আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে গল্প সম্বন্ধে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন। আপনাদের মতামত আমাদের এই ছোট প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। শীঘ্রই আরও নিত্য নতুন গল্প আপডেট আসছে, সঙ্গে থাকুন। গল্পের ডায়েরি'তে প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখক/লেখিকা'র নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত গল্পের ডায়েরি’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখক/লেখিকা'র কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় গল্পের ডায়েরি কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। গল্পের ডায়েরি'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ করলে তা কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

অন্তর্নিহিত কালকূট - পর্ব ৬২ - অনিমা কোতয়াল - ধারাবাহিক গল্প


অন্তর্নিহিত কালকূট
পর্ব ৬২
অনিমা কোতয়াল
.
.
.
সাভার। আজ শানের নামে সেই লেখা ফ্ল্যাটটাতে একত্রিত হয়েছে ডার্ক নাইট আর ব্ল্যাক হোল গ্রুপের মূখ্যরা। সকলের মধ্যে একরাশ গাম্ভীর্য। কোন কথা নেই কারো মুখে। থমথমে পরিবেশ। যে যার যার জায়গায় বসে হাঁসফাঁস করে চলেছে। দীর্ঘক্ষণের নীরবতার পর মুখ খুলল শওকত। বিশ্রী এক গা-লি ছেড়ে বলল, 'এদিকের একটা কাজ সামলাতে দিয়েছিলাম তোমাকে। আর সেটাতেই ব্লান্ডারটা করলে গাধা কোথাকার। কে বলেছিল মেয়েটাকে ঐ শু*রগুলোর কাছে রেখে বের হতে? কে বলেছিল?'

অপমানে কান গরম হয়ে উঠল শানের। ভীষণ রাগ হল নিজের বাবার ওপর। বাইরের লোকেদের সামনে এভাবে না বললেও চলতো। মাথা নিচু করে ফেলল সে। কোনরকমে দাঁতে দাঁত চেপে বলল, 'আমি কীকরে জানব আবা*গুলো এমন কাজ করে বসবে? পাহারায় বসিয়ে_'

'চুপ!' ধমকে উঠল শওকত। 'সারাজীবনতো আমার টাকাতেই ফুটানি করে গেলে। নিজে কিছু করে দেখানোর মুরদ হয়েছে? এখানে ছোট্ট একটা দায়িত্ব দিয়েছিলাম। কী এমন রাজকার্য ছিল তোমার? যে একটা রাত ওখানে ভালোভাবে থাকা গেলোনা।'

ধৈর্যের বাঁধ ভেঙে গেল শানের। সকলের সামনে ওকে অকর্মন্ড প্রমাণ করে ছাড়বে লোকটা। সব দায়কী ওর নাকি! ক্রোধে খানিকটা চেঁচিয়ে বলল, 'আশ্চর্য! দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকব নাকি আমি ওখানে। আর ওরা আমার না তোমার হায়ার করা লোক। তোমার লোক যে তোমারই অর্ডার মানেনা সেটা আমি কীকরে জানবো? পেপারগুলোতে রাশেদ আমেরের সাইনতো পেয়েছো নাকি?'

শওকত তেঁতে উঠে বললেন, 'এক চ-ড় মেরে সবগুলো দাঁত ফেলে দেব বেয়াদব ছেলে। আমার মুখে মুখে তর্ক করছো আবার! আমাকে কী গাধা বাপ পেয়েছো! ছেলের ধমক হজম করব। গলা নামিয়ে কথা বলবে।'

গলা ঝেড়ে নড়েচড়ে বসল করিম তাজওয়ার। 'গাধা বাপ' নামক বিশেষণটা যে তার জন্যেই ছিল তা বুঝতে বিন্দুমাত্র বেগ পেতে হলোনা। ক্ষিপ্ত চোখে একবার তাকাল নিজ সুপুত্র সম্রাটের দিকে। কিন্তু ছেলে তার তবুও নির্বিকার।

শওকত তখনও ধমকাচ্ছে শানকে, 'আমার এতোগুলো বছরের সাধনায় জাস্ট জল ঢেলে দিয়েছো তুমি। আমি শুধুমাত্র ক্ষমতা ফিরে পাওয়ার জন্যে এতোকিছু করিনি। রুদ্র আমেরকে পৃথিবীর সবচেয়ে জঘন্য মৃ-ত্যু দেওয়ার আশা করেছিলাম আমি। সফলও হচ্ছিলাম। কিন্তু, কিন্তু শেষ মুহূর্তে হাতের মুঠোয় এসেও ফসকে গেল ছেলেটা।'

কিন্তু দমল না শান। সপক্ষে যুক্তি দিয়ে বলল, 'তো তুমি কী করেছো? ড্রিল মেশিনটা রুদ্রর পায়ের কাছে আমি ফেলে এসেছিলাম? তুমি সেই ব্লান্ডারটা না করলে তো রুদ্র পালাতে পারতো না। আর পাহারাতেও রেখেছিলে কতগুলো গাধাকে। একটা ছেলেকে দেখে রাখতে পারল না। আগে নিজের ভুলগুলো দেখো। তারপর আমার দিকে আঙুল তুলবে।'

শওকত আবার কিছু বলতে যাচ্ছিল। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে করিম বলল, 'থামো! এখন একে অপরকে দোষ দিয়ে, নিজেদের মধ্যে কথা কা-টা-কা-টির সময় না-কি? পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায় সেটাই ভাবতে হবে আমাদের।'

শওকত তীব্র আক্রোশে টেবিলে এক ঘুষি মেরে বলল, 'সাজানো গোছানো খেলাটা একটুর জন্যে; জাস্ট একটুর জন্যে বিগড়ে গেল। এই পরিস্থিতিতে শান্ত হওয়ার জ্ঞান অন্যকাউকে দিও।'

করিম বিরক্তি নিয়ে চুপ হয়ে গেল। নিজের ছেলেই উঠতে-বসতে ঝাড়ি দিচ্ছে। একে আর কী বলবে? শান বলল, 'ভুল হয়ে গেছে। মেয়েটাকে মে-রে ফেলা উচিত ছিল। অন্তত ওদের চরম শিক্ষাতো হতো।'

এতক্ষণ চুপচাপই ছিল পলাশ। এবার খানিকটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, 'তাহলে আমাদের এখানে নিশ্চিন্তে বসে বসে আড্ডা দিতে হতোনা। রুদ্র এতক্ষণে কু-ত্তার মতো দৌড় করিয়ে বেড়াতো আমাদের। মেয়েটা অসুস্থ বলেই ও এখনো ওখানে ব্যস্ত আছে।'

পলাশ থেমে যেতেই শওকতের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। বলল, 'রুদ্রকে খুব ভালোভাবে চিনি আমি। বেশিক্ষণ চুপ থাকবেনা ও। আহত বাঘ আরও বেশি ভয়ংকর হয়। তাড়াতাড়ি কিছু একটা না করলে_'

'আমি আগেই বলেছিলাম এই পরিকল্পনাটা খুব রিস্কি। একটু ভুলচুক হলে ওদের সঙ্গে সঙ্গে আমরাও ম-রবো।' করিম তাজওয়ার সত্যি সত্যি ঘাবড়ে গেছে এবার।

এতক্ষণ চুপচাপ সবটা শুনছিল সম্রাট। ওর চোখে-মুখে কোনরকমের উদ্বিগ্নতা নেই। কোন চিন্তা নেই। ঠোঁটে ঝুলে আছে রহস্যময় হাসি। সকলে চুপ হতেই সম্রাট বলল, 'তোমাদের ধরে ধরে দলের মাথা কে বানাল সেটাই ভাবছি আমি।'

পলাশ তীক্ষ্ম দৃষ্টিতে সম্রাটের দিকে তাকিয়ে বলল, 'তুমি কী বুঝতে পারছো অবস্থাটা কতোটা জটিল?' 

'পারছি।' সম্রাটের এখনো হাসছে।

'আমার তো মনে হচ্ছেনা। আর এভাবে হাসছো কেন আমি সেটাও বুঝতে পারছিনা।'

হাসি থামালো সম্রাট। তখনই জবাব দিলোনা। একটা সিগারেট বের করে ধীরে সুস্থে জ্বা-লালো। মুখভর্তি ধোঁয়া ছেড়ে বলল, 'আর আপনারাও এতো বেশি চিন্তা কেন করছেন আমি সেটা আমি বুঝতে পারছিনা। সবকিছু ততটাও হাতের বাইরে যায়নি যতটা আপনারা ভাবছেন।' 

শওকত দাঁতে দাঁত চেপে বলল, 'তাই নাকি? একটা কথা মাথায় রেখো, ওখানকার পরিবেশ একটু ঠান্ডা হলেই রুদ্র ভয়ং-কর রূপ নেবে। ওকে হালকা করে দেখার কারণ নেই।'

সম্রাট অ‍্যাশট্রেতে সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে বলল, 'আবারও বলব, বেশি চিন্তা করছেন। আপনাকে এভাবে মানায় না মীর্জা। হাঁটুর বয়সী এক ছেলেকে এতো ভয় পেলে চলবে? খেলাটা আমাদের হাতেই আছে এখনো।'

উপস্থিত সবাই সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল সম্রাটের দিকে। কিছুই বোঝেনি তারা। সম্রাটকে সিগারেট জ্বা-লাতে দেখে তাদেরও সিগারেটের পিপাসা পেল। নিজের নিজের সিগারেট জ্বা-লালেন তারা। শান হঠাৎ মৃদু হেসে বলল, 'আমি হয়তো বুঝতে পারছি তুমি কী বলতে চাইছো।'

সম্রাট শানের দিকে তাকিয়ে চোখে হাসল। বাকিরা এখনো চোখভর্তি প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে সম্রাটের দিকে। সম্রাট আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে বলল, 'দেখো, লোহা গরম থাকতেই তাতে আ-ঘা-ত করতে হয়। রাশেদ আমের চুক্তি বাতিলের কাগজগুলোতে সই করে দিয়েছেন। আর দ্রুতই কাগজগুলো ক্লাইন্টদের হাতে পৌঁছে যাবে। আর চুক্তিভঙ্গের সেই টাকা পরিশোধ করতে গিয়ে আমেরদের নিঃস্ব হতেই হবে। তাতে কোনরকম কোন সন্দেহ নেই। আর একটা কথা আমরা সবাই জানি। এই লাইনের সবাই স্বার্থপর। যখন তারা জানবে যে আমেররা নিঃস্ব হয়ে গেছে। দু-বার না ভেবে দল ছেড়ে দেবে।'

সম্রাট থামল। সম্রাটের কথাটাকে সম্পূর্ণ করে শান বলল, 'আর পাওয়ার ছাড়া, টাকা ছাড়া, লোক ছাড়া রাশেদ আমের আর রুদ্র আমের কতক্ষণ লড়বে?'

সকলের কিছুক্ষণের জন্যে থমকে গেল। সত্যিই তো! এভাবে তারা চিন্তা করে দেখেনি তারা। করিম কিছু একটা ভেবে বলল, 'কিন্তু এই ব্যপারটা যতদিন না ঘটছে ততদিনতো ওদের আটকে রাখতে হবে। সেটা কীকরে করব?'

সম্রাট গম্ভীর কন্ঠে বলল, 'প্লান বি চলবে।'

ঘরটাতে যেন বজ্রপাত হল। হতভম্ব দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল সবাই। পলাশ একপ্রকার চিৎকার করেই বলল, 'পাগল হয়ে গেছে। এ ছেলে সত্যিই পাগল হয়ে গেছে।'

শওকত হাত দিয়ে নাকের নিচে ঘামটা মুছে বললেন, 'অসম্ভব এটা। প্লানটা যখন করেছিলাম, সে প্লান অনুযায়ী রুদ্রর আমাদের কাছে বন্দি থাকার কথা ছিল। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। কিছুতেই আর 'প্লান বি' চালিয়ে নেওয়া যাবেনা। যা হয়ে গেছে তাও কম নয়। পাগল ক্ষেপিও না তুমি এখন।' 

'ক্ষেপা পাগলকে দিয়ে নিজের কাজ আদায় করে নিতে জানি আমি মীর্জা। আপনি ডাকুন 'ওকে'। বাকিটা আমি বুঝে নেব।'

পলাশ একটা ঢোক গিলে বলল, 'এরপরেও? আমারতো ভয় করছে। 'ও' এসে না আমা_'

সম্রাট ধমক দিয়ে বলল, 'চুপ করুন। যেটা বলছি সেটাই হবে। যোগাযোগ করুন 'ওর' সাথে। লোহা গরম থাকতেই আ-ঘা-ত করতে হবে। এক সপ্তাহ। জাস্ট এক সপ্তাহের মধ্যে আমি আমের পরিবারের মেরুদণ্ড ভেঙ্গে পড়তে দেখতে চাই।'

-

কেটে গেল বিষাদময় তিনটে দিন। কুহুকে আজ বাড়ি নিয়ে আসা হয়েছে। প্রথম দুটো দিন কিছুতেই সামলে রাখা যাচ্ছিল না মেয়েটাকে। ক্যানেলা টেনে খুলে ফেলতো। কাউকে কাছে ঘেঁষতে দিতে চাইতো না। যতক্ষণ জ্ঞানে থাকতো নিজের সারা শরীর ঘষে কিছু একটা মুছে ফেলার চেষ্টা করতো। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতো। পাগলের মতো ছটফট করতো। কাউকেই যেন চিনতে পারতো না ও। নীরব, প্রিয়তা, কুহু, জ্যোতি কেউ কিছুতেই ওকে সামলাতে পারছিল না। বাড়ির সবচেয়ে শান্ত, হাসিখুশি মেয়েটার এমন অবস্থা দেখে দিশেহারা বোধ করল ওরা সকলে। তখন বাধ্য হয়ে রুদ্রকে আসতে হল। কিন্তু তাতেও যখন কোন লাভ হয়না। কিছুতেই সামলানো যাচ্ছিলোনা কুহুকে। নিজেকে ভয়ংকরভাবে আঘা-ত করতে শুরু করছিল মেয়েটা। যেন ওর নিজের শরীরটাই ওর শত্রু। ওর জন্যে অভিশাপ। ওর যন্ত্রণার কারণ। নিজের প্রতি, নিজের শরীরের প্রতি যেন সীমাহীন ঘৃণা জন্মে গেছে মেয়েটার।
যখন কোনভাবেই কিছু করা যাচ্ছিল না। কুহুর দুই বাহু শক্ত করে ধরে রুদ্র। নিজের দিকে ঘুরিয়ে প্রচন্ড জোরে ধমক দেয়। সেই ধমকেই থমকে যায় কুহু। অবুঝ, অসহায় শিশুর মতো ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। দীর্ঘ কিছক্ষণ তাকিয়ে থেকে আচমকাই রুদ্রর বুকে ঝাঁপিয়ে পড়ে কুহু। নিঃশব্দে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে রুদ্রর বুকেই জ্ঞান হারায় মেয়েটা। সেদিন প্রথম প্রিয়তা রুদ্রর চোখের কোণে পানি দেখেছিল। দীর্ঘ দুই বছরের বিবাহিত জীবনে যা কোনদিন দেখেনি। এরপর ঘটল ভিন্ন কাহিনী। জ্ঞান ফেরার পর থেকেই কুহু অতিরিক্ত শান্ত হয়ে গেল। কোনরকম কোন প্রতিক্রিয়া নেই ওর মধ্যে। জ্যান্ত এক লা-শের মতো পড়ে থাকে চুপচাপ। সবাই মিলে যথাসম্ভব চেষ্টা করছে কুহুর সঙ্গে একদম স্বাভাবিক থাকার। কিন্তু কোন লাভ হচ্ছেনা। নিষ্প্রাণ জড়বস্তুতে পরিণত হয়েছে আমের ভিলায় সযত্নে বড় হওয়া কোমল ফুলটা।

বিগত কয়েকদিনের কথাগুলো ভাবতে ভাবতে বারান্দায় ভেজা কাপড়গুলো মেলছিল প্রিয়তা। রুদ্রর হাসপাতালে পরে রাখা জামাগুলোই ধুয়ে দিয়েছে আজ। প্রিয়তা গর্ভবতী সেটা এখন বাড়ির সকলেই জানে। কিন্তু নীরব ছিল সকলেই। এমন পরিস্থিতিতে কী বলা যায়? কী করা যায়? 
প্রিয়তা রুমে আসতেই রুদ্রকে দেখতে পেল। বিছানায় হেলান দিয়ে হাত ভাজ করে বসে আছে চুপচাপ সে। মোটামুটি সুস্থ এখন ও। শুধু বাঁ পায়ের ব্যথাটা এখনো আছে। কমপ্লিট বেডরেস্টে থাকতে বলেছেন ডক্টর। লম্বা একটা শ্বাস নিয়ে নিজের কান্না আটকালো প্রিয়তা। কোনদিন রুদ্রকে এভাবে দেখতে হবে কল্পনাও করেনি। মানুষটার ভেতরে কী চলছে ভাবলেও বুক কেঁপে উঠছে ওর। হঠাৎ রুদ্র বলল, 'এগুলো এখন থেকে অন্যকাউকে দিয়ে করিয়ে নিও। এই সময় এগুলো করতে হবেনা তোমাকে।'

প্রিয়তা রুদ্রর পাশে বসে বলল, 'অল্প ছিল। তাই নিজেই করলাম। বেশি হলে করতাম না।'

রুদ্র একটা দীর্ঘশ্বাস চাপল। কয়েক সেকেন্ড চুপচাপ বসে থেকে বলল, 'আ'ম স্যরি প্রিয়।'

প্রিয়তা তাকাল রুদ্রর মুখের দিকে। রুদ্র এখনো তাকায় নি ওর দিকে। ও রুদ্রর একটা হাত ধরে নিজের দুহাতের মুঠোয় নিয়ে বলল, 'আপনার স্ত্রী আমি। আপনার সমস্যাগুলো কী আমার নয়? আমাকে নিজের থেকে আলাদা মনে করেন আপনি?'

এতক্ষণে রুদ্র তাকাল প্রিয়তার দিকে। হাত বাড়িয়ে টেনে নিল নিজের দিকে। প্রিয়তার মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, 'নিজেকে নিজের থেকে আলাদা কীকরে ভাবব?'

প্রিয়তা চুপচাপ মিশে রইল রুদ্রর বুকে। কিছু বলল না। দীর্ঘক্ষণের নীরবতার পর রুদ্র বলল, 'কুহুর কাছে গিয়েছিলে?'

'ঘুমোচ্ছে এখন। জ্যোতি আপু আছে কাছে।'

'বাবা?'

'নিজের ঘরেই কাটিয়ে দিচ্ছেন বেশিরভাগ সময়। এতোবার বলেও কুহুর সাথে এখনো দেখা করাতে পারিনি। কুহুর মুখোমুখি হতেই চাইছেন না উনি। মানুষটাকে এর আগে এরকম কক্ষণো দেখিনি জানেন। একদম মুষড়ে গেছেন।নিজেকে পাগল পাগল লাগছে। এদিকে কাল থেকে নীরবেরও কোন খোঁজ নেই। ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছিল না এই ক'টা দিন। কী সুন্দর হাসিখেলে বেড়ানো ছেলেটা কেমন হয়ে গেল। বকবক করে বেড়ানো ছেলেটাও কথা বলছেনা আজকাল।'

বলে দীর্ঘশ্বাস ফেলল প্রিয়তা। রুদ্র আবারও চুপ করে রইল। হঠাৎ কিছু একটা ভেবে বলল, 'উচ্ছ্বাসকে একটু আমার রুমে পাঠিয়ে দিও। কথা আছে ওর সঙ্গে।'

'ওতো বাড়িতে নেই।'

রুদ্র ভ্রু কুঁচকে ফেলল। একপলক ঘড়ির দিকে তাকিয়ে বলল, 'কোথায় গেছে?'

'জানিনা। হুটহাটই কোথাও একটা বেরিয়ে যাচ্ছে। মনমেজাজও ভালো নেই। থাকার কথাও না।'

রুদ্র কিছু বলল না। প্রিয়তাকে বুকে জড়িয়ে রেখেই গভীর চিন্তার ডুব দিল। বুকে উষ্ণ তরল কিছু অনুভব করতেই ভাবনায় ছেদ ঘটল রুদ্রর। বুঝল প্রিয়তা কাঁদছে। নতুন কিছু না। এই কয়েকদিনে ক্ষণে ক্ষণেই কেঁদে উঠছে মেয়েটা। রুদ্র প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, 'কেঁদোনা। সব ঠিক করে দেব আমি। কিচ্ছু হবেনা।'

প্রিয়তা ভাঙা গলায় বলল, 'আমার ভীষণ ভয় করছে। আমার মনে হচ্ছে ওরা এখানেই থেমে থাকবেনা। আরও ভয়ানক কিছু হতে চলেছে রুদ্র। সব শেষ হয়ে যাবে, সব।'

বলতে বলতে শব্দ করে কেঁদে ফেলল প্রিয়তা। রুদ্র কিছু বলতে পারল না। প্রিয়তার পিঠ চাপড়ে সান্ত্বনা দিল কেবল। ও নিজেও জানে ওরা এখানে থেমে থাকবেনা। আরও ভয়ংকর কিছু অপেক্ষা করছে আমের পরিবারের জন্যে। কল্পণার চেয়েও বেশি ভয়ংকর!

-

ঐদিন বিকেলবেলা নীরবের বাবা আর মা এলেন আমের ভিলায়। সঙ্গে নীরবও। নীরবের বাবা-মা হলরুমে বসলেন। নীরব ধীরপায়ে চলে গেল ওপরে। কুহুর কাছে। কী অদ্ভুত সময়। যখনই কুহুর সঙ্গে দেখা করতে যেতো; ছুটে যেতো নীরব। কতক্ষণে পথ শেষ হবে সেই চিন্তায় ছটফট করতো। কিন্তু আজ পা কাঁপছে নীরবের। প্রতিটা পদক্ষেপ ভীষণ কঠিন মনে হচ্ছে। নিজের সঙ্গে যু-দ্ধ করে কোনমতে কুহুর ঘরের সামনে গিয়ে দাঁড়ল। কুহু হেলান দিয়ে শুয়ে আছে বিছানায়। প্রিয়তা আর জ্যোতি বসে আছে ওর পাশে। নীরবকে দেখে ওরা দুজনেই উঠে দাঁড়াল। নীরবের শুকনো, অসহায় মুখটা দেখে দীর্ঘশ্বাস চাপল। প্রিয়তা বলল, 'কখন এলে?'

নীরব মৃদু গলায় বলল, 'মাত্রই। বাবা-মাও এসেছেন।'

প্রিয়তা আর জ্যোতি একে অপরের দিকে তাকাল। কুহুর দিকে তাকিয়ে দেখল ওভাবেই শুয়ে আছে। কোনদিকে তাকাচ্ছে না। কে এলো, কে গেলো, যেন বুঝতেই পারছেনা। নীরবের উপস্থিতিতে যে মেয়েটা ফুলের মতো প্রাণবন্ত হয়ে উঠতো। সে আজ তাকিয়ে অবধি দেখল না!
নীরবকে ওখানে রেখে আস্তে আস্তে বেরিয়ে এলো প্রিয়তা আর জ্যোতি। ওদের একটু আলাদা ছেড়ে দেওয়া উচিত।

নীরব আস্তে আস্তে গিয়ে বসল কুহুর পাশে। কুহু তখনও অন্যদিকে তাকিয়ে আছে। নীরব গভীরভাবে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল কুহুকে। শরীরের ক্ষতগুলো শুকিয়ে এসছে। তিনদিনেই কেমন অদ্ভুত পরিবর্তন ঘটেছে কুহুর চেহারায়। সেই বাচ্চাসুলভ প্রাণচ্ছ্বল মুখটা থেকে যেন সমস্ত প্রাণ শুষে নিয়েছে কেউ। বাচ্চা মেয়েটা যেন হঠাৎই বড় হয়ে গেছে। নীরব কিছুক্ষণ ইতস্তত করে আস্তে করে ডাকল, 'কুহু?'

কুহু ধীর গতিতে মাথা ঘুরিয়ে তাকাল নীরবের দিকে। নীরবের ভেতরসহ কেঁপে উঠল। মাথা ঝিম ধরে গেল যেন। চেষ্টা করেও কুহুর চোখে চোখ রাখতে পারল না। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। অস্বস্তিতে অসাড় হয়ে এলো সর্বাঙ্গ। কুহুর চোখের কার্নিশ বেয়ে দিয়ে ধীর গতিতে এক ফোটা জল গড়িয়ে নামল। নীরব কুহুর হাত ধরতে গিয়ে কী মনে করে আটকে গেল। হঠাৎই হাত কাঁপছে ওর। কোন এক অজানা কারণে স্পর্শ করতে পারছেনা কুহুকে। প্রচণ্ড দ্বিধায় ভুগছে। আরও দু'বার চেষ্টা করল নীরব। কিন্তু দু'বারই ব্যর্থ হল। খুব কাছে গিয়েও হাত আটকে গেল। বারবার চোখ চলে গেল কুহুর শরীরের শুকিয়ে আসা ক্ষতগুলোতে।

কুহু এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই কম্পমান হাতের দিকে। নীরব ধৈর্য হারালো। কুহুর সামনেই কেঁদে ফেলল। ঝট করে উঠে দাঁড়ালো ছেলেটা। আর এক মুহূর্তও ওখানে না দাঁড়িয়ে হনহনে পায়ে বেরিয়ে গেল কুহুর ঘর থেকে। কুহু পলকহীন চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল নীরবের যাওয়ার দিকে। হঠাৎ বালিশে নিজের মুখ চেপে ধরে কেঁদে উঠল। কোন শব্দ হলোনা। কিন্তু বারবার ঝাকি খেয়ে উঠল ওর শরীরটা। আজ প্রথমবার কথা বলতে না পারার জন্যে আফসোস হচ্ছে কুহুর। ও কাঁদতে চায়। আকাশ, বাতাস কাঁপিয়ে চিৎকার করে কাঁদতে চায়। চিৎকার করে পৃথিবীর নামে হাজারটা অভিযোগ করতে চায়। জানতে চায় কেন ওর সাথেই এরকম হলো? কেনো?

-

তিনদিন যাবত নিজের ঘর থেকে খুব একটা বের হন না রাশেদ আমের। গর্জে ওঠা সেই সিংহ হঠাৎই কেমন শান্ত হয়ে গেছে। নিজেরই মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে তার পা কাঁপছে। তাইতো এখনো কুহুর সামনে গিয়ে দাঁড়ায়নি সে। নীরবের বাবা-মা আসায় অনেকটা বাধ্য হয়ে এসেছেন দেখা করতে। রুদ্রও নিচে নেমেছে আজ। জাফর বসে আছে রাশেদের পাশে। প্রিয়তা, উচ্ছ্বাস, জ্যোতি এককোণে দাঁড়িয়ে আছে চুপচাপ। নীরবতা ভেঙ্গে নাঈমুর বললেন, 'আমের সাহেব, হিসেবমতোতো তিনদিন পরে নীরব আর কুহুর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি_'

কথাটা শেষ করতে পারলেন না নাঈমুর। আটকে গেলেন। রাশেদ গম্ভীর কন্ঠে বললেন, 'এই পরিস্থিতিতে এখন যে বিয়েটা হওয়া সম্ভব নয় সেটা আমিও জানি। এই বোঝার মতো বিবেকবোধ আমার আছে।'

তখনই নীরবের মা বলে উঠল, 'শুধু এই পরিস্থিতি না; কোন পরিস্থিতিতেই হয়তো আর এই বিয়েটা সম্ভব নয় ভাইজান। দেখুন, মেয়ে বোবা ছিল তবুও আমরা মেনে নিয়েছি। শুধুমাত্র আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে। আমার ছেলে আপনার মেয়েটাকে একটু বেশিই পছন্দ করতো তাই। ওর খুশির জন্যে ঐটুকু কম্প্রোমাইজ করতে রাজি ছিলাম আমরা। কিন্তু এবার যেটা হয়েছে তারপর আর এই বিয়েটা নিয়ে ভাবা সম্ভব না। একটামাত্র ছেলে আমার। ওকেতো এভাবে জলে ফেলে দিতে পারিনা।'

রুদ্র তেড়ে উঠতে যাচ্ছিল। প্রিয়তা দ্রুত হাত চেপে ধরল। কোনমতে ইশারায় সামলে নিল ওকে। জাফর বললেন, 'এসব কী বলছেন আপনি? এধরণের কথা বলবেন নাহ। মেয়েটার অবস্থাতো দেখেছেন আপনারা। এধরণের খহর পেলে সত্যিই ওকে আর বাঁচানো যাবেনা। নীরবকে এখন ওর ভীষণ দরকার।'

খুবই কর্কশ কন্ঠে নীরবের মা বলে উঠল, ' আর কারো দরকারের দায় নিয়েতো বসে নেই আমার ছেলে। বোবা অবধি ঠিক ছিল। কিন্তু আমার ছেলেটিকী খোড়া, লেংড়া নাকি চোখে দেখেনা? কোন দিক দিয়ে কম তার? যেমন রূপ, তেমন গুন। আমার অমন চাঁদপানা ছেলের জন্যে একটা ধ-র্ষি-তা মেয়েকে নেব? আশাটা একটু বেশি করছেন না আপনারা?'

ক্ষেপে গিয়ে তেড়ে উঠছিল রুদ্র। পায়ের ব্যথায় বসে পড়ল আবার। প্রিয়তা দু হাতে শক্ত করে চেপে ধরল ওকে। ফিসফিসিয়ে বলল, 'শান্ত হন। অশান্তি করে লাভ নেই। কুহু শুনতে পাবে।'

অপরদিকে ক্ষিপ্ত উচ্ছ্বাসকেও আটকে রেখেছে জ্যোতি। রাশেদ আমের নির্বিকার, গম্ভীর। সে শুনে যাচ্ছে কেবল। 

নাঈমুর ধমকে উঠল স্ত্রীর কথায়, 'চুপ করো! কথা বলছিতো আমি।' তারপর পুনরায় রাশেদের দিকে চেয়ে বললেন, 'জানি আপনাদের ওপর দিয়ে এখন অনেকরকম ঝামেলা যাচ্ছে। যেকোন দরকারে আমরা পাশে আছি। কিন্তু এই সম্বন্ধটা আর হতে পারেনা। আমাদের এই বিয়েটা ভেঙ্গে দিতে হচ্ছে।'

ভেতরের তীব্র ক্রোধকে চেপে রেখে উচ্ছ্বাস জানতে চাইল, 'নীরব জানে আপনাদের সিদ্ধান্ত?'

নাঈমুর শক্ত গলায় জানালেন, ' আমার ছেলে আমার কথার অবাধ্য কখনই হয়নি। আর না কখনও হবে। আমি যখন একবার 'না' বলে দিয়েছি। ওর জন্যে সেটা 'না' ই। নিশ্চিন্তে থাকতে পারেন।'
 
এতোকিছুর মাঝে রাশেদ একটা কথাও বললেন না। জড়বস্তুর মতো সবটা শুনে গেলেন চুপচাপ। জাফর কয়েকবার তাদের মিনতি করল বিষয়টা ভেবে দেখার জন্যে। রুদ্র আর উচ্ছ্বাসকে প্রিয়তা আর জ্যোতি মিলে বহু কষ্টে সামলালো কোন অঘটন ঘটানো থেকে। কিন্তু কিছুতেই কিছু হলোনা। নীরব আর কুহুর বিয়েটা ভেঙ্গে দিয়ে তবেই প্রস্থান করলেন নাইমূর এবং তার স্ত্রী। রুদ্র জ্বলন্ত চোখে তাকিয়ে রইল তাদের যাওয়ার দিকে। প্রিয়তা অসহায় দৃষ্টিতে দেখল সবটা। কুহুর কথা চিন্তা করতেই সবকিছু তালগোল পাকিয়ে গেল। অসহায় হয়ে দীর্ঘশ্বাস ফেলল কেবল।
.
.
.
চলবে.............................
Author, Publisher & Developer

একটি মন্তব্য পোস্ট করুন

উফ!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে আগে আপনার ইন্টারনেটের সংযোগ ঠিক করুন এবং তারপর আবার ব্রাউজিং শুরু করুন৷
AdBlock সনাক্ত করা হয়েছে!
আমরা শনাক্ত করেছি যে আপনি আপনার ব্রাউজারে অ্যাডব্লকিং প্লাগইন ব্যবহার করছেন৷ আমরা আপনাকে আপনার অ্যাডব্লকিং প্লাগইন বন্ধ করার জন্য অনুরোধ করছি, কারন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে রাজস্ব আয় করি তা এই ওয়েবসাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয়।