২১!!
রাতের আঁধারে আজ না হয় দুটো মন মিলে এক হলো । হয়তো এখান থেকেই শুরু হবে আরেক পথ চলা । ভুল গুলো মেনে নিয়ে সব বুঝে শুনে সেই ভুল গুলোকে শুধরাতে হয়তো সবাই পারে না । সবাই হয়তো নাফিস হতে পারে না । ভালোবাসতে হলে মন থেকে উপলব্ধি করতে হয় ব্রেইন থেকে নয় । যতবার ব্রেইন দিয়ে ভাবা হবে ব্রেইন ততবারই ধোঁকা দিয়ে যাবে ।
রাতের অন্ধকারে সব অতীত ভুলে আবারও এক হয় নাফিস জুঁই । জুঁইয়ের জীবনে ঘটে যাওয়া কিছু কালো অধ্যায়কে ঢেকে দিয়ে সেখানে নতুন অধ্যায়ের শুভ সূচনা করে দেয় নাফিস । সেই সূচনায় একটা ভবিষ্যত কে নিশ্চিত করতে পারাটাই অনেক কিছু ।
রাত্রির শেষ ভাগে নাফিসকে জড়িয়ে ধরে রাখে জুঁই । আর নাফিসও নিজের খুব কাছে আঁকড়ে ধরে রাখে জুঁইকে । খুব ক্লান্ত দুজনেই , তারা যে ভালোবাসার অতল সমুদ্রে ডুব দিয়েছে । এরই মাঝে নাফিস জুঁইয়ের চুলের ঘ্রাণ নেয় । একটা মিষ্টি ঘ্রাণ আসছিল চুল থেকে ।
- কাদম্বরী ,,,,,,,,,?
- হু ,
- চুলে কি দিয়েছো , এত মাতাল করা ঘ্রাণ কেন ?
জুঁই লজ্জায় কথা বলতে পারি নি । শুধু নিজের চোখ জোড়া বন্ধ করে রেখেছে সে । নফিসের চোখের দিকে তাকাতেও এখন লজ্জা করছে তার ।
- কাদম্বরী ,,,,,,,,?
-.............
- এই,,,,,, কথা কেন বলো না ?
- হু,,,,,
- বললে না তো চুলে কি দিয়েছো ?
- শ্যাম্পু দিয়েছিলাম , আর কিছু না ।
- শ্যাম্পুতে এত ঘ্রাণ ?
- জানি না ।
নাফিস হেসে জুঁইকে নিজের কাছে আরও টেনে নেয় । গল্প করতে করতে শেষ রাতের দিকে দুজনেই ঘুমের দেশে পাড়ি জমায় । জুঁইয়ের কপালে এই সুখ গুলো হয়তো লিখা ছিল । তাই হয়তো আল্লাহ পাক তাকে সুখের মুখ দেখিয়েছেন ।
জীবন আসলেই বৈচিত্র্যময় । এখানে এক এক সময় এক এক জলসার আগমন ঘটে । এক এক জলসায় এক এক রকম গান বেজে ওঠে । কখনো দুঃখের অন্ত থাকে না , কখনো বা সুখের কমতি থাকে না । সারাজীবনের হিসেব কেউই করতে পারে না । অতীতে কি হয়েছিল তা ভেবে আফসোস করতে করতে সময় পার হয়ে যাবে কিন্তু আসলেই কি হয়েছিল কেন হয়েছিল এর সঠিক তথ্য পাওয়া খুব কঠিন । বর্তমানে কি আছে তা নিয়ে এগিয়ে যাওয়া উচিত । অতীতকে বির্সজন দিয়ে সামনে আগানোই উচিত ।
জুঁইয়ের এক জীবনে একটা ঘটনা তার পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে না । প্রত্যেক মানুষকে জীবন দ্বিতীয় সুযোগ দেয় । জুঁইকেও দিয়েছে আর সেই সুযোগটা এসেছে তারই প্রাক্তন নাফিসের হাত ধরে । জুঁইয়ের মায়ের সেদিন রাতে বলা কথাটা সত্যি হয়েই গেলো । আল্লাহ পাক পরীক্ষা নেন তার বান্দা কতটুকু ধৈর্য ধারণ করতে পারে । হয়তো সেই পরীক্ষায় জুঁই সঠিকভাবে উর্ত্তীন হয়েছে তাই তার জীবনে আজ সুখের অভাব নেই ।
তবে জুঁই তার নতুন জীবনে এসেও তার কর্তব্য ভুলে যায় নি । তার যতটুকু কর্তব্য ততটুকু সে আজও নিষ্ঠার সাথে পালন করে আসছে ।
দেখতে দেখতে ৩ টি বছর পার হয়ে গেছে । এই ৩ টি বছরে ফারুকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে মিলাদ দিয়েছে নাফিস তা অবশ্য জুঁইয়ের কথাতেই । জুঁই নিজের বিবেকের কাছে যথেষ্ট দৃঢ় । সে তার সব দিক ঠিক রেখেছেন ।
অন্যদিকে , রেহানা বেগম অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে । ওনার এই পরিবর্তন হয়তো ইফসির জন্যে । এই বয়সে এসে ইফসিকে পেয়ে নিজের ভেতরের সব কালিমা ধুয়ে যায় তার । তার মাঝে মায়া জন্মে যায় যেই মায়া জন্মিয়ে জুঁইকেও আপন করে নেন তিনি ।
গত ৩ টি বছরে অনেক কিছুই বদলে গেছে । শান্তার বিয়ে হয়ে গেছে । নাফিসের নিজের ব্যবসা হয়েছে । সেই ব্যবসাতে অনেক সফলতাও পেয়েছে নাফিস । সবার ধারণা এইসবের পিছনে ইফসি আছে । ইফসির ভাগ্যের জন্যে তারা এত সফলতা পেয়েছে । ৪ বছরের ইফসিও বেশ পাকা পাকা কথা বলে এখন । তার সবার সাথে ভাব , সে এখন দাদান দাদুন ছাড়া এক পা চলতে পারে না । ঘরের সবার আদরের মনি সে ।
আজ প্রায় ৮ মাস হলো জুঁই প্রেগন্যান্ট । দ্বিতীয় বাচ্চা কনসিভ করেছে সে । এই সিদ্ধান্ত তার নিজেরই । নাফিসের তো কোন দোষ নেই । তারও তো ইচ্ছে হতে পারে তার নিজের রক্তের একটা সন্তান আসুক । যদিও নাফিস চায় নি এখন বাচ্চা নিতে তবুও জুঁই নিয়ে নেয় । নাফিসের চিন্তাধারা ছিল ইফসি আরেকটু বড় হোক , স্কুলে দিক তারপর না হয় পরবর্তী চিন্তা করা যাবে । কিন্তু জুঁই বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলেছে ।
এই বাচ্চাটা হয়তো সবাইকে আরও বেশি একত্রিত করে দিয়েছে । তবে জুঁইয়ের শারীরিক অবস্থা ততটা ভালো না । প্রথম বাচ্চা সিজারিয়ান হওয়ায় এই বাচ্চাতেও শরীর অনেক দুর্বল তার । প্রথম তিন মাস তো খেতেই পারে নি সে । এর মধ্যে মাঝে মাঝে ইফসিও অনেক বিরক্ত করে । মাঝে সাঝে ইফসিকে বকা দিলে রেহানা বেগম জুঁইকে অনেক বকা দেয় । ওনারা কথা হচ্ছে ইফসিকে একটা শব্দও বলা যাবে না এবার সে যাই করুক না কেন ।
সকালের দিকে নাস্তার টেবিলে ইফসি আর জুঁই বসে আছে , রেহানা বেগম তখন রান্নাঘরে কাজ করছিল । নাফিস খেয়ে বেরিয়ে গেছে আর আনিস সাহেব বাজারে গেছে । ইফসি তখন অনেক বায়না করছিল ।
- এটা খাবো না আম্মুন ।
- কেন আম্মুন এটা ভালো তো খেয়ে নেও ।
- নাহ আমি এটা খাবো না ।
- ইফসি বেয়াদবি কেন করতেছো । দাদুন বানিয়েছে না , খেয়ে নেও চুপচাপ ।
- আমি খাবো না খাবো না ।
- ইফসিইইই , এক থাপ্পড়ে গাল লাল করে দিবো বেয়াদব । এত বায়না কেন করো ? যা দিয়েছি তাই খেতে হবে । আমার শরীর ভালো না তবুও তুমি এইভাবে আমায় বিরক্ত করতেছো কেন ?
মায়ের ধমক শুনে কেঁদে দেয় ছোট্ট ইফসি । এদিকে নাতিনের কান্না শুনে দৌড়ে আসেন রেহানা বেগম ।
- কি হয়েছে দাদুন ?
- আম্মুন বকছে আম্মুন বকছে ।
- ওরে বকছো কেন জুঁই ?
- মা লাই দিয়েন না একদম , সব কাজে ইদানীং বায়না করে ।
- বাচ্চা মানুষ , বায়না তো করবেই । দাদুন কি খাবা বলো ,
- নাহ মা , ও এটাই খাবে । এক্সট্রা কিছু করবেন না । এই তুমি এটাই খাবা ।
তারপর জোর করে নিজের হাতে করে মেয়েকে খাইয়ে দেয় জুঁই । তার কথা অনুযায়ী বাচ্চাদের এত লাই দিতে নেই । বেশি পেতে পেতে পরে দিয়ে জেদি হয়ে যাবে ।
ইদানীং শরীর ভালো যাচ্ছে না জুঁইয়ের । সময় ঘনিয়ে এসেছে । তাই শরীর খারাপ তার । চেক আপ করানো হলে ডক্টর তাকে ভর্তি হতে বলে ।
অন্যদিকে , জুঁইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে । বিকেলের দিকে অপারেশন । নাফিসকে লাগাতার ফোন দিচ্ছে জুঁই । কিন্তু ফোন রিসিভ করেনি নাফিস । প্রায় অনেক্ষন পর ফোন ব্যাক করে নাফিস ।
- এতগুলা ফোন দিলাম , রিসিভ করো নি কেন ?
- আরে বাবা , মিটিং লাগাতার দুটো ছিল ।
- কখন আসবে ?
- ভর্তি হয়েছো ?
- হ্যাঁ ,
- মা কোথায় ?
- এখানেই আছে ।
- আচ্ছা আমি আসছি ,
- কথা দিচ্ছো কিন্তু ,
- হ্যাঁ , কথা দিলাম জলদি ফিরবো ।
- O.T তে যাওয়ার আগে তোমাকে দেখতে চাই আমি নাফিস ।
- O.T তে যাওয়ার আগে আমি তোমার সামনে থাকবো কথা দিলাম ।
নিজের চোখে মেয়েকে ভালো ভাবে দেখছে জুঁই । দাদুনের কোলে চুপ করে বসে আছে । হাতে সেলাইন চলছে জুঁইয়ের । বিকেলেই O.T করিয়ে ফেলবে । শান্তা শাম্মিও চলে এসেছে ইতোমধ্যে । জুঁইয়ের মা আর ভাবীও এসেছে হাসপাতালে ।
সবাই আছে কিন্তু শূন্যতা এক জায়গাতেই । নাফিস এখনো আসে নি । কথা দিয়েছিল যে সে ফিরবে । এখনও ফিরছে না সে । এইদিকে সময়ও প্রায় ঘনিয়ে এসেছে । শ্বাশুড়ির দিকে অসহায় ভাবে তাকিয়ে থেকে একবার চোখে ইশারা দেয় জুঁই । রেহানা বেগমের জুঁইয়ের প্রতি আলাদা একটা মায়া আছে । যেই জুঁইকে তিনি দেখতে পারতেন না সেই জুঁইকে তিনি আজ চোখে হারান । ছেলের বউয়ের চোখের ইশারা পেয়ে নিজের বুকের মধ্যে কামড় দিয়ে উঠে রেহানা বেগমের । উঠে গিয়ে জুঁইয়ের পাশে দাঁড়ায় রেহানা বেগম ।
- কিছু বলবা ?
- ও কথা দিয়েছিল ফিরবে , এখনো তো এলো না ।
- আসবে তো ।
- একটাবার ফোন দেন না মা , দেখেন কোথায় আছে ?
- তোমার চোখে পানি কেন ? কেঁদো না ।
- মা ও-কে একবার ফোন দেন না ।
- আচ্ছা আমি দেখতেছি ।
রেহানা পারভিন অনেকবার ছেলেকে ফোন দিয়েছেন কিন্তু ছেলে তার ফোন রিসিভ করে নি । এদিকে নার্স এসে গেছে । জুঁইকে O.T তে নিয়ে যাবে এখন । জুঁইয়ের যেন পা চলছে না । উঠে তো বসেছে কিন্তু নামছে না বেড থেকে । একটু নাফিসকে দেখার জন্যে তার মতো ন উতলা হয়ে আছে । বার বার চোখ থেকে পানি পড়ছে কিন্তু বুঝতে দিচ্ছে না কাউকে । ইফসিকে কিছুক্ষণ কাছে টেনে আদর করে দেয় । কি ভেবে যেন ইফসিটাও কেঁদে দেয় । কান্না থামাতে শান্তা ইফসিকে বাহিরে নিয়ে যায় । এরই মাঝে নার্স বলে ,
- চলেন , O.T রেডি আছে ।
- আরেকটু অপেক্ষা করি ?
- সময় বয়ে যাচ্ছে তো ।
- একটু প্লিজ ।
- আচ্ছা আপনাদের হয়ে গেলে আমাকে ডাক দিবেন তবে একটু তাড়াতাড়ি । ম্যাডাম আবার চলে যাবেন ।
- জ্বি ।
নার্স চলে গেলে জুঁই এইবার শব্দ করেই কেঁদে দেয় । কারণ সে চেয়েছিল নাফিস অন্তত এই সময়টাতে থাকুক তার পাশে । কিন্তু নাফিস কোথায় ?
জুঁইয়ের কান্না শুনে রেহানা বেগম আর জুঁইয়ের মা জুঁইকে শান্তনা দেয় । মিনিট পাঁচেক পর হাপাতে হাপাতে কেবিনে আসে নাফিস । নাফিসকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে জুঁই । যেন চোখ জোড়া নাফিসকে দেখা জন্যে অপেক্ষায় ছিল । নাফিসকে দেখে আরও কেঁদে দেয় জুঁই । নাফিস এসে জুঁইয়ের পাশে দাঁড়ায় । এই ৯ টা মাস নাফিস জুঁইকে আদরে আদরে রেখেছে । ওর সমস্ত কাজ নিজ হাতে করে দিয়েছে । আর এই মুহুর্তে যদি সে না আসতে পারে তাহলে এটা সব থেকে খারাপ লাগার একটা জায়গা হয়ে থাকবে ।
নাফিসের আসা দেখে সবাই ওদের একা ছেড়ে দেয় । সবাই চলে যাওয়ার পর নাফিস আর এক সেকেন্ডও দেরি করে নি । জড়িয়ে নিজের বুকের মাঝে চেপে ধরে জুঁইকে । আর জুঁইও জড়িয়ে ধরে নাফিসকে ।
- এত দেরি করলা কেন ?
- সরি গো , লাস্ট মোমেন্টে এসে আরেকটা মিটিং চলে আসছে ।
- এখানে আমি টেনশনে শেষ ।
- কাঁদছো কেন ? এক বাচ্চার মা এখন আরেক বাচ্চা হবে সে এখনও কান্না করে বাচ্চাদের মত ।
- যাও সরো ।
- কি ভেবেছিলে , আসবো না ?
- কিন্তু কথা দিয়েছিলে তো ফিরবে ।
- তাই তো ফিরে এলাম ।
- আমি যদি কোন ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করে দিও ।
- কি সব বলো এইগুলা , তুমি যে আমার কাদম্বরী । আমার লাকি চার্ম ।
- যদি না ফিরি ?
- চুপ , একদম চুপ । না ফিরি মানে কি ? ফিরতে তোমাকে হবেই ।
- দোয়া করো ।
- ইনশাআল্লাহ দেখা হবে আমার ছোট সোনা সমেত ।
- ইনশাআল্লাহ ।
- কাদম্বরী ,,,,,,,?
- হু ,
- কথা কিন্তু তুমিও দিলে যে ফিরবে ।
- কথা দিতে পারছি না ,
- আমার যে তোমাকে লাগবে ?
এরই মাঝে নার্স এসে ডাক দেয় । নাফিস জুঁইকে নিয়ে নার্সের সাহায্যে O.T র সামনে নিয়ে যায় । সবার সাথে কথা বলার পর জুঁইকে ভেতরে নিয়ে যাওয়া হয় ।
এক ঘন্টা পর বিকেল ৫ টা বেজে ৪০ মিনিটে এক সদ্য নবজাত ছেলে সন্তানকে এনে নাফিসের দিকে এগিয়ে দেয় নার্স । বাচ্চাকে দেখে অবাক নয়নে চেয়ে থাকে নাফিস । বাচ্চার মুখ টা দেখে সারাদিনের শত ক্লান্তি এবং এতক্ষনের সকল দুঃশ্চিন্তা সব উড়ে গেল তার । হাত কাঁপছিল নাফিসের । নাফিসের মা নাফিসকে বললেন ,
- কিরে বাবা কোলে নে
মায়ের কথা শুনে নিজের বাচ্চাকে কোলে তুলে নেয় নাফিস । বাচ্চাকে কোলে নিয়ে সে চোখের পানি গুলো অনায়াসে পড়ে গেল । বাচ্চার মুখ দেখে তার জুঁইয়ের কথা মনে পড়ে যায় । নার্সকে তৎক্ষনাৎ জিজ্ঞেস করে বসলো ,
- আমার ওয়াইফ ?
- ভালো আছে , সেন্স ফিরবে আস্তে আস্তে । অভজারভেশনে আছেন তিনি ।
- ধন্যবাদ ,
বাচ্চাকে পর পর সবাই কোলে নিয়েছে । ইফসি তখন নাফিসের কোলে । সে তার পাপার গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করে ।
- বাবু টা কার পাপা ?
- বাবুটা তোমার মা , বাবুটা তোমার ভাই ।
- আমার ভাই!
- হ্যাঁ মা , তোমার ছোট ভাই ।
বাবার কোলে থেকেই ইফসি বাবুর দিকে এক নাগারে চেয়ে থাকে । সবাই আজ অনেক খুশি । আসলেই তাদের একটা সন্তানের প্রয়োজন ছিল । যা শুধু জুঁই বুঝেছিল । অসাধারণ এক অনুভূতি বয়ে যাচ্ছে নাফিসের মধ্যে ।
প্রায় অনেকক্ষণ পর নাফিস কেবিনে যায় । জুঁই তখন ঘোরের মধ্যে থেকে বেরিয়ে আসে । আস্তে করে জুঁইয়ের পাশে গিয়ে বসে নাফিস । নাফিসকে দেখে অনেক শান্তি পায় জুঁই । কারণ একটা বাচ্চার খুশি যে কতটা একজন বাবার কাছে তার সম্পূর্ণ ভাবটা তখন নাফিসের চোখে মুখে ভেসে উঠে যা জুঁইয়ের চোখ এড়ায় নি । জুঁইয়ের হাতটা আলতো করে ধরে কপালে চুমু দেয় নাফিস ।
- কেমন আছো কাদম্বরী ?
- ভালো , বাবুকে দেখেছো ?
- হু ,
- দেখতে কার মত হয়েছে ?
- তোমার মত ,
- বাবু তো তার বাবার মত হওয়ার কথা ।
- ব্যাথা করতেছে ?
- একটু একটু , ইফসি কোথায় ?
- শান্তার কাছে ।
- বাবু কোথায় ?
- মায়ের কোলে ।
- ওহ ,
- কাদম্বরী ,,,
- হু বলো ,
- তুমি আজ আমাকে যা দিয়েছো আমি সারাজীবন তোমার কাছে কৃতজ্ঞ ।
- তুমি আমায় যা দিয়েছো তার কাছে এ কিছুই না ।
- ভালোবাসি , অনেক অনেক ভালোবাসি ।
- তাই তো ফিরতেই হলো ।
- কথা দিয়েছিলে ফিরবে ,
- হ্যাঁ , কথা রেখেছি । বাবু সমেত তোমার কাছে ফিরেছি আমি ।
- বাবুকে নিয়ে আসি ,
- যাও , ইফসিকেও নিয়ে আসো ।
- হু ,
কিছুক্ষণ পর নাফিস বাবু আর ইফসিকে নিয়ে কেবিনে আসে । বাবুকে জুঁইয়ের পাশে শুইয়ে দেয় নাফিস । এদিকে ইফসিকে দেখে জুঁই হেসে দেয় ।
- কেমন আছো আম্মুন তুমি ?
- ভালো আছি
- ভাইকে দেখেছো ?
- হু , আমার ভাই আম্মুন ।
- হ্যাঁ মা , তোমার ভাই ।
- ভাই আমার মত হাই তুলে ,
- তাই ?
এরপর জুঁই বাবুকে দেখে । দ্বিতীয় নাফিসকে দেখছে সে । অনেকটা নাফিসের মত হয়েছে তাদের ছেলে । এরই মাঝে নাফিস বলে ওঠে ,
- কাদম্বরী ,,,,,,,,,,?
- হু ,
- আমাদের সুখী পরিবার । আমি তুমি ইফসি আর বাবু ।
- হু ,
এরপর আস্তে আস্তে সবাই ভেতরে এসে জুঁইয়ের সাথে দেখা করে যায় । রাতের দিকে সবাই চলে যায় । নাফিস থেকে যায় জুঁইয়ের কাছে । গভীর রাতে বাবুকে দুধ দিয়ে আবার শুইয়ে দেয়া হয় জুঁইকে । নাফিস জুঁইয়ের পাশে বসে আছে । দুজনেই চুপ করে আছে । নিরবতা ভেঙে জুঁই নিজেই বলে ,
- কি হলো চুপ যে ,
- আমাদের সন্তান হয়েছে , আমি যে কত খুশি তুমি ভাবতে পারো কাদম্বরী ।
- এই খুশিটাই তো দেখতে চেয়েছিলাম ।
- আমায় এতটা বুঝো কি করে ?
- ভালোবাসি , তার জন্যে ।
- এই ভালোবাসা আমি আর কখনো হারাতে দিবো না ।
- তুমি হারাতে দিলেও আমি কখনো হারিয়ে যেতে পারবো না ।
- ভালোবাসি কাদম্বরী , অনেক ভালোবাসি
তাই তো স্বযত্নে বুকে আগলে রাখি
নাফিসের কথায় হেসে দেয় জুঁই । এ যেন এক পরম পাওয়া । এ যেন এক সুখের মেলবন্ধন । যেখানে আজ সব কষ্ট দূরে পালিয়ে গেছে । যেখানে আজ শুধুই ভালোবাসা আর ভালোবাসা । নাফিস তার ভুল গুলো শুধরে নিয়ে ভালো আছে । জুঁই আরও একবার জীবনকে সুযোগ দিয়ে এখন হয়তো ভালোবাসা টুকু আঁকড়ে ধরে দুই সন্তান নিয়ে ভরা সংসার নিয়ে ভালো আছে ।
এভাবেই হয়তো কিছু ভালো থাকা গুলো স্থায়ী হয়ে রয় । এভাবেই হয়তো কিছু মানুষ কথা দিয়ে ফিরে আসে । এভাইবেই হয়তো কিছু অতীত ভুলে যাওয়া যায় । এভাবেই হয়তো কিছু কষ্ট সুখে পরিণত হয় । ভালো থাকুক ভালোবাসা গুলো । সুখে থাকুক ভালোবাসার মানুষ গুলো ।
***(সমাপ্ত)***