সাতটা বাজতে বারো মিনিট বাকি। অরু তন্ময়কে কল করেছে। কল ধরেছে তন্ময়ের ম্যানেজার সুমন। কন্ঠে মাধুর্য নিয়ে বলেছে,'স্যার মিটিংয়ে আছেন।'
অরু বিরক্ত হলো বটে। মিটিং ফিটিং যত্তসব! মিনমিন করে বলল,'রাখি তাহলে।'
কল রেখে অধৈর্য চোখে তাকিয়ে থাকা মারজিকে চোখ রাঙাল। মারজি কান পেতে বসে। যেন অরু- তন্ময় রোমান্টিক আলাপ-আলোচনা করবে আর তা সে কান পেতে শুনবে। মেয়েটা কি জানেনা ওটা যেকেউ নয়, তন্ময় শাহজাহান! যার মুখে রসকষ নেই। অরু যদি কিছু সুইট টক করে সেটাও হজম হবেনা লোকটার দ্বারা। একটা ধমক দিয়ে কল কেটে দিতো!
মারজি বিরক্ত সুরে বলল,'ভাই কই?'
'জানি না।'
'কল কে ধরলো?'
'আমার নানা।'
'তোকে নিতে আসবে কখন?'
অরু উদাসীন ভঙ্গিতে বলল,'কি জানি।'
'কিছুক্ষন পর আবার কল দিবি। এভাবে বসে থাকলে হবে? পটানোর চেষ্টা চালিয়ে যেতে হবে তো! তন্ময় ভাইয়ের পেছনে হাত ধুয়ে ছ্যাচড়া মেয়েরা পড়ে। এমন পুরুষকে পটাতে তোর কোমরে ওড়না বেঁধে নামতে হবে, বুঝলি?'
'না।'
'আর এভাবেও তিনি তোর ভাইয়া। ভাইয়াদের ছাইয়া করতে গেলে, একটুখানি কষ্ট হজম করে নিতে হয়।'
'কীসব বলিস তুই!'
মারজি দুষ্টু হেসে বলল,'লজ্জা পাচ্ছিস?'
'তোর মাথা।'
মারজি মুখ ভেঙিয়ে উঠে চলে গেল। অরু ফোনের দিক তাকিয়ে রইলো। তন্ময়ের কল ব্যাক এসেছে মিনিট পাঁচেক পর।অরু রিসিভ করে বলল,'আকাশ ভাইয়াকে বলেন আমাকে নিয়ে যেতে!'
'তুই কল দিয়ে বল গিয়ে!'
ধমক মেরে তন্ময় কল কেটে দিলো। রেগে গিয়েছে নিশ্চয়ই! এটা না বললে কি চলত না? এই মুখ একহাত আগে চলে। অরু নিজের গালে একটা চড় মারল৷ বিরক্ত হয়ে ওভাবে কেন বলতে গেলো? এখন তো রেগে তন্ময় নিতে আসবেই না। মুখশ্রী অন্ধকার করে বসে রইলো। ধীরেসুস্থে নিজেকে গুঁছিয়ে নিয়েছে। কি আর করার, একাই যেতে হবে। অবশ্য এখান থেকে এখানেই।
মারজিকে বিদায় জানিয়ে অরু বেরিয়ে পড়লো। কিছুটা যেতেই তন্ময়ের গাড়ি দেখল। মাথায় দাঁড়িয়ে! হু, এসেছে তাহলে। মুখ ভেঙিয়ে অরু হেঁটে চলেছে। বাম-ডান কোথাও নজর দিচ্ছে না। গাড়ির সামনে দিয়ে যেতেই, তন্ময় ডাকল। অরু সাড়াশব্দ করলো না। আজ সে গাড়িতে উঠবে না। একদমই উঠবে না। ওভাবে কেন ধমকেছে! পুনরায় তন্ময় ধমকানো সুরে কয়েকবার ডেকেছে। ফায়দা হয়নি।
অরু হাঁটছে তার পেছনে ধীরে তন্ময়ের গাড়ি চলছে। এখন আর তন্ময় ডাকছে না। অরু আঁড়চোখে কয়েকবার তাকিয়েছে পেছনে। ডাকছেও না নির্দয় লোক একটা! এতখানি রাস্তা অরু হেঁটেই এলো। বাড়ির সামনে পৌঁছে হনহনিয়ে ভেতরে ঢুকে গেল।
সুমিতা বেগম তখন সোফায় বসে, নাটক দেখছিলেন। এসময় তার পছন্দের সিরিয়াল চলে। এটা একদম মিস করেন না। তার সঙ্গে সিরিয়াল খানা মুফতি বেগম ও দেখেন। ব্যস্ত দুজনের সামনে দিয়ে অরু চলে যাচ্ছে। অরুকে দেখতেই সুমিতা বেগম বললেন, 'কিছু খাবি?'
'না।'
নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে রাখল অরু। কিছুক্ষণ পর পাশের রুমের দরজা খোলার শব্দ এলো। তন্ময় এসেছে। আসুক নাহলে নদীতে ভাসুক!
রাতে অরু তাদের কাজিন মেসেঞ্জার গ্রুপে ঢুকেছে। অলরেডি অয়ন এবং ইব্রাহিম চ্যাট করছে। তাদের আলাপ-আলোচনার মধ্যে অরু কয়েকবার বা'হাত ঢুকিয়েছে। উল্টাপাল্টা বকবক করে শান্তশিষ্ট পরিবেশ নষ্ট করে ফেলেছে। ইব্রাহিম তন্ময়কে মেনশন মেরে বলল, 'তোর আপদ নিয়ে যা।'
অরু রেগে গ্রুপ থেকে চলে এলো।সকলের কাছে সে বিরক্তিকর বুঝি? মনে অশান্তি নিয়ে শুয়ে পড়লো। নরম তুলতুলে বালিশে মুখ গুঁজে ভাবনায় বিভোর। দুনিয়ার সবকিছু চিন্তাভাবনা করে, তন্ময়কে নিয়ে ভাবতে বসলো। মগজে তন্ময় আসতেই,
একটি ঘটনা মনে পড়লো তার। ঘটনা বেশ পুরনো।
অরু তখন ক্লাস এইট সবে। তার দুরন্তপনায় শাহজাহান বাড়ি হাস্যজ্বল। সে আর দীপ্ত বাড়ির আনাচকানাচে খেলে বেড়াতো। তন্ময় তখন পড়াশোনা করছে। গম্ভীর্য ভাব নেই। শান্ত প্রকৃতির। একদিন কানাঘুঁষা করে প্রসঙ্গ উঠলো, তন্ময় প্রেম করে। তার গার্লফ্রেন্ড আছে। সুন্দরী গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডের বাবা খাদ্যমন্ত্রী কামরুল। ব্যস, ঝরের বেগে সকলের কানে চলে এলো বিষয়টি। এমনকি অরুর কানেও। বন্ধুবান্ধবদের বাহাবাহা শুনছে,
'তন্ময় ভাইয়ের জন্য ওইটা পারফেক্ট মেয়ে। এমন হাইয়ার ক্লাস মেয়েই, তন্ময় ভাইয়ের পাশে থাকার যোগ্য। দুজনকে পারফেক্ট মানাবে৷'
বন্ধুবান্ধবদের কথাবার্তা শুনে অরুও উদ্ধিগ্ন হয়ে উঠলো। উত্তেজিত কন্ঠে, রাতে ড্রয়িংরুমে সকলের সামনে বলে ফেললো, 'খাদ্যমন্ত্রীর সাথেই তন্ময় ভাইয়ের বিয়ে দাও চাচ্চু। আমি ভাবি চাই।'
মোস্তফা সাহেব কেশে উঠলেন। তাদের একেকজনের কাশাকাশির মানে বুঝতে পারলো না অরু। সে চারপাশে তাকিয়ে তন্ময়কে দেখতে পেল।শান্তশিষ্ট তন্ময় রেগেমেগে অস্থির তখন। অরু উত্তেজনায় তন্ময়ের রাগ উপলব্ধি করতে পারল না। আপাতত সে বিবেকহীন মানুষে রুপান্তরিত হয়েছে। তন্ময়ের হাত ধরে বলল,'ভাইয়া খাদ্যমন্ত্রীকেই ভাবি হিসেবে... '
সম্পুর্ন বাক্য শেষ হওয়ার পূর্বেই অরুর গালে শক্ত একটা চড় পড়ল। এতটাই জোরে পড়েছে যে সে নড়ে গেল৷ মেরে তন্ময় না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। মাইর খেয়ে অরু বিষম খেয়েছে যেন। এর আগে তন্ময় তাকে কক্ষনো মারেনি। আদরে বাদর বানানো তার তন্ময় ভাইয়া, তাকে মারল? অরু কান্নাকাটি করে অস্থির। তাকে কেউ শান্ত করতে পারছেনা। এমনকি মোস্তফা সাহেবও নন।আনোয়ার সাহেব মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন। নরম সুরে বললেন,'আম্মা খাদ্যমন্ত্রী তো পুরুষ। ভাবি কেম্নে করবে তারে।'
আনোয়ার সাহেবের কথা শোনার মতো মনমানসিকতা অরুর নেই। খাদ্যমন্ত্রী তার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। এখন শুধু তন্ময়ের চড়ের কথা মনে আছে৷ চড় খেয়ে অরুর রাতে একশো এক ডিগ্রি জ্বর এসে পড়লো। জ্বর কাবু করে ফেলেছে তাকে। মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গিয়েছে। ডাক্তার ডাকা হয়েছে। অরুকে দেখেশুনে ঔষধ দিয়ে গিয়েছেন। জ্বরে আক্রান্ত অরুকে বেশ রাত করে তন্ময় দেখতে এসেছে। অরু তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তন্ময়কে দেখে দূরে সরে গেল। এক থাপ্পড় খেয়ে এতটাই ভয় পেয়েছে যে তন্ময়কে কাছে আসতে দেখেই একশো হাত দূরে চলে যাচ্ছে।
অস্থির তন্ময় অরুকে ঘন্টাখানেক লাগিয়ে মানিয়েছে, বুঝিয়েছে। অরুর কান্নাকাটি থামাতে সে আদর স্বরুপ কপালে চুমুও খেয়েছে। অরুর কান্নাকাটি থেমেছে। চড়ের কথা ভুলে আবারো একটি চড় খাওয়ার উদ্দেশ্যে বলল,'বলেন তাহলে আপনি খাদ্যমন্ত্রীকে বিয়ে করবেন?'
তন্ময়ের নাক ফুসছে। সে নিজেকে সামলে রাগী স্বরে বলেছিল, 'তুই খাদ্যমন্ত্রী কামরুল। আর আমি তোকে বিয়ে করব। ঠিকাছে?'
তখন বিষয়টি বুঝতে পারেনি অরু। শুধু তন্ময়ের রাগী স্বর বুঝেছে এবং কেঁদেছে। তবে এখন,
বালিশে মাথা গুঁজে থাকা অরু শব্দ করে হাসছে। এসব মনে করলে যেমন হাসি পায়, তেমনি সে লজ্জায় হতভম্ব হয়ে পড়ে। অরু আন্দাজ করলো, সে ছোট থেকেই তন্ময়কে জ্বালিয়ে আসছে। এক মিনিট শান্তি দেয়নি লোকটাকে। এতগুলো বছর তাকে সামলানো কম কথা নয়! অরুর আজ সত্যিই তন্ময়ের উপর মায়া হচ্ছে।
________
মায়া টুকু বেশিক্ষণ রইলো না। বৃহস্পতিবার সকাল সকাল অরু সেজেগুজে তৈরি হয়েছে। আজ সে টকটকে লাল কামিজ পরেছে। লাল কামিজের সঙ্গে মিলিয়ে লাল নাগরাজ জুতো পরেছে। লাল চুড়ি দু'হাতে পরেছে। নুপুর ও লাল রঙের পরেছে। তার এই মাথা থেকে পা অবদি লাল সাজার কারণ তন্ময়। তন্ময়ের লাল রঙ একদম পছন্দ নয়। লাল রঙ দেখলেই তন্ময়ের ভুরু দুটোর মাঝখানে সূক্ষ্ম ভাজ পড়ে। আজ সেই ভাজকে তাজ করতে অরুর এই সাজ।
সিঁড়ি বেয়ে নামতে থাকা অরুকে দেখে, খাবার টেবিলে বসে থাকা সকলেই আহাম্মকের মতো তাকিয়ে রইলো। সাতসকাল বেলা এমন সেজেগুজে খেতে আসার কারণ কি আদৌও আছে?
আশ্চর্যজনক ভাবে সেসময় তন্ময় গ্লাসে মুখ দিয়েছে। কিছুটা পানি কেবলই মুখে নিয়েছিল। অরুকে দেখে, গলায় পানি নিয়েই কেশে উঠেছে। কাশতে কাশতে কপালের মধ্যস্থান কুঁচকে গিয়েছে।পাশে বসা আকাশ পিঠ থাপড়ে বলল,'ঠিকাছস?'
'হু।'
অরু হাসিমুখে আনোয়ার সাহেবের পাশে এসে বসেছে। সুমিতা বেগম মাথা দু'পাশে অতিষ্ঠ ভঙ্গিতে নাড়ালেন। মেয়েটার করা কার্যকলাপ আজকাল তার সুবিধের মনে হয়না। কি হয়েছে কে জানে! কীসব উদ্ভট আচরণ করে চলেছে। একদন্ড শান্তিতে থাকেনা। এই মেয়েটার মধ্যে শান্তি বলতে কিচ্ছু নেই।
আজ ব্রেকফাস্ট প্লেটে দিতে কলি সাহায্য করছে৷ জবেদা বেগম না করেছেন। কিন্তু কলি শুনল না। তন্ময়ের সামনে এসে দাঁড়িয়েছে কেবলই। খাবার প্লেটে উঠিয়ে দিবে৷ তন্ময় হাত দেখিয়ে বলল,'আমি পরোটা নিব না।'
জবেদা বেগম বললেন,'দিস না ওরে। ও সকালে পরোটা খায়না।'
'তাহলে কি খাবে?'
'ব্রেড। তুই বোস। যে যার খাবার নিয়ে নিবে।'
'আমি সাহায্য করি?'
তন্ময়কে মারাত্মক বিরক্ত দেখাল। জবেদা বেগম দ্রুত কলির হাত ধরে সরিয়ে নিলেন। নাহলে দেখা যাবে চেঁচিয়ে উঠেছে। কলি অবুঝের মতো চেয়ারে বসে রইলো। কি হলো? সে উত্তরের আশায় জবেদা বেগমের দিক তাকালেন। জবেদা বেগম বললেন,'খেয়ে উঠ।'
অরু মুখ ভেঙিয়ে খেয়ে চলেছে। চোখ উঠিয়ে তাকাচ্ছে না। চোখ উঠিয়ে তাকাবে কেন? এগুলো দেখতে তার একদম ভালো লাগে না। মেয়েটাকে দেখলেই তার বিরক্ত লাগে। সে খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ। তবে দিন বা দিন তার মন বিষাক্ত হয়ে উঠছে। এই কলি নামের মেয়েকে সে একইভাবে অপছন্দ করে যেমনটা সে সুমনাকে করে। এখন থেকে অরু সেসব মেয়েদের অপছন্দ করবে যারা তন্ময়ের উপর কুদৃষ্টি নিক্ষেপ করে।
ব্রেকফাস্ট শেষ করে তন্ময় রোজকার মতো সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েনি। দাঁড়িয়ে রইলো। অরু তার সামনে দিয়ে ঘুরছে ফিরছে। গুনগুন করে গান গাইছে। মোস্তফা সাহেব যেতে নিয়ে ছেলের দিক তাকালেন,'আসবে না?'
'কি? ওহ্, হ্যাঁ।'
বিকেল দিকে অরু ছাঁদে উঠে এসেছে। তার সঙ্গে দীপ্ত। পরিক্ষা শেষ করে তারা আজাদ পাখি হয়ে গিয়েছে। ঘুরছে-ফিরছে! পড়াশোনার কোনো চিন্তা নেই। দীপ্ত বলল,'আমাদের এসময় ঘুরাফেরা দরকার না?'
'হু।কোথায় যাওয়া যায়?'
'শহরের বাইরে? আমার ঘুরতে ইচ্ছে করছে।'
'তো বল গিয়ে চাচ্চুকে।'
'আমাকে বাবা বকবে।তুমি বলো না।'
'আমাকে কি চুমু দিবে?'
'হু। তুমি তন্ময় ভাইকে বলবে প্লিজ?'
'অ্যাহ!মানুষ খুঁজে পাস না?'
'ভাইয়াকে বলেই দেখ তো।'
'পারবো না। আমি আকাশ ভাইয়াকে বলব।'
'এটাও করতে পারো। ভাইয়া রাজি হবে মনে হয়।'
দীপ্ত এবং অরু স্বপ্নের ঘোরে, সময় নিয়ে ক্যাচাল করছে। মুফতি বেগমের ডাকে দীপ্তকে চলে যেতে হলো। অরু একাই দাঁড়িয়ে রইলো। ধীরেসুস্থে সূর্য ডুবে গিয়েছে। সন্ধ্যা হয়ে এসেছে। মাগরিবের আজান দিয়েছে। এক মনে নিচে তাকিয়ে অরু। চোখের সামনে দিয়ে একটি রিকশা গিয়েছে মাত্র। রিকশায় একজোড়া কপোত-কপোতী দেখেছে। কি সুন্দর জড়িয়ে বসে দুজন। কানেকানে আলাপ করছে। শব্দ করে হাসছে হয়তো। খুব মধুর দেখালো ব্যাপারটা।
ঠান্ডা শরীর এবং মন নিয়ে অরুর ও ইচ্ছে করছে এভাবে, রিকশায় ঘুরতে। তন্ময়ের সাথে! তন্ময়ের কথা মগজে আসতেই দীর্ঘনিশ্বাস ফেললো। আদৌও কখনো কি তন্ময়কে শিকার করাতে পারবে সেদিন রাতের কথাগুলো স্ব-জ্ঞানে? প্রথম প্রথম অরুর নিজের উপর বিশ্বাস ছিল। সে পারবে যেভাবেই হোক! তবে এখন তার কনফিডেন্সে আঁধার ছেয়ে গিয়েছে। তন্ময়ের ধৈর্য্য কোনো মানুষের কাতারে পড়ে না। লোকটার আকাশ সমান ধৈর্য্য। এতো ধৈর্য কোথা থেকে পেয়েছে? অরু এতটা বিরক্ত করে, তবুও রাগ বা জেদের বসে কিছু বলেনা। চুপচাপ শুনে যায়, দেখে যায়। ঠিক কিসের অপেক্ষা করছে? অরুর বিয়ের?
হঠাৎ শব্দ শুনলো পেছন থেকে। ফিরে তাকাল। কলি এসেছে! অরু পুনরায় সামনে ফিরে তাকাল। কলি পাশে এসে দাঁড়িয়েছে। তার নজর অরুতে সীমাবদ্ধ। অরু হেসে উদাসীন ভঙ্গিতে শুধালো, 'কিছু বলবে আপু?'
'অনেক কিছু।'
'আচ্ছা।'
অরু মনোযোগ দেবার ভঙ্গিতে তাকাল। যেন শুনবে কলির কি বলার আছে। কলি কিছুক্ষণ চুপ করে থাকলো। ভেবেচিন্তে বলল,'তুমি আমার তিন বছরের ছোটো। তোমার বয়স আমি পেরিয়ে এসেছি অরু। তাই তোমাকে বুঝতে আমার কাঠখড় পোহাতে হয়না।'
অরুর হাসির রেখা বড়ো হলো, 'তাই? কি বুঝলেন আমাকে দেখেশুনে।'
'এইযে তুমি তন্ময় ভাইয়ের পেছনে পড়ে আছ! আমি বুঝতে পারছি এটা তোমার বয়সের দোষ। এই বয়সে এমন করা স্বাভাবিক। তবে সবাইকে তো আর পছন্দ করা যায়না, তাই না? সে তোমার বড়ো তারউপর ভাইয়া হয়। এমন করতে বিবেকে বাঁধেনা?'
'না। বাঁধেনা।'
অরুর স্পষ্ট জবাবে কলি থমকে গেল। মুহুর্তেই তার ভদ্রতা বজায় রাখা, ঠোঁটের হাসি টুকু বিলুপ্ত হয়ে গেল। কলির মুখশ্রী দেখে অরুর শব্দ করে হাসতে ইচ্ছে করলো। মনে মনে তন্ময়কে ইচ্ছেমতো বকলো। এতসব মাছি জড়ো করেছে নিজের আশেপাশে যে সেগুলো এখন তাকেও রেহাই দেয়না। অসহ্য!
কলি কিছুক্ষণ তাকিয়ে রইলো। দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলো,'তুমি সেদিন আমার মায়ের থেকে শুনেছ তো, আমার আর তন্ময় ভাইয়ের বিয়ের বিষয়টা? তারপরও কিভাবে এমন করতে পারছ?'
'আমাদের বাড়ির কেউ এখনো রাজি হয়নি। যেদিন আমাদের বাড়ির মানুষ এবিষয়ে বলবে, আমি মেনে নিব। তার আগে নয়!'
'খুব পারসোনাল ভাবে আছে বিষয়টা। খুব শীগ্রই শুনতে পাবে।'
'আমি অপেক্ষায়।'
কলি ভুরু জোড়া কুঁচকে মুখ ফিরিয়ে চলে গেল। অরু দাঁড়িয়ে। এতক্ষণ হাসিমুখে থাকলেও কলি চলে যেতেই তার চোখমুখে আঁধার নেমে এলো। বিষন্ন মনে দোলনায় বসে পড়লো। হাড় কাঁপানো ঠান্ডা যেন শরীরে লাগছে না। কয়েকবার হাঁচি দিলো। শরীর ঠান্ডা হয়ে গেল তবুও নড়চড় নেই তার।
______________
অয়ন মোরের দোকানে বসে। চা খাচ্ছে এবং কথাবার্তা বলছে বন্ধুবান্ধবদের সঙ্গে। শাবিহার রিকশা মোরের কাছাকাছি প্রায়। এখান থেকেই সে অয়নকে দেখতে পারছে। হাফপ্যান্ট, টিশার্ট পরে দাঁড়িয়ে। ছেলেদের হাফপ্যান্টে খুব মানায়। এক আলাদা সৌন্দর্য ফোটে উঠে। ভীষণ পুরুষালি দেখায়। অয়নকেও লাগছে। হাত নাড়িয়ে কিছু একটা নিয়ে খুব সিরিয়াস ভঙ্গিতে কথা বলছে ছেলেটা। চায়ের কাপ হাতে নেবার ভঙ্গিটা মারাত্মক। শাবিহা তাকিয়ে রইলো ধ্যান মেরে। কথার ফাঁকে অয়ন তাকিয়ে নজর ফিরিয়ে আবারো তাকাল। চোখাচোখি হয়ে গেল। শাবিহা দ্রুত নজর ঘুরিয়ে নিলো। অয়ন চায়ের কাপ রেখে এগিয়ে আসলো। খুব সাবলীল ভঙ্গিতে পেছন পকেট থেকে মানিব্যাগ বের করলো। রিকশা ভাড়া দিয়ে দিলো। শাবিহা চোখ পিটপিট করে তাকিয়ে।
অয়ন একটি সাধারণ জিনিস করেছে। সেটা হলো, শাবিহার রিকশা ভাড়া দিয়েছে। এই সাধারণ বিষয়টি এতটা অসাধারণ কেন লাগছে শাবিহার চোখে? এতটাই অসাধারণ লেগেছে যে তার বুক দুরুদুরু কাঁপছে। রিকশা সামনে থেকে যেতেই অয়ন হেসে বলল, 'আমি মাত্রই ফিরেছি।'
'হু।'
মানিব্যাগ পকেটে ভরে অয়ন অন্য পকেটে কিছু একটা খুঁজছে। সেটা পেয়ে শাবিহার দিক এগিয়ে দিলো, 'তোমার জন্য!'
'কি?'
'হাত বাড়াও দেখতে চাইলে।'
শাবিহা চারপাশে তাকিয়ে হাত বাড়ালো। অয়ন একটি লোকেট ছাড়ল। সাদা রঙের খুব সুন্দর একটি লোকেট। জ্বলজ্বল করছে। মধ্যের লাভ শ্যাপ খুলতেই, অয়নের একটা ছোট ছবি দেখল। খুব ছোট ছবি। অয়ন হেসে তাকিয়ে। সে ভার্সিটির কোড ড্রেস পরে আছে। অয়ন বলল,'পছন্দ হয়েছে? আমাকে মনে পড়লেই দেখে নেবে এটা। আর আমি সেইম এমন একটা আমার জন্য চাই তোমার থেকে। আমার সামনের জন্মদিনে। দিবে তো?'
শাবিহা হেসে তাকিয়ে রইলো। জবাব দিলো না। ছেলেটা আসলেই পাগল!
.
.
.
চলবে...............................