শাহজাহান তন্ময় - পর্ব ৪২ - নাবিলা ইষ্ক - ধারাবাহিক গল্প


'লাক্সারিয়াস স্যুট' এই নামেই সম্বোধন করা হয় 'রেডিসন ব্লু-য়ের' এই রাজকীয় ঘরটিকে। দুটো বেডরুম সঙ্গে এটাচড বাথরুম। সাথে বিভিন্ন সুযোগসুবিধাও রয়েছে। চারপাশের একেকটি উইন্ডোজ জমিন হতে সিলিঙ পর্যন্ত হওয়ায়– শহুরে ব্যস্ত পথঘাটের দেখা মিলছে অবলীলায়। পশ্চিমের জানালার সামনে দাঁড়ালে; চোখে এসে ধরা দিচ্ছে পরিষ্কার চকচকে নীল পানির সুইমিংপুল। তন্ময় একা এলে সাধারণ ভাবেই দুটো রুম বুকড করে। একটিতে সে এবং অন্যটিতে তার ম্যানেজার সুমন থাকে। তবে অরু যেহেতু সঙ্গে এসেছে, স্যুট নেয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ও একা একটি রুমে থাকতে পারবে না– ভয় পাবে। আবার সে ওকে একা একটি রুমে দিয়েও শান্তি পাবে না–মন আনচান করবে। নিশ্চিন্তে ঘুমুতে পারবে কী-না সন্দেহের বিষয়। আবার একই স্যুটে থাকাটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবেই সে অত্যন্ত অধৈর্য হয়ে গিয়েছে। আজকাল নিজের ওপর তার বিন্দুমাত্র আস্থা নেই। ভীষণভাবে সে অরুকে ভয় পায়। ভয় পায় ওর একেকটি ভাবভঙ্গিকে। ওর শরীরের একেকটি অঙ্গ অনিচ্ছুক ভাবেই তাকে জানিয়ে দেয় ওর মতামত–ও ঠিক কী চাচ্ছে, ও ঠিক কী ভাবছে! এতে বরাবরের মতন; একশো এক ডিগ্রিতে উঠে আসে তন্ময়ের শরীরের তাপমাত্রা। এযাত্রায় তার মনে হচ্ছে, মোস্তফা সাহেবের দুশ্চিন্তা অযথার্থ নয়। ভদ্রলোক সঠিক পথেই সন্দেহের বাণ ছুঁড়েছেন। তন্ময় অনুতপ্ত বড়ো। তার উচিৎ হয়নি অরুর মুখ দেখে গলে যাওয়া। গলে গিয়ে ওর কথা শোনা। আরও উচিৎ হয়নি আগুনকে আপ্যায়নের সঙ্গে ঘরে তোলা।  

ফোরকাস্ট জানাচ্ছে, রাত সাতটা ধরে বৃষ্টি হবে। সম্ভাবনা এইট্টি নাইন পার্সেন্ট। তীব্র! আকাশ ইতোমধ্যে ঢাকঢোল পিটিয়ে জানাচ্ছে, সে দৃঢ়ভাবে দুঃখী। যেকোনো সময় অঝোরে কেঁদে ভাসাবে নগরীয়। বাইরে বাতাস ছুটেছে প্রবলবেগে। উড়নচণ্ডী হয়ে তাণ্ডব শুরু করেছে গাছেদের দলবল। খণ্ডে খণ্ডে বিভক্ত কালো মেঘ  
আঁধারে আসমান জুড়ে। ভাগ্যক্রমে তারা ভোরের দিকে রওনা হয়েছিল! তাইতো সন্ধ্যার আগেই হোটেলে উঠতে পেরেছে। নাহলে আজ বৃষ্টির মধ্যেই আটকে পড়তে হতো। 

অশালীন- অপ্রস্তুত কাপড়ে আবৃত সুমনকে দেখে অরু মিটিমিটি হাসছে। হেসেহেসে সে এটা-ওটা নিয়ে নানান প্রশ্ন করে যাচ্ছে। তন্ময় সেই হাসিমুখটুকু খেয়াল করে- ভ্রু তুলে তাকাল সুমনের দিকে। অসন্তুষ্টি তার মুখ জুড়ে লেপ্টে। ভদ্রলোককে মাথা থেকে পা-পর্যন্ত দেখে ভ্রুদ্বয় কুঁচকে বসল। নির্বিকার ভঙ্গিতে বলল,

'ল্যাগেজ রাখুন। আপনি গিয়ে আগে কাপড়চোপড় চেঞ্জ করে ফেলুন।'

সুমন যেন এতক্ষণ যাবত এই আদেশের আশাতেই ছিল। প্রাণপাখি হাতে পেয়েছে এমন ভঙ্গিতে, 'জি' উচ্চারণ করেই ছুটে বেরিয়ে গেল। অরু তার যাওয়ার ভঙ্গিমা দেখে এবার উচ্চস্বরে হেসে উঠল। এত প্রাণবন্ত হাসির মানে কী? এমন ছোটো বিষয়ে এত হাসার কী আছে? তন্ময় বুঝে পেলো না ওর অষ্টাদশী মস্তিষ্ক। ওর প্রফুল্লতাকে এড়িয়ে সে শুধাল,

'কোন বেডরুম চাই?'
  
এহেন প্রশ্নের সম্মুখীন হতেই, অরু থমকাল। বিমুঢ় হলো। যেন এই প্রশ্ন আশা করেনি। তাহলে কী আশা করেছিল? তারা একই রুমে শোবে? তন্ময় নিজের লম্বা নাক অপ্রস্তুত ভঙ্গিতে ছুঁলো। নিজের অশালীন ভাবনাচিন্তাকে বুড়ো আঙুল দেখিয়ে–অন্যদিক দৃষ্টি ফেলে পুনরায় একই প্রশ্ন করল। অরু ঠোঁটে ঠোঁট টিপল। বোধহয় কিছু অদেখা হিসেব-নিকেশ কষছে। কষাকষি শেষ করে ছুটল বেডরুম দুটো দেখতে। বিচক্ষণ নজরে ঘুরেফিরে রুম দুটো দেখে সে বারান্দা যুক্ত বেডরুম বেছে নিলো। তন্ময় বোঝবার ন্যায় মাথা দোলাল। হাতের সামনে পাওয়া ল্যাগেজটি টেনে নিয়ে পরিত্যক্ত বেডরুমে ঢুকল। দরজা লাগাল ত্বরিত। লম্বাটে শ্বাস ফেলল। নীরবতায় অশান্ত মস্তিষ্ক শান্ত হলো। গিয়ে দাঁড়াল নীল কাঁচের জানালার সম্মুখে। বাইরেটা কিছুক্ষণ নিশ্চুপ দেখল। ঘড়ির কাঁটা ঘুরছে পাঁচটা ত্রিশে। গোসল নেয়া প্রয়োজন একটি। এতে আরামবোধ হবে বেশ। ভেবেই –ল্যাগেজটি গোছানো শুভ্র রঙের বিছানায় তুলল। এবং মুহূর্তে খেয়াল করল এটি তার ল্যাগেজ নয়। মহারানি ভিক্টোরিয়ার ল্যাগেজ। এমন জাঁকজমকপূর্ণ ল্যাগেজ তার হয় কীভাবে? চোখ কোন দেশে রেখে এটাকে নিজের ভেবে এনেছে? চোখবুজে তপ্ত শ্বাস ফেলল আরেকদফায়। ল্যাগেজ নিয়ে বেরুল রুম ছেড়ে।
অরুর রুমের দরজা আধখোলা। 
ও কোনোকালেই নিজের রুমের দরজা লাগায় না। ও লাগায় না বিধায় তাকে সর্বদাই সতর্কতার সহিত দরজায় সিটকানি তুলে রাখতে হয়েছে। 

এযাত্রায় তন্ময় কেবলই হাত উঠিয়েছে দরজায় করাঘাত করবে বলে– সেমুহূর্তে অবিশ্বাস্য একটি দৃশ্য দেখে হাতটি স্তম্ভিত হলো। আশ্চর্য বনে গেলো সে। মুখটা তার পরমুহুর্তেই নীল হয়ে এলো। অরু ইতোমধ্যে তার ল্যাগেজ খুলে ফেলেছে। হাতে ওর কালো বক্সার্স। অন্যভাবে বলতে গেলে তার আন্ডারওয়ের। সেটিকে চোখের সামনে তুলে ঘুরিয়েফিরিয়ে দেখছে। আশ্চর্য! এটাকে খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁত চোখে দেখার কী আছে? তন্ময় ভাষাহীন হয়ে পড়ল। বিনাবাক্যে ততক্ষণাৎ দরজা ঠেলে ঢুকল। অরু আতঙ্কিত হলো। ওর হাত ফসকে মহামূল্যবান বস্ত্রটি ফ্লোরে পড়ে গেল। চমকেছে ভালোভাবেই। কেমন হাঁসফাঁস করছে। সেদিকে বেশিক্ষণ নজর রাখল না তন্ময়। সে ঝড়ের গতিতে তুলে নিলো বস্ত্রটি। সেটিকে ল্যাগেজে ভরল। ল্যাগেজের চেইন লাগিয়ে, ল্যাগেজ টেনে বেরিয়ে এলো। নিজের বেডরুমে ফিরে দরজা লকড করে ফেলল। কপালে আঙুল ঘষে সে বিভ্রান্তিতে পড়ল। পুনরায় কঠিন ভাবে অনুতপ্ত অনুভব করল। আজকের রাতটা চোখের পলকে কেটে গেলে কেমন হয়? এখুনি রাতটা কেটে যাক। যাক, যাক– যাক। 

কলিংবেল বেজে উঠেছে। তখন তন্ময় সবেমাত্র গোসল নিয়ে বেরিয়েছে। পরনে ট্রাউজার আর টি-শার্ট। ভেজাটে চুলগুলো মুছতে নিয়েই, তোয়ালে হাতে বেরিয়ে এসেছে রুম ছেড়ে। অরু দাঁড়িয়ে আছে অপ্রস্তুত হাবভাবে। তখনকার জন্য লজ্জিত বোধহয়। চোখে চোখ রাখছে না। ইতস্তত কণ্ঠে মিনমিনে সুরে বলল, 

'সুমন আঙ্কেল এসেছেন হয়তো।'

তন্ময়ের হাসি পেলো। ঠোঁটে ঠোঁট পিষে হাসিটুকু গিলে নিলো সযত্নে। একপল ওই লজ্জিত মুখটুকু দেখে এগুল দরজার দিকে। দরজা খোলার পূর্বে দেখে নিলো কে এসেছে! বাইরে ম্যানেজার সুমন। এবার ভদ্রলোক পরিপাটি পোশাকে তৈরি হয়ে এসেছে। তন্ময় দরজা খুলে দিলো। সুমন প্রফুল্ল গলায় শুধাল,

'স্যার, খেতে নামবেন নাকি রুম সার্ভিস ডাকব?'

তন্ময় মাথা ঘুরিয়ে অরুর মুখপানে চেয়ে, ভ্রু তুলে ইশারায় জানতে চাইল ওর মতামত। অরু ইঙ্গিত বুঝে ভেবেচিন্তে নিজের মতামত জানাল,

'নিচে গিয়ে খেয়ে আসি? হোটেলটা ঘুরেফিরে দেখা হয়ে যাবে।'

সুমন এতে খুশিই হলো। একসাথে খাওয়া যাবে। এভাবেই সে ভীষণ রকমের ক্ষুধার্ত। খুশি জাহির করতে উচ্চকণ্ঠে বলে উঠল, 'চলো মামণি। তুমি তৈরি?'

অরু আঙুল দেখিয়ে পাঁচ মিনিট বুঝিয়ে ছুটল নিজের রুমে। তন্ময় ক্ষণিক সময় ধরে চেয়ে থাকল সুমনের মুখপানে। এতে সুমন ভড়কাল;থমকাল। সে আবার কী করল? বস এভাবে চেয়ে আছে কেন? অদ্ভুত! অরুর গুনেগুনে ছয়'মিনিট লাগল। ওর হতেই তিনজন বেরুল স্যুট ছেড়ে। সিঁড়ি বেয়ে পৌঁছাল খাবার পরিবেশনকারী জায়গায়। লম্বা করে একেকটি খাবার সাজিয়ে রাখা। অরু ঝটপট প্লেট হাতে তুলে নিলো। মন মতন যা ইচ্ছে একে-একে তুলে নিচ্ছে প্লেটে। সুমন সে দৃশ্য দেখে ঢোক গিলল। খিদেটা বাড়ল বলে! অন্যদিকে তন্ময় মেরুদণ্ড সোজা করে একচিত্তে দাঁড়িয়ে। খিদেটিদে কী তার লাগছে না? বস নড়ছে না, প্লেট তুলে খাবার নিচ্ছে না–বসকে ফেলে সুমন তো পারছে না এগুতে। পারলে আগে-আগে খাবার বেড়ে খেতে শুরু করত। যতই হোক টাকাগুলো তার বসের পকেট থেকে যাবে। লোভ সামলে দাঁড়িয়ে রইল। 
তন্ময় দেখছিল চঞ্চল অরুকে। সুমনকে খেয়াল করল মিনিটখানেক পর। গলা পরিষ্কার করে বলল, 

'খেয়ে নিন।'

সুমন ক্ষুধার্ত পেট নিয়ে ধৈর্যশীলতার পরিচয় দিলো, 'স্যার, আপনি?'

তন্ময় বিরসমুখে বলল, 'আপনি খেতে শুরু করুন।'

সুমন আর ভদ্রতা দেখাল না। প্লেট হাতে ছুটল খাবার নিতে। অরু ইতোমধ্যে পছন্দের সব খাবার প্লেটে তুলে নিয়েছে। খাবারে ভর্তি প্লেটটা এগিয়ে এসে তন্ময়ের হাতে ধরিয়ে দিলো। আরেকটি প্লেট নিয়ে এগুল নিজের জন্য নিতে।

———

ঘুরেফিরে, রাতের খাবার খেয়ে স্যুটে ফিরতে-ফিরতে ঘড়ির কাঁটা ঘুরছে এগারোটা ত্রিশে। বাইরে তখন ঝোড়ো–তীব্র বর্ষণ। অরু প্রধান ফটকে ঠিক বড়ো কাঁচের দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে–বাইরের উথালপাতাল বৃষ্টি দেখছে মুগ্ধনয়নে। বৃষ্টির প্রতি ওর অত্যধিক প্রেম। বাজেরকম ভাবে ভালোবাসে বৃষ্টিকে। ওর চোখ কথা বলে বৃষ্টি দেখলেই। এইযে কেমন চিকচিক করছে কালো মণিযুগল। তন্ময় নির্নিমেষ চোখে অনেকটা সময় ধরে দেখল সেই দৃশ্য। সম্মোহন হবার মতন গুড়িগুড়ি পদচারণে এগুতে থাকল অরুর দিকে। কিছু কদম গিয়েই থমকাল হঠাৎ। মস্তিষ্ক নড়বড়ে হলো যেন। সজাগ হলো দৃষ্টি। ত্বরান্বিত পিছু ফিরে এলো। অরু মুগ্ধ গলায় বলল,

'তন্ময় ভাই, দেখুন এখান থেকে কী সুন্দর দেখতে লাগছে সবকিছু! বৃষ্টি ভিন্নরূপ নিয়েছে আজ।'

তন্ময়ের কপালের নীল রগ ফুঁলেফেপে উঠছে। বুকের ভেতরটা কেমন যেন করছে। শিরা-উপশিরা বেয়ে ঘাম ছুটছে। সে আলগোছে, বিনাবাক্যে নিজের বেডরুমের দিক পা বাড়াল। অরু মাথা ঘুরিয়ে পুনরায় ডাকল,

'তন্ময় ভাই?'

তন্ময় ঢোক গিলল। কণ্ঠ গম্ভীর করে ধমকের সুরে বলল, 'কয়টা বাজে? নিজের রুমে যা! এক্ষুনি গিয়ে ঘুমোবি।'

অরু কিংকর্তব্যবিমূঢ়! শান্তশিষ্ট মানুষটা হঠাৎ করে চটে গেল কেন? আশ্চর্য! অরুর অভিমান হলো। ধমক খেয়ে বৃষ্টি আর ভালো লাগল না। মুখ বেঁকিয়ে হুড়মুড়িয়ে নিজের রুমে চলে গেল। ওর যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলল তন্ময়। ওর এতক্ষণ ধরে দাঁড়ানোর জায়গাটিতে সে এসে দাঁড়াল। দৃষ্টিপট গিয়ে ঠেকল রিমঝিম বর্ষণমুখর নগরীয়তে। দীর্ঘসময় একচিত্তে অন্যমনস্ক হয়ে দেখল একইভাবে। পেছনে কারও অস্তিত্ব অনুভব করল। মাথা একপাশে ফিরিয়ে চাইল। অরু ভ্রুদ্বয় কুঁচকে, দুগাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় যেন ওর অভিমান দেখেনি; পূর্বের চেয়েও কঠিন গলায় ধমকে উঠল, 

'বললাম না রুমে যেতে? রুম থেকে একপা বেরুলে পা ভেঙে ফেলব। যা ভেতরে!'

অরুর চোখজোড়া মুহূর্তে টলমল করে উঠল। রক্তিম হয়ে এলো। ফুঁলেফেপে উঠল নাকের পাটা। তন্ময়ের চোখে চোখ রেখে, সমান তালে চোখ রাঙিয়ে দৃঢ় কণ্ঠে বলল,

'যাব না।'

তন্ময় অসহায় ওর সামনে। দিশেহারা সে চোখবুজে শ্বাস টেনে নিলো। শ্বাসরুদ্ধকর হৃদয়ের বেগতিক অবস্থা অনুভব করল। অরুর দিকে না চেয়ে সোজা নিজের বেডরুমে ফিরে এলো। দরজা লাগাল। বিছানায় বসল দু'পা ছড়িয়ে-ছিটিয়ে। মাথাটা দু'হাতে ঢেকে বসে থাকল। নিজেকে সমুদ্রের ন্যায় শান্ত করার ব্যর্থ প্রচেষ্টা। সে-মুহূর্তে হঠাৎ করেই উজ্জ্বল রুম আঁধারে ঢেকে গেল। এটাই বুঝি হওয়া বাকি ছিল? তার সঙ্গে কী মশকরা হচ্ছে? রাগে তন্ময়ের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। তার সবথেকে বড়ো ভুল হয়েছে, চট্রগ্রামে আসা। হৃদয় আতঙ্কে– উত্তেজনায় দুমড়েমুচড়ে উঠছে। নিজেকে যে আটকে রাখবে তার উপায়ও যে নেই! অরুটা অন্ধকার ভয় পায়। তন্ময় দ্রুত উঠে দাঁড়াল। অন্ধকারেই দরজা খুলে বেরুল। অরুর ডাক ভেসে আসছে। ভয়ার্ত গলায় ডাকছে। তন্ময় ধীর স্বরে আশ্বস্ত করতে জানাল,

'এইযে আমি। ভয় লাগছে?'

অরু যেন নিজের প্রাণপাখি হাতে ফিরে পেয়েছে। স্বস্তির শ্বাস ফেলে বলে, 'হুঁ। ফোনের ফ্লাশলাইট ওন করেন না।'

তন্ময় ট্রাউজারের পকেট ছুঁয়ে অনুভব করে সেলফোন নেই। হয়তো রুমে আছে। সে অরুর আবছায়া দেখে বলে, 'দাঁড়া, নিয়ে আসছি।'

অরু চিৎকার করে ওঠে, 'না– একদম যাবেন না। আমি সঙ্গে যাব।'

তন্ময় অনুভব করে তার অঙ্গপ্রত্যঙ্গ পাথর বনে গিয়েছে। সচল মস্তিষ্ক এযাত্রায় অসচল হয়ে এসেছে। ধড়ফড় করছে অন্তর। কাছ থেকে উপলদ্ধি করছে অরুর নিশ্বাস, ওর শরীরের মিষ্টি গন্ধটা। কোন ফুলের ঘ্রাণ এটা? এত মাদকতাপূর্ণ সেই ঘ্রাণ! নেশার মতন কাজ করছে। তাকে আকৃষ্ট করছে। তীব্রভাবে টেনে নিতে চাচ্ছে। তাকে নেশার সমুদ্রের গভীরে নিতে, অরু এগিয়ে এলো কাছাকাছি। একদম পাশে। গা ছুঁইছুঁই দুজনের। অরু আকুতি ভর্তি গলায় বলল, 

'চলুন।'

তন্ময় যেন সেই কণ্ঠটি শোনেনি। একইভাবে দাঁড়িয়ে রয়েছে। অরু সন্দেহজনক গলায় ডাকে, 'তন্ময় ভাই?'

আঁধারে আবছায়ায় চোখে চোখ পড়ে দুজনের। তন্ময় গভীর চোখে অদেখায় দেখে অরুর থমকানো মুখ। অপ্রস্তুত বদন। হেলেদুলে কয়েকপা পিছু চলে যাওয়া। সেই মুহূর্তে তন্ময়ের মণি জোড়াতে শুধু প্রিয়তমার প্রতিচ্ছবি। প্রেয়সীর নেয়া একেকটি ভাবভঙ্গি। অবলীলায় কাজ করে বসল তার পাজোড়া। যা ইতোমধ্যে এগিয়ে যাচ্ছে নিজ গতিতে। যতক্ষণ না দেয়ালে পিঠ ঠেকিয়ে অরু থেমেছে– ততক্ষণ সে এগিয়ে গিয়েছে। নিজের পেটানো শরীর দ্বারা ঢেকে ফেলেছে অরুর ছোটোখাটো দেহ। পেশিবহুল হাত দুটো ঠিক ওর মাথার দুপাশে। আঁধারে আবছায়া মুখটা অনুভব করতে হাত বাড়াল তন্ময়। ছুঁয়ে দিলো ওর মুখ। শীতল হাতের স্পর্শে অরু কেঁপে উঠল। দেয়ালের সঙ্গে পরিপূর্ণ ভাবে লেপ্টে গেল। ঢোক গিলল ছোটো করে। মুখ খুলল, কিছু বলার জন্য। ততক্ষণাৎ তন্ময়ের আঙুল এসে ঠেকল তার ঠোঁটে। বড়সড় হয়ে এলো অরুর চোখজোড়া। তন্ময় বৃদ্ধা আঙুল দিয়ে তার ঠোঁট চেপে ধরল। মাথাটা নুইয়ে নিলো সমানতালে। আঁধারে ক্ষুদ্র প্রচেষ্টা প্রেয়সীর মুখ দেখবার। ঘোর লাগানো কণ্ঠে সে বিড়বিড়িয়ে বলল,

'তোর ঠোঁট ছুঁয়ে আমি মর তেও রাজি।'

অরু সেই অচেনা-অজানা কণ্ঠে তিরতির করে কেঁপে ওঠে। সংকীর্ণ হয় হৃদয়। পরমুহুর্তেই একজোড়া শীতল ঠোঁট চূর্ণবিচূর্ণ করে তোলে তার পৃথিবী। ঝোড়ো বর্ষণের সমানতালে ঘনিষ্ঠ হতে থাকে ওষ্ঠেদ্বয়ের ছোঁয়া। নিবিড় স্পর্শের ঘোরে সবকিছু কল্পনাজল্পনায় আচ্ছন্ন যেন। সেই কল্পনার জগত ভেঙে একজোড়া পুরুষালি হাত তাকে নিবিড়ভাবে জাপ্টে ধরে। কানের কাছটায় ঠোঁট আনে। তার দেহের নড়চড় থামাতে গভীর কণ্ঠে বলে ওঠে, 

'জান! নড়ে না— প্লিজ।'
.
.
.
চলবে................................

একটি মন্তব্য পোস্ট করুন