প্রেয়সীর হৃদয় ব্যাকুল - পর্ব ০৫ - নাবিলা ইষ্ক - ধারাবাহিক গল্প


শাহজাহান বাড়ির তিন দুলাল আজ জ্বর, ঠান্ডা নিয়ে বিছানায় পড়ে আছে৷ ডাক্তার আশরাফুল রাত ন'টায় এসেছিলেন৷ অরু, শাবিহা এবং দীপ্ত৷ এই তিনজনকে দেখে ঔষধ দিয়ে গেছেন৷ শাবিহা এবং দীপ্ত ঔষধ খেয়ে নিজেদের রুমে ঘুমিয়ে পড়েছে৷ কিন্তু অরু জ্বর নিয়ে বাড়ির আনাচে কানাচে ঘুরছে ফিরছে৷ আর তাকে বাড়ি তন্নতন্ন করে খুঁজছে সুমিতা বেগম। হাতে পেলেই চড়টড় মেরে দিতে পারেন৷ অরু ঘুরেফিরে পৌঁছেছে মোস্তফা সাহেবের রুমের দিক৷ মোস্তফা সাহেব চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছেন অন্ধকার রুমে৷ অরু হুট করে দরজা খুলে মাথাটা ঢুকিয়ে দিল৷ মোস্তফা সাহেব ধড়ফড় করে বুকে হাত চেপে ধরলেন৷ আরেকটু হলে তিনি চিৎকার করে বসতেন৷ নিজেকে সামলে নিয়ে গম্ভীরস্বরে ধমক দিলেন৷ 
-- অরু! 
অরু ঘুমন্ত কন্ঠে বলল, 
-- সরি চাচ্চু! 
তারপর বোকাসোকা চেহারায় গম্ভীর ভাব নিয়ে উষ্কখুষ্ক অবস্থায় মোস্তফা সাহেবের রুমের লাইট জ্বালালো৷ লাফিয়ে বিছানায় বসলো৷ পাশের যায়গা থাপড়ে মোস্তফা সাহেবকে বসতে ইশারা করলো৷ মোস্তফা সাহেব গম্ভীরমুখে বসলেন৷ অরু ফ্যালফ্যাল নয়নে তার পানে তাকিয়ে৷ তারপর আরেকটু চেপে বসলো তার দিক৷ মোস্তফা সাহেবকে হাতের ইশারায় মাথাটা তার দিক আনতে বললো৷ মোস্তফা সাহেব আসতেই সে ফিসফিসিয়ে বললো, 
-- আমি জানি৷ 
-- কি? 
-- আমি জানি তুমি কেন চিন্তিত!
-- কেন? 
-- তুমি তন্ময় ভাইকে নিয়ে চিন্তিত৷ আজ তন্ময় ভাই বৃষ্টিতে ভিজেছে না! তার তো নাজুক শরীর। অল্পতেই জ্বর, ঠান্ডা তাকে কাবু করে ফেলে৷ আজ তো তার তুখোড় জ্বর উঠবে৷ তুমি নিশ্চয়ই জানতে চাও জ্বর কতটুকু উঠেছে? বেশি না কম! ডাক্তার পাঠাবে নাকি এসব ভাবছ! শোনো আমি বলি... 
মোস্তফা সাহেব অরুর দিক কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কপাল চাপড়ালেন৷ এই মেয়ে নিশ্চয়ই জ্বরে বোধগম্য হারিয়ে ফেলেছে৷ তাই তার সামনে এমন আবোলতাবোল বকার সাহস পাচ্ছে৷ ডান হাতের উল্টোপাশ অরুর কপালে ছুঁয়ে দিলেন৷ জ্বরে শরীর পুড়ে যাচ্ছে৷ এই মেয়ের মাত্রাতিরিক্ত জ্বর উঠলে, নিজের মধ্যে আর থাকেনা৷ আবোলতাবোল বলে এবং করে৷ তার উপর ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস, আর হাঁটাচলা তো আছেই৷ মোস্তফা সাহেব নিচে নেমে আসলেন৷ সুমিতা বেগম তখন সোফার নিচে দেখছেন৷ মেয়েটা তার এখানে লোকাল নাকি৷ মোস্তফা সাহেবকে দেখে দ্রুত তিনি উঠে দাঁড়িয়ে বললেন, 
-- অরুকে পাচ্ছি না৷ 
-- আমার রুমে৷ 
সুমিতা বেগম মেয়েকে বকাঝকা করতে করতে উপরে উঠছেন৷ গিয়ে দেখেন মেয়ে তার ঘুমিয়ে পড়েছে বিছানার কোণায়৷ যে-কোন সময় ফ্লোরে পড়ে যাবে৷ এগিয়ে গিয়ে অরুকে ওঠালেন৷ তারপর নিয়ে চললেন নিজের রুমে৷ আজ বাবামায়ের সাথেই ঘুমাবে সে৷ মোস্তফা সাহেব বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ড্রয়িংরুমে৷ যেমন মনস্থির করছেন৷ নিজেকে প্রস্তুত করে কল করলেন ম্যানেজারকে৷ ম্যানেজার আলামিন তখন গভীর ঘুমে আচ্ছন্ন৷ গভীর ঘুমের তাকে মোস্তফা সাহেব একটি কাজ দিলেন, 
-- ডাক্তার আশরাফুলকে নিয়ে এক্ষুনি চার নাম্বার লাইনের ছয় নাম্বার বাড়ির পাঁচ নাম্বার ফ্ল্যাটে যাবে৷ এবং আমার ছেলেকে দেখে আসবে। ওষুধপত্র অন্যান্য যা লাগবে দিয়ে আসবে৷  
আদেশ দিয়ে তিনি পুনরায় নিজের রুমে চলে গেলেন৷ যতক্ষণ না ম্যানেজার আলামিন নিজের কাজ শেষ করে জানাবেন, ততক্ষন মনে হয়না মোস্তফা সাহেব আর ঘুমাবেন৷ 

ম্যানেজার আলামিন ছয় নাম্বার বাড়ির সামনে দাঁড়িয়ে৷ দারোয়ান গেইট খুলছে না৷ অচেনা মানুষদের ঢোকার অনুমতি নেই৷ আলামিন বললেন পাঁচ নাম্বার ফ্ল্যাটের একজন সদস্যকে ডেকে দিতে, তাহলেই হবে৷ দারোয়ান কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন৷ ডাক্তার আশরাফুল মাত্রই ম্যানেজার আলামিনের পাশে এসে দাঁড়িয়েছেন৷ বারবার হাত ঘড়ি দেখছেন৷ তিনি সকাল থেকে ব্যস্ত রুগী দেখতে৷ এখনো বাড়ি ফিরতে পারেননি৷ তন্ময়কে দেখেই বাড়ি ফিরবেন৷ জবেদা বেগম পরপরই নিজেই নিচে নেমে এসেছেন৷ দরজার সামনে এসে ম্যানেজার আলামিনকে দেখে চমকে উঠলেন৷ ম্যানেজার আলামিন সালাম জানালো, 
-- আসসালামু আলাইকুম৷ 
-- আলাইকুমস সালাম৷ ম্যানেজার এতরাতে আপনি এখানে? 
-- শুনেছি তন্ময়ের জ্বর৷ তাই ডাক্তার নিয়ে এসেছি।
-- কার থেকে শুনলেন? 
-- অরু বলছিলো আরকি৷ 
জয়া বেগম তাদের ঢুকতে দিলেন৷ সাথে নিয়ে চললেন উপরে৷ তন্ময়ের মাত্রাতিরিক্ত জ্বর উঠেছে৷ তিনি এতরাতে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না৷ ফার্মেসিও সব বন্ধ! বাধ্য হয়ে সকালের অপেক্ষা করছিলেন৷ এখন যেহেতু ডাক্তার নিয়ে এসেছে ম্যানেজার আলামিন, তিনি তার উপর ভীষণ কৃতজ্ঞ৷ 
--------
সকাল সকাল ঘুম থেকে উঠে, নির্লজ্জ অরু পেট ভর্তি গ্যাস্টিক নিয়ে পুরি, সিঙ্গারা, সমুচা খাচ্ছে৷ তার চারপাশ ফিল-আপ হয়ে আছে ব্যবহিত টিস্যু দিয়ে৷ জ্বর কমেছে৷ তবে ঠান্ডা একটুও কমেনি৷ তাতে কী? কলেজ যেতে হবেনা দেখে সে মহা আনন্দে৷ আনন্দিত সে ঠান্ডা কী উপলব্ধি করতে পারছেনা৷ শাবিহা এসেছে তার রুমে৷ এসে ঝা'টা দিয়ে বিছানার চারপাশে থাকা টিস্যু গুলো নিচে ফেলে দিল৷ তারপর অরুর পাশেই শুয়ে পড়লো৷ তারও আজ ছুটি৷ সকাল সকাল উঠে শুনছে তার বাবা অফিস থেকে সিকলিভ নিয়েছে৷ জ্বর নেই তবুও তাকে রেস্ট নিতে হবে৷ কাজে যাওয়া যাবেনা৷ অরু আপুর সামনে সমুচা ধরে বললো, 
-- একটু খাবা? 
-- না৷ 
-- একটু খেয়েই দেখ না৷ 
শাবিহা উঠে বসলো৷ একটা সমুচা নিয়ে চিবুচ্ছে৷ চিবানোর ফাঁকে সে অরুর দিক তাকাল৷ অরু তার দিক আশাহত চোখে তাকিয়ে৷ নজর ফিরিয়ে নিয়ে বলল, 
-- কী? 
-- চিন্তা করছ তন্ময় ভাইকে নিয়ে তাই না? মন আকুপাকু করছে তার খবরাখবর জানার জন্য? তাহলে চলো এক্ষুনি বেরিয়ে পড়ি৷ 
-- কীসের বেরিয়ে পড়ি? তুই যাবি এখন৷ গিয়ে দেখবি কী অবস্থা৷ তারপর আমকে এসে জানাবি৷ যা! 
-- বললেই হলো৷ পারবো না৷ তুমি সঙ্গে না গেলে যাচ্ছি না। 
-- বাবা যেতে দিবেনা৷ 
-- দিবে দিবে৷ বড় চাচ্চুর মন এখন কটন ক্যান্ডির মতো৷ ছুঁয়ে দিলেই গলে যাবে৷ 
শাবিহা দ্বিধাবোধ করছে তবুও৷ তার দ্বিধা চুরমার করতে এসেছে দীপ্ত৷ হাফ প্যান্ট, টি-শার্ট মাথায় ক্যাপ এবং পিঠে ব্যাগ চেপে তৈরি হয়ে এসেছে৷ হাতে টিফিনবাক্স তার৷ কপালের থেকে ঝাকড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলল,
-- মা তন্ময় ভাইয়ের ফেভারিট ডিস রান্না করে দিয়েছে৷ তাড়াতাড়ি চলো এগারোটা বেজে গেছে৷ 
অরু হাত ঝেড়ে উঠে দাঁড়ালো৷ ঘর দুয়ার উথাল-পাতাল করে তৈরি হচ্ছে৷ শাবিহার মন আকুপাকু করছে৷ সেও যেতে চায় ভাইকে দেখতে৷ কিন্তু... 
অরু শাবিহার হাত টেনে দাঁড় করালো৷ শাবিহা অলরেডি তৈরি আছে৷ সে অফিস যাওয়ার জন্য তৈরি হয়েছিল৷ কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি৷ সেভাবেই শাবিহাকে টেনে নিয়ে যাচ্ছে অরু৷ ড্রয়িংরুমে টিফিনবাক্স হাতে দাঁড়িয়ে সুমিতা বেগম৷ অরু আসতেই হাতে ধরিয়ে দিলো বাক্স৷ সেও তন্ময়ের পছন্দের একটি ডিস বানিয়ে দিয়েছে৷ মোস্তফা সাহেব কিছুক্ষণ পড় বেরিয়ে এলেন৷ হাতের প্যাকেট খানা অরুর হাতে দিলেন৷ তিনি এনেছেন মোল্লা হোটেলের কাকড়া ভাজা৷ এখানকার কাকড়া তন্ময় খুব পছন্দ করে৷ তারপর শাবিহার দিক তাকিয়ে শুধালেন, 
-- তুমি যাবে? 
-- না মানে বাবা... 
-- গেলে যাও৷ দেখে আসো!
তারপর তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন৷ শাবিহা খানিক হাসলো৷ বাবার যাওয়ার পানে তাকিয়ে রইলো৷ মোস্তফা সাহেবের কড়া আদেশ ছিলো, কেউ যেনো ও-বাড়িটায় না যায়৷ কারণ আছে অবশ্য৷ তিনি ভেবেছেন হয়তো কারো দেখা না পেলে স্ত্রী- সন্তান বেশিদিন আলাদা থাকতে পারবে না৷ তাদের ছাড়া ওদের মন টিকবে না৷ ঠিক চলে আসবে! কিন্তু তিনি ভুল৷ দু'বছর তো চলে গেল৷ এই দ্বিধার দেয়াল টপকে তিনি গেলেন না, আর স্ত্রী সন্তানও এলো না৷ 
যাওয়ার সময় অরুদের সাথে রুবিও যোগ হয়েছে৷ তন্ময়দের ফ্ল্যাট এখান থেকে এখানেই৷ দশ মিনিটের রাস্তা৷ তাই গাড়ি নিল না৷ হেটে চলেছে৷ রাস্তার মোরে এজ ইউজুয়াল অয়ন দাঁড়িয়ে বন্ধুদের সাথে৷ অরুদের দেখে এবার এগিয়ে আসলো না৷ বরং দীপ্ত চেঁচিয়ে বললো,
-- অয়ন ভাইয়া আমরা তন্ময় ভাইয়ের বাসায় যাচ্ছি৷ তাকে দেখতে৷ 
অয়ন খানিক হাসলো৷ অরু বললো, 
-- আমাদের সঙ্গে যাবে? 
-- যাওয়া যাবে বুঝি? 
-- অবশ্যই৷ এসে পড়ো!
-- হাতে এতকিছু? সব তন্ময় ভাইয়ের জন্য বুঝি? আমারও তো জ্বর হলো, কই আমার জন্য তো কিছু আনলে না? 
অরু একটা টিফিনবাক্স অয়নের দিক এগিয়ে দিলো, 
-- এই নাও তোমার জন্য৷ 
অয়ন নিলো৷ সাথে দীপ্তর হাতের টাও নিয়ে নিল৷ কিন্তু শাবিহার হাতেরটা নিল না৷ ঠোঁটে হাসি ঝুলিয়ে সে শাবিহার পাশে হাঁটছে৷ আওয়াজ নামিয়ে নম্র সুরে জিজ্ঞেস করলো, 
-- রাতে জ্বর এসেছে? 
--...........
-- মাথা ব্যথা আছে এখনো? 
-- ..........
-- আমার কিন্তু এখনো জ্বর শরীরে! 
শাবিহা আচমকা মাথা তুলে তাকাল অয়নের দিক৷ অয়ন হেসে ফেললো৷ হেসে ভ্রু জোড়া উঁচু করে বললো, 
-- এইতো জ্বর সেড়ে গেল৷ 
শাবিহা চোখমুখ অন্ধকার করে অয়নের সামনে এগিয়ে যাচ্ছে ৷

জবেদা বেগম স্যুপ বানাতে ব্যস্ত৷ রান্নার ফাঁকে ফাঁকে তিনি ছেলেকে দেখছেন৷ তন্ময় তখনো ঘুমিয়ে৷ রাতে সিকলীভ নিয়ে রেখেছে অফিস থেকে৷ তার উপর জ্বর কমেনি৷ ঠান্ডা লেগে নাক লাল হয়ে আছে৷ জবেদা বেগম বিছানার কোণায় বসলেন৷ ছেলের কপালের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিলেন।
-- ওঠ আব্বা! একটু কিছু খেয়ে ঔষধ নিয়ে তারপর নাহয় শুয়ে থাক৷ 
তন্ময় নেড়েচেড়ে উঠলো৷ সেসময় ক্রমাগত কলিং বেল কেউ টিপে চলেছে৷ জবেদা বেগম ভড়কে গেলেন৷ আসছি, আসছি বলে তিনি দৌড়ে ছুটলেন দরজা খুলতে৷ চোখের সামনে শাবিহা দাঁড়িয়ে৷ তিনি নিজের চোখকে যেমন বিশ্বাস করতে পারছেন না৷ অবাক চোখে তাকিয়ে৷ শাবিহা এগিয়ে গিয়ে মা'কে জড়িয়ে ধরলো৷ হুশ এলো জবেদা বেগমের৷ মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন৷ অরু তাদের পাশ দিয়ে ঢুকে গেল ভেতরে৷ তার দাঁড়িয়ে থাকার সময় নেই৷ দীপ্ত এবং রুবিও তাই করলো৷ শুধু অয়ন দাঁড়িয়ে মা-মেয়ের কান্না দেখছে৷ একসময় কাঁদতে কাঁদতে জবেদা বেগমের চোখ গেল অয়নের উপর৷ তাকে দেখেই কান্না কোনোরকমে বন্ধ করলেন৷ লজ্জিত ভঙ্গিতে মেয়েকে ছেড়ে অয়নের মাথায় হাত রাখলেন৷ অয়ন সালাম জানাতেই, তিনি সালামের জবাব দিয়ে বললেন, 
-- ভেতরে আসো৷ গতকাল তন্ময়ের বাইক বুঝি তুমি রেখে গিয়েছিলে? 
-- জি! 
-- এভাবে কেউ রাখে? কই আমার সাথে দেখা অবদি করলে না৷ 
-- রাত হয়ে গিয়েছিল ভীষণ৷ 
-- হ্যাঁ সেটাও ঠিক৷ এখন এসে ভালো করেছ৷ দুপুরে খেয়েই যাবে বলে দিলাম৷ 
অয়ন হাসলো৷ আঁড়চোখে দেখল শাবিহা বাম পাশের একটি রুমে যাচ্ছে৷ সেখানে অরু, দীপ্ত রুবিও ঢুকেছে৷ নিশ্চয়ই তন্ময়ের রুম সেটা৷ অয়ন সেদিকেই পা বাড়াল৷ শাবিহা তন্ময়ের পাশে বসেছে৷ রুবি চেয়ার টেনে বসেছে৷ দীপ্ত বিছানার ওপর বসেছে৷ আর অরু তন্ময়ের পড়ার টেবিল ঘাটাঘাটি করতে ব্যস্ত৷ হাতিয়ে খুঁজে বের করেছে তন্ময়ের ডায়েরি৷ বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকা তন্ময় হালকা চোখ খুলে আগে অরুকে ধমকে উঠলো, 
-- আমার টেবিল থেকে দূরে যা! 
অরু কেবলই ডায়রিটা হাতে নিয়েছিলো৷ তন্ময়ের হুংকারে সেটা ফেলে এক লাফে দরজার সামনে চলে এলো৷ শাবিহা হেসে প্রশ্ন করলো, 
-- এখন একটু ভালো লাগছে ভাইয়া? 
-- এটাকে সাথে এনেছিস কেন? ওকে দেখেই আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে৷ 
অরু ভীষণ কষ্ট পেল৷ অভিমানী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল৷ শাবিহা পিছু ডাকল, 
-- অরু! উফ ভাইয়া৷ এভাবে কেউ... 
তার বলার পূর্বেই অরু মাথাটা ঢুকিয়ে তন্ময়কে ভেঙিয়ে চলে গেল৷ শাবিহা গলায় থাকা কথাগুলো হজম করে ফেললো৷ কার সাপোর্ট টানতে নিয়েছিল সে? তন্ময়ের গম্ভীরমুখের ঠোঁটের কোণে স্মিথ হাসি দেখা গেল৷ দীপ্ত বললো, 
-- আমি মাথা টিপে দেই? 
-- উঁহু৷ 
তন্ময় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ফ্লোরে পড়ে থাকা ডায়েরি উঠিয়ে সেল্ফের ভেতরে ঢুকিয়ে রাখল৷ বললো, 
-- ফ্রেশ হয়ে আসি৷ বোস তোরা! 
-- মায়ের কাছে যাই৷ তুমি এসে দেখ তোমার জন্য কতকিছু পাঠিয়েছে চাচীরা৷ 
-- আসছি! 
শাবিহার পেছন পেছন অয়নও ড্রয়িংরুমে চলে এসেছে৷ অরু তখন টিভি দেখতে ব্যস্ত৷ অয়ন ঠিক তার পাশেই বসলো৷ জবেদা বেগম রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছেন৷ ফ্রিজ খুলতেই তার চোখমুখ অন্ধকার৷ গরুর গোস্তো নেই৷ অনেক সবজিও শেষ৷
কী রান্না করবেন? ছেলেটাকে বাজারে পাঠাবেন তারও উপায় নেই৷ অসুস্থ শরীর নিয়ে কী বাজারে যাওয়া সম্ভব? শাবিহা হুট করে মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে৷ ফ্রিজে চোখ বুলিয়ে বললো, 
-- কি আনতে হবে? আমায় বলো এনে দিচ্ছি৷ 
-- পারবি? 
-- পারবো না কেন? তুমি লিস্ট করে দাও৷ যাবো আর আসবো৷ 
-- একা যাস না! 
অয়ন মন দিয়ে টিভি দেখছিল না! তাই জয়া বেগমের কথাগুলো শুনে নিয়েছে৷ সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললো, 
-- আমি যাই? 
জবেদা বেগম হেসে বললেন, 
-- অয়ন যাবে বলছে৷ শাবিহা ওকে সাথে নিয়ে যা৷ 
শাবিহার চোখমুখে সংকোচ দেখা যাচ্ছে৷ সে চাইছে না অয়নের সাথে যেতে৷ মোট কথা সে চাচ্ছে না অয়নের আশেপাশে থাকতে। কিন্তু ভাগ্য ঘুরেফিরে তাকে এমন পরিস্থিতিতে কেন ফেলছে? শাবিহার এসব চিন্তাভাবনা নিতে আর ভালো লাগছেনা৷ 
---------
অরু ছাঁদে এসেছে৷ ছাঁদে একটা ছেলে দাঁড়িয়ে৷ ছেলেটাকে মুহুর্তেই চিনে ফেললো সে৷ এই ছেলেটাই তো ছিলো সুমনার সাথে গতকাল৷ ছেলেটার নাম নিলয়! নিলয় আর সে একই ক্লাসের ৷নিলয়কে দেখেই তো অয়ন বলেছিল, চরিত্র ভালো না৷ অরু আলগোছে চলে যেতে চাচ্ছিল৷ অথচ তাকে দেখে ফেলে নিলয় এগিয়ে আসলো, 
-- আরে অরু যে৷ কী অবস্থা? 
-- ভালো৷ আজ কলেজ যাও নাই? 
-- না! ভাই বৃষ্টিতে ভিজে জ্বরে কাত আমি৷ 
অরু মনে মনে বকল৷ শালা সারারাত রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানলে জ্বর তো বাধবেই৷ মুখে বললো, 
-- ওহ্! 
নিলয় কথায় কথায় অরুর খুব কাছে চলে আসার চেষ্টা করছে৷ অপ্রস্তুত অরু পিছিয়ে গেল কিছুটা৷ তন্ময় তাওয়াল হাতে মাত্রই ছাদে উঠেছে৷ তাকে দেখে নিলয় সরে গেল৷ হাসার চেষ্টা করে কিছু বলতে নিচ্ছিল৷ তার পূর্বেই আচমকা তন্ময় তার কলার চেপে ধরলো৷ লম্বাচওড়া, সুঠাম দেহের তন্ময়ের সামনে নিলয় ছোট মাছ যেমন!  
-- আশেপাশে যেনো না দেখি ওর, মনে থাকবে? 
নিলয় মাথা দোলাল৷ 
-- জি ভাই! 
-- বলছি না ওয়ার্নিং দিচ্ছি! যা ভাগ! 
নিলয় যেতে নিয়ে অরুকে ঘুরিয়ে দেখে নিল৷ অরু তখন তন্ময়কে দেখতে ব্যস্ত৷ গোসল সেড়ে এসেছে৷ চুল ভেজা-ভেজা৷হাফ প্যান্ট আর টি-শার্ট পরে সে৷ হাতে তাওয়াল, অন্যহাতে ফোন৷ অরুর বুকের ভেতর ধড়ফড় শুরু হয়েছে ৷ তন্ময় ঘুরে দাঁড়ালো তার দিক৷ 
-- এই ছেলের থেকে একশো হাত দূরে থাকবি৷ আর এখানে আসলে ছাদে উঠবি না৷ এখন নিচে নাম।
অরু বললো, 
-- ছেলেটা লুইচ্চা তাই না? আমি জানি৷ মেয়েদের সাথে খারাপ কাজ করে তার ভিডিও করে৷ ক্যারেক্টরল্যাস৷ 
তন্ময় আচমকা অরুর কান টেনে ধরলো৷ 
-- এতকিছু কীভাবে শিখছিস?
অরু ভয়ে রয়েসয়ে বললো, 
-- মানুষজন থেকে৷ 
-- লুইচ্চা হু? 
-- আপনারে বলি নাই ত৷ ওই নিলয়রে... 
তন্ময়ের শান্ত মস্তিষ্ক অশান্ত হয়ে গেল মুহুর্তেই৷ অরুকে রেখে হুড়মুড়িয়ে নেমে গেল৷ অরুও তার পিছু দৌড়ে চলেছে আর বলছে, 
-- আপনারে বলি নাই তো! আপনি কী ভাবছেন আপনারে বল...
কথাগুলোর মাঝখানে তন্ময় থেমে গেল৷ সিঁড়িতে দাঁড়ানো অবস্থায় ঘুরে অরুকে সিঁড়ির রেলিঙে আটকে ধরলো৷ তার সুঠাম হাত দুটো অরুর দু'পাশে রয়েছে৷ ঝুকে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা অরুর চোখাচোখি হলো৷ ধীর স্বরে বললো, 
-- আমাকে যেদিন বলবি, সেদিন তোকে লুইচ্চামির এ বি সি ডি শিখিয়ে দেব৷ 
পরপর সে চলে গেল৷ অরু পাথরের ন্যায়ে দাঁড়িয়ে রয়েছে৷ কথাগুলো তার মস্তিষ্ক এখনো বুঝে উঠতে পারেনি৷ বুঝতে পেরে আর হজম করতে পারছেনা৷ সে এমন কথা আসলেই প্রত্যাশা করেনি৷
.
.
.
চলবে.............................

একটি মন্তব্য পোস্ট করুন