আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে গল্প সম্বন্ধে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন। আপনাদের মতামত আমাদের এই ছোট প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। শীঘ্রই আরও নিত্য নতুন গল্প আপডেট আসছে, সঙ্গে থাকুন। গল্পের ডায়েরি'তে প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখক/লেখিকা'র নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত গল্পের ডায়েরি’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখক/লেখিকা'র কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় গল্পের ডায়েরি কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। গল্পের ডায়েরি'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ করলে তা কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

অন্তর্নিহিত কালকূট - পর্ব ৭০ - অনিমা কোতয়াল - ধারাবাহিক গল্প


অন্তর্নিহিত কালকূট
পর্ব ৭০
অনিমা কোতয়াল
.
.
.
ঢাকায় নিজস্ব ফ্ল্যাটে পায়চারী করছেন শওকত মীর্জা। সকালেই বাংলাদেশে ল্যান্ড করেছে সে। নিজের ছেলের অপহরণের সংবাদ অস্থির করে তুলেছে তাকে। রুদ্র তুলে নিয়ে গেছে শানকে! ঘটনাটা আরও এক অর্থ বহন করে। শানের আশা চিরকালের মতো ত্যাগ করতে হবে তাকে। ব্যপারটা চিন্তা করতেই কলিজা শুকিয় আসছে শওকতের। নিজের একমাত্র ছেলের নিশ্চিত মূত্যু জেনেও কোন পিতা স্থির থাকতে পারেনা। আরও একটা বিষয়আছে। শান তার ডানহাত। পলাশের মূ-ত্যুতে ইতিমধ্যে নিজের বাঁ হাত হারিয়ে ফেলেছে। শানকে হারালে একপ্রকার পঙ্গু হয়ে যাবে সে। কদিন পর নির্বাচন। নমিনেশান পাচ্ছে এবার। এসময় এধরণের বিপদ মেনে নেওয়া যায়? কমিশনারের সঙ্গে এই নিয়ে বেশ হস্বিতন্বি করেছে। কেমন নিরাপত্তার ব্যবস্থা করেছে তারা; যে পুলিশের নাকের ডগা দিয়ে তার ছেলেকে তুলে নিয়ে গেলো রুদ্র আমের? কেউ কিচ্ছু করতে পারল না তারা! শওকতের ভাবনায় ছেদ ঘটল ফোন বেজে ওঠার আওয়াজে। কোন খবর আছে ভেবে দ্রুত ফোন রিসিভ করল। ব্যস্ত কণ্ঠে বলল, 'হ্যালো?

'দিনকাল কেমন যাচ্ছে মীর্জা?

চমকে উঠলেন শওকত। প্রথমে বিস্ময়, পরে ভীতি,
তারপরে ক্রোধের অনুভূতি খেলে গেল তার চোখেমুখে।
দাঁতে দাঁত চেপে বলল, 'শান কোথায়?'

রুদ্র ঠাট বাঁকিয়ে হাসল। তাকাল সামনে হাত-পা বাধা অবস্থায় পড়ে থাকা আ-হত শানের দিকে। শান অসহায় দৃষ্টিতে রুদ্রর দিকে তাকিয়ে আছে। অবশিষ্ট শক্তিটুকু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নিজেকে মুক্ত করার। রুদ্র কৌতুকপূর্ণ স্বরে বলল, 'সময়ের চক্র কী অদ্ভুত, তাইনা মীর্জা? একদিন ঠিক আমিও আপনার কাছে ঠিক এরকমই একটা প্রশ্ন করেছিলাম। আর আপনি আমার সঙ্গে বিনিময় করেছিলেন। আমার বোনের পরিবর্তে অনেক বড় মূল্য নিয়েছিলেন আপনি। পরিবর্তে সুস্থ অবস্থায় পাইনি আমি ওকে। মনে পড়ে?'

'শান! কী করেছো তুমি ওর সঙ্গে? শান বেঁচে আছে?'

'এখনো আছে। কিন্তু কতক্ষণ থাকবে সেটা আপনার ওপর ডিপেন্ড করে মীর্জা।'

স্থির হয়ে দাড়িয়ে রইল শওকত। থমথমে গলায় প্রশ্ন করল, 'এখন কী চাই তােমার?'

'আপনাকে।' অদ্ভুত শান্ত গলায় বলল রুদ্র।

ঠায় দাঁড়িয়ে রইলেন শওকত। শব্দ করে হেসে উঠলো
রুদ্র, 'ভয় পেলেন? এখনই ভয় পাবেন না। পলাশ মীর্জার মতাে শানের আর্তনাদ শোনাবোনা আমি আপনাকে। কথা দিচ্ছি, নিজের চোখে নিজের ছেলের মূ-ত্যু দেখবেন আপনি।'

'রুদ্র!'

'শশ্। আওয়াজ নিচে মীর্জা। চিৎকার চিরকালই অপছন্দ আমার। আর আপনার চিৎকার করার মেয়াদ অনেক আগেই ফুরিয়ে গেছে। এখন আমি কিছু শোনাচ্ছি, সেটা শুনুন।'

একটানে শানের মুখের ভেতরে গোজা কাপড়টা টেনে
খুলে ফেলল রুদ্র। শান কোনমতে লম্বা শ্বাস টানতে
টানতে বলল, 'বা-বাবাহ্! বাবা!'

একটানে শানের মুখের ভেতরে গােজা কাপড়টা টেনে
খুলে ফেলল রুদ্র। শান কোনমতে লস্বা শ্বাস টানতে
টানতে বলল, 'বা-বাবাহ্। বাবা।

উত্তেজিত হয়ে উঠলেন শওকত। ব্যস্ত কন্ঠে বললেন, 'শান, শান! কোথায় তুই? ঐ জানোয়ারটা কী করেছে তোর সাথে?' 

'বাবা আ-আমি ?'

আর কিছু বলার আগেই আবার ওর মুখে কাপড়টা ঠেসে গুজে দিল রুদ্র। ফোনটা নিজের কানে ধরে বলল, 'আপাতত আমাদের আলোচনা এইটুকুই ছিলো মীর্জা। চিন্তা করবেন না। খুব শীষ্রই আপনার ছেলের সঙ্গে দেখা হবে আপনার। আমি নিজে ঠিকানা দেব আপনাকে। তবে তারজন্যে একটু অপেক্ষা করতে হবে আপনাকে। ততক্ষণ চিন্তায় থাকুন। মানসিক যন্ত্রণায় ছটফট করুন। নিজের সন্তানকে হারানোর ভয়, যন্ত্রণা সবটাই পরিপূর্ণভাবে অনুভব করাবো আমি আপনাকে। কথা দিচ্ছি। আর হ্যা, আপনার গতিবিধির ওপর সম্পূর্ণ নজর আছে আমার। আশা করছি আমাদের এই মিনি-মিটিং টার কথা পুলিশ জানতে পারবে না। জানলেও অবশ্য বিশেষ কোন লাভ হবেনা। কিন্তু যদি জানে। আপনার ছেলের মূ-ত্যু প্রহর এগিয়ে আসবে। আর 'ওটা' ও তো এখনো হাতে আসেনি আপনাদের। তবে পুলিশের হাতে যেতে কিন্তু সময় লাগবেনা। যদি আমি চাই। আপনি বা আমি কেউই সেটা চাইনা বোধ হয়। আপাতত বিদায় মীর্জা!'

লাইন কেটে গেল। বার কয়েক 'হ্যালো হ্যালো' বলে চিৎকার করেও কোন সাড়া পেলোনা শওকত। দাঁতে দাঁত চেপে ফোনটা সোফার ওপর ফেলল। নিজেও গিয়েও বসল সেখানে। দুহাতে খামচে ধরল নিজের কাঁচাপাকা চুলগুলো। রুদ্র হুমকি না দিলেও পুলিশকে কিছুই খুলে বলতে পারবে না সে। ঐ জিনিসটা হাত পাওয়ার আগেতো না-ই। তাতে নিজেরাই ফেঁসে যাবে। নির্বাচনের আগে অন্তত ব্যপারটা ঘটতে দেওয়া যাবেনা। তাহলে একূল, ওকূল দুকূলই হারাবে শওকত। সেটা রুদ্রও জানে। তাই হয়তাে এতো সাহস দেখাচ্ছে। বুঝল এবার তাকেই আটঘাট বঁধে নামতে হবে।

-

নিজের কেবিনের চেয়ারে হেলান দিয়ে বসে আছে তুহিন। দু হাতের আঙুলগুলো একত্রিত করে সমানে নাচাচ্ছে তাদের। মাঝেমাঝে তাকাচ্ছে টেবিলে পড় থাকা ফোনটার দিকে। এমুহূর্তে নানারকমের ভাবনা আসছে মাথায়। এতােগুলো খু-ন! সাজ্জাদ, সুজন, পলাশ, শান। খু-নিকে চেনে ও। জানে কে করছে কাজগুলো। কিন্তু ধরতে পারছেনা। বরং পরপর দু'বার নাকের ডগা দিয়েবেরিয়ে গেছে সে। শেষবারতো সোজা ভিক্তিমকে নিয়েই গায়েব হয়ে গেল। ওর উপস্থিতিতেই। এরকম ব্যর্থতা তুহিনের ক্যারিয়ারে প্রথম।

রুদ্র আমের! এক বিষ্ময়কর চরিত্র। নাকানিছুবানি খেতে হলেও প্রতিদ্বন্দ্বি হিসেবেব পছন্দ হয়েছে তুহিনের। বহুদিন পর সত্যি সত্যিই কোন ইনভেস্টিগেশনে আছে বলে মনে হচ্ছে ওর। এই কেসের একদম শেষ অবধি দেখা ওর কাছে একটা চ্যালঞ্জ। অফিসে আসতে না আসতেই একটা মেসেজ আসে ওর ফোনে। মেসেজটা ছিল এরকম,

'আগেই বলেছি, প্রতিদ্বন্দ্বিহিসেবে পছন্দ হয়েছে আপনাকে আমার। তাই আমি চাইনা আপনার সময় নষ্ট.হােক। আপনি যেই সার্কল তৈরী করছেন সেই.সার্কেলের অনেক বাইরে আমি। তাই সারাদিন খুঁজে.বেরালেও ঐ গণ্ডির মধ্যে আমাকে পাবেন না। ভাববেন.না গুল দিচ্ছি। আপনার সময় নষ্ট করতে চাইনা বলেই ইনফরমেশনটুকু দিয়ে রাখলাম। বিশ্বাস করবেন কী না সেটা আপনার ওপর নির্ভর করছে। তবে এরচেয়ে বেশি.কিছু আশা করবেন না। একটু বেশিই আনপ্রোফেশনাল হয়ে যাবে ব্যপারটা।
আরেকটা কথা, আশা করছি নাম্বার ট্রাক বা লোকেশন ট্রাক করার মতো বোকামি আপনি অন্তত করবেন না। তাতে যে কোন লাভ হবেনা সেটা আপনার অন্তত বােঝার কথা। হ্যাভ আ গুড় ডে!
রুদ্র।'

মেসেজটা পড়ে চোয়াল শক্ত করে কিছুক্ষণ বস ছিল তুহিন। রুদ্র যে ওকে চ্যালেঞ্জ করছে সেটা খুব ভালােভাবেই বুঝতে পারছে ও। মিলছে না কেবল একটা জিনিস। কেন? রুদ্র সম্পর্কে তুহিন যতটুকু শুনেছে বা জেনেছে, তাতে অযথা সময় নষ্ট করার ছেলে সে নয়। তাহলে সেই চিঠি, আজকের মেসেজ এসব করে অযথা সময় নষ্ট কেন করছে? কী চাইছে আসলে রুদ্র? শুধুমাত্র শান আর শওকত মীর্জার হ-ত্যাই ওর একমাত্র উদ্দেশ্য? নাকি আরও গভীর, ভয়ংকর, বিষাক্ত কিছু লুকিয়ে আছে এর মধ্যে। যা তুহিন জানেনা। আমের ভিলা, আমের ভিলার সকল রহস্য। কে ছিল যে ভেতর থেকে ধ্বংস করে দিলো গোটা পরিবারটাকে? সে যেই হােক, আমের পরিবারের খুব কাছের কেউ ছিল। অতি বিশ্বস্ত। সেটা নিয়ে কোন সন্দেহ নেই।

শুরু থেকেই শুরু করা যাক। ঘটনার সুত্রপাত হয় কুহুর কিডন্যাপিং আর রে-প থেকে। নীরবকে কৌশলে মাঝরাস্তায় দেরী করিয়ে দেওয়া হয়েছিল। তারমানে ওরা জানতাে নীরব আসছে কুহুর সঙ্গে দেখা করতে। কিন্তু কীকরে জানলো? এটাতো বাইরের কারো জানার কথা না। জানার কথা শুধুমাত্র ঘরের লোকেদের। সেটাও তাদের, যাদের কেবলমাত্র কুহু বা নীরব বলেছে। আর সেটা ঘরের কেউ হওয়ার সম্ভাবনাই খুব বেশি। কিন্তু কে? সেদিন আমের ভিলাতে সায়ানাইড খেয়ে যে মারা গেল সে কেন এসেছিল আমের ভিলায়? কী খুঁজতে?

রাশেদ আমের! তার মূ-ত্যুটাও স্বাভাবিক না। সেই ফটো অ্যালবামে পাওয়া বি-ষের কথা মনে পড়ল তুহিনের। চায়ের কাপ উল্টেই পড়েছিল অ্যালবামের ওপর। আর সেখানে বি-ষ পাওয়া যাওয়া মানে বিষটা চায়ের কাপে ছিল। কে দিয়েছিল বি-ষটা? জ্যোতির ভাষ্যমতে রান্নাঘরে গিয়ে ও দেখেছিল অর্ধেক চা বানিয়ে ফেলেছে নার্গিস। এরপর বাকি চা-টা বানানো থেকে শুরু করে রাশেদ আমেরের টেবিল পর্যন্ত জ্যোতিই নিয়ে গিয়েছিল। অর্থাৎ এই দুজন আর রাশেদ আমের ছাড়া সেই চা বা চায়ের কাপের কাছে কেউ আসেনি।
যার মানে দাঁড়ায় কাজটা জ্যোতি বা নার্গিসের মধ্যকার
কেউ করেছে! তারমানে কী নার্গিসই করেছে কাজটা? কিন্তু কেন? এতোবছর যাবত কাজ করছিল ঐ বাড়িতে। এতবড় ঘটনা ঘটানোর সাহস পেল? আর যদি নার্গিস কাজটা না করে থাকে তবে আর একজনই আছে যে কাজটা করতে পারে। জ্যোতি!

ফোনের রিংটোনে ধ্যান ভঙ্গ হয় তুহিনের। স্ক্রিনে.আননােউন নাম্বার ভাসতে দেখ ভ্রু কুঁচকে ফেলে।.কয়েক সেকেন্ড নাম্বারটা পর্যবেক্ষণ করে রিসিভ করে বলে, 'হ্যালাে?'

শওকত মীর্জা বলছি। একটু নড়েচড়ে বসে তুহিন। সামান্য গলা ঝেড়ে বলল, ' হ্যাঁ, বলুন?

'খবর নিয়ে জানলাম শানের কেসটা আপনিই দেখছেন?'

'একটু কারেক্ট করে দিতে চাইছিলাম। আমি যে কেইসটা দেখছিলাম তাতে শান মীর্জা জড়িয়ে গেছেন। ফরচুনেটলি কিংবা আনফরচুনেটলি।'

একটু চুপ থাকল শওকত। তারপর কঠোর গলায় বলল, 'সে যাই হাক। একজন জাত ক্রি-মি-নাল আপনার নাকের ডগা দিয়ে আমার ছেলেকে তুলে নিয়ে গেল কীকরে? কী করছিলেন টা কী আপনি?

তুহিনের মেজাজ খারাপ হল। চোরের মায়ের বড় গলা! তবুও নিজেকে শান্ত রেখে বলল, 'আর যাই করি। দুবাইয়ের বাংলোতে ঘুমোচ্ছিলাম না তখন। এইটুকু নিশ্চয়তা দিতে পারি আপনাকে।'

তেঁতে উঠল শওকত। দাঁতে দাঁত চেপে বলল, 'একেতো
ব্যর্থ হয়েছেন। তার ওপর বড়বড় কথা বলছেন? লজ্জা
করছেনা?'

'লজ্জা করার মতো কিছু ঘটেনি মিস্টার মীর্জা। আমার
মতে নিজের সারাজীবনের ক্রা-ইম যখন নিজের দিকেই
ফিরে আসে; তখন অন্যকাউকে জাত ক্রি-মি-নাল বলাটাই চরম নির্লজ্জতা।'

'অফিসার! ভুলে যেওনা কার সঙ্গে কথা বলছাে।' হুংকার দিয়ে উঠল শওকত।'

তুহিন চোয়াল শক্ত রেখেই বলল, 'ভুলিনি। খুব ভালো করেই জানি কার সঙ্গে কথা বলছি। জানি বলেই যা বলেছি তা নিয়ে আমার বিন্দুমাত্র আফসােস নেই আমার। যাই হােক, শান মীর্জাকে খোঁজার সর্বোচ্চ চেষ্টা করছি আমরা। আশা করছি খুব শীষ্রই আমরা উদ্ধার করব তাকে।'

শওকত থমথমে গলায় বলল, 'আপনার সঙ্গে দেখা করতে চাই আমি। এড্রসটা তুলে নিন।'

'অফিসের এড্রেসটা আপনার জানার কথা। টাইমটা
ইনফর্ম করে চলে আসুন। নিশ্চয়ই দেখা করব। এখন
রাখছি। অনেক কাজ আছে আমার।'

বলে একটু অপেক্ষা করল তুহিন। ওপাশ থেকে শওকত
মীর্জার কোন সাড়া না পেয়ে রেখে দিল ফোনটা। লােকটার সঙ্গে আগে কখনও কথা হয়নি ওর। তবুও তীব্র বিতৃষ্ণা কাজ করছিল কথা বলার সময়। ব্যপারটার ব্যাখ্যা খুঁজতেই যাচ্ছিল তখনই দরজা থেকে তমাল বলে উঠল, 'আসব স্যার? তমালের ডাকে সোজা হয়ে বসতে বসতে তুহিন আলস ভঙ্গিতে বলল, 'এসো।'

তমাল ভেতরে এসে বলল, 'রুদ্রর কোন খোঁজ এখনো অবধি পাওয়া যায়নি স্যার। পুরো সার্কেলটা চিরুনী তল্লাশি চলছে।'

'আমের ভিলার বাকিদের কোন খোজ?'

'জি-না স্যার।'

তুহিন নিজের ফোনটা তুলে নিয়ে বলল, 'একটা নাস্বার
দিচ্ছি। টুকে নাও।'

টুকে নিল তমাল। তমাল কোন প্রশ্ন করার আগেই বলল, 'এই নাম্বার থেকে একটা মেসেজ এসেছিল আমার ফোনে। এখন যদিও ফোনটা বন্ধ আছে। নাম্বারটা লাস্ট কোথায় এক্টিভ ছিল বের করো।'

'জি স্যার। স্যার, হাসপাতালর সিসিটভি ফুটেজ চেককরা হয়েছে। পাহাড়ায় থাকা অফিসার দুজন চিহ্নিত করতে পেরেছেন নার্স দুজনকে। তবে দুজনের একজনও হসপিটালে চাকরি করেনা। দুজন আদোও নার্স কি-না তাতেও যথেষ্ট সন্দেহ আছে।'

তুহিন ঠোট বাঁকিয়ে হেসে বলল, 'তাহলে আর অপেক্ষা কীসের? চেহারা যখন পাওয়া গেছে মানুষকেও পাওয়া যাবে। খোঁজ করা শুরু করে দাও। আমিও তো জানি, ঐ দুজন কোন নার্সিং কলেজ থেকে পাশ করেছে।'

তমাল মুচকি হেসে বলল, 'ইয়েস স্যার।'

তমাল চলে যাওয়ার পরেই তুহিন আবার ভাবনায় মগ্ন হওয়ার চেষ্টা করল। কিন্তু পারল না। আপাতত মস্তিষ্ক সেসব নিয়ে আর ভাবতে চাইল না। গা-টা হালকা করে ছেড়ে দিল তুহিন। মনে পড়ল ইরার কথা। কতদিন কথা হয়না মেয়েটার সাথে। কতদিন সময় অসময় ইরাবতী নামটা ভেসে ওঠেনা ফোনের স্ক্রিনে। মিষ্টি কণ্ঠের সেই শাসন, যতন, অভিযোগ, অভিমানগুলো খুব বেশি করে মনে পড়ছে। চোখের দেখাটাওতাে আজ দেখল কতদিন পর। হঠাংই সকালে ইরার সঙ্গে থাকা ছেলেটার কথা মনে পড়ল ওর। কে ছিল ছেলেটা? কী করছিল ইরার সঙ্গে? আবার সোজা হয়ে বসল তুহিন। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। ফোনটা হাতে তুলে নিয়ে হাঁসফাঁস করল কিছুক্ষণ। মন আর মস্তিষ্কের ভয়ানক যু-দ্ধ আরও কিছুক্ষণ চলল।
অবশেষে আর না পেরে ইরার নাম্বারে ডায়াল করেই
ফেলল তুহিন। প্রথমবার বেজে বেজে কেটে গেল কলটা। তুহিন ভাব আর কল দেবেনা। কিন্তু তা আর হলোনা। কোন এক অদৃশ্য আর্কষণে দ্বিতীয়বার কল করে ফেলল। এবার রিসিভ হলাে ফোনটা। কিন্তু ওপাশ থেকে কোন আওয়াজ
এলােনা। তুহিন নিজেই মৃদু কন্ঠে বলল, 'ইরা?' 
ফোস করে নিঃশ্বাস ফেলার শব্দ হল। থমথমে গলায় ইরা বলল, 'হঠাৎ কী মনে করে?

'কেন? কল করতে পারিনা?'

' না, যখন আমাদের মধ্য একটা সম্পর্ক ছিল, তখনতো তােমার একটা কল পাওয়ার জন্যে চাতক পাখির মতো অপেক্ষা করতাম। কিন্তু তোমার সময় হতো না। আমিই নিজে থেকে কল করে বিরক্ত করতাম তোমাকে। এখন আমাদের মধ্যে তেমন কোন সম্পর্কই নেই। অথচ আমাকে কল করতে গিয়ে তোমার ইগাে হার্ট হলােনা। ব্যপারটায় একটু অবাক হলাম আরকি।'

'খোঁচা দিচ্ছো?'

'জেনুইন কথা বললাম। সম্পর্কটা যে আর নেই সেটাতাে
সত্যি।'

'আমাদের সম্পর্কটা কী সত্যিই এতােটা ঠুনকো ছিল ইরা? যা এতাে সহজেই "নেই" বলে দেওয়া যায়। 

ইরা চুপ করে থাকল কিছুক্ষণ। তারপর স্থির কন্ঠে বলল, 'হয়তাে ছিল। তাইতাে এতাে সহজে "আছে" থেকে "ছিল" আর "ইরাবতী" থেকে "ইরা" হতে পারলাম। কিন্তু এখন কী এসব কথার আর কোন মানে আছে তুহিন?'

তুহিন উত্তর দিতে পারল না। বরং নিজেকেও একই প্রশ্ন করল। সত্যিই কী এখন এসব কথার কোন মানে হয়? ওর ভাবনার মাঝেই ইরা বলে উঠল, 'এসব ছাড়ো। কল কেন করেছাে সেটাই বলাে।'

' আজ সকালে তােমাকে দেখলাম রেস্টুরেন্টে।'

' হ্যা গিয়েছিলাম। বাবা পাঠিয়েছিলেন একটা ছেলের সঙ্গে দেখা করতে। কেন বলোতো?'

'ন-না আসলে ছেলেটাকে আগে কখনও দেখিনিতো তাই। তা কেন দেখা করছিলে? তােমার কোন আত্মীয়?'

'সেটা জেনে তুমি করব?' গম্ভীর গলায় বলল ইরা।

ইতস্তত করতে শুরু করল তুহিন। ইরার প্রশ্নের কোন জবাব নেই ওর কাছে। তুহিনের কোন উত্তর না পেয়ে ইরা বলল, 'এটা জিজ্ঞেস করতেই ফোন করেছিলে?'

চমকে উঠল তুহিন। অস্থিরভাবে ওর চোখজোড়া ঘুরে এলাে গােটা রুম জুড়ে। তারপর কোনমতে বলল, 'না আসলে।'

'দেখাে তুহিন, যদি সত্যিই কিছু বলার থাকে, বলে
ফোনটা রাখাে। হাতে আফুরন্ত সময় নিয়ে বসে নেই
আমি।'

তুহিন থমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, 'রা-রাখছি
আমি।'

ফোনটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল তুহিনে। ছােট্ট একটা ঘটনা কতটা দূরত্ব তৈরী করতে পারে! যে ইরাবতীর কোলে মাথা রেখে তুহিন নিজের মনের সমস্ত কথা নিঃসংকোচে বনলে ফেলতো। আজ তার সাথে মন খুলে একটা বাক্য ব্যয় করতেও ওকে ভাবতে হচ্ছে। যে ইরা সময় পেলেই ওকে কল করতাে, ওর একটা কল পাওয়ার জন্যে ছটফট করতো। ওর সঙ্গে কথা বলার জন্য, সময় কাটানোার জন্যে পাগলের মতো করতো। সে বলছে, ফোন রাখতে। তার সময় নেই। ওদের সম্পর্কটাতা এমন ছিলোনা। কত সুন্দর, মিষ্টি মুহূর্ত ছিল তিন বছরের। এমন কেন হল?

সত্যিই কী অবহেলার পরিমাণটা এতোে বেশি হয়ে গিয়েছিল? তুহিন ভেবেই নিয়েছিল ওর ইরাবতী সারাজীবন ওরই থাকবে। সে যাই হয়ে যাক না কেন। তাই হয়তো মেয়েটাকে টেকেন ফর গ্রান্টেড ভবে বসেছিল। ভুলেই গিয়েছিল সবকিছুই একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই ঠিক থাকে। সম্পর্কে অবহেলা নামক স্রোতের তীব্রতা যখন সীমা লঙ্ঘন করে, তখন ধৈর্যের বাধ যত দৃঢ়ই হােক না কেন, ভেঙ্গে পড়া থেকে নিজেকে বাঁচাতে পারেনা। ভেসে যাওয়া তখন অনিবার্য। আজ তুহিনেরও মনে হচ্ছে ভেসে যাচ্ছে ও। সত্যিই সবকিছুই ভেসে যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে একটু নড়েচড়ে বসল তুহিন। বেল চেপে কড়া এক কাপ কফি দিয়ে যেতে বলল ইন্ট্রোগেশান রুমে। মাথাটা ভীষণ ব্যথা করছে ওর। কিন্তু বিশ্রাম করার সময় নেই। জ্যাতির সঙ্গে কথা বলতে হবে ওকে।

কফির মগ থেকে ওঠা ধোঁয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে জ্যাতি। কিছুক্ষণ আগেই ওর সামনাসামনি এসে বসেছে ইনভেস্টিগেটর তুহিন আহমেদ। জ্যোতির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তুহিন বলল, 'ব্রেকফাস্ট করেছেন?'

জ্যোতি নির্বিকার দৃষ্টিতে তাকাল তুহিনের দিকে। শান্ত
গলায় বলল, 'যেতে দিন আমাকে।'

'আপনাকে আটকে রেখে বিশেষ কোন লাভ নেই আমাদের জ্যোতি। শুধু আমার প্রশ্নের উত্তরগুলাে ঠিকঠাকভাবে দিন। ছেড়ে দেব আপনাকে।'

ফোঁস করে শ্বাস ফেলল জ্যোতি। অসহায় কষ্ঠে বলল, 'আর কী জানতে চান?

তুহিন জ্যোতির চোখর চোখ রেখে বলল, 'আমের ভিলার বাকিরা কোথায়?'

'দেখা করতে চান? বললে নিয়ে যেতে পারি।'

তুহিন কফির মগটা হাতে তুলে নিল। চেয়ারে হেলান
দিয়ে বলল, 'ধন্যবাদ। কুহুকে সেদিন নীরবের সঙ্গে দেখা করতে যাবে সেটা আপনি জানতেন?'

'জানতাম।'

' আর কে কে জানতো?'

'কুহু আমাকে বলেছিল। আমি ছাড়া আর কাউকে কিছু
বলেছিল কি-না আমি জানিনা।'

মাথা ঝাঁকাল তুহিন। কফির মগে চুমুক দিয়ে কিছুক্ষণ ভাবল। তারপর আবার জ্যোতির দিকে তাকেই বলল, 'রাশেদ আমেরের মৃত্যুর পর কী হয়েছিল? সেখান থেকে বেরিয়ে আাসতে হলো কেন আপনাদের?'

জ্যোতির মুখভঙ্গি পরিবর্তন হল। নির্বিকার চেহারায় এসে ভর করল একরাশ বিষাদ। শীতের মধ্যেও ঘেমে একাকার হয়ে গেল মুখমণ্ডল। যেন আরও দুঃখের, আরও যন্ত্রণার বিষাক্ত স্মৃতি তীব্রভাবে আ-ঘা-ত করেছে মনকে। শুকনো ঠোটজোড়া ভিজিয়ে নিল জিভ দিয়ে। কাঁপা গলায় বলল, শোনাটা খুব জরুরি?'

'খুব।' সঙ্গেসঙ্গেই বলল তুহিন।

হতাশ হয় দীর্ঘশ্বাস ফেলল জ্যোতি।

-

প্রায় মাঝরাত করে বাড়ি ফিরল রুদ্র। রুমে ঢুকেই মেজাজটা খারাপ হয়ে গেল ওর। প্রিয়তা বিছানায় নেই। তারমানে নিশ্চয়ই বারান্দায় দাঁড়িয়ে আছে। হনহনে পায়ে বারান্দায় গিয়ে দেখল, ওর ধারণাই সত্যি। প্রিয়তা.বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এতো ঠান্ডার মধ্যেও গায়ে চাদর অবধি নেই ওর। তারওপর এতো রাত অবধি জেগে আছে। মেয়েটা গর্ভবতী। ওর মধ্যে আরেকটা প্রাণ আছে। এতােটা খামখেয়ালির মানে কী!

রুদ্র বারান্দায় এগিয়ে গিয়ে বলল, 'সমস্যা কী তােমার প্রিয়? কতবার বলেছি এতো রাত জাগবে না। আর এই ঠান্ডার মধ্যে বারান্দায় দাঁড়িয়ে আছাে কেন? প্রিয়তা তুমি এখন একা নও।এই এক কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি।'

প্রিয়তা কোন জবাব দিলো না। স্থিরভাবে দাঁড়িয়ে রইল। রুদ্র লম্বা শ্বাস ফেলল। নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে বলল, 'রুমে চলো।'

এবারও প্রিয়তার কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া গেলোনা। রুদ্রর মেজাজ এবার সত্যিই সত্যিই খারাপ হল। এগিয়ে গিয়ে প্রিয়তার বাঁ হাতের বাহু ধরে ঘােরালাে নিজের দিকে। ঝাঝালো গলায় বলল, 'তোমায় কিছু বলছি আমি।'

প্রিয়তা এবার তাকাল রুদ্রর দিকে। অনিন্দ সুন্দর চোখদুটো ঠান্ডায় লাল হয়ে গেছে। নিচের ঠোঁটগুলো কাঁপছে মেয়েটার। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, 'তােমার মনে হচ্ছেনা বেশি বাড়াবাড়ি হচ্ছে এবার? কদিন যাবত দেখছি। কেন করছো এরকম? ঠিকমতো নিজের যত্ন নিচ্ছােনা, ঘুমােচ্ছানা, কথা বলছা না। এতে শুধুমাত্র তােমার না, আমাদের বাচ্চাটারও ক্ষতি হচ্ছে। সেটা কী সত্যিই বুঝতে পারছাে না তুমি?'

প্রিয়তা রুদ্রর চোখে চোখ রেখে স্থির গলায় বলল, 'তাতে কী আপনার সত্যিই কিছু যায় আসে রুদ্র?'

রুদ্র অবাক হল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, 'মানে?'

প্রিয়তা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, 'যদি সত্যিই আপনি আমার বা আমার বাচ্চার চিন্তা করতেন; তাহলে আমার কথাটা শুনতেন। পরপর দুটো দুর্ঘটনা ঘটে গেছে বাড়িতে রুদ্র। বাড়ির যেকোন সদস্য যখন বাইরে থাকে ভয়ে কলিজা শুকিয়ে আসে আমার। দমবন্ধ লাগে। এই বুঝি কোন খারাপ খবর এলো। নিজেরও কোন কাজে বের হত ভয় লাগে। এই বুঝি আমার বাচ্চাটার কোন ক্ষতি হয়ে গেল। এতাে এতোে মানসিক অশান্তি নিয়ে বাঁচা যায়না। আমি পারছিনা বাঁচে।কিন্তু আপনার কী তাতে কিচ্ছু যায় আসে? আপনি তো সেই আপনার জেদ নিয়েই বসে আছন।'

বলতে বলতে টপটপ করে কয়েক ফোটা জল গড়িয়ে পড়ল প্রিয়তার চোখ দিয়ে। রুদ্র ঢোক গিলল। প্রেয়্সীকে যন্ত্রণা দিয়ে ওর নিজের ভেতরটাও ক্ষ-তবিক্ষ-ত হয়ে যাচ্ছে। ও নিজেও এখন একটা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। সুস্থ স্বাভাবিক জীবনের লোডে যে ও নিজেও পড়েছে। কিন্তু তার আগে কিছু কাজ করতে হবে ওকে। সেগুলো না করে চাইলেও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেনা ও। ততদিন প্রিয়তাকে ধৈর্য্য ধরতেই হবে। ও প্রিয়তার চোখের জলটা মুছতে গেলেই ঝাড়া দিয়ে সরিয়ে দিল প্রিয়তা। কান্নামিশ্রিত গলায় বলল, 'বুঝবেন না। এখন বুঝবেন না আপনি। আপনার এই জেদের কারণে যখন আমায় চিরকালের মতাে হারিয়ে ফেলবেন, সেদিন বুঝবেন। কিন্তু সেদিন আপনার করার কিছু থাকবেনা। হারিয়ে যাব আমি। চিরকালের মতো হারিয়ে যাব।'

কথাটা বলে চোখ মুছতে মুছতে দৌড়ে ভেতরে চলে গেল প্রিয়তা। রুদ্রও কিছুক্ষণের জন্যে থমকে গেল প্রিয়তার কথায়। প্রিয়তার কথাগুলাে যেন ওর বুকে ছু-রির মতো বিঁধল। দম বন্ধ হয়ে এলো। প্রিয়কে ছাড়াতো ও নিজের একটা মুহর্তও ভাবতে পারেনা। সেখানে মেয়েটা হারিয়ে গেলে কীকরে বাঁচবে ও? কয়েক সেকেন্ডের মধ্যেই অস্থির হয় উঠল রুদ্র। দ্রত পায়ে রুমে যেতে যেতে ডাকল, 'প্রিয়! প্রিয়!'

'প্রিয়!' বলে ডেকে ঝট করে চোখ মেলল রুদ্র। হতবুদ্ধি হয়ে গেল কিছুক্ষণের জন্যে। আশেপাশে তাকিয়ে বােঝার চেষ্টা করল কোথায় আছে। ধীরে ধীরে মস্তিস্ক স্বাভাবিক হল। মনে পড়ল সবটা। শানকে নিয়ে শহর থেকে বেশ খানিকটা দূরে আছে ও। সেই টিনের ঘরটায়। গতরাতে ঘুম হয়নি। তাই খামে হেলান দিতেই ঘুমিয়ে পড়েছিল। আর স্বপ্নে এসে হানা দিল সেই অতিতের একখণ্ড বিষাক্ত ঘটনা। শুধু কী একখণ্ড? এরপর যা যা হয়েছে সবটুকুই যে বি-ষে পরিপূর্ণ। প্রতিটা মুহুর্ত বিষাদে ভরপুর। সেসব স্মৃতি মনে পড়লেও বুক কাঁপে।অসহ্য যন্ত্রণায় ছটফট করে ভেতরটা। সেই সময়টা ভয়ানক দুঃস্বপ্নের মতাে মনে হয়। 

অতীত~

রাশেদ আমেরের মূত্যুর পর সুখে পরিপূর্ণ আমের ভিলা আক্ষরিক অর্থেই বিষাদপুরীতে পরিণত হল। বাড়ির প্রতিটা সদস্য যেন হারিয়ে ফেলল নিজের প্রাণবায়ু। সেই গম্ভীর, বজ্রকণ্ঠ নিভে যাওয়ার পর থেকে বাড়িতে অপ্রয়োজনীয় আওয়াজ হইয়াই বন্ধ হয়ে গেল। সেই দূঢ় চলন থেমে যাওয়ার পর থেকে ওদের সকলের চলন হয়ে গেল নিষ্প্রাণ।তারপর ঘটে গেল আরেক অপ্রত্যাশিত দুর্ঘটনা। আবার ভেঙ্গে পড়ল আমের ভিলা। যেন বাঁচতে হবে বলেই বেঁচে আছে ওরা। শ্বাস নিতে হবে বলেই শ্বাস নিচ্ছে।

রুদ্র আর উচ্ছ্বাস বেশিরভাগ সময়টা বাইরেই কাটাচ্ছে। তারমধ্যে রুদ্রকে বাড়িতে দেখা যায় না বললেই চলে। কেমন প্রাণহীন যন্ত্রের মতো চলন হয়ে গেছে ওর। আপাতত আমের ফাউন্ডেশনের যেটুকু বেঁচে আছে সেটুকুকেই ঠিকভাবে দাঁড় করানোর চেষ্টায় আছে ও। রুদ্র এখন যা করতে চাইছে তার জন্যে ভীষণ প্রয়োজন সেটা।

কুহু এখনাে পুরোপুরি স্বাভাবিক হয়নি। নীরব প্রায় সারাক্ষণ লেগে থাকে মেয়েটার সাথে। মনপ্রাণ দিয়ে চেষ্টা করে ওকে ভালো রাখার, স্বাভাবিক রাখার। কিন্তু কুহু সেটা চায়না। ও জানে নীরবের পরিবার ওকে এখনাে মানতে পারেনি। আর সেকারণেই নীরব ওর পরিবারকে ছেড়ে চলে এসেছে কুহুর কাছে। যা কুলহুকে একদমই খুশি করেনি। ও বারবার নীরবকে বলেছে চলে যেতে। ও নিজেকে সামলে নেবে। কাউকে প্রয়াজন নেই ওর। কিন্তু নীরব শোনেনি। শেষে ভীষণ খাবার ব্যবহারও করেছে কুহু নীরবের সঙ্গে, তীব্র অবহেলায় ক্ষ-তবিক্ষ-ত করেছে। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। নীরব কোন কিছুর বিনিময়েই ছাড়েনি তার নীরবতাকে।

নাজিফা ইদানিং মাঝেমাঝেই আসে দেখা করতে। ডেলিভারির ডেইট জানুয়ারিতেই। চলাফেরা করতে একটু কষ্ট হলে, আমের ভিলায় আসা বন্ধ করতে পারেনি ও। সেই পরিবারের প্রতিটা মানুষকেই বড্ড বেশি ভালোবাসে ও। আর উচ্ছ্রাসের প্রতি নিজের অপার প্রেমের ব্যাখা নাই বা করল। মাঝে মাঝে দেখা হয় উচ্ছুরাস-নাজিফার। কথাও হয় টুকটাক। কিন্তু বেশিরভাগ কথাই রয়ে যায় অব্যক্ত। চোখে চোখেই নিজের সেই অব্যক্ত কথাগুলো প্রকাশ করে যায় ওরা। নিয়তি যে ওদের সঙ্গ লেখেনি।

জাফর দুদিকেই যথেষ্ট সময় দিচ্ছে। এই মুহুূর্তে একমাত্র উনিই আছেন যাকে সবদিকে খেয়াল রাখতে হয়। আমের পরিবারের এই দুঃসময়ে প্রকৃত পিতার মতােই আগলে ধরেছেন গোটা পরিবারটাকে। আর এতােসবকিছুর মধ্যে নিজেকে স্বাভাবিক রেখেছে একমাত্র জ্যোতি। সকলেই যদি বিষাদের পাহারে চাপা পড়ে যায় তাহলে পরিবারটাকে সামলাবে কে? হলরুমের সােফায় বসে চা খাচ্ছিলেন জাফর। শার্টের হাতা ফোল্ড করতে করতে ওপর থেকে নেমে এলাে উচ্ছ্বাস। সােজা সােফাতে বসে বলল, 'আজ বের হবে কাকা?

জাফর চায়ের কাপটা নামিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল, 'হ্যাঁ রে বাবা। তবে একটু দেরীতে। তুই কোথায় যাবি?'

'আমাদের দুজন এক্স বিজনেস পার্টনারের সঙ্গ আলাপ করে আসি। দেখি কিছু করা যায় কি-না।'

জাফর একবার ওপরের দিকে তাকি নিরস গলায় বলল, 'রুদ্রকে দেখেছিস?'

'না। রুমে আছে বোধ হয়।'

এরমধ্যেই আরেক কাপ চা নিয়ে এলো জ্যোতি। উচ্ছ্বাসের দিকে বাড়িয়ে দিয়ে বলল, 'একাই বের হবে? রুদ্র যাবেনা?'

'বলল তাে একাই কোথাও একটা যাবে।'

জ্যোতি শব্দ করে শ্বাস ফেলল। জাফর বলল, 'প্রিয়তা
মার সঙ্গ কথা হয়েছে তােদের কারো?'

উচ্ছাস চায়ের কাপে একটা চুমুক দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে বলল, 'কাল রাতে কল করেছিল আমায়। আকারে- ইঙ্গিতে রুদ্রর খবর ঠিকই নিল।'

জাফর হতাশ হলেন। ব্যথিত কণ্ঠে বললেন, 'নিজেও কষ্ট পাচ্ছে। ছেলেটাকেও কষ্ট দিচ্ছে। যা ঘটে গেছে সেটা নিয়ে নিজেদের জীবনটা এতােটা জটিল করার কী খুব প্রয়ােজন ছিল?'

জ্যোতি সিঙ্গেল সোফাটায় বসে বলল, 'মেয়েটার আঘা-তটাও তাে কম নয় কাকা। একটু সময় দাও ওকে। দেখবে সব ঠিক হয়ে যাবে।'

দীর্ঘশ্বাস ফেললেন জাফর। মাথা দুলিয়ে বললেন, 'আর
ঠিক।'

এরমধ্যেই সিঁড়ি বেয়ে নেমে এলো রুদ্র। জ্যোতি উঠে দাঁড়াচ্ছিল চা দেওয়ার জন্যে। কিন্তু রুদ্র দাঁড়াল না। কারাে দিকে তাকালো অবধি না। হনহনে পায়ে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে। জ্যোতি আবার বসে পড়ল। তিনজনের চোখে-মুখেই হতাশার ছাপ। কিছুই ঠিক হচ্ছেনা। সবকিছুই ক্রমশ আরও বেশি জটিল হচ্ছে। এর শেষ কোথায়?

রাশেদ আামেরের মৃূত্যুর দু সপ্তাহ পরের কথা। রুদ্র আর প্রিয়তার সম্পর্ক এমনিতে স্বাভাবিক থাকলেও দুজনের মধ্যে মানসিক দূরত্ব তৈরী হয়েছিল অনেকটাই। এতোকিছুর পরেও রুদ্রর এই অন্ধকার জগতে জড়িয়ে থাকাটা মেনে নিতে পারছিল না প্রিয়তা। আর রুদ্রও এখনই সেখান থেকে বেরিয়ে আসার কথা ভাবতে পারছিল না। যার ফলসরূপ দুজনের মধ্যকার মনমালিন্য প্রায় নিত্যদিনের ঘটনা ছিল। হঠাৎই কিছুটা অসুস্থ হয়ে পড়ে প্রিয়তা। যদিও তা কিছুক্ষণের জন্যে ছিল। তবে সেটা চিন্তায় ফেলে দেয় রুদ্রকে। তাই পরেরদিন সকালেই প্রিয়তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে ছোটে রুদ্র। প্রিয়তা যেতে
চাইছিল না। কিন্তু রুদ্র জেদের কাছে হার মানতে হয় ওকে। এমনিতেও এতো স্ট্রেস গেছে গত একমাসে। একটা চেকআপ করিয়ে আসা সত্যিই জরুরি। তাই আর বেশি আপত্তি করেনি প্রিয়তা।

বেশ কিছু চেকআপ করার পর রিপার্ট দেখতে দেখতে ডাক্তার বললেন, 'খাওয়া-দাওয়া, ঘুম, ঔষধ খাওয়া কোনটাই নিয়মিত করেন না সেটা বোাঝাই যাচ্ছে। এমন করলেতাে হবেনা মিস প্রিয়তা। বাচ্চাটাতো আপনার। তার খেয়ালতো আপনাকেই রাখতে হবে। তাইনা?'

রুদ্র গম্ভীর মুখে একবার তাকাল প্রিয়তার দিকে। সেটা দেখে ডাক্তার মুচকি হসে বললেন, 'দেখুন, শুধু বাচ্চাকে না বাচ্চার বাবাকেও কী পরিমাণ স্ট্রেস দিচ্ছেন আপনি। মুখটা শুকিয় গেছে লোকটার।'

প্রিয়তা একবার তাকার রুদ্রর গম্ভীর মুখের দিকে। তারপর চোখ নামিয়ে নিল। হঠাৎই ভীষণ মন খারাপ হল ওর। সত্যিই জেদের বসে অনিয়ম করাটা ঠিক হয়নি । বাচ্চাটার কথা অন্তত ভাবা উচিত ছিল। ডাক্তার কিছু ঔষধ চেঞ্জ করে একটা ডায়াট চার্ট ধরিয়ে দিলেন। অতঃপর বিদায় দিলেন দুজনকে।

ডাক্তারের চেম্বার থেকে বের হতেই রুদ্র হাঁটার গতি বাড়াল। চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট অসন্তষ্ট সে। প্রিয়তা গামড়া মুখ করে আসছে পেছন পেছন। হাসপাতালের সিঁড়ির দিকটাতে ওয়াশরুম। সেদিকেই গেলো ওরা। ওখানে গিয়ে থামতেই প্রিয়তা বলল, 'শুনুন?'

রুদ্র ভ্রু কুঁচকে তাকাল প্রিয়তার দিকে। চোখের ইশারায়
প্রশ্ন করল, 'কী?'

প্রিয়তা খানিক ইতস্তত করল। তারপর আস্তে করে বলল,
'স্যরি। আমার এমনটা করা উচিত হয়নি।'

ফোস করে একটা নিঃশ্বাস ফেলল রুদ্র। মাথাটা হালকা দুলিয়ে বলল, 'যাক! আমার শাস্তি আমার বাচ্চাটাকে
দেওয়ার প্রচেষ্টাটা বন্ধ করলেই আমি খুশি।'

'এভাবে বলছেন কেন? ক্ষমা চাইছি তো।' কাঁদোকাঁদো গলায় বলল প্রিয়তা।

রুদ্র দুকদম এগিয়ে গেল প্রিয়তার দিকে। একহাত প্রিয়তার কাঁধে; অপরহাত প্রিয়তার পেটে রেখে বলল, 'আমি তােমার ওপর রেগে নেই প্রিয়। কিন্তু আমাদের সন্তানের যত্ন নেওয়ার দায়িত্ব আমাদেরই তাইনা? আমাদের ভেঙ্গে পড়া পরিবারটার একমাত্র আশার আলো ও। তাই তােমাকে ওর খেয়াল রাখতে
হবে। যাও ফ্রেশ হয়ে নাও।'

মাথা নেড়ে রুদ্রর হাতে ব্যাগ ধরিয়ে দিল প্রিয়তা। চলে গেল ফ্রেশ হতে। প্রিয়তা ফ্রেশ হয়ে বেরিয়ে আসার পর প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে বলে মেল ওয়াশরুমটার দিকে এগোলো রুদ্র। প্রিয়তা অপক্ষা করল করিডরে দাঁড়িয়ে।  
মিনিট খানেক পরেই মাথাটা হালকা ঘুরে উঠল প্রিয়তার। এমন মাঝেমাঝেই হয়। তাই টাল সামলানোর জন্যে এগিয়ে সিড়ির ওপরের রেলিং এর পিলারটা ধরে দাঁড়াল ও। চোখ বন্ধ করে লম্বা স্বাস নিতে নিতে অপেক্ষা করল শরীরটা ঠিক হওয়ার।

তখনই একটা লোক পাশ কাটিয়ে যাওয়ার নাম করে সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল প্রিয়তাকে। চিৎকার করে উঠল প্রিয়তা। সিঁড়ির ওপর উবো হয়ে পড়ে খুব বাজেভাবে আঘা-ত লাগল তলপেটে। মা-রণ যন্ত্রণায় আর্তনাদ করতেও ভুলে গেল মেয়েটা। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সিঁড়ি দিয়ে সবেগে গড়িয়ে নিচে পড়ল প্রিয়তার শরীর। উপলব্ধি করল ও নিঃশ্বাস নিতে পারছে না। মস্তিষ্ক ফাকা লাগছে। অন্ধকার হয়ে আসছ চারদিক। সাড়া শরীরের ব্যথার মাঝে হঠাৎ চাড়া দিয়ে উঠল পেটের তীব্র ব্যথা। কোনমতে একটা হাত পেটে রেখে আর্তনাদ করে উঠল ও। ধাক্কা দেওয়া ব্যক্তি ততক্ষণে চলে গেছে দৃষ্টির আড়ালে। প্রিয়তার চিৎকারে ভীড় হয়ে গেল মুহূর্তেই।

হঠাৎ চেঁচামেচির আওয়াজ শুনে দ্রুত বেরিয়ে এলো রুদ্র। প্রায় দৌড় সিঁড়ির কাছে আসতেই পা থমকে গেল ওর। হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে দেখল সিঁড়ির নিচে পড়ে থাকা প্রিয়তা আর তার আশেপাশের ভীড়কে। দুহাতে পেট ধরে প্রচন্ড শব্দে আর্তনাদ করছে প্রিয়তা। ছটফট করছে যন্ত্রণায়। কপাল কে-টে র-ক্ত গড়িয়ে পড়ছে গাল বেয়ে। চেষ্টা করেও পায়ের গতি বাড়ছেনা রুদ্রর। ধীরপায়ে নামতে নামতে হতভম্ব দৃষ্টিতে দেখে যাচ্ছ তার প্রিয়কে। গোটা দুনিয়া যেন থমকে গেল এই কয়েক মুহুর্তেই। সবকিছু ফাঁকা মনে হল। 

আবার পা থমকে গেল রুদ্রর, হৃদপিণ্ড লাফিয়ে উঠল, নিঃশ্বাস আটকে এলো; যখন দেখল প্রিয়তার সাদা স্যালোয়ার বেয়ে নেমে যাচ্ছে কালচে লাল র-ক্ত।
.
.
.
চলবে........................
Author, Publisher & Developer

একটি মন্তব্য পোস্ট করুন

উফ!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে আগে আপনার ইন্টারনেটের সংযোগ ঠিক করুন এবং তারপর আবার ব্রাউজিং শুরু করুন৷
AdBlock সনাক্ত করা হয়েছে!
আমরা শনাক্ত করেছি যে আপনি আপনার ব্রাউজারে অ্যাডব্লকিং প্লাগইন ব্যবহার করছেন৷ আমরা আপনাকে আপনার অ্যাডব্লকিং প্লাগইন বন্ধ করার জন্য অনুরোধ করছি, কারন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে রাজস্ব আয় করি তা এই ওয়েবসাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয়।