বসন্তের ফুল - পর্ব ২২ - তারিন জান্নাত - ধারাবাহিক গল্প


৪৩!!

-'সরি রে,তুই আর অভিক আমার জন্য সমান। তোকে আমি আমার ছোট ভাইয়ের মতো স্নেহ করি। 
-স্নেহ,?  এসবের মূল্য আমার কাছে নেই। (অভ্র)তীক্ষ্ণ স্বরে জবাব দেয় অভ্র।
স্মিত হাসে অরি, অভ্রের কঠিন্যস্বরে বলা কথা ওর বুকে গিয়ে বিঁধে। অরির ছোট ভাই অভিক আর অভ্র সমবয়সী। তাই অভ্রের প্রতি আলাদা টান ওর মধ্যে।রক্তের টানও বলা যায়।

-' তোর সাথে দেখাটাও হয়েছে অদ্ভুদভাবে তাইনা?'তখন তো তুই খুব স্বাভাবিকভাবে কথা বলেছিলি।তাহলে এখন এতো আক্ষেপ কেন?আমার পরিচয়টা তোর কাম্য ছিলো না? (অরি)

অরির কথায় অভ্র মুখ বাঁকিয়ে বিরক্তির চাপ ফুঁটে তুলে। পরিচয়-অপরিচয় তাতে ওর কিছু যায় আসে না। সমস্যা একটায় অভ্র নিজের মতো বাঁচতে চাই।কোন পিছুটান ছাড়া। 

- দেখ অরি আপু, পরিচয় যাইহোক মানুষ মানুষের বিপদে এগিয়ে আসবে এটাই মূলকথা। আর তোর এক্সিডেন্ট না হলে হয়তো তোর সাথে দেখা হতোনা। তাতে কী আমি আমার মতোই থাকতাম এবং থাকবো। যতোই হোক।(অভ্র)

অভ্রের কথায় বিষণ অসন্তুষ্ট অরি। মলিন হেসে বলে,
-তোর ভাই মানে আরিয়ানের সাথে তোর সমস্যা কী যার কারণে তাঁর সাথে আমার বিয়েটা দিলি। আমার সত্যিটা জেনেও?  যে আমি....(অরি)

অভ্রের কপালে তীক্ষ্ণ ভাঁজ ফুটিয়ে তুলে মুহুর্তে। ঝাঁজালো কন্ঠে বলে,
-স্নেহ,আদর,মমতা সব আমি আমার মায়ের কাছে পেয়েছি। আমার মাকে যে কষ্ট দিবে তাঁকে আমি কেন ছাড় দিবো? কেন? (অভ্র)

অভ্রের কথায় অরি বাকরুদ্ধ। অদ্ভুদ দৃষ্টি নিক্ষেপ করে অরি। বুক ভাড় হচ্ছে তাঁর। মা ছাড়া সেও বড় হয়েছে। ভেবেছিলো নিজের মাতৃত্ব দিয়ে হলেও অপূর্ণতাকে পূর্ণ দিবে।কিন্তু তা অসম্ভব। চোখ ভিজে আসে তাঁর। 

-বিগড়ে গেছি আমরা অভ্র,অভিকও (অরি)

অরির কথা অভ্র শুনেও না শুনার ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে পুকুরের দিকে তাকিয়ে। দু'পকেটে হাত গুঁজানো।

-কিছু তো বল অভ্র? (অরি)
অভ্র ঘাঁড় হালকা বাঁকিয়ে তাকাল। এবং বলে,

-তোদের তো দোষ নেই,সব রক্তের দোষ। (অভ্র)

অভ্রের কথায় অরি ব্যাঞ্চে বসে পড়ে। কিছু বলার ভাষা বা মনমানসিকতা তাঁর মধ্যে অবশিষ্ট নেই। জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। 

দু'জন দুই ভাবনায় মত্ত। ঠিক সেই মুহুর্তে ফোনের টিউনে ধ্যান ভাঙে তাদের। অপরিচিত টিউন শুনে দু'জনেই কপাল কুঁচকে ফেলে।

-ফোন ধর। (অভ্র)
-অভ্র এটা আমার ফোনের টিউন না,
এবার অভ্র চমকে আশেপাশে তাঁকায়।  ওদের মধ্যে এখানে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে বুঝতে বেগ পেতে হয়নি তাদের।

ততক্ষণে প্রেমা ফোনটা বন্ধ করে ফেলে।বেশ মনোযোগ দিয়ে অভ্র আর অরির কথা শুনছিলো বটগাছের আঁড়ালে।এবার বুঝি শেষ রক্ষা হলোনা।অভ্র বুঝে গিয়েছে। ফোনটাও বাজার সময় পায়নি আর।গুরুত্বপূর্ণ মুহুর্তেই ফোন সবসময় আক্রমণ করে।
গাছের সাথে ল্যাপ্টে দাঁড়িয়ে থাকে প্রেমা।

কারো উপস্থিতি না পেলেও অভ্র প্রেমার উপস্থিতি বুঝে ফেলে। এতোক্ষণ মনে হয়েছিলো।কিন্তু ফোনের টিউন শুনে সিউর হয়ে যায় প্রেমা এখানেই আছে।
অভ্র মনেমনে বলে উঠে, ' এ মেয়েকে নিয়ে আর পারা গেলো না। নিজেকে সামলাতে পারেনা। অভ্র গলা উঁচিয়ে বলে,

-'প্রেমা আর লুকিয়ে থাকতে হবে না,এদিকে এসো।' (অভ্র)
কুঁচকানো চোখমুখ স্বাভাবিক করে প্রেমা।নাহ অভ্রের গলার স্বরে কোন রাগ নেই।তাই প্রেমা অভ্রের দ্বিতীয় ডাকের অপেক্ষায় না থেকে গাছের আঁড়াল থেকে বের হয়ে অভ্রের সামনে এসে দাঁড়ায়। 
প্রেমা বেরুতেই অরি বসা থেকে উঠে পেঁছনের দিকে তাকাল। প্রেমাকে দেখে অরি বেশ চমকে যায়। প্রেমাকে এখানে আশা করেনি। প্রশ্নাত্বক দৃষ্টিতে অভ্রের দিকে তাকায়। অরির দৃষ্টি উপেক্ষা করে অভ্র প্রেমার কাছে গিয়ে প্রেমার হাত ধরে অরির সামনে এসে দাঁড়ায়।

অরি এবার বিস্ফোরিত দৃষ্টি ছুঁড়ে অভ্র আর প্রেমার দিকে। তা দেখে অভ্র বাঁকা হেসে প্রেমার দিকে তাকাল,
এরপর অরির দিলে তাকিয়ে বলে,
-' মাই লাইফ, (অভ্র)
অরি আর প্রেমা একে-অপরের মুখ চাওয়া-চাওয়ি করে আবার অভ্রের দিকে তাকাল।প্রেমা নিজেই হতবম্ব।একটু আগেও অভ্রের ব্যপারে কী না কী ভেবেছে সে। মনেমনে একটা শব্দ উচ্চারণ হয়,' ছিঃ'

-' আমি কিছু বুঝতে পারছিনা অভ্র? (অরি)
- ' অরি আপু,তোর হাসবেন্ড আমার হার্টের দিকে নজর দিয়েছিলো, তার জন্যই এতো কিছু করেছি।তোর সাথে বিয়ে দেওয়ার ব্যপারটা তো এখন স্পষ্ট।
নাকি এখনো বুঝতে পারিস নি।(অভ্র)
অরি সচকিত স্বরে বলে,
-এরজন্য এতোকিছু?(অরি)
অভ্র প্রেমাকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়,এবং অরির দিকে তাকিয়ে বলে,
-এবার আমার লাইফে কার কার প্রায়োরিটি বেশি বুঝতে পেরেছিস তো?(অভ্র)
প্রেমার শরীর শিউরে উঠে,লজ্জাও পাচ্ছে।অরি না থাকলে হয়তো এমন হতোনা। কিন্তু অরির সাথেই আরিয়ানের বিয়ের সূত্রেই ওদের সাক্ষাৎ বুঝতে আর সমস্যা হয়নি প্রেমার।কিন্তু আরো কিছু অদ্ভুদ কথার অর্থ উদ্ধার করতে হবে তাকে।ঠান্ডা মেজাজে।কিছু তো ঘাটতি রয়েছে কথার মধ্যে।

অরি অভ্রের কথায় হাসে।অভ্রের কথায় এখনো সে আসল কথাটা উদ্ধার করতে পারেনি। অভ্রের মাকে আরিয়ানওই বা কি করেছিলে যার জন্য অভ্রের এতো রাগ। কিন্তু সেটা ভাবার সময় এখন নেই। ওকে আরো একটা কাজ করতে হবে।

-অভ্র তোর সাথে কিছু কথা ছিলো,একান্তে!(আঁড়চোখে প্রেমার দিকে তাকালো)
-একান্তেই আছি বলতে পারিস, আমি আর প্রেমা এক।
(অভ্র)

কিন্তু প্রেমা থাকতে ইচ্ছুক নয়।তাই অভ্রের থেকে নিজেকে ছাড়িয়ে বেশ কিছু দূরে গিয়ে দাড়াল।

প্রেমা যেতেই অরি অভ্রের কাছে এসে ব্যস্ত গলায় বলে,
-তুই আমাদের বাড়ি চল,বাবা তোর জন্য সব রেখে দিয়েছে। তুই বাকিটা জীবণ বেশ আরামে কাটিয়ে দিতে পারবি।তোর সব ফেরাতে আমিই তোকে সাহায্য করবো,প্লিজ চল। (অরি)

অরির কথায় অভ্র তাচ্ছিল্যের হাসি হেসে বলে,
- মি. আশিক কোথায়? মরেটরে গেছে নাকি বেঁচে আছে? (অভ্র)
-অভ্র, (গলা উঁচিয়ে বলে অরি)
- রাগছিস কেন সেটা তো বল? (অভ্র)
-কাকাই বেঁচে আছে,মরবে কেন? তাছাড়া কাকাই দেশে নেই। নাহলে....(অরি)
এবার অভ্র কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে,
-ভালো হলো দেশে নেই, নাহলে তোর কাকাই কে আমার হাতেই মরতে হবে,বলে দিস,
কাথাটা বলে অভ্র চলে যাওয়ার জন্য পেঁছন ফিরলেই অরি দ্রুত বলে উঠে,
-আমার কথাটা একটু ভাবিস। আমাদের সব আমরা বুঝে নিলে ভালো হয়।(অরি)

অভ্র অরির দিকে তাকাল, গভীর শ্বাস টেনে বলে,
-দাদার নামে গাধা,
বাবার নামে আধা, 
আর নিজের নামে শাহাজাদা। 
কী বুঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছিস? আর হ্যাঁ তোর হাসবেন্ড এবং তোর শাশুড়ির স্পেশালভাবে যত্ন নিবি।যেনো কোন ত্রুটি না থাকে। 
কথাটা বলে মৃদু হেসে প্রেমার কাছে এসে দাড়ায়।
প্রেমা কিছু বলতে চাইলে অভ্র সেদিকে পাত্তা না দিয়ে প্রেমার হাত ধরে হাঁটা দেয়। 
-অভ্র সরি,আমি আসলে,ভালো লাগছিলো না তাই তোমার পিঁছুন ঘুরতে বের হয়েছিলাম। আমার অন্য কেন ইনটেনশন ও ছিলোনা। (প্রেমা)
প্রেমার কথা কানেও তুলছেনা অভ্র। রেগেছে খুব সে।কিন্তু প্রেমাকে রাগ দেখিয়ে কী হবে? কিন্তু চুপ থাকবে। প্রেমাকে বকলে কেঁদে দিবে নিশ্চিত।যে দৃশ্য অভ্র সহ্য করতে পারবেনা।তার চেয়ে আপাততে চুপ থাকবে।

মাঝরাস্তায় প্রেমা থেমে যায় অভ্রকে অনেক ভাবে কথা বলানোর চেষ্টা করেছে। কিন্তু অভ্র তার কথাতেই আবদ্ধ। শেষে জড়িয়েও ধরে।তাতে রাগ কমলেও অভ্রের কোন হেলদেল নেই।
 
-অভ্র সরি বলেছি তো, আর হবেনা।(প্রেমা)
ঠোঁট চেপে হাসি আঁটকিয়ে অন্য দিকে তাকাল অভ্র।
এভাবে চলতে থাকলে সে নিজেও নিজেকে সংযত রাখতে পারবেনা।তবুও প্রেমার পাগলামি গুলো সহ্য করছে। দেখতে চাই সে। যদিওবা প্রেমাকে রাগ ভাঙানোর ট্রিকস তার জানা।যেটা প্রেমা রেগে গেলে প্রয়োগ করবে।
কিছুক্ষণ পরপর প্রেমা কানে ধরছে, নিজের গালে চিমটি দিচ্ছে।আবার অভ্রের গাল ধরছে,টানছে।সুরসুরি দিচ্ছে।তাতে অভ্রকে দিয়ে একটা শব্দও উচ্চারণ করাতে পারেনি প্রেমা। 
ক্লান্ত হয়ে যায়। ততক্ষণে বাড়ির কাছে চলে আসে তারা। 
অভ্রকে রেখেই প্রেমা বাড়িতে ঢোকে।পেঁছন ফিরেও তাকায়নি।তাকালে হয়তো অভ্রের চোখেমুখে দুষ্টু হাসির রেখা দেখতে পেতো।

প্রেমাকে দেখে সাইকান হুড়মুড়িয়ে প্রেমার সামনে এসে দাঁড়ায়। বেশ চিন্তত চোখমুখ। সাথে জেরিনেরও।
-আপু কোথায় গিয়েছিলে তুমি? আমরা এতক্ষণ ধরে খোঁজছিলাম। কল ও দিয়েছি।কতো টেন..(সাইকান)
-'আমার সাথে ছিলো,সাইকান। (অভ্র)
অভ্র প্রেমার পাশে আসতেই প্রেমা বাঁকা চোখে তাঁকায়।
এখন তারও রাগ হচ্ছে অভ্রের মৌনতার কারনে।

-যাক,কিন্তু....? (সাইকান)
অভ্র চোখ রাঙালে সাইকান মুখের কথাটা গিলে ফেলে।

প্রেমা অভ্রের আগে হেঁটে সিঁড়ির উপর উঠে,তা দেখে অভ্রও প্রেমার পেঁছনে গিয়ে প্রেমাকে ধাক্কা দেয়। আচমকা পড়ে যেতে গিয়ে সিঁড়ির রেলিং আঁকড়ে ধরে প্রেমা।রাগান্বিত দৃষ্টি অভ্রের দিকে ছুঁড়তেই অভ্র পিঁছন ফিরে তাকাল, অভ্রের লাল ঠোঁটের মিটিমিটি হাসি প্রেমার দৃষ্টি কাঁড়ে।
এবার প্রেমার মাথায়ও শয়তানি বুদ্ধি  চাপে।দ্রুত পায়ে অভ্রের পেঁছনে গিয়ে ধাক্কা দিতে যায়,কিন্তু অভ্র লম্বা পায়ে দু'পা হাঁটতেই প্রেমা নাগাল না পেয়ে ধপাস করে পড়ে যায়।
প্রেমার পড়ে যাওয়া দেখে অভ্র শব্দ করে হেসে রুমে চলে যায়।
রাগে দুঃখে প্রেমার চোখ দিয়ে পানি চলে আসে।

আজকের দিনটা মেঘাচ্ছন্ন ছিলো। এখন দুপুর আড়াইটা। খেয়ে-দেয়ে সবেমাত্র বিছানায় শায়িত হয় প্রেমা। রাতে পরিপূর্ণ ঘুম না হওয়ার ফলে এখন ঘুমে চোখজোড়া চম্বুকের মতো টানছে। চোখ বন্ধ করতে যাবে মুহুর্তে কেঁপে উঠে। মেঘের গর্জন শুনে। আচমকা মেঘের গর্জনে প্রেমা ভয় পেয়ে যায়। ঘুম হালকা ছুটে যায়। বারান্দার দিকে তাকালে দেখে বিষণ বাতাস বইছে। গাছ-পালা এলোমেলো হয়ে মুহূর্তে ভেঙে যাবে।

খোলা বারান্দাটা বিষণ টানছে ওকে। বিছানা ছেড়ে উঠে যায়। বারান্দার দিকে পা বাড়াবে ওমনি দরজার করাঘাত। দরজার দিকে কিছুসময় চেয়ে তাকল প্রেমা।
কে হতে পারে?
শেষের দরজার শব্দটা একটু জোরে পড়তেই চমকে দ্রুত দরজার কাছে গিয়ে দরজা খোলে দেয়।
প্রেমাকে ঠেলে সরিয়ে অভ্র রুমে প্রবেশ করে। এবং দরজাটা লাগিয়ে দেয়। আঁড়চোখে একবার প্রেমাকে স্ক্যান করে নেয় অভ্র। ঘন পায়ে হেটে ছোট টেবিল নিয়ে বারান্দার দরজার পাশে গিয়ে ছোট টেবিলের উপরে দাঁড়ায়। প্রেমা কপালে ভাঁজ তুলে অভ্রকে দেখছে।

বারান্দার উপরো মিনি ছাদ থেকে মোটা রশি টাইপের কিছু তক্তা সহ বের করে এবং দরজাটা লাগিয়ে দেয়।
এরপর তক্ত এবং রশি দিয়ে একটা দোলনা বেঁধে ফেলে। টেবিল থেকে নেমে টেবিলটা সাইডে রেখে দেয়।
তারপর বিছানায় রাখা প্যাকেটটা নিয়ে দোলনায় বসে অভ্র। এতক্ষণ কিছু না বুঝলেও দোলনা দেখে প্রেমার চোখ ছানাবড়া।  প্যাকেট থেকে 'সান চিপস' বের করে খেতে শুরু করে অভ্র। বারাদার দোলনায় বসে বাইরের বৃষ্টি পড়ার দৃশ্য সত্যিই খুব অমায়িক। সাথে শরীর ধরানো শীতল বাতাস। 
প্রেমা ঠায় দাঁড়িয়ে থাকে। তারও ইচ্ছে করছে অভ্রের পাশে বসে দোলনায় দোল খেতে। কিন্তু অভ্র তো কথাই বলছেনা। বসবে কীভাবে।
অনেক ভেবে চিন্তে বারান্দার দিকে এগোতো লাগলো প্রেমা। বৃষ্টির স্পর্শ শরীরে সংস্পর্শে আসার পূর্বেই জোরে টান অনুভব করে প্রেমা। থুবড়ে গিয়ে পড়ে টানদাতার বক্ষে।ঠিক সেময় হয় বজ্রপাতের আগমন।ভয় পায় প্রেমা।তবে নিজেকে নিরাপদ স্থানে পেয়ে ঠোঁটের হাসি প্রসারিত হয়। অভ্রকে আরো দ্বিগুন আঁকড়ে প্রেমা। অভ্র আবছা কন্ঠে বলে,
'আমি ব্যতিতো বিনা অনুমতিতে অন্য কিছুর স্পর্শ আমি সহ্য করবোনা। হোক সেটা বৃষ্টি বা রোদ।আমার হিংসে হয়। রোদের স্পর্শ থেকে তো সবসময় আমি আঁটকাতে পারবোনা।তবে আজ বৃষ্টির স্পর্শ থেকে আঁটকেছি। দেখেছো...
প্রেমা চুপ রইলো,আপাততো উষ্ণ পরশের প্রয়োজন তার।

দোলনায় পাশাপাশি বসে আছে প্রেমা আর অভ্র।প্রেমা
অভ্রের কাঁধে মা্থা রেখে শুয়ে আছে। 
-অভ্র'(প্রেমা)

-' হুম ' (প্রেমার হাতের আঙুলের সাথে খেলতে খেলতে)

-তোমার অরি আপু, মানে আরিয়ান স্যারের বউ এর সাথে তোমার সম্পর্ক কী? মানে তোমরা তুই-তোকারি করে কথা বলছিলে,আপু তোমার বড় তারপরেও তুই করে বলছিলে তাই... (প্রেমা)
প্রেমার কথা শুনে অভ্রের বুক ছিড়ে দীর্ঘশ্বাস বেরুয়। 
কীভাবে বলবে সে। কিন্তু বলতে হবেই।তবে এখন নয়।সময় আসুক। 
-সময় চাই আমার,(অভ্র)
-তোমার যত সময় চাই নিও,তবে আমাকে সব বলো।
-আমার ব্যপারে কতটুক জানো তুমি?(অভ্র)
অভ্রের কথায় প্রেমা হতাশার শিষ তুলে বলে,
-কখনো মনে হয় সব জানি,আবার মনে হয় জানার মধ্যে আরো অনেক কিছুই জানিনা।(প্রেমা)
অভ্র হেসে বলে, ' এটাই সিক্সথ সেন্স' মেয়েদের সিক্সথ সেন্স স্ট্রং হয়।তোমারটা মে বি একটু বেশিই স্ট্রং। (আঁড়চোখে প্রেমাকে দেখে বলে)

 -'কিজানি (প্রেমা)

-প্রেমা!  (অভ্র)

-বলো, (প্রেমা)

-বিয়ের পর আমরা আলাদা থাকবো,(অভ্র)

-কেন? তাছাড়া আংকেল,আন্টি,আদ্র উনাদের একা ছেড়ে থাকার ইচ্ছে কেন জাগলো।উনাদের সাথে থাকলে কী সমস্য? (প্রেমা)

-মা-বাবা আদ্র ও আমাদের সাথে যাবে, তবে এ শহরে আমি থাকতে চাইনা। এ শহরটা আমাকে...
এতটুক বলে অভ্র থামে। চোখের কোণায় পানি আসার জোগাড়। নিজেকে সামলে নেই। যা পায়নি তাতে কোনো অভিযোগ নেই তাঁর। তবে যা পেয়েছে তা বাকিটা জীবণ আঁকড়ে ধরে বাঁচবে। 

-তোমাকে কী অভ্র? থামলে কেন?(প্রেমা)
মুচকি হেসে অভ্র বলে,
-কিছুনা।তোমার মা-বাবাকেও রাজি করাতে হবে।তারা আমার প্রতি নাখোশ হবেন না।তবে সমস্যা তোমার হিটলার ভাই।তাকে আমি কিছু বলবো না। রাজি হলে হবে নাহলে তোমাকে,আর তোমার মা-বাবা এবং দাদিকে সহ তুলে নিয়ে যাবো।ব্যপারটা ইন্টেরেস্টিং হবে তাই না?
অভ্রের কথায় প্রেমা হেসে অভ্রের চুল এলোমেলো করে দেয়।

-কাল থেকে কিন্তু আমাদের কলেজে যেতে হবে।অনেকদিন যায়নি।পড়াশুনা গোল্লায় যাবে।(প্রেমা)
প্রমার কথা শুনে অভ্র ভাব নিয়ে বলে,
-আমার কোন চিন্তা নেই আমার রেজাল্ট সর্বদা গোল্ডেন থাকে।এইচএসসিতে কম পড়াশোনা করেও আমি আমার রেজাল্ট গোল্ডেন আনবো।দেখে নিও।
-কম পড়াশোনা করবে কেন? (প্রেমা)
-কারণ আমরা আমাদের হ্যাপি মোমেন্ট গুলো খুব স্পেশাল ভাবে কাটাবো। নাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে কী গল্প শুনাবো? 
প্রেমা হাসতে শুরু করে। অভ্রের বেশিরভাগ কথায় ওর হাসি পাই।

৪৪!!

বৃষ্টির ধারা এখনো চলমান। 
স্নিগ্ধ সাজ প্রকৃতির। মন-মাতানো সুগন্ধ। ফুলের সুগন্ধ।
বৃষ্টিতে ভিজতে পেরে যেনো খুশীতে সুগন্ধ ছড়াচ্ছে ফুলেরা। মাটির গন্ধ তো আছেই। মানুষের মনকে উৎফুল্ল করার জন্য এমন একটা দিন ক্ষন ওই যথেষ্ট। 

অশান্ত চোখজোড়া থেমে থেমে আরো দ্বিগুন অশান্ত হয়ে পরে অভ্রের। আগের বৃষ্টিরদিনে সময়ের পর সময় মুগ্ধ চোখে তাকিয়ে থাকতো অভ্র। কিন্তু এখন ফুলের চেয়ে শতগুন মুগ্ধ করছে প্রেমার ঘুমন্ত মুখ দেখে। 

বিছানায় শায়িত প্রেমা। আর তার সামনেই মিনি সোফায় বসা অভ্র। দু'গালে হাত দিয়ে তাকিয়ে আছে সে। অভ্রের দৃষ্টি বাইরের থেকে বেশি প্রেমাতে আবদ্ধ।

নিচের ঠোঁট অনবরত কামড়াচ্ছে অভ্র।অতিরিক্ত চিন্তায় এমনটা করে সে। বৃষ্টি থামার বদলে আরো দ্বিগুন বাড়ছে।প্রিয় বৃষ্টিকে এ মুহুর্তে চাইছেনা সে।

করুনদৃষ্টে বাইরের বৃষ্টির দিকে অভ্র
 বিড়বিড় কন্ঠে বলে,
'থামো। দয়া করে থামো। সন্ধ্যার সময় হতে হতে থেমে যাও। অনুরোধ। নাহলে আমি আর আমার প্রেমা একসঙ্গে বাইরে যেতে পারবোনা। আমার সাপ্রাইজটাকে মাটি করে দিও না। 'প্লিজ'

ছোট করে শ্বাস ছাড়ে। প্রেমার দিকে আবারও দৃষ্টি ছুঁড়ে সে। মাথা ঝিমঝিমিয়ে উঠে। অদ্ভুদ অনুভূতিরা আহ্বান জানায় তাকে। চোখ দ্রুত সরিয়ে নিজের চুলে দু'হাত গুঁজে।
আংশিক টান দেয়।তাতেও অতৃপ্ত। একটু জোরে টান দিয়ে চোখ মেলে পুনরায়। প্রেমার দিকে তাকাল গভীর শ্বাস নিয়ে। নেশা ধরে যায় তাঁর। 
'মোহনীয়-রুপ।'
নিজের মনকে বলে অভ্র।

হাতের কালো ঘড়িটির দিকে তাকাল। পাঁচটা পঞ্চাস। ছয়টা বাজবে একটু বাদেই। সন্ধ্যাবেলার ঘুমটা মাথা ধরে। তাই প্রেমাকে জাগানোটা শ্রেয় বলে মনে হয় অভ্রের। ফোন হাতে নিয়ে প্রেমার ফোনে কল দেয় সে।
প্রথম কলে প্রেমা নড়েচড়ে উঠে। দ্বিতীয় কলে একপ্রকার লাফিয়ে ঘুম থেকে উঠে। ফোন হাতে নিয়ে ছুঁড়ে মারতে নিবে,চোখ যায় অভ্রের দিকে।

ওষ্টজোড়ায় মিটিমিটি হাসি বিদ্যমান। প্রেমা ফোনের স্ক্রিনের দিকে তাকাল। অভ্রের নামটা ভাসছে।
 'ফুস' শব্দ করে শ্বাস ছাড়ে। 

প্রেমা কোমল স্বরে বলে,
'উফ্ অভ্র ঘুম ভেঙে দিলে কেন? আমার আরো ঘুমের দরকার। 'আমি ঘুমাবো।'

বসা থেকে অভ্র উঠে দাঁড়ায়। শার্টের হাতা উপরে তুলতে তুলতে প্রেমার সামনে এসে দাঁড়ায়। প্রেমা কপাল কুঁচকে ফেলে অভ্রের আগমনে। অভ্র মুচকি হেসে বাইরের দিকে তাকাল।পরবর্তী দৃষ্টি প্রেমার দিকে ছুঁড়ে। নরম স্বরে বলে,
'সি...বৃষ্টি পড়ছে। ঠান্ডাও খুব।
আমি আসি,নিশ্চয় তোমার উষ্ণ পরশের 
প্রয়োজন।ট্রাস্ট মি!একসাথে শুলে সব শীতলতা কেটে যাবে। 'আসবো'!

অভ্রের কথা প্রেমার কানে পৌঁছালেও,উক্ত কথার অর্থ বুুঝতে কয়েক সেকেন্ড সময় লেগে যায়।
বুঝার সঙ্গে সঙ্গে প্রেমার চোখ কোটর থেকে বের হয়ে যাওয়ার জোগাড়। আর এক মুহুর্ত সময় নষ্ট না করে একপ্রকার দৌড়ে ওয়াসরুমে ঢোকে।
পেঁছন থেকে অভ্রের কন্ঠস্বর শুনে,
'প্রেমা আস্তে পড়ে যাবে।'

হাসছে অভ্র। প্রেমা ওর কথাটা সত্যি ভেবে নিয়েছে। 
_________________

সন্ধ্যা সাতটা। বাইকের সাথে ঠেসে দাঁড়িয়ে আছে অভ্র।
প্রেমাকে রেডি হওয়ার জন্য দশমিনিট সময় দিয়েছে। অলরেডি আট মিনিট হয়ে গিয়েছে। মাথা তুললেই দেখে প্রেমা লম্বা পায়ে হেঁটে এসে অভ্রের সামনে দাঁড়ায়। বড় করে নিঃশ্বাস নেয়,
-'কোথায় যাচ্ছি আমরা,'
অভ্র মৃদু হেসে বলে,
'হোটেল বুক করেছি,দু'ঘন্টার জন্য।'
অভ্রের কথায় প্রেম নাক ফুঁলিয়ে বলে,
'ধুর....

অভ্র নিঃশব্দে হেসে বাইকে উঠে। প্রেমাকে উঠতে ইশারা করলেই প্রেমা উঠে পড়ে।
'শক্তকরে জড়িয়ে ধরো 'ডিয়ার,আজ স্পিডে চালাবো।

প্রেমা জড়িয়ে না ধরলেও আলতো করে অভ্রের হুডিটা হাত মুঠো করে ধরে। অভ্র দেড়ি না করে জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে বাইক চালিয়ে চলে যায়। 

প্রেমা অভ্রের পিঠে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখে।
আজ অভ্র স্পিডে চালাচ্ছে। যার ফলে প্রেমার ভয়ে মরিমরি অবস্থা। আশেপাশে তাকানোর সাহসটুকুও ওর মধ্যে উপস্থিত নেই।

দীর্ঘ এক ঘন্টা পর একটা খালি মাঠে এসে বাইক থামে।
হেঁটে তারা মাঠ পাড় করে। সামনে একটা সিঁড়ি বেঁয়ে উঠে, এরপর আবারও সিঁড়ি বেঁয়ে নামে।

আরেকটু দূর যেতেই প্রেমা বিস্মিত চাহনিতে আকাশের দিকে তাকাল। উফ্ 'ফানুস বাতি'
মুখ থেকে উত্তেজিত কন্ঠে উচ্চারিত কথা অভ্র শুনে,
'সামনে চলো আরো দেখতে পাবে।' 

আরো দূর হাঁটতেই বিশাল এক নদীর সামনে এসে দাঁড়ায় দুজনে।আশেপাশে অনেক প্রেমিক-প্রেমিকা,স্বামী-স্ত্রী একে অপরের হাত জড়িয়ে মুগ্ধকর দৃষ্টিতে চেয়ে আছে আকাশ পানে।

নদীর কোল ঘেঁষে রয়েছে ছোটছোট কড়ের ঘর। যেখানে বসার জন্য ব্যাঞ্চ রয়েছে।প্রেমাকে নিয়ে লম্বা পায়ে হেঁটে সে কড়ের ভেতরে গিয়ে প্রবেশ করে।এবং পাশাপাশি ব্যাঞ্চিতে বসে পড়ে।

নদীর ওপার থেকে উড়াচ্ছ ফানুস। আর এ পাড়ে জোড়া জোড়া প্রিয়জনরা মিলে প্রলুদ্ধনয়নে চেয়ে থাকছে সে দৃশ্য। 

খোঁপা চুল খুলে দেয় অভ্র,নাক ডুবিয়ে আবছা কন্ঠে  বলে,-' এই লম্বা কালো বস্তুু,কী বলে?চুল! কিন্তু আমার  জন্য একঝাঁক বাঁধন। মায়াতে ভরপুর এ চুলে,আর ঘ্রাণটা?  বিষণ পাগল করে,মাতাল উন্মাদ যায় বলো সব করে। আমার স্ট্রং হার্টটাকেও উইক করে দেয়।'

এতোক্ষণ প্রেমা চোখ নিভিয়ে অভ্রের কথা শুনে,কথা থামতেই ধুম করে চোখ মেলে।লজ্জায় মিঁইয়ে যায়।সরতে নিলে,অভ্র নিজে সরে যায়। আজ সত্যিই সে দিশাহীন হয়ে পড়েছে,সে বিকেল থেকেই।

অভ্র প্রেমার হাত ধরে বলে, 'চলো!
প্রেমা কিছু বলবে তার আগেই সে হাঁটতে শুরু করে দেয়। নদীর কিনারে বসে,প্রেমার চুলে বিনি করে দেয় অভ্র।প্রেমার নিশ্চুপ চাহনি আকাশের দিকেই স্থির।

'আশেপাশে যাদের দেখছো? তাদের মধ্যে অনেকেই রাতে এখানে থেকে যায়। 
অভ্রের কথায় প্রেমা তাকাল,অভ্রের দিকে,
-কীভাবে?
অভ্র হেসে বলে, 'থাকলে দেখতে পাবে,থাকবে? 

অভ্রের কথা শেষ হতেই প্রেমা আশেপাশে তাকাল।অভ্রকে সে সম্পূর্ন বিশ্বাস করে।তবে এখানে কীভাবে থাকবে ভাবে। তেমন কিছু দেখতে পায়নি তাই চুপ মেরে হাতের দিকে তাকাল। 
তখনি অভ্র বলে, 'তোমার থাকার ইচ্ছে আছে বুঝলাম।তবে ভয় পেওনা। 
একটু থেমে অভ্র বলে,
নির্ঘুমে! হঠাৎ একরাতে বাইরে নদীর তীরে সবুজ কড়ের উপরে শায়িত হয়ে,আসমানের দিকে তাকিয়ে থাকাতে যে আনন্দ এবং অনুভুতি জাগ্রত হবে তা অন্য সব অনুভুতির চেয়েও অন্যতম।

প্রেমা মিনমিনিয়ে বলে,
বালিশ কই পাবো? আমি বালিশ ছাড়া ঘুমাতে পারিনা,

অভ্র হেসে বলে,
-ব্যবস্থা হয়ে যাবে 'ডি..য়ার! 

প্রেমার শরীর শিউরে উঠে, 'ডিয়ার' শব্দটা শুনলেই সে হারিয়ে যায়।নিজেকে স্পেশাল কেউ মনে হয় তার।আসলেই তো সে অভ্রের জন্য স্পেশাল। 
নীরবতাকে সঙ্গী করে নেয়,একে-অপরের হাত শক্ত করে ধরে রাখে। নির্বিকার চাহনি ছুঁড়ে সাদা মেঘে ঢাকা সেই আসমানের দিকে। যার বক্ষে উড়ে চলেছে শত 'ফানুস' রক্তিম আভা ফুঁটিয়ে।
_____________________________

রাত বারোটা পনেরো মিনিট। সুনসান নীরবতা চারিদিক। কিছু সময় অন্তর অন্তর মেয়ে বা ছেলে কন্ঠ ভেসে আসছে কানে।

প্রচুর শীত। মেঘাচ্ছন্ন আকাশ। 
প্রেমার শীত লাগার কারনে অভ্র গায়ের হুডিটা প্রেমাকে পড়িয়ে দেয়। অভ্রের গায়ে কালো একটা টি-শার্ট। 
অভ্র প্রেমার উরনটা মাথায় দিয়ে শুয়েছে,আর প্রেমা শুয়েছে অভ্রের হাতে। 
এতোসময় ধরে চুপটি মেরে ছিলো। এমন পরিবেশে অন্য কথা বলার ইচ্ছে হয়না,বরং নিশি রাতটা মুগ্ধতাকে জড়িয়ে থাকতে ইচ্ছে করে।
দুপুর থেকে সন্ধ্যার আগ অবধি ঘুমানোর পরেও প্রেমার ঘুমের শিষ আসার কারনে আলুথালু অবস্থা। অভ্র অবাক হয়।সে নিজে কি করে না ঘুমিয়ে রাত পার করে। তার তো সহজে ঘুম আসে না।
-প্রেমা? 
-হুও, কী..?
-উঠো.. গল্প করি!
-তুমি বলো আমি শুনছি।
-মানে উঠবে না তাইতো?
-"প্রেমা চুপ থাকে।
-ঠিক আছে চলে যাচ্ছি তুমি থাকো,ঘুমাও!
- আরে না না উঠছি, 
প্রেমা ধড়ফড়িয়ে উঠে অভ্রের হাত ধরে বলে, 'সরি'

অভ্র চুপ থাকে। অভ্রের কেমন জানি অস্বস্তি লাগছে।কলিজাটা কেঁপে উঠছে বার বার। শ্বাস নিতেও কেমন যেনো অদ্ভুদ লাগছে। তবুও নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। আচমকা প্রেমার দিকে তাকিয়ে অভ্র বলে উঠে..
- প্রেমা আমার কেমন জানি খারাপ লাগছে,আমি মনে হয় বাঁচবো না। দেখো আমি কিন্তু একা মরতে চাইনা। মরলে তোমাকে সহ সাথে নিয়ে মরবো। আমি তোমাকে ছাড়া থাকতো পারবো না, না এখানে, না ওখানে 'প্লিজ।

অভ্রের কথাগুলো খুব দ্রুত বলে ফেলে। তাতে প্রেমার বুক কেঁপে উঠে, চোখে পানি আসতেও সময় নেয়নি। অভ্রকে এতোটা দুর্বল সে আগে দেখেনি। সব সময় স্ট্রংলি কথা বলে।
কিন্তু আজ হঠাৎ.. 

-অভ অভ্র শান্ত হও, কী হয়েছে এমন করছো কেন? 
দেখো এসব উল্টা পাল্টা কথা বলোনা প্লিজ আমার খারাপ লাগে। 

প্রেমা নিজ থেকে অভ্রকে জড়িয়ে ধরে। ততক্ষণে সে শান্ত হয়ে যায়। ভীষণ ভয় পেয়েছে। উভয়ে।
মস্তিষ্ককে সবসময় জাগিয়ে রাখা ভালো নয়।মাঝে মাঝে তার ও বিশ্রামের প্রয়োজন হয়।কিন্তু গভীর ঘুমেও সে মস্তিস্ককে কাটায়।

অভ্র প্রেমাকে সরিয়ে দেয়, মৃদু স্বরে বলে ' চলো,আমার থাকতে ইচ্ছে করছেনা। '
 উরনাটা প্রেমার গায়ে জড়িয়ে দিয়ে হাঁটা দেয় তারা। 
মৃত্যুকে অনেক কাছে থেকে দেখেছি আমি,যার কিঞ্চিৎ ভয় এখনো আমার শরীরে বিদ্যমান।
নিজ খেয়ালে কথাটা বলে অভ্র দীর্ঘশ্বাস ছাড়ে।এরপর প্রেমার দিকে তাকাল। খারাপ লাগছে এখন অভ্রের।
ওর জন্য প্রেমার মনটাও খারাপ হয়ে গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন