আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে গল্প সম্বন্ধে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন। আপনাদের মতামত আমাদের এই ছোট প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। শীঘ্রই আরও নিত্য নতুন গল্প আপডেট আসছে, সঙ্গে থাকুন। গল্পের ডায়েরি'তে প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখক/লেখিকা'র নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত গল্পের ডায়েরি’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখক/লেখিকা'র কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় গল্পের ডায়েরি কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। গল্পের ডায়েরি'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ করলে তা কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

অন্তর্নিহিত কালকূট - পর্ব ৬৭ - অনিমা কোতয়াল - ধারাবাহিক গল্প


অন্তর্নিহিত কালকূট
পর্ব ৬৭
অনিমা কোতয়াল
.
.
.
রাশেদের মৃত্যুর এক সপ্তাহ পরের কথা। তার তৈরী করে যাওয়া এতিমখানাতেই মিলাদের আয়োজন করা হয়েছে। দোয়া করা হয়েছে তার জন্যে। সব আয়োজন ওখানকার লোকেরাই করেছে। এসব আয়োজন করার মতো পরিস্থিতি ছিলোনা রুদ্রর। তবে ওর বাবার জন্যে করা হচ্ছে। তাই আমের ভিলার সকলেই গিয়েছিল ওখানে। চরম এক বিষাদময় দিন কাটল সেদিন। ওখানকার প্রতিটা মানুষের চোখের জল, নীরব হাহাকার স্পষ্ট বলে দিচ্ছিল রাশেদ আমের কী ছিলেন তাদের জন্যে। তাদের জীবনের ঠিক কতটা অংশ জুড়ে ছিলেন তাদের রাশেদ বাবা।

ইদানিং কুহু একদম চাবি দেওয়া পুতুলের মতো হয়ে গেছে। পরপর দুটো ধাক্কায় স্তব্ধ হয়ে গেছে মেয়েটা। সারাদিন পাথরের মতো বসে থাকে। সবকিছুই নিজ হাতে ধরে ধরে করিয়ে দিতে হয়। ভাগ্যিস নীরব ছায়ার মতো লেগে আছে পেছনে। না হলে বেঁচে থাকাই দুর্বিষহ হয়ে যেত মেয়েটার। 
জ্যোতি সামলে নিয়েছে নিজেকে। সবাই ভেঙ্গে পড়লে চলবে কীকরে? তবে নিজের ভাইজানের কথা মনে পড়তেই চোখ ভিজে ওঠে জাফরের। যন্ত্রণা হয়। রুদ্র বা উচ্ছ্বাসকে দেখে বোঝার উপায় নেই ওদের মানসিক পরিস্থিতি। প্রচন্ড শক্ত বলয়ে আবৃত ছেলে দুটো। প্রিয়তার শরীরটা ভালো যাচ্ছেনা আজকাল। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ অবস্থায় রাণীর মতো করে রাখতো ওকে সবাই। অথচ নিয়তি এতোটাই নিষ্ঠুর যে এ অবস্থাতেই বজ্রপাত হল গোটা আমের ভিলার ওপর।
সবকিছুর মধ্যেও গোটা আমের ভিলা সেই বজ্র, গমগমে কন্ঠস্বর শোনার জন্যে ছটফট করে। দৃঢ়, সুঠামদেহী,তেজস্বী সেই পুরুষের পদচারণের অভাবে যেন শুষ্ক মরুভূমি মতো প্রাণহীন হয়ে গেছে আমের ভিলার প্রতিটা কোণ।

সবকিছু শেষ করে ফিরতে ফিরতে সন্ধ্যা হল আমের পরিবারের সকলের। নীরবকে এবং বাকি মেয়েদেরকে বাড়ি নামিয়ে দিয়ে বেরিয়ে গেল রুদ্র, উচ্ছ্বাস এবং জাফর। উচ্ছ্বাস আর জাফর নিজের মতো গেল। আর রুদ্রর সঙ্গে গেল রঞ্জু। রাশেদের মৃত্যুর সময় রঞ্জু ঢাকা ছিলো না। ফিরে আসতে আসতে দাফন করে ফেলা হয়েছে তাকে। মনে মনে ভয়ানক আঘাত পেয়েছে ছেলেটা। কিন্তু দেখে বোঝার উপায় নেই। এখন হাত-পা ছড়িয়ে কাঁদতে বসার সময় নয়। বরং মনকে শক্ত করে আরও কর্মঠ, আরও শক্ত হওয়ার সময়। রুদ্র ভাইয়ের শক্তি হওয়ার সময়। এমনটাই ভাবে রঞ্জু।
রুদ্র জিপ চালাচ্ছে। পাশের সিটে বসে আছে রঞ্জু। মাঝেমাঝে আড়চোখে তাকিয়ে দেখছে রুদ্রকে। ইদানীং কেমন অদ্ভুত শান্ত, স্থির লাগে রুদ্রকে। অথচ মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যায়, সাক্ষাৎ জোয়ালামুখী দেবে আছে ভেতরে। ভয়ানক কিছু ঘটানোর কথা ভাবছে এইলোক। কোন সন্দেহ নেই তাতে।

'শুরু কর।'

রুদ্রর গলায় আওয়াজে ভাবনায় ছেদ ঘটল রঞ্জুর। এক ঢোক গিলে বলতে শুরু করল, 'চায়ের কাপটায় পয়জন আছিল, ভাই।'

অবাক হয়নি রুদ্র। বরং অন্যকিছু শুনলেই বোধ হয় অবাক হতো। স্বাভাবিকভাবে বলল, 'বলে যা।'

'কিন্তু পাকঘরে থাকা চায়ের কোপ পদে কোন বিষ পাওয়া যায় নাই। চা পাতি, দুধ, সুগার ফ্রি সবকিছুই ঠিকমতো চেক করা হইছে। মনে হইতাছে আলাদা কইরা মিশাইছে।'

'কিংবা উপকরণটা কিচেন থেকে সরিয়ে ফেলা হয়েছে।'

কথাটা যেন নিজেই নিজেকে বলল রুদ্র। জেনেছে, সেদিন সকালে রাশেদের জন্যে চা নিয়ে গিয়েছিল জ্যোতি। কিন্তু সে রান্নাঘরে ঢুকে দেখেছিল অর্ধেক চা নার্গিস বানিয়ে ফেলেছে। বাকি অর্ধেকটা জ্যোতি বানায়। চা বানানো থেকে শুরু করে রাশেদের ঘরে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত জ্যোতি এবং নার্গিস ছাড়া অন্যকেউ চায়ের ধারকাছেও আসেনি। সে বিষয়টা পরিস্কার। নার্গিস বহুবছর কাজ করছে এ বাড়িতে। তারচেয়েও বড় কথা, নার্গিসের বাড়ি গুলশানেই। কেবল নার্গিস না। নার্গিসের পুরো ফ্যামলি রেকর্ড আছে রুদ্রর কাছে। এবং খুব কঠোরভাবে নজরদারী করা হয় ওর ওপর। যাকেতাকে আমের ভিলায় স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে দেওয়া, রান্নাবান্না করতে দেওয়ার মতো দুর্বল নিরাপত্তা ব্যবস্থা আমেরদের নেই। প্রতিবার আমের ভিলা থেকে বের হওয়া এবং ঢোকার সময় আপাদমস্তক ভালোকরে চেক করা হয় তাকে। তাহলে কে? জ্যোতি?

'কুহু আপার ব্যপারেও কথা আছিল ভাই।'

রুদ্র কিছু বলল না। অর্থাৎ, বলে যা। রঞ্জু একটু ইতস্তত করে বলল, 'আপার রে-প কারা করছিল জানা গেছে। দু-দুজন আছিল। অগো নাম সেন্টু আর বু-লেট। কিন্তু ওগো কোনহানে খুইজা পাওয়া যাইতাছেনা। মনে হয় গা ঢাকা দিছে।'

রুদ্র এবারেও কিছু বলল না। তবে ওর চোয়াল শক্ত হয়ে আছে। সেটা সহজেই বুঝে ফেলল রঞ্জু।

'আরেকটা ব্যপার ভাই।'

একবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আবার ড্রাইভিং এ মনোযোগ দিল রুদ্র। রঞ্জু বলল, 'রাশেদ বাবার মৃত্যুটাতে আন্ডারওয়ার্ল্ডে নিরিবিলি একটা ঝড় শুরু হইয়া গেছে। আমাগো পার্টনার গ্রুপগুলার সন্দেহ বাড়ছে। সোলার সিস্টেমের উপর আর কতটা ভরসা করা হেইডা নিয়া তারা যথেষ্ট সন্দিহান। বিপক্ষ দলগুলা এ সুযোগটাই খুঁজতাছিল আর_'

বলে থামল রঞ্জু। একবার রুদ্রর দিকে তাকিয়ে অসহায়ভাবে বলল, 'চুক্তিভঙ্গের এই ব্যপারটা দ্রুত সামাল দিতে না পারলে সবদল একজোট হইয়া খুঁইজা খুঁইজা কুত্তার মতো খু-ন করব সোলার সিস্টেমের লোকগুলারে। অগো উস্কাই দেওয়ার কাজটা শওকত মীর্জা আর করিম তাজওয়ার খুব ভালোভাবেই করতাছে। শুনছি সম্রাট কয়েকটা গ্রুপের লগে গোপনে যোগাযোগ করছে। শানরে নাকি কয়দিন আগেও উত্তরার গোডাউনে কিছু এটি করতে দেখা গেছিল দলবল নিয়া। ভয়ানক কিছু করতে যাইতাছে ওরা ভাই।'

রুদ্র কিছু বলছে না। একদৃষ্টিতে সামনে তাকিয়ে থেকে ড্রাইভ করছে। রঞ্জু কিছুক্ষণ তাকিয়ে রইল রুদ্রর দিকে। আবেগি গলায় বলল, 'তয় আপনে চিন্তা করবেন না ভাই। সব ঠিক হইয়া যাইব। আর কেউ থাকুক আর না থাকুক। এই রঞ্জু থাকব আপনের লগে। মরণের আগ পর্যন্ত থাকব।'

রুদ্র একপলক তাকাল রঞ্জুর দিকে। নিঃস্বার্থ শ্রদ্ধা, ভালোবাসায় জ্বলজ্বল করছে ছেলেটার চোখজোড়া। রুদ্র সামনের দিকে তাকিয়ে রইল অপলক চোখে।

-

মতিঝিলে ভাড়া করা এক ফ্ল্যাটের ডাইনিং স্পেসে বসে আছে শওকত মীর্জা, করিম তাজওয়ার এবং পলাশ মীর্জা। ফ্ল্যাটটার মালিকানা সম্রাটের নামে। দুটো বেডরুম এবং ডাইনিং স্পেস আছে। একটা রুমকে সম্পূর্ণ অফিসরুমে পরিণত করেছে সম্রাট। আরেকটা বেডরুম। ডাইনিং স্পেসে বড় দামি সোফা বসানো হয়েছে। দুপুর থেকে তিনজন এখানেই ছিল। সন্ধ্যার খানিক বাদে এসে পৌঁছেছে সম্রাট আর শানও। ভাজা মুরগীর সঙ্গে কড়া ড্রিংক করতে করতে গুরুত্বপূর্ণ আলোচনা সাড়বে ওরা এখন। পাঁচজনই আপাতত ভীষণ ফুর্তিতে আছে। সিগারেট আর মদের তীক্ষ্ম গন্ধে ভরে আছে ঘরটা।

করিম তাজওয়ার খোশমেজাজে বলল, 'অবশেষে রাশেদ আমেরকে পৃথিবী থেকে সরানো গেল। কতদিন! কতদিনের চেষ্টার ফল এটা। এখনো বিশ্বাস হচ্ছেনা কাজটা আমরা করতে পেরেছি।' বলে থামল করিম। মদের গ্লাসে লম্বা একটা চুমুক দিয়ে বলল, 'কিন্তু একটাই আফসোস। রাশেদ আমেরকে ওনার একমাত্র ছেলের মৃতদেহ দেখানোর সেই স্বপ্নটা অপূর্ণই থেকে গেল। ঠিক যেমন আমায় নিজের বড় ছেলের মৃতদেহ দেখতে হয়েছিল আমায়।'

শওকত সিগারেটের প্যাকেটটা নিজের দিকে টেনে নিয়ে বলল, 'তোমার বড়ছেলের এনকাউন্টারের কারণ রাশেদ আমের না, তোমার ছেলের নির্বুদ্ধিতা ছিল। সে যাই হোক, রাশেদ আমের তার একমাত্র ছেলের মৃতদেহকে না দেখলেও, একমাত্র মেয়ের ধ-র্ষি--ত দেহতো দেখেছে। সেটাও কম কী?'

একটা সিগারেট বের করে প্যাকেটে টোকা দিল শওকত। শ্রাগ করল করিম। শান মাংসের পিসে কামড় বসাতে যাচ্ছিল। শওকতের কথায় থেমে গিয়ে বলল, 'কিন্তু বুলেট আর সেন্টুর কী খবর? ঐ ঘটনার পরতো দুটোকে দেখলাম না কোথাও। আছে না গেছে?'

পলাশ বলল, 'আছে। লুকিয়ে রেখেছি। নইলে রুদ্র কুত্তার মতো দৌড় করিয়ে মা-রবে যদি হাতে পায়। '

শান মৃদু হাসল। দাঁত দিয়ে ভাজা মাংস ছিড়ে মুখে পুড়ে নিয়ে বলল, 'রুদ্র না মা-রলেও যে 'ও' মারবে । শান্ত আছে বলে ভুলে যেওনা 'ও' কী জিনিস। ঐ দুটোর বাঁচার কোন উপায় নেই।'

শওকত বলল, 'সে মারলে মারুক। ঐদুটোকে নিয়ে ভাবার সময় নেই এখন আর। যারা সময়মতো নিজেদের কন্ট্রোল করতে পারেনা, ঐরকম অকর্মার ঢেকিদের দরকার নেই আমার।'

গ্লাসে মদ ঢালতে ঢালতে করিম বলল, 'ওদের করা কাজটা আমাদের পরিকল্পনার অংশ না হলেও লাভ বৈ ক্ষতি হয়নি কিন্তু। ঐ ঘটনাটা না ঘটলে রাশেদ আমেরকে মানসিকভাবে এতোটা গুড়িয়ে দেওয়া সম্ভব হতোনা বোধ হয়। আর রাশেদ আমের ওরকম বিধ্বস্ত হয়ে পড়েছিলেন বলেই এতো সহজে তাকে মারা গেল।'

শওকত নিজের সিগারেটটা ঠোঁটের মাঝে চেপে ধরে বলল, 'কিন্তু এভাবে তাকে মা-রতে চাইনি আমি। অনেকটা কাপুরুষদের কাজের মতো হয়ে গেছে ব্যপারটা। এতে এটাই বোঝায় যে তাকে সরাসরি মা-রার ক্ষমতা ছিলোনা আমাদের।'

এতক্ষণ কাউচে হেলান দিয়ে, পায়ের ওপর পা তুলে ওদের কথোপকথন মনোযোগ দিয়ে শুনছিল সম্রাট। এতক্ষণে মুখ খুলে বলল, 'কখনও কখনও পেছন থেকে আঘাত করতে হয়। নিজের প্রয়োজনে। সেটাকে কাপুরুষত্ব না, স্ট্রাটেজি বলে। তোমরাতো ঐ মেয়েটার রে-প হওয়ার পরেই ঘাবড়ে গিয়ে 'প্লান বি' স্থগিত করতে চেয়েছিলে। আমার জন্যে পারোনি। এখন দেখ? কাজটা হয়েছে তো? সোলার সিস্টেম ইজ অলমোস্ট ফিনিশড।'

সবাই চুপ থাকল। শওকত সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলল, 'কিন্তু পুরোপুরি কাজটা এখনো হয়নি। 'প্লান বি' যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হতো তাহলে ওখানে সেদিন রুদ্র ম-রতো, অতঃপর এখানে এই পদ্ধতিতে এখানে রাশেদ। কিন্তু গন্ডগোলটা হল রুদ্র বেঁচে আছে।'

'বেশিদিন থাকবেনা।' ঠোঁটে শয়তানী হাসি ফুটিয়ে বলল সম্রাট।

শান মাথা নাড়িয়ে বলল, 'এতো সহজ হবেনা। ঝামেলা এখন একটা না দুটো। বিষয়টা মাথায় রেখো।'

করিম তাজওয়ার শব্দ করে গ্লাসটা নামিয়ে রাখল টেবিলে। তীক্ষ্ম চোখে শওকতের দিকে চেয়ে বলল, 'নতুন এই ঝামেলাটা কাঙ্ক্ষিত ছিল কী? শওকত সাহেব?'

হঠাৎই চোয়াল শক্ত হয়ে উঠল সম্রাটের। সুর্দশন মুখটা ভীষণ হিংস্র দেখাল। দাঁতে দাঁত চেপে তাকাল শওকতের দিকে। চাপা গলায় বলল, 'আপনার দেওয়া কথাটা মাথায় রাখবেন কিন্তু। এতকিছুর মাঝে এটা নিশ্চয়ই ভুলে যাননি যে কেন ব্লাক হোল আর ডার্ক নাইট এক হয়েছিল? দুটো শত্রু দলের এক হওয়ার পেছনের মূখ্য কারণটা কী? সবাই ভাবে শত্রুর শত্রু পরম মিত্র। তাই ব্যবসায়ীক লাভের জন্যে আমরা এক হয়েছি। কিন্তু সেটা আংশিক সত্য। সম্পূর্ণ সত্যটা আপনার অবগত। যদি সেকথার খেলাপ হয়। পরিণাম কিন্তু ভালো হবেনা মীর্জা।'

শওকত মীর্জা বিন্দুমাত্র পাত্তা দিলেননা সম্রাটের হুমকিকে। ভাবলেশহীনভাবে বললেন, 'আমার দিক থেকে পূর্ণ প্রচেষ্টা থাকবে আমার। কিন্তু সবকিছুতো আর আমার বলাতেই হবেনা। তাইনা? আমার দিক থেকে আমি হাত তুলে নেব। বাকি দায়িত্ব তোমার।'

সম্রাট কিছু বলতে যাচ্ছিল। পলাশ মীর্জা বিরক্ত হয়ে বলল, 'সেসব ছাড়ো! নিজেদের মধ্যে রেশারেশি করার সময় এটা না। ওসব অনেক পরের ব্যপার। এটা বলো যে, প্লান বি এর অসম্পূর্ণ অংশ কীভাবে সম্পূর্ণ করা সম্ভব? এই ঝামেলাটা এড়িয়ে গিয়ে?'

কিছুক্ষণ নীরব থাকল ঘরটা। হঠাৎই ঠোঁট বাঁকিয়ে হাসল সম্রাট। গ্লাসে ছোট্ট একটা চুমুক দিয়ে বলল, 'বহুবছর আগে রাশেদ আমেরের সঙ্গে যে খেলাটা খেলা হয়েছিল, সেই একই খেলা খেলব রুদ্রর সঙ্গে।'

'ঝেড়ে কাশো।' বিরক্ত হয়ে বলল শান।

সম্রাট কিছু বলল না। কাউচের পাশ থেকে ছোট্ট একটা ছোট্ট বারবী ডল বের করল। চোখের সামনে ধরে ওটা নাড়িয়ে দেখল কিছুক্ষণ। আচমকাই দু আঙুলে চাপ দিয়ে দিয়ে এক এক করে ভাঙতে লাগল ডলটার হাত, পা অতঃপর গলা। অতঃপর ঘরকাঁপিয়ে হাসতে লাগল নিজের বিভৎস হাসি। বিস্ময়ভর্তি চোখে তাকিয়ে রইল উপস্থিত সকলেই।

-

চারদিকে পিনপতন নীরবতা। মাঝেমাঝে নাম না জানা পোকা আর পাখির ডাক ভেসে আসছে। দূরে ব্যস্ত শহরের আলো রুদ্রর ঘরের বারান্দা থেকেও দেখা যায়। শীত প্রকৃতির বুকে পরিপূর্ণভাবে চেপে বসার বন্দবস্ত করে ফেলেছে। ঠান্ডা বাতাসে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে রুদ্রর। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে সে। দৃষ্টি শূণ্য। সদ্য জ্বালানো সিগারেটটা ধরে আছে দু আঙ্গুলের মাঝে। মাঝে মাঝে মৃদু টান দিচ্ছে। ইদানিং রুদ্র-প্রিয়তার মধ্যে মতভেদ দেখা দিয়েছে। রাশেদের মৃত্যুর পর হঠাৎই ভীষণ ঘাবড়ে গেছে প্রিয়তা। ও চাইছে রুদ্র ছেড়ে দিক আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগত। সব ছেড়ে ভয়হীন, সুস্থ-স্বাভাবিক জীবনের জন্যে মরিয়া হয়ে উঠেছে প্রিয়তা। কিন্তু ওর সেই চাওয়া পূরণ করার ক্ষমতা এখন নেই রুদ্র। এই নিয়েই যত ঝামেলা।

হঠাৎ রুদ্র উপলব্ধি করল কেউ ধীরপায়ে এসে দাঁড়িয়েছে ওর পাশে। না তাকিয়েও বুঝতে পাল প্রিয়তার উপস্থিতি। প্রিয়তা গর্ভবতী হওয়ার পর থেকে রুদ্র ঘরে সিগারেট ধরায় না। কিন্তু আজ হঠাৎই ধরালো। রুদ্র প্রিয়তার দিকে তাকাল না। আকাশের দিকে তাকিয়ে থেকেই বলল, 'রুমে যাও।'

প্রিয়তা নড়ল না। তাকিয়ে রইল রুদ্রর দিকে। রুদ্র আবারও শান্ত গলায় বলল, 'রুমে যেতে বলেছি আমি। ধোঁয়া যাচ্ছে তোমার দিকে। ঠান্ডাও পড়েছে। গিয়ে ঘুমোও।'

প্রিয়তা তবুও নড়ল না। রুদ্র ফোঁস করে শ্বাস ফেলল। সিগারেটটা পাশের উঁচু, ছোট আয়তনের টেবিলটার ওপর রাখা অ‍্যাশট্রেতে গুঁজে রাখল। প্রিয়তার দিকে তাকিয়ে বলল, 'কথা বললে শুনতে চাওনা কেন তুমি?'

'আপনি শোনেন?' 

প্রিয়তার পাল্টা প্রশ্নের জবাব দিলোনা রুদ্র। তাকিয়ে রইল আকাশের দিকে। কিছুক্ষণ নীরবতার পর প্রিয়তা রুদ্রর হাতের ওপর হাত রাখল। অনুনয়ের সুরে বলল, 'এখনো সময় আছে রুদ্র। আমার কথাটা শুনুন।'

রুদ্র নিরুত্তর। যেন আকাশের দিকে চুম্বকের মতো আটকে আছে ওর দৃষ্টি। প্রিয়তা বিরক্ত হল। এক ঝকটায় হাতটা সরিয়ে নিল। ঝাঁঝালো, কান্নামাখানো গলায় বলল, 'আপনি শুনতে পাচ্ছেন আমার কথা?'

'শোনার মতো কিছু তুমি বলোনি প্রিয়। রুমে যাও।'

রুদ্রর একরোখা জবাব প্রিয়তার হৃদয়কে তীরবিদ্ধ করল। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল নিষ্ঠুর স্বামীর দিকে। অধৈর্য কেঁপে ওঠা গলায় বলল, 'প্লিজ!'

'ঘরে যাও।'

'আমি যাবোনা।'

'প্রিয়তা!'

রুদ্রর ধমকে ফুঁপিয়ে উঠল প্রিয়তা। রুদ্র নিভল। লম্বা একটা শ্বাস ফেলে তাকাল প্রেয়সীর দিকে। এক হাতে প্রিয়তার বাহু ধরে নিজের দিকে টানল। অপরহাতে ওর অপূর্ব সুন্দর চোখদুটো মুছে দিতে দিতে বলল, 'সবসময় সবরাস্তা থেকে ইউটার্ন নেওয়া যায়না প্রিয়। এই রাস্তাটাই ওয়ান ওয়ে। পিছিয়ে আসা সম্ভব না।'

'চাইলেই সম্ভব। আমরা এখান থেকে চলে যাইনা রুদ্র? অনেক দূরে কোথাও। দেশের বাইরে কোথাও, অনেক দূরে।বাবার মৃত্যুর পরতো নীরবের বাবা-মা একবার এসেছিলেন এ বাড়িতে। যদিও নীরব আর কুহুর বিষয়ে কিছু বলেনি। তবে আমার বিশ্বাস ওনারা শীঘ্রই মেনে নেবেন ওদের সম্পর্কটা। আর যদি এখন নাও মানে নীরব-কুহুও আমাদের সঙ্গে যাবে। আমি, আপনি, আমাদের সন্তান, কুহু, নীরব, জ্যোতি আপু, উচ্ছ্বাস আমরা সবাই একসঙ্গে থাকব। কোন ঝামেলা থাকবেনা। কোন শত্রু থাকবেনা। প্রতিমুহূর্তে এমন মৃ-ত্যুভয় থাকবেনা।'

কথাগুলো বলে দম নেওয়ার জন্যে থামল প্রিয়তা। কাঁদছে মেয়েটা। রুদ্র তাকিয়ে আছে একদৃষ্টিতে। প্রিয়তা রুদ্রর দু কাঁধে হাত রেখে বলল, 'আমি কোনদিন আপনার কাছে কিছু চাইনি। আপনাকে ভালোবেসে নীরবে সবটা মেনে নিয়েছি। আপনার অতীত, বর্তমান সব। কিন্তু ভবিষ্যত মেনে নেওয়ার সাহস আমার আর নেই রুদ্র। প্রথমে কুহু, এরপর বাবা। আর পারব না আমি। সত্যিই পারবনা। আমার সন্তানের কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাবো রুদ্র। মরে যাব আমি। আমার ওকে চাই। আমি আমার বাচ্চাকে সুস্থভাবে কোলে নিতে চাই। ওকে নিজের হাতে বড় করতে চাই। প্লিজ রুদ্র, প্লিজ।'

কথাগুলো বলতে বলতে হিঁচকি উঠে গেল প্রিয়তার। শরীর ভেঙে এলো। নিজের প্রায় সমস্ত ভর ছেড়ে দিল রুদ্রর ওপর।রুদ্র প্রিয়তাকে ভালোভাবে ধরে দাঁড় করিয়ে বলল, 'শান্ত হও।'

প্রিয়তা অবুঝের মতো এদিক-ওদিক মাথা নাড়াল। হাত-পা ছুড়তে চাইল। ফোঁপাতে ফোঁপাতে বলল, 'পারছিনা আমি। দয়া করে আমার কথাটা শুনুন। প্লিজ, প্লিজ, প্লিজ।'

প্রিয়তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে ওর বাহু শক্ত করে ধরল রুদ্র। মৃদু ঝাঁকুনি দিয়ে ডাকল, 'প্রিয়?' 

প্রিয়তা মোটেও শুনছেনা। আবার ধমক দিল রুদ্র, 'প্রিয়!' 

প্রিয়তা থেমে গেল। প্রাণহীন দৃষ্টিতে তাকাল রুদ্রর দিকে। 'শোন আমার কথা। দূরে কোথাও চলে যাব বললেই যাওয়া যায়না। এই মুহূর্তে অনেক কাজ আছে আমার। অনেক বোঝাপড়া বাকি আছে। লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার লোক রুদ্র আমের নয়। পালিয়ে বেড়ানো আমার র-ক্তে নেই। আমার অর্ধাঙ্গিনীর মুখে এধরণের কথা মানায় না।'

প্রিয়তা কান্না থামিয়ে শক্ত দৃষ্টি ফেলল রুদ্রর চোখে। স্থির কন্ঠে বলল, 'আপনার এই জেদ সবকিছু শেষ করে দেবে।'

রুদ্র নরম গলায় প্রিয়তাকে আশ্বস্ত করে বলল, 'আমাদের সন্তানের কিচ্ছু হবেনা প্রিয়। ও পৃথিবীতে আসবে। একদম সুস্থভাবেই আসবে।'

'যে নিজের বোন আর বাবাকে রক্ষা করতে পারেনি, সে আমার অনাগত সন্তানকে রক্ষা করবে? সেটা আমি কীকরে বিশ্বাস করি?'

রুদ্র ব্যথিত হল। মনে পড়ে গেল নিজের ব্যর্থতা। লম্বা শ্বাস ফেলে বলল, 'আমার ওপর বিশ্বাস রাখো।'

'বিশ্বাস করেই আপনার হাত ধরে আপনার এই বিষাক্ত জীবনে পা রেখেছিলাম রুদ্র। আমি আপনাকে বিশ্বাস করি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন। যদি আপনার এই জেদের জন্যে আমি আমার সন্তানকে হারাই। সেদিন আপনি কেবল আমার বিশ্বাসই হারাবেন না, আমাকেও হারাবেন।'

কথাটা বলে ঘরে চলে গেল প্রিয়তা। রুদ্র প্রিয়তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আরও একবার প্রিয়তাকে নিজের জীবনের সঙ্গে জড়ানোর জন্যে আফসোস হচ্ছে ওর। কিন্তু এখন কিছু করার নেই। প্রিয়তা যা চাইছে সেটা সম্ভব না। আর যাই হোক কাপুরুষের মতো পিছিয়ে আসতে পারবেনা রুদ্র। রাশেদের আমেরের অসম্পূর্ণ কাজ ওকেই সম্পূর্ণ করতে হবে। তার দিয়ে যাওয়া শেষ আদেশগুলো পালন করতে হবে। তারপরও যদি সব ঠিক থাকে। তাহলে সত্যিই এ পথ ছেড়ে দেবে রুদ্র। নিজের প্রিয়, নিজের পরিবার নিয়ে চলে যাবে অনেক দূরে। সুস্থ স্বাভাবিক জীবন কাটাবে। আর পাঁচটা সাধারণ মানুষের মতো।

*
বর্তমান ~

'পানি, পানি খাবো একটু।'

হঠাৎই জ্যোতির পানি চাওয়াতে মনোযোগ ছিন্ন হলো তুহিনের। এতক্ষণ যেন হারিয়ে গিয়েছিল আমের ভিলার অজানা রহস্য গহ্বরে। ফিরে আসতে হলো অনেকটা জোর করেই। ফোঁস করে একটা শ্বাস ফেলে মহিলা কন্সটেবলকে ইশারা করল তুহিন। সে সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি এনে এগিয়ে দিল জ্যোতির দিকে। পানিটা শেষ করে দুটো লম্বা শ্বাস নিল জ্যোতি। তুহিন থুতনিতে হাত রেখে একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল জ্যোতির দিকে। যখন বুঝল জ্যোতি সামলে নিয়েছে নিজেকে; তখন বলল, 'আপনার কী মনে হয়? রাশেদ আমেরের মৃত্যুটা স্বাভাবিক? নাকি খু-ন?'

জ্যোতি স্থির চোখে তাকাল তুহিনের দিকে। ভাবলেশহীনভাবে বলল, 'আমি জানিনা। তবে খু-ন হলে রুদ্র নিশ্চয়ই বুঝতে পারতো।'

'আপনাকে কে বলল রুদ্র বোঝেনি?'

চমকে উঠল জ্যোতি। তুহিন বলল, 'রাশেদ আমেরের মৃত্যুর দিন সকালে আপনি চা নিয়ে গিয়েছিলেন ওনার জন্যে।সেরকমই তো বললেন। তাইনা? সেই কাপটা পেয়েছিলেন আর?'

'আমার খেয়াল নেই।'

জানালা দিয়ে একবার বাইরে তাকাল তুহিন। তারপর আবার জ্যোতির দিকে তাকিয়ে বলল, 'তারপর? আমের ভিলা ছাড়লেন কেন আপনারা?'

'বাধ্য হয়ে।'

'নিজেদের বহু পুরোনো বাড়ি, আর যদি হয় আমের ভিলার মতো আলিশান বাংলো। মানুষ সেটা বাধ্য হয়েই ছাড়ে। কী কারণে বাধ্য হলেন আমি সেটা জানতে চেয়েছি। নিজের চাকরিটাই বা ছাড়লেন কেন?'

'সেসবের সঙ্গে আপনার কেইসের কোন যোগসূত্র নেই।'

'কী আছে, কী নেই, সেটা নিয়ে আমাকেই ভাবতে দিন মিস জ্যোতি। আমার প্রশ্নের উত্তর দিন।'

ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। জ্যোতির ফোন ওটা। জ্যোতি দ্রুত ফোনটা তুলতে গেল; কিন্তু তার আগেই বিদ্যুৎবেগেসেটা লুফে নিল তুহিন। জ্যোতি হতবাক হয়ে তাকাল তুহিনের দিকে। তুহিন স্ক্রিনে তাকিয়ে দেখল আননোন নাম্বার। জ্যোতির দিকে তাকিয়ে বলল, 'আমি রিসিভ করছি। ভদ্র মেয়ের মতো কথা বলবেন। কোনরকম উল্টোপাল্টা কথা বললে ক্ষতি আপনারই। ওপাশের ব্যক্তি যেন জানতে না পারে আপনি থানায় আছেন। এবং আমরা আপনাদের কথা শুনছি। খুব সাবধান।'

বলে রিসিভ করে লাউডে দিল কলটা। বাড়িয়ে ধরল টেবিলের মাঝামাঝি, জ্যোতির দিকে। সঙ্গেসঙ্গে ওপাশ থেকে পুরুষ কন্ঠে কেউ বলে উঠল, 'হ্যালো? জ্যোতি আপু? কোথায় তুমি? তুমি ঠিক আছোতো? এখনো ফেরোনি কেন এখনো? আমাদের টেনশন হচ্ছে তো।'

জ্যোতি একবার তাকাল তুহিনের দিকে। তুহিন শক্ত চোখে তাকিয়ে আছে জ্যোতির দিকে। জ্যোতি জীভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, 'তোমরা টেনশন করোনা। আমি ঠিক আছি। আসলে আটকে গেছি এক জায়গায়। কখন ফিরতে পারব, জানিনা। আমার জন্যে অপেক্ষা করোনা তোমরা। সাবধানে থেকো।'

ওপাশে কিছুসময়ের নীরবতা। কিছুক্ষণ চুপ থেকে লোকটা বলল, 'আটকে গেছো মানে? তুমি কোথায় বলোতো? সত্যিই ঠিক আছোতো?'

জ্যোতি আবার দেখল তুহিনকে। তুহিন এখনো একইভাবে তাকিয়ে আছে। ও বলল, 'হ্যাঁ, নিরাপদ জায়গাতেই আছি। চিন্তার কিছু নেই। খুব বেশি দরকার না হলে আর কল করোনা। প্রয়োজনে আমিই করব।'

'শিওর?'

'হুঁ।'

'সাবধানে থেকো। আর তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। চিন্তা করব আমরা।'

'তোমরাও সাবধানে থেকো।'

কলটা কেটে দিল ওপাশ থেকে। তুহিন আস্তে করে ফোনটা টেবিলে রেখে বলল, 'কে ছিল?'

'নীরব।' ভনিতা না করেই বলল জ্যোতি।

তুহিন অবাক হল। কিছু বলতে যাবে তার আগেই বেজে উঠল ওর নিজের ফোন। জ্যোতির দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়াল তুহিন। বারান্দায় গিয়ে ফোনটা রিসিভ করে বলল, 'বলো, তমাল।'

ওপাশ থেকে উত্তেজিত কন্ঠে তমাল বলল, 'স্যার, শান মীর্জা যে হসপিটালে ভর্তি আছে তার আশেপাশে কোন বিল্ডিংয়ঙেই নতুন কোন ভাড়াটিয়া ওঠেনি। কিন্তু একটা বারোতালা বিল্ডিং আছে। কাজ অসম্পূর্ণ। তাই এখনো কেউ থাকেনা ওখানে। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ঐ বিল্ডিংয়ে একটা ছেলেকে দুবার যাতায়াত করতে দেখা গেছে। আর রুদ্রর ফটো দেখে তারা বলছে, সেই ছেলেটার সঙ্গে রুদ্রর চেহারা নাকি প্রায় হুবহু মিলে যাচ্ছে। তারমানে স্যার_'

তুহিন সঙ্গে সঙ্গে বলল, 'তার আর কোন মানে নেই তমাল। রুদ্র ঐ বারোতলা বিল্ডিংয়েই আছে। ওখান থেকেই নজর রাখছে শান মীর্জার ওপর।'

'অ‍্যাটাক করব স্যার?'

'না। এভাবে না। প্রপার ফোর্স রেডি করতে হবে। ভীষণ ধুরন্ধর লোক এই রুদ্র আমের। এইবার ভালোভাবে আটঘাট বেঁধে নামতে হবে আমাদের। নয়তো আবারও ফসকে যাবে। ততক্ষণ তোমরা আড়াল থেকে কড়া নজর রাখো বিল্ডিংটার ওপর। কোনভাবেই যাতে হাতছাড়া না হয় ও। আজ রাতের মধ্যে আমার রুদ্র আমেরকে চাই। আই ওয়ান্ট হিম এট এনি কস্ট।'
.
.
.
চলবে...............................
Author, Publisher & Developer

একটি মন্তব্য পোস্ট করুন

উফ!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে আগে আপনার ইন্টারনেটের সংযোগ ঠিক করুন এবং তারপর আবার ব্রাউজিং শুরু করুন৷
AdBlock সনাক্ত করা হয়েছে!
আমরা শনাক্ত করেছি যে আপনি আপনার ব্রাউজারে অ্যাডব্লকিং প্লাগইন ব্যবহার করছেন৷ আমরা আপনাকে আপনার অ্যাডব্লকিং প্লাগইন বন্ধ করার জন্য অনুরোধ করছি, কারন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে রাজস্ব আয় করি তা এই ওয়েবসাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয়।