছে। সাথে তুরানের বাবাও। অবশেষে তুরানের মা রাজি হলো। তুরান যেন একটু স্বস্তি পেলো।
তুরানের বাবা বললো,
-'হসপিটাল থেকে বেরিয়ে কোথায় যাবো বল? বাসা তো আর পাবিনা একদিনের ভিতর। গ্রামের বাড়ি চলো যাবো আমরা। তুই কষ্ট করে বাসের টিকিট কিনে নিয়ে আসিস। আর ইচ্ছে হলে তুইও চল। নয়ত থাকবি কোথায়?'
তুরানের বাবার কথা গুলোয় অভিমানে আবাস পেলো তুরান। কিন্তু রুপার কথা ভেবে শেষ হয়ে যাচ্ছে তুরান। নিরুপায় হয়ে পড়েছে। তুরান অপরাধীর মতো বললো,
-'তোমাদের কোথায়ও যেতে হবে না। তোমরা এখানে থাকো। আমি একটু পর আসবো তোমাদের নিতে। বাসা ম্যানেজ করে ফেলবো চিন্তা করো না।'
তুরান হসপিটাল থেকে বেরিয়ে গেলো। এতক্ষণ বাবা-মায়ের সামনে চেপে রাখা কষ্ট গুলো এখন উঁকি দিচ্ছে। তুরানের মন কিছুতেই মানছে না রুপা বিবাহিতা! তুরান বিশ্বাস করছে না । তবুও মনের কোন এক কোণে উঁকি দিচ্ছে এ নিয়ে শঙ্কা। তুরানের চোখের কোণে জল জমছে বার বার। ছেলেদের কান্না একদম বেমানান! তাই বার বার কান্না থামিয়ে রাখার যথা সাধ্য চেষ্টা করছে।
তুরান এলোমেলো পায়ে হাঁটতে লাগলো। উদ্দেশ্য সাহেলা বেগমের বাসা। তুরানের বুকের ভিতর টা বার বার মোচড় দিয়ে উঠছে। ভালোই তো কাটছিলো দিন গুলো! হঠাৎ কেন এমন এলোমেলো হয়ে গেলো? নিমিষেই সব বদলে গেলো? আর সাহেলা বেগম ই বা কি করে জানলো ওদের সম্পর্কের কথা? এরকম হাজারো প্রশ্ন উঁকি দিচ্ছে তুরানের মনে। রুপা কেমন আছে? রুপা কি কষ্ট পাচ্ছে না? রুপার মুখটা বার বার ভেসে আসছে তুরানের চোখের সামনে। তুরান নিজেকে সামলাতে পারছে না।‌‌‌ রুপা কে যদি সারা জীবনের জন্য হারিয়ে ফেলে? এসব ভাবতে ভাবতেই কেঁপে উঠে তুরানের পৃথিবী।
হসপিটাল থেকে হেঁটে কিছু দূরে এসে রিকশা নিলো তুরান। নিস্তেজ ভঙ্গিতে বসে রইলো রিকশায়। একটার পর একটা প্রশ্ন উঁকি দিচ্ছে তুরানের মনে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য তৃষ্ণার্ত হয়ে উঠেছে তুরান। প্রত্যেক টা প্রশ্ন তুরানের কষ্ট বাড়িয়ে দিচ্ছে।
সাহেলা বেগমের বাড়ির সামনে এসে রিকশা থামালো তুরান।
বাড়িটার দিকে তাকাতেই তুরানের চোখ আরও ভিজে যেতে লাগলো। এই তো সেই পরিচিত বাড়ি! তুরানের চোখ পড়ল সেই বারান্দায়! যেখানে রুপা দাঁড়িয়ে থাকত। আজ রুপা দাঁড়িয়ে নেই। কি করছে রুপা এখন? 
তুরান কে দেখেই কৌতুহলী দৃষ্টিতে তাকালো দারোয়ান। তুরান ধীর পায়ে দারোয়ানের দিকে গেলো।
-'স্যার আপনার মালপত্র সব পাঠাই দিলো যে? কোন ঝামেলা হইছে কি?'
তুরান এসব প্রশ্নের কোন উত্তর না দিয়ে বললো,
-'আমার একটু সাহেলা বেগমের সাথে দেখা করতে হবে।'
-' তাঁরা তো বাসায় নেই। কই যেন গেছো।'
তুরান এমন টার জন্য মোটেও প্রস্তুত ছিল না । নিজেকে সামলে বললো,
-'কোথায় গেছে? আপনার পায়ে পড়ি আমায় একটু বলুন। নাকি মিথ্যা বলছেন?'
তুরানের মুখ থেকে এমন অনুরোধ শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো দারোয়ান। 
-'মিথ্যা বলমু ক্যা? আপনে বাসায় গিয়ে দেখেন। উনার বাসায় থাকে ওই মাইয়া টা অসুস্থ হাসপাতালে গেছে মনে হয়।'
Author, Publisher & Developer

একটি মন্তব্য পোস্ট করুন

উফ!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে আগে আপনার ইন্টারনেটের সংযোগ ঠিক করুন এবং তারপর আবার ব্রাউজিং শুরু করুন৷
AdBlock সনাক্ত করা হয়েছে!
আমরা শনাক্ত করেছি যে আপনি আপনার ব্রাউজারে অ্যাডব্লকিং প্লাগইন ব্যবহার করছেন৷ আমরা আপনাকে আপনার অ্যাডব্লকিং প্লাগইন বন্ধ করার জন্য অনুরোধ করছি, কারন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে রাজস্ব আয় করি তা এই ওয়েবসাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয়।