আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে গল্প সম্বন্ধে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন। আপনাদের মতামত আমাদের এই ছোট প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। শীঘ্রই আরও নিত্য নতুন গল্প আপডেট আসছে, সঙ্গে থাকুন। গল্পের ডায়েরি'তে প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখক/লেখিকা'র নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত গল্পের ডায়েরি’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখক/লেখিকা'র কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় গল্পের ডায়েরি কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। গল্পের ডায়েরি'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ করলে তা কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

প্রেয়সীর হৃদয় ব্যাকুল - পর্ব ৫৭ - নাবিলা ইষ্ক - ধারাবাহিক গল্প


এক অদ্ভুত অভ্যাস গড়ে উঠেছে মারজির। সেলফোনের পানে ভ্যাবলার মতো তাকিয়ে থাকা। চাতক পাখির ন্যায় স্ক্রিনে চোখ রাখা। মাহিনের কলের আশায়। মানুষটাকে খুব মনে ধরেছে তার। এতো পারফেক্ট মানুষ কিভাবে হয়? কীভাবে? মারজি দুহাত বাড়িয়ে রেখেছে। মাহিনকে একবার ধরতে পারলে ছাড়বে না। একদম বুকে আগলে রাখবে। এতো সুন্দর মানুষ হয় নাকি? 

মারজির অপেক্ষার অবসান ঘটলো। মাহিনের কল আসলো। রাত বারোটায়। মারজি তখন ঘুমে ঢুলুঢুলু। একবার রিং হতে না হতেই, লাফিয়ে ওঠে বসল। খুব নিরিবিলি জায়গা দখল করলো। সেটা তার প্রিয় বারান্দা। রিং চারবার হতেই ধরলো, 'হ্যালো?'

মাহিনের পুরুষালি স্বর শোনা গেল, 'হু। ডিস্টার্ব করলাম?'

মারজির বুকে ধাক্কা লাগলো। মৃদু ধাক্কা। গভীর রাতে, এই গলার স্বর তার সর্বনাশ হয়ে দাঁড়িয়েছে। ক্ষতবিক্ষত করে দিচ্ছে সুপ্ত হৃদয়। বলতে ইচ্ছে করছে, তুই ডিস্টার্ব কর, যতটা ইচ্ছে কর, সারাজীবন কর।আমিতো সেটাই চাই। মুখে বললো, 'অল্পস্বল্প।'
'তাহলে কী রাখব..ম্যাডাম!'

মারজি বুকে হাত চেপে ধরলো। উফ.. এভাবে কেউ সম্বোধন করে! সে তো বুক ব্যথায় মরেই যাবে। 
তবে রাখি মানে কি? হ্যাঁ? ঘুম ভাঙিয়ে এখন রাখবে! হতচ্ছাড়া! কোনো রাখা রাখি নেই। সারারাত এভাবেই কথা বলতে হবে মারজির সাথে। তবে মুখে কুলুপ এঁটে রাখল। জবাব দিল না। মাহিন বুঝে নিল। শব্দহীন হাসলো। দুষ্টুমি ভর্তি তার স্বরে, 'ডু ইউ লাইক মি মারজি?..... দ্যা ওয়ে আই ডু!'

মারজির বুকের ভেতরে কি সুনামি শুরু হলো? নাহলে কীসের এতো উথালপাতাল! লাজুক ককন্ঠের স্বর আড়ালে ঢেকে রাখার আপ্রান চেষ্টা, 'তুমি কি অফিস থেকে আসলে?'

মাহিন বিষম খেল। লম্বাটে শ্বাস গলায় আটকে গেল। হুট করে এতো আদুরে তুমি ডাকার মানে কী! মাঝবয়েসী বখাটে মাহিনকে, কাবু করার ধান্দা! না, এই মেয়ে তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে নির্ঘাত। 
__
আঁধারে তলিয়ে আছে কক্ষটি। ক্ষনে ক্ষনে স্তব্ধতা রুখে অস্পষ্ট শ্বাসপ্রশ্বাসের ঘন নিশ্বাস শোনা যাচ্ছে। বারান্দার দরজা মেলে আছে। পর্দা গুলো অশান্ত ভঙ্গিতে দুলছে। ছিরি ছিরি বৃষ্টির ফোঁটা বারান্দা ভিজিয়ে রেখেছে। ভেসে আসছে বৃষ্টির মৃদু শব্দ ও।

অরুর গোলাপি ঠোঁট জোড়ায় এক চিলতে হাসি, দেখা দিচ্ছে। ঘুমন্ত সে স্বপ্নের ঘোরে মিটিমিটি হাসছে। ঘোরে মধ্যে প্রলাপ করছে। হুট করেই সুন্দর স্বপ্নটা ভেঙে গেল। আড়মোড়া চোখ মেলে তাকাল। সবকিছু অন্ধকার। আঁধার! বৃষ্টির শব্দ শুনতে পেয়ে, কান পেতে দিল। বৃষ্টি হচ্ছে!

 অরু হুড়মুড়িয়ে ওঠে বসলো৷ বৃষ্টিতে ভিজলে কেমন হয়? বৃষ্টি বিলাস করে ফেলবে কী? সাথে তন্ময় হলে মন্দ হয়না! দুজন একসঙ্গে বৃষ্টি বিলাস করবে। অবশ্য তন্ময় একটু অমত করবে, ভিজতে চাইবে না! অরুকেও বাঁধা দিবে! তাতে কি? অরু জোর করবে। কঠিন জোর। কথা শুনবে না একদমই। 

সেলফোন হাতে নিল৷ রাত বারোটা। তন্ময় নিশ্চয়ই বাড়ি ফিরেছে? বিছানা ছেড়ে উঠবে, পরমুহূর্তেই তার বিকেলের কথা মনে পড়লো। মানুষটা তো নেই। কাজের সূত্রে বেরিয়েছে। বড়ো এক দীর্ঘনিশ্বাস বেরোলো। কিছুক্ষণের ভালো লাগা কোথায় যেনো হারিয়ে গেল। মানুষটা আশেপাশে না থাকলে অরুর ভালো লাগে না। এক অদ্ভুত যন্ত্রণা সে অনুভব করে৷ বুকের ভেতরে কিছু একটা নেই নেই মনে হয়। আজ কি ছটফট একটু বেশি লাগছে? 

অশান্ত মনে অরু ফটো গ্যালারিতে ঢুকলো। কতশত ছবি। সব ছবি ডিঙিয়ে সে তন্ময়ের একটা ছবি মনোযোগ দিয়ে দেখতে লাগলো। একমনে, স্থির চোখে। তন্ময় ড্রাইভিং করছে। মুখশ্রী গম্ভীর। চোখে কালো সানগ্লাস। কানে ব্লুটুথ। মোটা ঘড়িতে আবদ্ধ বা'হাত খানা, হুইল চেপে। মন খারাপ নিয়ে অরু স্ক্রিনে বেশ কিছু চুমু খেল। সেলফোন বুকে চেপে পুনরায় দীর্ঘনিশ্বাস ফেলল। একটা কল করে নিবে?

 আনচান মনে উঠে দাঁড়ালো। বারান্দার দিকটায় এগোল৷ খুব করে ভেবে নিয়ে তন্ময়ের নাম্বার ডায়াল করলো। ফোন বন্ধ৷ শহরের বাইরে গেলে নেটওয়ার্ক প্রব্লেম দেখা দেয়। বেশিরভাগ সময় লাইনে পাওয়া যায়না মানুষটাকে। গম্ভীর সুপরিচিত সেই কন্ঠের স্বর শুনতে পেলে, খারাপ লাগাটা অনেকটাই কমে আসতো তার। অভিমান হলো খুব৷ এতো করে থাকতে বললো। কথা শুনেছে? অরুকে একদম গুরুত্ব দেয়না। একটুও না। ওর কথার কি পাঁচ টাকার দামও নেই? এবার ফিরলে কথাই বলবে না। দেখাও করবে না। এতসব যন্ত্রণা দিচ্ছে সেগুলো ফেরত তো দিতে হবে, সুদেআসলে!

 বিষন্ন মনে অরু বাইরে তাকিয়ে। পৃথিবী কাঁদছে। হয়তো তারও মন খারাপ ঠিক অরুর মতো। অভিমানী সে বিরবির করে, 'ফিরে আসুন না। আমার যে ভালো লাগে না।'
_____
থেমে থেমে, ঝুম শব্দে বর্ষা নামছে। এফোঁড়ওফোঁড় তোলা বর্ষণ। হিমশীতল বাতাস। ঘন, প্রবল স্রোতে একঝাঁক বৃষ্টি রয়েসয়ে বইছে। স্যাতলা রাস্তাঘাট ফকফকে পরিষ্কার আজ। জলসিক্ত গাছপালাদের বেসামাল উথালপাতালতা। মেঘের সঙ্গে মেঘের চুড়ান্ত সংঘর্ষনের তীব্র শব্দ! আকস্মিক চমকে আশপাশ জ্বলে জ্বলে উঠছে ক্ষনে ক্ষনে। রাস্তার দুপাশে মেলেছে ঘন জঙ্গল। সারি সারি বড়ো বড়ো গাছ। 

আকাশী রঙের আকর্ষণীয় গাড়িটি, দুমড়েমুচড়ে ঝলসে গিয়েছে ঝিমনো বড়ো বট গাছটির সঙ্গে। বনাট লাফিয়ে উঠে গিয়েছে। দাউদাউ আগুন ধরেছে সেখানটায়। কালো ঘোলাটে ধোঁয়া উড়ছে গুরুতর ভাবে। সামনের দুপাশের চাকা ছুটে বেরিয়েছে। আশপাশে ছড়িয়ে পড়েছে পোড়াটে গন্ধ। 

হলুদ দানবীয় ট্রাক খানা বেশ সুস্থসবল রয়েছে। কিছুটা দূরেই তা দাঁড়ানো। হন্তদন্ত ভঙ্গিতে ট্রাক থেকে বেরোলো মাঝবয়েসী এক ভদ্রলোক। রেজাউল আলম তার নাম। টাঙাইল যাচ্ছিলেন মাল নিয়ে। এমন পরিস্থিতিতে পড়বেন, স্বপ্নেও ভাবেননি। তিনি খুব ঘাবড়ে পড়েছেন৷ অন্যকেউ হলে জীবন নিয়ে পালাতো৷ ভুলেও গাড়ি রুখে এগিয়ে আসতো না। এ*ক্সিডেন্টে গুরুতর হলে তো নির্ঘাত জেল, সেটা জেনে কেনই বা কেউ আসবে এগিয়ে?

ভয় রেজাউলও পাচ্ছেন। তবে নরম মনের তিনি পালাতে পারলেন না। সৎসাহস নিয়ে চওড়া গলায় ধমকে সরালেন, সামনে জড়ো হওয়া ছাতার তলে মাথা পেতে দাঁড়ানো লোকজন। তাদের সরিয়ে ক্রমশ ভেতরে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে চপচপে ভিজে গিয়েছেন। 

ভেঙেচুরে যাওয়া গাড়িটার সামনে এসে দাঁড়ালেন। ড্রাইভিং সিটের জানালার কাঁচ ফেটে গিয়েছে। ফেটে বেরিয়েছে একটি র*ক্তাক্ত হাত। যা রীতিমতো ধীরে ধীরে নড়ছে। কাঁপতে কাঁপতে পরপর সম্পূর্ণ হাত বেরিয়েছে। ভেতরের মানুষটা জীবিত বুঝতে পেরে, আর এক সেকেন্ড দেরি করেনি রেজাউল। ছুটে সামনে অগ্রসর হলেন। জানালা টেনে হিঁচড়ে খুলে ফেললেন। আঁধারে তলিয়ে থাকা র*ক্তাক্ত তন্ময়কে জাপ্টে ধরে বের করে আনলেন। মাটিতে শোয়ালেন। মাথাটা নিজের রানে নিয়ে নিলেন। 

তন্ময়ের কপাল ফেটেছে। অঝোর ধারায় তরল র*ক্ত বইছে। কান গলা বেয়ে যাচ্ছে টকটকে লাল র*ক্ত। মেখে গিয়েছে পড়ন্ত শার্টও। রেজাউল নিজের কোমরে বাঁধা গামছা খুলে তন্ময়ের কপালে তৎক্ষণাৎ বেঁধে দিলেন। শক্ত করে। এক্ষুনি র*'ক্ত ক্ষরণ থামানো প্রয়োজন। 

হাত বাড়িয়ে তন্ময়ের গাল চাপড়ালেন দু'বার। নড়েচড়ে ওঠে তন্ময়। অস্পষ্ট চোখ মেলে তাকায়। আল্লাহর অশেষ রহমতে সাংঘাতিক কিছু হয়নি। কপাল ফেটেছে আর হাত লম্বা আঁচে কে'টেছে। কতশত দোয়া'ই না এই ছেলের জন্য বরাদ্দ!
 নাহলে এতটা গুরুতর এক্সিডেন্টেও, সুস্থসবল কিভাবে রয়?

এমন ভয়ংকর এক্সিডেন্ট ঠেলে খুব কম মানুষ জীবন নিয়ে ফিরে। কেউবা ফিরে তবে জীবন্ত লা'শ হয়ে।
___
রেজাউল চেঁচালেন, 'পানি আছে কারো কাছে?'

ছিপছিপে গড়নের যুবক এগিয়ে আসলো। পিঠে তার কালো ব্যাগ। ব্যাগ থেকে নিজের পানির বোতল এগিয়ে ধরলো। রেজাউল বোতল নিলেন। সাবধানতাজনিত ভঙ্গিতে কিছুটা পানি মুখে দিলেন তন্ময়ের। পরপর আরও কিছুটা পানি খাইয়ে, বোতল সরালেন।

তন্ময় অজ্ঞান হয়েছে। এখন আর চোখ মেলে তাকাচ্ছে না। কোনো সাড়াশব্দ নেই। রেজাউল ভড়কে গেলেন। শব্দ করে চেঁচালেন। গালে ছোট করে চড় দেবার ভঙ্গিতা করছেন। আঙুল নাকের ডগায় ধরলেন। নিশ্বাস আছে। জীবিত বুঝতে পেরে, রেজাউল শান্ত হলেন। তড়িৎগতিতে দু'হাতে আগলে ওঠালেন। এক্ষুনি হসপিটাল যেতে হবে। 
____
দেয়াল ঘড়ি ঘুরছে একটায়। ড্রয়িংরুমে এখনো আলাপ-আলোচনার উত্তমমধ্যম চলছে। ইতোমধ্যে মোস্তফা সাহেব জেনেছেন, সৈয়দ সাহেবদের আসবার কারণ! তিনি তো মেনে নিয়েছিলেন অয়ন-শাবিহার সম্পর্ক। তার মতে মেয়ের খুশির থেকে বড়ো কিছু আর নয়। নিজের অর্থ-সম্পদ এমনকি সম্মান ও নয়। মেয়ে আগে তারপর সবকিছু। এখন মেয়ে যদি নিজের থেকে বয়সে ছোট কাউকে বিয়ে করে সুখী হয়, তাহলে তাই ঠিক। তিনিই তাই মানবেন। সদরে গ্রহণ করবেন।

লতা বেগম স্পষ্ট বাদী মহিলা। গুরুগম্ভীর নন। আবার ওমন হাস্যজ্বলও নন। যতটুকু অনুভূতি থাকার তার মধ্যে আছে। তিনি মন খুলে কথা বললেন। নিজের সর্বোচ্চ চেষ্টা করলেন সম্পর্ক নতুনভাবে তৈরি করার। তার কথা কাজেও দিয়েছে। শাহজাহান পরিবারের সন্তুষ্টি তাদের ব্যবহারেই প্রকাশ পাচ্ছে। পরিবর্তন এসেছে থমকে যাওয়া দুই পরিবারের মধ্যে। এ'যেনো নতুন সম্পর্কের সূচনা!

বিয়েটা অবশেষে মেনে নেওয়া হয়েছে। কথাবার্তা চলছে। এখন দু'পক্ষের গুরুজন সহ আসনে বসার পালা। সুষ্ঠুভাবে একটি ডেইট ফিক্সড করার পরিকল্পনা। তাড়াহুড়ো নেই! ধীরেসুস্থে বিয়ের কার্যক্রম হবে৷ আপাতত মোস্তফা সাহেব অন্যকিছু নিয়ে ভাবছেন। তিনি একটা ডিসিশন নিয়েছেন। নিজ উদ্যোগে। যার সম্পর্কে এখনো কাউকে কিছু বলেননি। এবং আপাতত বলবেন না। বলবেন সময় বুঝে। 

আকাশ তড়িঘড়ি করে এলো। অশান্ত ভঙ্গিতে মাথা দোলাল, 'অদ্ভুত!তন্ময় এখনো আসে নাই? সেই কখন আসতে বললাম। আমিতো ভাবছি ও ঘন্টার মধ্যে বাড়িতে এসে হাজির হবে। অথচ, ঘন্টার পর ঘন্টা পেরচ্ছে, ওর খবর নাই!'

মুহূর্তে মোস্তফা সাহেবের হাস্যজ্বল মুখশ্রীতে আঁধার ঘনিয়ে আসলো। চিন্তিত মুখে তিনি ভুরু জোড়া কুঁচকে বললেন, 'কল দাও তো।'
'ফোন স্যুইচডওফ চাচ্চু!'
'ওখানে গিয়ে পৌঁছেছে? খবর নিয়েছ?'
'হু। যায় নাই।'

আনোয়ার সাহেব কথা তুললেন, 'কলে কি বলছ তন্ময়কে?'
'তাড়াতাড়ি আসার জন্য তাগাদা দিলাম মাত্র। আমি শুধু বলছিলাম তাড়াতাড়ি আয়। সর্বনাশ ঘটছে। একটু যেনো দ্রুত ফিরে আরকি!'

ওহী সাহেব তৎক্ষণাৎ ছেলেকে ধমকে ওঠেন, 'ছেলেটা অরুকে অসুস্থ দেখে গেছে। চিন্তায় কতবার করে কল করলো, দেখস নাই? এসময় তোর সর্বনাশ হয়েছে, এ-র মানে কী দাঁড়ায়? অপদার্থ ছেলে। গাধার বাচ্চা!'

মোস্তফা সাহেব 'আহ চুপ কর' বলে ওঠে, ওহী সাহেবকে দমিয়ে রাখলেন। চোখমুখ শান্ত করে রেখেছেন। তবে ভেতরে তিনি বড্ড অশান্ত হয়ে পড়েছেন। ছেলেকে কলের উপর কল দিয়ে যাচ্ছেন। তন্ময় খুব কয়েকবার কল করেছিল। মোস্তফা সাহেব ধরেনি জেদ ধরে। এখন নিজের উপর রাগ হচ্ছে! ছেলেটা হয়তো বেশ চিন্তায় ছিলো। 

ইতোমধ্যে হাস্যজ্বল মুখশ্রী গুলোতে চিন্তা লেপ্টে। অয়ন উঠে দাঁড়ালো। গাড়ির চাবি পকেট হতে বের করতে নিয়ে বললো, 'আমি গিয়ে দেখে আসি। এভাবে দুহাত গুটিয়ে রেখে তো লাভ নেই।'

মোস্তফা সাহেব মাথা দোলালেন। তবে স্বস্তি পেলেন না। অদ্ভুত এবং মারাত্মক কিছু উলটপালট চিন্তাভাবনা মাথায় হানা দিতে শুরু করেছে। ছেলেটা বিপদে পড়লো কি-না! জবেদা বেগম রান্নাঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। চিন্তিত সুরে বিলাপ করছেন। বড্ড অশান্ত ভঙ্গিতে পায়চারি করছেন। স্বামীর পাশে দাঁড়িয়েছেন। ছেলেমেয়েরা ঘর ছেড়েছে দেখতেই তিনি চিন্তায় পড়েন। যতক্ষণ অবদি না তারা সহিসালামত বাড়ি ফিরে। আর এমন একটি খবরে তিনি সম্পুর্ন নেতিয়ে। 
__
রাতের তিনটা। তন্ময়ের কোনো হদিস নেই। অয়ন আর আকাশ খালি হাতে ফিরে এলো। কোনো খোঁজ খবর দিতে পারলো না। মোস্তফা সাহেব এবার অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। পুলিশ ইনফর্ম করার জন্য উতলা হলেন। ওহী সাহেব রাজি হলেন। সেও বলছেন পুলিশ নিয়ে বেরোতে।

তাদের আলোচনার মাঝপথে অরু নেমে এলো। চোখ দুটো তার ফুলো। সকলকে একসঙ্গে দেখে চমকে উঠলো। হাবভাব সুবিধার নয় বুঝে নিল। তবে কি হয়েছে ঠিক বুঝতে পারলো না। সে অবুঝের মতো নিচে নেমে এলো। প্রশ্ন করল, 'কি হয়েছে?'

মুফতি বেগম এগিয়ে এলেন। অরুকে ধরলেন। নরম কন্ঠে বললেন, 'কিছু না। এতো তাড়াহুড়ো কিসের? এভাবে চলাফেরা করবি না। দেখি..খিদে পেয়েছে? আয় কি খেতে ইচ্ছে করছে, চাচী এখনই বানিয়ে খাওয়াবে তোকে।'

অরু ভীষণ অবাক হলো। তার পরিবার ছোট থেকেই আদুরে, যত্নশীল। তবে আজ একটু বেশি নয় কি? সবাই এতো আগ্রহ কেন তার উপর? সবার মুখে একটাই কথা, 'সাবধানে।'

অরু মুফতি বেগমের সাথে রান্নাঘরে গেল। ঝাল কিছু একটা হলেই হবে জানাল। মুফতি বেগম চটজলদি পাস্তা বানানোর কার্যক্রম শুরু করলেন। 

অরু আলগোছে মুফতি বেগমের কাছে গেল। গা ঘেঁষে দাঁড়ালো। গলার স্বর নামিয়ে শুধালো, 'কি হয়েছে?'
'কিছুই না।'

জবেদা বেগম রান্নাঘরে আসতেই তাকে ধরলো অরু, 'এই বড়ো মা। কি হয়েছে?'
'কি হবে পাগল মেয়ে? কিচ্ছুটি না। দেখি বোস..শুধু তড়িঘড়ি। এখন থেকে এগুলো একদম বন্ধ। নাহলে কান মলে দিব আচ্ছাকরে।'

সুমিতা বেগম আদূরে হাতে মেয়ের চুলগুলো বাঁধতে ধরলেন। অরু আকাশ সমান চমকে সবাইকে দেখে নিচ্ছে। কী হয়ে গেল সবার? কিছু ঘন্টায় কি এমন হয়েছে?
__
কলিং বেল বাজছে। রাত তিনটা পঁচিশ। থানায় যাবে বলে, বেরোতেই নিচ্ছিলো শাহজাহান সাহেব। 
তড়িঘড়ি করে এগোলেন মোস্তফা সাহেব। বাড়ির সবাই লিভিং রুমে চোখ পেতে। জবেদা দরজার দিক ছুটেছে। ছেলেটা এসেছে কি-না! 

অরু এক প্লেট পাস্তা হাতে দাঁড়িয়ে। কলিং বেলের শব্দে সেও ডাইনিং ছেড়ে উঠে এসেছে। এসময় কে এসেছে? আর বাড়ির সকলের চোখমুখের অবস্থাও ভালো নয়। এগুলো দেখে, কৌতূহলের শেষ নেই তার৷ 

দরজা সটানভাবে মেলে গেল। রেজাউল দাঁড়িয়ে আছেন তন্ময়কে আগলে ধরে। তন্ময়ের মাথা হেলেদুলে আছে। ব্যান্ডেজে মুড়িয়ে আছে মাথা হাত এবং পা। রক্তে মাখামাখি শার্ট-প্যান্ট। ভেজা অবস্থা শরীরের। অরুর হাতের প্লেট সজোরে শব্দ তুলে মেঝেতে পড়ে গেল৷ চূর্ণবিচূর্ণ হয়েছে নানা টুকরোয়। জবেদা বেগম মেঝেতে ধপ শব্দে পড়ে গিয়েছেন। শান্ত নেই বাকিরাও। 

মোস্তফা সাহেব কেমন হেলে পড়লেন। বিষ্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন কেমন। অবিশ্বাস্য চোখে সামনে চেয়ে আছেন। পা'ও আজ থমকে। ভীমড়ি খেয়ে পড়তে নিতেই হুঁশে আসলেন যেন। পরপরই হন্তদন্ত ভঙ্গিতে ছুটে সামনে অগ্রসর হলেন। বুক ফেটে আর্তনাদ বেরোলো, 'কি হইলো আমার আব্বার!'
.
.
.
চলবে..............................
Author, Publisher & Developer

একটি মন্তব্য পোস্ট করুন

উফ!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে আগে আপনার ইন্টারনেটের সংযোগ ঠিক করুন এবং তারপর আবার ব্রাউজিং শুরু করুন৷
AdBlock সনাক্ত করা হয়েছে!
আমরা শনাক্ত করেছি যে আপনি আপনার ব্রাউজারে অ্যাডব্লকিং প্লাগইন ব্যবহার করছেন৷ আমরা আপনাকে আপনার অ্যাডব্লকিং প্লাগইন বন্ধ করার জন্য অনুরোধ করছি, কারন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে রাজস্ব আয় করি তা এই ওয়েবসাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয়।