আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে গল্প সম্বন্ধে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন। আপনাদের মতামত আমাদের এই ছোট প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। শীঘ্রই আরও নিত্য নতুন গল্প আপডেট আসছে, সঙ্গে থাকুন। গল্পের ডায়েরি'তে প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখক/লেখিকা'র নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত গল্পের ডায়েরি’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখক/লেখিকা'র কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় গল্পের ডায়েরি কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। গল্পের ডায়েরি'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ করলে তা কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

আমার একটাই যে তুই - পর্ব ১২ - সিজন ২ - সুরাইয়া সাত্তার ঊর্মি - ধারাবাহিক গল্প


বর্ষার শুরু হয়েছে। প্রায় প্রতি সকালেই ঝড়-ঝঞ্ঝার সঙ্গে ভারী বৃষ্টি। কখনো বা বৃষ্টির পরের রৌদ্রোজ্জ্বল দিন মিষ্টি করে হাসছে।এই টুকুনের মাঝেই কেউ কেউ ছুটছে নিজ গন্তব্য। পথ-ঘাটের শিশুরা রাস্তার ধারে জমে থাকা পানির উপর করছে লাফালাফি।  এই দিনটিকে আরো সুন্দর করে তুলছে "হেমন্ত কুমার " এর একটি বিখ্যাত গান,

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ?

গুন গুন করে গানিটির সাথে তাল মিলিয়ে ঠোঁট নাড়ছে কুহু।ভার্সিটি যাওয়ার পথেই রেড লাইট সিগনালে ভীরের মাঝে আটকে আছে তাদের গাড়ি। গাড়ির জানালা ভেদ করে নজর পড়ছে বাহিরের পরিবেশের উপর। কিছু কিছু শিশুরা ফেরি করে বেড়াচ্ছে নানা ফুল আর খাবার। প্রতিটি গাড়ির কাঁচের মাঝে টোকা দিয়ে বলে যাচ্ছে " আফা একটু ফুল নেন!"

কেউ নিচ্ছে তো কেউ এড়িয়ে যাচ্ছে। কুহু মায়া হলো। একটু ছোট মেয়েকে ডাক দিলো। পরনে ছেড়া বড় ফুলের ছাপের একটি জামা।  উস্কো খুস্কো চুল। মুখটা মলিন।  কুহুদের গাড়ির দরজার সামনে এসেই একটি হাসি দিলো। কি চমৎকার হাসি।যে কারো মন ভোলানোর মতো হাসি। কুহু বলল,,

----" নাম কি তোমার  বাবু?"

বাচ্চা মেয়েটি তার মন ভোলানো হাসি দিয়ে বলল,,

----" আফিফা!"

----" সুন্দর নাম। এ ফুল গুলো আমি নিবো! কত দিবে??"

মেয়েটি ভাবনায় পরে গেলো যেন।বলল,,

----" আমি প্রতি পিস ১০ টাকা দিয়া বেছি আফ। আপনে হিসাব করে দেন?"

কুহু হিসেব করলো। যত গুলো ফুল হলো তার থেকে দুশো টাকা বেশি দিলো! মেয়েটি খুশিতে কেঁদে উঠলো।  বলল,,

----" গত সাত দিনে আফা আমি মাত্র দশটা ফুল বেচ্ছি। আপনারে ধন্যবাদ। "

কুহু হাসলো।  বাচ্চা মেয়েটির এলোমেলো চুল গুলো গুছিয়ে বলল,,

----" আমি প্রতিদিন তোমার থেকে ফুল নিবো!"

বাচ্চা মেয়েটি খুশিতে নাচতে নাচতে চলে গেলো। কুহু সেইদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ির জানালা বন্ধ করতে নিলো। তার থেকে দূরে থাকা একটি দিকে তাকাতেই থম মেরে গেলো। একটি গাড়িতে আশিক আর একটি মেয়ে বসে আছে। মেয়েটিকে দূর থেকেই কেমন চেনা চেনা লাগচ্ছে তার। কুহু ভ্রু কুঁচকালো। আরেকটু উঁকি ঝুঁকি দিতেই তার মনে হলো সাথে মেয়েটি আখি। কুহু গাড়িতে থেকে মানতে নিলো। কিন্তু তার আগেই গাড়ি চলতে শুরু করে দিলো। ভীরের মাঝে হারিয়ে গেলো আশিকদের গাড়ি। কুহুর চিন্তার ছাপ পড়লো মাথা! আদো কি মেয়েটি আখি ছিলো না অন্য কেউ? কতখন মনের সাথে লড়াই করে ব্যর্থ কুহু ধরেই নিলো দেখার ভুল।কিন্তু মন?  বার বার বলছে না তুই ঠিক দেখেছিস? কুহুর রাগ লাগলো। কিন্তু লাল টকটকে গোলাপ ফুল গুলো দেখেই মনটা ফুরফুরে  হয়ে গেলো। ফুল গুলো হাতে নিয়ে একটি চিরকুট লিখে ফেললো সে।  লজ্জায় গোলাপের মতো লাল রঙ্গা হয়ে চুমু খেলো ফুল গুলোতে। ভার্সিটিতে পৌঁছে ড্রাইবারকে দিয়ে ফুল আর একটি খাম দিয়ে পাঠিয়ে দিলো ইউসুফের অফিসে।

---------------------

মিটিং শেষে নিজ রুমে আসতেই। টেবিলের উপর এক গাদা গোলাপ আর একটি খাম দেখে ভ্রু কুটি  কুঞ্চিত কুচকায়। খামটি হাতে নিতেই গোটা গোটা অক্ষরে "আপনার বাবুইবউ " লিখা দেখতেই ঠোঁটের কোনে হাসির রেখা ফুটে উঠে। চেয়ারের মাঝে আরাম করে বসে  খামটি খুলে। একটি গোলাপি রঙ্গের  ছোট চিরকুট। লিখা,,

আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ?

ইউসুফ ঠোঁটের কোনের হাসি বহাল হলো। ফুল গুলোতে কুহুর মতো সেও চুমু খেলো।গোলাপের ঘ্রাণের সাথে যেন কুহু শরীরের ঘ্রাণ পেলো ইউসুফ।  বুকে মাঝে ফুল গুলো জড়িয়ে নিয়ে কবিরকে কল করলো। কবির তৎক্ষনাৎ এসে হাজির। তার বসকে এমন মুচকি মুচকি হাসতে দেখে কবিরের ভালোই লাগলো। আজ কতদিন পর সে স্যারকে হাসতে দেখছে! কবির বলল,,

---" স্যার ডেকেছেন?"

ইউসুফ মাথা নাড়লো। বাহিরে জগতটা আজ কি সুন্দর লাগচ্ছে বলার বাহিরে। ইউসুফ বাহিরে চোখ রেখে কিছু প্ল্যান করে ফেললো। বর্ষার এ ঝিরিঝিরি মৌসুমে তার বাবুইপাখিকে একান্ত চাই। শুধুই একান্ত কিছু মুহূর্ত এই ব্যস্ত শহর থেকে দূরে। ইউসুফ বলল,,

----"শ্রীমঙ্গলের বেষ্টি রিসোর্ট বুক করো। তোমার মেডামকে নিয়ে একটু ঘুরে আসি!"

কবির হেসে কাউকে কল করতে ব্যস্ত হয়ে গেলো। আর ইউসুফ তার ভাবনায়।

------------

ক্লাস শেষ হতেই কুহু বেড়িয়ে এলো। আকাশে তখন কালো মেঘ দলা পাকিয়ে সূর্যকে ঢেকে দিয়েছে। পৃথিবীর বুকে বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা পগতে শুরু করেছে। কুহু দৌড়ে গেইটের কাছে যেতেই চোখ ছানাবড়া।  তার নেতা সাহেব দাঁড়িয়ে আছে। পড়নে আজ ব্ল্যাক জীন্স। হোয়াইট টি শার্ট তার উপর ব্ল্যাক জেকেট। সব মিলিয়ে সুপুরুষ লাগছে ইউসুফে। প্রতিদিনকার শুভ্র পাঞ্জাবি-পায়জামা পড়া ইউসুফকে দেখতে দেখতে ইউসুফ যেন এসব ড্রেস পড়তেই ভুলে গেছিলো। কুহুকে এভাবে হা করে তাকিয়ে দেখতে দেখতে ইউসুফ হেসে ফেললো। কুহুর হাতটি ধরে বলল,,

----" চলেন!"

কুহুর ভ্রুজোড়া কুচকে বললো,,

----" কই?"

কুহু এক চোখ টিপ দিয়ে কুহুকে তার বাহু ধারা ধাক্কা দিয়ে গুন গুন করে উঠলো,, 

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে 
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে।

কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা
ছিলো কল্পনা জাল এই প্রাণে বোনা।  
তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া
নাও বুলিয়ে নয়ন পাতে।

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে।

—————

শন শন বাতাসে চারিদিকে বয়ে চলেছে। দূর থেকে দেখা যাচ্ছে ছোট ছোট ঘর বাড়ি। যেন কোনো চিত্রশিল্প নিপুণভাবে একে রেখেছে। চারিদিকের মনোরম পরিবেশে মনটা ফুরফুরে হয়ে উঠছে। এই রিসোর্টের নামটি যেন সুক্ষভাবে মিলে যাচ্ছে। কুহু রিসোর্টের নামটি আবার উচ্চারণ করল "শান্তিবাড়ি"। 
কটেজের  রুমটিও যেন প্রকৃতির সাথে মিলে গেছে। কাঠের রুমটিতে বারান্দার বদলে সচ্ছল কাঁচের দেয়াল আর খোলা জানালা।প্রকৃতির কাছাকাছি শহুরে জঞ্জাল থেকে দূরে সম্পূর্ণ  গ্রাম্য পরিবেশ। কটেজের জানালা দিয়ে দেখা যাচ্ছে চা বাগানের চোখ ধাধানো সৌন্দর্য।  কুহু ঠোঁট দুটি নাড়িয়েই অস্পষ্ট ভাবে বলল,,

----" অপুর্ব! "

----" তাই!"

পিছন থেকে কামড় জড়িয়ে কুহুর ঘাড়ে নাক ডুবালো ইউসুফ। কুহু থরথর করে কেঁপে উঠলো। আবেশে চোখ বুঝে নিলো কুহু। ইউসুফের দিকে ফিরে গলা জড়িয়ে ধরলো। এক হাতে ইউসুফের নাক টেনে  দিয়ে বলল,,

----" এত সুন্দর একটা উপহার দেয়ার জন্য ধন্যবাদ নেতা সাহেব! "

ইউসুফ হতাশ গলায় দীর্ঘশ্বাস ছেড়ে বলল,,

----" শুধুই ধন্যবাদের যোগ্য আমি?"

কুহু হাসলো। আরেকটু কাছে গিয়ে ঘেঁষে দাঁড়ালো। ফিসফিস করে বলল,,

----" আর কি চাই!"

ইউসুফের ঠোঁটের কোনের হাসি বহাল রইলো।  কুহুকে তার দু হাত দিয়ে চেপে ধরে বলল,,

----" আমার বাবুইপাখিকে!"

কুহু লজ্জা লাল রঙ্গা হয়ে গেলো। ইউসুফ টুপ করে কুহুর গালে চুমু খেয়ে ফেললো।  কুহুর এবার লজ্জায় মনে যেতে মন চাইছে। ইউসুফ কুহুর দিক এক অদ্ভুত মহনীয় দৃষ্টিতে কুহুর শরীর ঝিম ঝিম করতে লাগলো। কুহু ইউসুফের দৃষ্টি এড়াতে মুখ লুকালো ইউসুফের বুকে। ঠিক সেই মুহূর্তেই ঝড় তুলে শুরু হলো ঝুম বৃষ্টি। বাহিরের মতো কুহুর বুকের ভিতরেও যেন ঝড় উঠেছে। ইউসুফ জনিত রোগে আক্রান্ত হতে চাইছে। হারিয়ে যেতে চাইছে এ বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটায়।

---------------

সকালের মিষ্টি মিষ্টি রোদ সাদা চাদরের আবরণে লেপ্টে থাকা মানব-মানবীর উপর পড়চ্ছে। কুহু পিটপিট করে যখন চোখ মেললেই থমকে গেলো। কিহুর দিক সেই মাদক চাহনি নিক্ষেপ করে হেসে যাচ্ছে। কুহুর তাৎক্ষণিক মনে পড়ে গেলো কাল রাতের কাটানো  সেই বিশেষ মুহূর্তটি৷ কুহু লজ্জায় মুখ ঢেকে ফেললো। বলল,,

----" আপনার নজর মারাত্মক খারাপ নেতা সাহেব?"

ইউসুফ ভ্রু কুটি কুচকে দাম্ভিক মুখখানায় গম্ভীরতা ফুটিয়ে তুলতে চাইলো। বলল,,

----" বউয়ের কাছে বড় চরিত্রহীন ও হতে পারে।"

কুহু অবাক হয়ে।  হা করে তাকালো। কিছু বলবে তার আগেই কুহুর কানের কাছে মুখ গুঁজে বলল,,

----"যেদিন থেকে তোর প্রেমে পড়েছি আমার নজর খারাপ হয়ে গেছে। চরিত্রহীন হয়ে গেছি। তোর অগোচরে তোর ঠোঁটে কত যে নিজের ঠোঁটের ভাজে নিয়েছি!"

কুহু আকাশ থেকে পড়লো যেন। তড়িঘড়ি করে উঠতেই নিজের দিক তাকালো।তড়িৎ গতিতে আবার ঢুকে গেলো সাদা চাদরের ভিতরে। ইউসুফ তখন হু হা করে হরসে উঠলো। কুহু মুখখানি  এতটুকু করে। কাঁদো কাঁদো করে বলল,,

----" আপনি বহুত খারাপ নেতা সাহেব।  বহুত খারাপ! "

ইউসুফ হাসতেই থাকলো। হাসতে হাসতেই বলল,,

----" খারাপ হই আর ভালো। আমি ছাড়া তোর গতি নেই বাবুইবউ। এ আমিটাকেই আকড়ে ধরে বাঁচতে হবে তোর।"

কুহু ইউসুফের কথা হাসলো। ইউসুফের বুকে বাচ্চাদের মতো মাথা রেখে ফিসফিস করে বলল,,

----" এ আপনি টাকেই আমি ভালবাসি!"

------------------

বিকেলের দিক ইউসুফ কুহু ঘুরতে বের হয়েছে। দুজনে আজ ম্যাচিং ড্রেস পড়েছে। ইউসুফ কালো পাঞ্জাবি আর কুহু কালো শাড়ি। কালো পাঞ্জাবিতে ইউসুফের সুন্দর গায়ের রঙ যেন আরো ফুটে উঠেছে। কুহু মুগ্ধ চোখে চেয়ে আছে এ মানুষটির দিক। কত চাওয়া-পাওয়া চিলো এ মানুষটির কাছে আজ থেকে যেন সব পরিপূর্ণ লাগচ্ছে।  কুহু ইউসুফ হাতের ভিতরে হাত ঢুকিয়ে দিলো। ইউসুফ-ও আকড়ে ধরলো। যে এই রূপসী তন্বী এখনই হারিয়ে যাবে।

ইউসুফরা চলে এলো নুরজাহান টি গার্ডেন। আর তখনি আবার শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচার আশ্রয় নেয় একটি মাচার নিচে। সবুজ,  সবুজ পরিবেশে তখন আলাদাই যেন এক অপরূপ ঢল। কুহু দু হাত দিয়ে গায়ে মেখে নিচ্ছে সে ঢলের ছিটেফোঁটা।  আর ইউসুফ তার বিলাই চোখে মুগ্ধ হয়ে দেখছে তার বাবুইপাখিটিকে। বৃষ্টি কমতেই দুজনে হাতে হাত ধরে ঘুরতে লাগলো চারপাশটা। 

সেদিন রাতেই ইউসুফ কুহু বাসায় ফিে আসে তারা। কিন্তু বাসায় যে তাদের জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছিলো জানা ছিলো না তাদের!
Author, Publisher & Developer

একটি মন্তব্য পোস্ট করুন

উফ!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে আগে আপনার ইন্টারনেটের সংযোগ ঠিক করুন এবং তারপর আবার ব্রাউজিং শুরু করুন৷
AdBlock সনাক্ত করা হয়েছে!
আমরা শনাক্ত করেছি যে আপনি আপনার ব্রাউজারে অ্যাডব্লকিং প্লাগইন ব্যবহার করছেন৷ আমরা আপনাকে আপনার অ্যাডব্লকিং প্লাগইন বন্ধ করার জন্য অনুরোধ করছি, কারন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে রাজস্ব আয় করি তা এই ওয়েবসাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয়।