প্রেয়সীর হৃদয় ব্যাকুল - পর্ব ৪০ - নাবিলা ইষ্ক - ধারাবাহিক গল্প


ড্রয়িংরুমে তাড়াহুড়ো পায়ে দৌড়াচ্ছে অরু। একবার সুমিতা বেগমের পেছনে লোকাচ্ছে তো আরেকবার জয়া বেগমের পেছনে, নাহলে মুফতি বেগমের পেছনে। তন্ময় টিশার্ট টাউজার পরে সিঁড়ি বেয়ে নামছে। খুব ধীরেসুস্থে আসছে। তার ডান হাতে নেইলকাটার। শব্দ করছে কাটার দিয়ে। অরু পুনরায় ভনভন করে উঠলো মাছিদের মতো। হট্টগোলের কারণে আনোয়ার সাহেবও উপস্থিত হলেন। আজ সকলেই বাড়িতে। তাই এই বেসামাল দৃশ্য একপ্রকার সকলের সামনে অনিচ্ছাকৃত ভাবে চলে এসেছে। জয়া বেগম বিচলিত অরুকে শক্ত করে ধরলেন। শুধালেন, 'হয়েছে কী!'

অরু জবাব দেবার পূর্বেই তার সামনে তন্ময় চলে এসেছে। দৌড়ে আনোয়ার সাহেবের পেছনে চলে গেল অরু!গম্ভীর স্বরে তন্ময় ডাকল, 'এদিকে আয়।'
'না!'

আনোয়ার সাহেব হাসছেন বাড়ির বাচ্চাদের বাচ্চামিতে। হেসে কারণ জানতে চাইলেন। ঠিক হয়েছে কী! দীপ্ত শব্দ করে হেসে বলল, 'চাচ্চু আজ অরু আপুর নখ কাটা হবে।'

অরুর বা'হাতের হাতের নখ সামান্য বড়ো। খুবই সামান্য। সাদা ফকফকে নখ। অরু প্রত্যেকদিন পরিষ্কার করে রাখে। নেইলপালিশ দিলে দেখতে সুন্দর লাগে কি-না। আশ্চর্যের ব্যাপার হলো, সেই নখের কারণে আজ তন্ময়ের ঘাড় জ্বলছে। আসলে তখন তন্ময়ের বাহুতে অরু কৈ-মাছের মতো ছোটাছুটি করতে গিয়ে ঘাড়ে খোঁচা দিয়ে ফেলেছে। তৎক্ষণাৎ যায়গাটা লালচে হয়ে গেল। তন্ময় তখনই নেইল-কাটার হাতে নিয়েছে। অরুর নখ কাটবে। অরু দিবেনা কাটতে। 

আনোয়ার সাহেব সরে যেতেই, তন্ময় এসে হাত চেপে ধরেছে অরুর। তাকে সোফায় বসিয়ে সে পাশে বসল। জয়া বেগম হেসে দুপাশে মাথা দোলালেন। পরপর রান্নাঘরে চলে গেলেন। বাকিরাও আর থাকল না। দীপ্ত সামনে বসে রইলো। টানটান উত্তেজনা নিয়ে গভীর ধ্যানমগ্ন হলো তাদের দেখায়। অরু তখনো চোখমুখ অন্ধকার করে আছে। তন্ময় টানটান করে অরুর আঙুল টেনে ধরেছে। নড়চড় লক্ষ্য করে ধমকে উঠলো, 'নড়বি না। চুপচাপ বোস।'

অরু ভীষণ ব্যস্ত তন্ময়কে দেখল। নিচুস্তর গলায় মিনমিনে সুরে বলল, 'ধরাধরি করেছে কেন! এখন সব দোষ আমার নখের!'

তন্ময় যেমন কিছুটা আন্দাজ করে নিয়েছে। সে চোখ তুলে তাকালো। অরু চুপসে গেল। তন্ময় খুব ছোট স্বরে বলল, 'কামড় দিলে সমস্যা নেই। দাঁত কা'টব না।'

এরপর আর অরু নড়চড় করল না। থমকে বসে থাকলো। তন্ময় আরামসে নখ গুলো কে*টে চলে গেল। 
____________
উত্তরায় একটি নতুন কোম্পানি খোলা হয়েছিল পাঁচ মাস পূর্বে। নতুন কোম্পানি! নামডাক তখনো উঠেনি। প্রচন্ডভাবে শেয়ারহোল্ডারের প্রয়োজন ছিলো। অনেককেই ডাকা হলো। অনেক নামকরা বিজনেস ম্যান হাজির হলো। তবে শেয়ারের দাম বেশি। এতো দামে শেয়ার কিনবে না জানালো! দিশেহারা কোম্পানির একেকজন মালিক বাধ্যতামূলক শেয়ারের দাম কমিয়েছেন। অয়ন সেসময় নিজের সর্বোচ্চ টাকা দিয়ে শেয়ার কিনে রেখেছে। আটচল্লিশ লাখ টাকার শেয়ার একাই কিনে, কোম্পানির সবথেকে শেয়ারহোল্ডারের খেতাব অর্জন করে নিল। অনেক বিজনেসম্যান তাকে বাচ্চা, নির্বোধ, মুর্খ বলেছিল! টাকাগুলো নির্ঘাত জলে যাবে বলে বেট লেগেছে একেকজন। তবে আশ্চর্যজনক ভাবে, নতুন কোম্পানি তখন তেমন সাড়া না পেলেও, দু-মাসের মাথায় সাড়া পেতে লাগলো। জমিনে পড়ে থাকা থেকে উঠে দাঁড়ালো। পাঁচ মাসের মাথায় কোম্পানির শেয়ারের দাম হুড়মুড়িয়ে বেড়ে গেল। এখন অয়নের আটচল্লিশ লাখ টাকার শেয়ারের দাম উঠেছে, তিন কোটি প্রায়! ব্যাপারটা মাত্রই জেনেছেন অয়নের বাবা সৈকত সাহেব। সেক্রেটারি শারমিন মাত্রই নিউজপেপার দেখিয়েছেন তাকে। নিউজপেপারে বিজনেস রিলেটেড পৃষ্ঠায় ছেলের ছবিসহ হেডলাইন দেখে আহাম্মক হয়ে গেলেন। ছ'মাস পূর্বে অয়ন হিউজ পরিমাণে টাকা নিয়েছে তার থেকে। বলেছে অফিস খুলবে। নিজের! সৈকত সাহেব রেগে যান। ছেলেকে প্রত্যাখ্যান করেন। কিন্তু ছেলে কথা শুনবে না। ওয়াদা দেয়, সে পাঁচগুণ বাড়িয়ে টাকা ফেরত দিবে। বিশ্বাস করেননি সৈকত সাহেব। তবুও বাধ্য হয়ে চল্লিশ লাখ টাকা দেন ছেলেকে। এদিকে সেক্রেটারী শারমিনের চাহনিতে বিষ্ময় ফুটে! সে অবিশ্বাস্য কন্ঠে বলল, 'স্যার আপনি জানতেন না? তারমানে কী ছোট স্যারের একার চিন্তাভাবনা এগুলো? সে কীভাবে এতো টাকা ইনভেস্ট করার মতো সাহস পেলো? চল্লিশ লাখ টাকা! যা এখন দু কোটি! বিশ্বাস করতে পারছি না এখনো!'

সৈকত সাহেব শুকনো ঠোঁট জোড়া জিহ্বা দ্বারা ভিজালেন। তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না। ব্যস্ত পায়ে উঠে দাঁড়ালেন। তার আজকের মিটিং গুলো, হোল্ডিং রাখতে বলে বেড়িয়ে পড়লেন। মাঝরাস্তায় ছেলেকে কয়েক কল করলেন। বন্ধ ফোন! বাড়ির সামনাসামনি পৌঁছাতেই অয়নের ফোন থেকে কল ব্যাক এলো। এবং সৈকত সাহেবকে বলতে না দিয়ে সে বলল, 'বাবা৷ তুমি অফিসে নেই কেন!'
'তুই কোথায়? অফিসে নেই আমি। বাড়ির সামনে।' 
'তোমার সাথে কথা আছে। আসছি আমি। থাকো।'

সৈকত সাহেব নরম সুরে বলতে চাইলেন 'আয় বাবা।' বলতে পারলেন না। ছেলে কল কেটে দিয়েছে। তবুও রাগলেন না। আজ তিনি ছেলেকে নিয়ে গর্ববোধ করছেন। উচ্ছ্বসিত মনে বাড়িতে ঢুকলেন। স্ত্রী নেই! খোঁজ করলেন না স্ত্রীর। সে আরাম করে সোফায় বসে থাকলেন। ছেলের সাথে বিজনেস রিলেটেড কথাবার্তা বলবেন। সেখানে স্ত্রী না থাকলেও চলবে। অয়ন হাওয়ার বেগে এসেছে। পাঁচ মিনিট লাগেনি। তারমানে কতটা সাংঘাতিক মাত্রায় বাইক চালিয়ে এসেছে এই ছেলে, তা বোঝার জন্য আলাদা আর ব্রেইন ব্যবহার করতে হবে না। আরাম ভাব ছেড়ে নড়েচড়ে বসলেন সোজা হয়ে। অয়ন বাবার সামনে বসেছে। ঘেমে-নেয়ে একাকার সে। অস্থির ভঙ্গিতে কয়েকবার হাত ঘড়িতে চোখ বোলালো। সৈকত সাহেব মুগ্ধ নয়নে ছেলেকে দেখে মিষ্টি করে হাসলেন। আজ তিনি ছেলের ক্ষমতা সম্পর্কে জেনেছেন। এই ছেলেই তার বিজনেস উঁচু করে রাখবে। বুক ভরে শ্বাস নিয়ে মুখ খুললেন। কিছু একটা বলতে চাইলেন, পূর্বেই অয়ন উতলা সুরে বলে উঠল, 'বাবা আমি একজনকে পছন্দ করি!'

সৈকত সাহেবের প্রসস্থ হাসির রেখা স্তব্ধ খেয়ে গেল। কয়েকবার পাপড়ি ঝাপটালেন। মুখ খুলবেন পূর্বেই অয়ন বলল, 'আজ তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমি সেটা হতে দিব না। তুমি এক্ষুনি গিয়ে আমার জন্য তার হাত চাইবে।'

সৈকত সাহেবের থমকে যাওয়া হাসি এবার বিলুপ্ত হওয়ার পথে। তিনি অবিশ্বাস্য নয়নে আবারো মুখ খুলতে চাইলেন, পূর্বেই অয়ন বলে দিলো, 'আমি শাবিহাকে বিয়ে করতে চাই বাবা।'
'ত..তুমি.. কী! শাবিহা? কোন শাবিহা!'
'পাশের বাড়ির।'

সৈকত সাহেব আঁতকে উঠলেন। আর এক সেকেন্ডও বিলম্ব না করে বুক চেপে ধরলেন। তার শ্বাস আটকে এসেছে। এতগুলো আনইনভাইটেড অপ্রত্যাশিত তথ্য হজম করতে পারলেন না।
___________
সময় যেন পানির গতিতে চলে যায়। চোখের পলকে দুপুর গড়িয়ে বিকেলে ঠেকেছে প্রকৃতি। সোনালী আলোয় আলোকিত চারপাশ। শাবিহাকে তৈরি হতে বলে গিয়েছিলেন জবেদা বেগম। সুন্দর করে শাড়ি পরতে বলেছিলেন মুলত। রান্নাঘরের কাজ শেষ করে এসে দেখছেন, মেয়ে তার এখনো ফ্লোরে বসে আছে। ঠিক যেভাবে দেখে গিয়েছেন। ভুরু জোড়া কুঁচকে বললেন, 'কি রে! তৈরি হচ্ছিস না কেন!'

শাবিহার জবাব নেই। সে একই ভঙ্গিতে বসে। জবেদা বেগম দু'পাশে মাথা নাড়ালেন অতিষ্ঠ ভঙ্গিতে। জোর গলায় ডাকলেন, 'অরু, রুবি! কই তোরা!'

অরু আর রুবি একত্রেই রয়েছে। দুজন আড়াল হয়ে আছে৷ কেউই শাবিহাকে তৈরি করতে যেতে চাইছে না। অরু তো কেঁদে নাক লাল কাপ ফেলেছে। রুবি ব্যস্ত পায়ে রুমে হাঁটাচলা করছে। সে জানত না, শাবিহা অয়নের বিষয়টা। সবে জেনেছে। জেনে অবাক হয়েছে ভীষণ। শাবিহাকে ভালোভাবে জানে এবং চেনে। এমন মেয়ে নিজের থেকে ছোট এক ছেলেকে মন দিয়ে বসবে, কেইবা ভাবতে পেরেছিল!   
দুএকবার মুখ খুলেছে কিছু বলতে! অবশেষে কিছুই বলতে পারল না। চুপচাপ দেখা ছাড়া কিছুই করার নেই। শাবিহাকে অয়নের সঙ্গে ভেগে যেতে বলত! তবে সেই ডিসিশন কতটাই ভালো হত? সে-তো তেমন তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা জানে না৷ নাক কুঁচকে রুবি বলল,'কান্না ওফ কর। বড়ো মা ডাকছে। চল...'
'শাবিহা আপু কান্না করছে!'
'করুক।'
'আমার তার কান্না সহ্য হচ্ছেনা!'
'সহ্য না হলে কান আর চোখ বন্ধ করে চল।'

অরু বিষন্ন অনুভব করলো। কেউ তাকে সিরিয়াসলি নিচ্ছে না৷ হুয়াই! এইযে অরু কষ্টে রসমালাই খেতে পারছে না। বাড়ির আনাচকানাচ রসমালাইয়ের ঘ্রাণে ম-ম করছে। অথচ কষ্টের কারণে একটা পিস মুখে পুড়তে পারেনি এখন অবদি। সেই কষ্টে কান্নার মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। জবেদা বেগমের তৃতীয় ডাকে দুজনকে একপ্রকার বাধ্য মেয়েদের মতো যেতে হলো। তাদের ধমকের সুরে আদেশ করলেন জবেদা বেগম, 'সুন্দর ভাবে তৈরি করে দে মেয়েটাকে। চলে আসবে তো লোকজন। তাড়াতাড়ি কর!'

মাথা দোলাল রুবি। অরু বিক্ষিপ্ত মনে শাবিহার পাশে বসেছে। শাবিহার এঅবস্থা কী দেখছে না বড়ো মা? নাকি সে চোখেই দেখে না। জবেদা বেগমের উপর চরম বিরক্ত অরু! আচ্ছা, সে কী একটা কল দিবে অয়নকে? বলবে কি খুলে সবকিছু? এইযে শাবিহা সকাল থেকে কিচ্ছুটি খেলো না। আড়াল হয়ে কাঁদল। কার জন্য? অবশ্যই অয়নের জন্য! এখন সেই অয়নকে জানাতে হবে না বুঝি? অরু মনে মনে ঠাঁই করে নিল, আজ সে অয়নকে কল করবে। কিছুক্ষণ পরেই করবে। অয়নকে খুব করে বলবে কিছু করতে। 

শাবিহা উঠে দাঁড়িয়েছে। চুলগুলো কোনোরকমে হাতে পেঁচিয়ে নিল। পা বাড়ালো ওয়াশরুমের দিক। ফ্রেশ হয়ে এসে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। রুবি চিরুনি নিয়ে ধীরে শাবিহার চুল আঁচড়ে দিতে সাহায্য করছে। অরু হাতে পেটিকোট আর ব্লাউজ নিয়ে দাঁড়িয়ে। ব্লাউজ কাজ করা! খুব সুন্দর কারচুপির কাজ। এটা জবেদা বেগমের নিজের শাড়ি। মেয়েকে এটাই পরতে বলেছেন। অরু ব্লাউজ খানা নিজে পরতে নিয়ে থেমে গেল। এমতাবস্থায় রুমের সামনে হাজির হয়েছেন জবেদা বেগম এবং লতা বেগম। লতা বেগম মুলত শাবিহাকে দেখতে এসেছেন। শাড়িটা তিনিই পরিয়ে দিবেন জানালেন। শাবিহা অস্বস্তি অনুভব করলো। লতা বেগমের পানে বেশ করে তাকাল। বুকের ভেতরটা দুরুদুরু কাঁপছে। কাছ থেকে দেখতে পাওয়া অয়নের চেহারার সঙ্গে ভদ্রমহিলার কী মিল! লতা বেগম এসে শাবিহার মুখ উঁচু করে ধরলেন।'দেখি.. দেখি... মাশাল্লাহ। কি মিষ্টি। পাত্রপক্ষ এক দেখায় পাগল হয়ে যাবে নির্ঘাত।'

শাবিহার ভীষণ লজ্জা লাগলো। সে চুপচাপ লতা বেগমের ইশারায় দুলল। শাড়ি পরিয়ে ভালোভাবে তাকে দেখল লতা বেগম। ভারী মিষ্টি দেখাচ্ছে। চোখ ফেরানো দায়। শাবিহার বিচলিত আচরণ দেখে অরু লতা বেগমকে টেনে বিছানায় বসালো। খুব ইনিয়েবিনিয়ে প্রশ্ন করলো, 'অয়ন ভাইয়া কই?'

লতা বেগম অশান্ত সুরে বললেন, 'ছেলেটার যে কি হলো হুট করে! রাত থেকে কেমন করছে! খাচ্ছে না, ঘুমোচ্ছে না! সামনে অনার্সের ফাইনাল। অথচ সে কী যেন নিয়ে মহা ব্যস্ত। ওর সবকিছু আমার মাথার উপর দিয়ে যায় বাবা!'

অরু পিটপিট নয়নে শাবিহার দিক তাকাচ্ছে। দেখল শাবিহা মন দিয়ে শুনছে। দুষ্টু হেসে সে শুধালো, 'অয়ন ভাইয়াকে বিয়ে দিবেন না আন্টি?'
'দিব তো। আমার তো একটামাত্র সন্তান। বিয়ে দিয়ে দিলে দুটো হবে৷ ভাবছি বিয়েটা দিয়ে বাড়িতে একটা মেয়ে নিয়ে আসব যত দ্রুত সম্ভব। আমার আর একাএকা পড়ে থাকতে ভালো লাগে না।'

অরু উত্তেজিত হয়ে পড়লো। কন্ঠ তটস্থ করে বলল, 'হ্যাঁ বিয়েটা দিয়ে দিন। আশেপাশে চোখ বুলিয়ে দেখুন ভালো মেয়ে আছে। একদম ফুলপরী।'

ভাবুক হয়ে পড়লেন লতা বেগম। ভেবে বসলেন অরু নিজেকে ইঙ্গিত করে বলছে। তিনি বললেন, 'তোর তো বিয়ে হয়ে গেছে অরু!'

অরু স্তব্ধ, বিমুঢ়! আশ্চর্য! সে কী নিজের কথা বলেছে নাকি! লজ্জায় হতভম্ব অরু চুপসে গেল। লতা বেগম উৎসুকভাবে বললেন, 'তন্ময় কোথায়?'
'ভাইয়া ঘরে।'
'এই ভাইয়া কীসের! ভাইয়া ডাকবি না। তন্ময় বলে ডাকবি। দেখি ডেকে দেখা! এখান থেকে ডেকে
 উঠ। ছেলেটা আসুক, কতদিন ধরে দেখিনা।'
'পারব না।'

রুবি হঠাৎ করে দুষ্টু বনে গিয়েছে। সে হুলস্থুল হয়ে লতা বেগমের সাথী হয়েছে। দুজন মিলে অরুকে হেনস্তা করতে শুরু করলো। বাধ্যতামূলক ডাকতে হবেই হবে, বলে চলেছে! বড়দের সামনে অরু ভীষণ বিষন্ন হয়ে পড়লো। ছোট ছোট পায়ে দরজার সামনে দাঁড়াল। নরম ছোট সুরে ডাকল, 'তন্ময় ভাইয়া!'

সঙ্গে সঙ্গে রুবি অরুর মাথায় গাট্টি দিয়ে বসল। ভারী গম্ভীর স্বরে বলল,'তন্ময় হবে।'
'আমি..আমি পারবো না।'
'পারবি। পারবি.. ট্রায় কর!'

অরু মিনমিন ধীর সুরে বলল,'আমাকে ছেড়ে দাও রুবি আপু!',
'আগে ডাক তারপর ছেড়ে দিব।'

অরু কখনোই তন্ময়কে নাম ধরে ডাকেনি। বড়দের সে সর্বদাই সম্মান করে। তন্ময় তার বড়ো। বড়দের নিশ্চয়ই সে নাম ধরে ডাকবে না৷ আকাশ হলে ফাজলামো করে হলেও নাম ধরে ডাকা যেতো। কিন্তু তন্ময়! অরু এই লোককে কখনোই, নাম ধরে ডাকতে পারবে না। তার দ্বারা অসম্ভব। তবে অসম্ভব কে সম্ভব করাই রুবির কাজ। সে ইচ্ছেমতো অরুকে জ্বালালো। অবশেষে অরু চেঁচিয়ে উঠলো,'তন্ময়!'

আশ্চর্যজনকভাবে তন্ময় তখন সিঁড়ির মাথায়। সবেই নামতে নিচ্ছিল নিচে। মোস্তফা সাহেব ডেকেছেন। অরুর গলা ফাটানো ডাক শুধু সে নয়, পাশে উপস্থিত ওহী সাহেবও শুনলেন। তন্ময়ের পা জোড়া অপ্রস্তুত ভাবে সামনে চলে গেল। স্লিপ খেয়ে রেলিঙ ধরলো। প্রায় পড়েই যাচ্ছিলো সে! অরু পরপরই তন্ময়কে লক্ষ্য করল। আতঙ্ক মনে পরপর উচ্চ গলায়, 'ভাইয়া!' বলে দিল। সঙ্গে সঙ্গে রুবির গাট্টা ও পড়ল তার মাথায়! 
___________
সময় পাঁচটা পঞ্চান্ন। পিতাপুত্র একত্রে সদরদরজার সামনে পাশাপাশি দাঁড়িয়ে গম্ভীরমুখে। যেমন তাদের থেকে কেউ টাকা পাওনা। এক্ষুনি পরিশোধ করতে হবে যেন। নাহলে গলা কে*টে নিবে। মোস্তফা সাহেব তাচ্ছিল্যের সুরে বললেন, 'আজকাল প্রতিশ্রুতি দিলেই হয়না, রাখতেও জানতে হয়। আর সবাই তা পারেনা।'

তন্ময়ের জবাব এলো না। মোস্তফা সাহেব তাতে আরও বিরক্ত হলেন। খিটখিটে মেজাজে বললেন, 
'বুকের পাঠা থাকতে হয়।'

তন্ময় মাথা ঘুরে তাকাল।খুব স্বাভাবিক স্বরে শুধালো, 'কিছু বললে!'

মোস্তফা সাহেব ছেলেকে চোখ রাঙালেন। গম্ভীরতা বজায় রেখে পূর্বের ন্যায় দাঁড়ালেন৷ ওহী সাহেব এবং আনোয়ার সাহেব ও পাশেই আছেন। অতিথির আগমনে কোনো ত্রুটি রাখবেন না৷ একপর্যায়ে দূর থেকে একটি গাড়ি দেখা গেল। মোস্তফা সাহেব সোজা হয়ে দাঁড়ালেন। গাড়ি কাছাকাছি আসতেই হুট করে ওপর পাশ থেকে আরেকটি গাড়ি চলে এলো। দুটো গাড়ি একত্রে মোস্তফা সাহেবের সামনে থামলো। একটি কালো রঙের গাড়ি আরেকটি সাদা। 
.
.
.
চলবে.............................

একটি মন্তব্য পোস্ট করুন