হৃদয়েশ্বরী - পর্ব ২৪ - সাদিয়া মেহরুজ দোলা - ধারাবাহিক গল্প


রুহির অবস্থা করুন। পাগলের মতো ছুটছে এদিক- সেদিক। দুপুরে মীরা বেড়িয়ে যাওয়ার পর এখন সন্ধ্যা হতে চললো মেয়েটার কোনো হদিস নেই। জঙ্গলের দিকে এসেছিলো সে মীরাকে খুঁজতে। হাসপাতালে খোঁজ নিয়ে এসেছে। মীরা নাকি দুপুর বেলাই বেড়িয়ে গিয়েছে। জঙ্গলে আসার পর মীরার ফোন আর চশমা খুঁজে পায় রুহি। তার বুঝতে বেগ পেতে হলোনা ঠিক কি হয়েছে মীরার সাথে। অস্ফুটস্বরে কেঁদে উঠলো সে। বক্ষঃস্থল কেঁপে কেঁপে উঠছে আর্তনাদে৷ বিড়বিড় করে ক্রন্দনরত কন্ঠে বলল, 

-' আল্লাহ মেয়েটাকে বাঁচাও। ও নিষ্পাপ আল্লাহ। ওকে তুমি রক্ষা করো মাবুদ! '

রুহি বদ্ধ উন্মাদের মতো ছটফট করলো কিয়ৎক্ষণ। শেষে ভাবনা - চিন্তা করে উশানকে ফোন করলো। একবার, দুইবার ঠিক তিনবার কল দেয়ার পর ফোন রিসিভ করলো উশান। ঘুমু ঘুমু কন্ঠ। রুহি বুঝলো ফোন দেরীতে রিসিভ করার কারণটা। ওপাশ হতে উশান নম্র কন্ঠে বলল, 

-' কিছু বলবে রুহি? এই অসময়ে কল করলে যে?'

রুহি ওষ্ঠ দ্বারা অধর চেপে ক্রন্দনের সীমা কমিয়ে আনলো। লম্বা করে শ্বাস টানলো কয়েকবার। অতঃপর নিষ্প্রভ কন্ঠে বলল, 

-' ভাইয়া..,ভাইয়া মীরা! '

মীরা নামটা শ্রবণ করার পর উশান একটু নড়েচড়ে উঠলো। নেত্রপল্লবের বন্ধ পল্লব উন্মুক্ত করে উঠে বসলো সে। ললাটে ইতিমধ্যে বলিরেখা পড়েছে। উশান প্রশ্ন ছুড়লো,

-' হু মীরা? তারপর? '

-' ভাইয়া মীরার সাথে নিশ্চয়ই খুব বাজে কিছু হয়েছে। কেও ওকে তুলে নিয়ে গেছে। ও দুপুর বেলা হাসপাতালে এসেছিলো। এখন সন্ধ্যাবেলা। বাসায় ফিরেনি। আমি জঙ্গলে এসেছিলাম ওর খোঁজ নিতে। তখন জঙ্গলের প্রবেশ মুখে ওর ফোন আর চশমা পরে থাকতে দেখি। সাথে মাটিতে টেনে হিঁচড়ে নেয়ার দাগ। মনে হচ্ছে কেও ওকে টানতে টানতে নিয়ে গেছে কোথাও। আমি আঙ্কেলকে কিছু বলিনি ভাইয়া। আঙ্কেল হার্টের পেশেন্ট! আপনি কিছু করুন না প্লিজ। '

অপাশে ঘোর নিস্তব্ধতা! নীরবতার রেশ বজায় তুমুল রূপে। রুহি ভাবলো উশান হয়তো লাইনে নেই। সে চেঁচিয়ে বলল,

-' হ্যালো!উশান ভাইয়া? আপনি কি শুনছেন আমার কথা?'

উশান হুঁশে আসলো। দুই, একবার ভীষণ চেষ্টা করলো কিছু বলার। কিন্তু, কি আশ্চর্য! কন্ঠনালীতে যে শব্দজোট পেকেছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। উশান নিজেকেই প্রশ্ন করলো, তার এতো খারাপ কেনো লাগছে? মীরার উধাও হওয়ার খবর শুনে হাত - পা হীম হয়ে অসার হয়ে আসছে কেনো?হতবিহ্বল হতে শান্ত হয় উশান। জিজ্ঞেস করে,

-' তুমি জঙ্গলে একা কেনো গিয়েছো রুহি?জলদি ফোনের লোকেশন অন করে ফিরে আসো। আর আমি দেখছি ব্যাপারটা। মীরার কিচ্ছু হবেনা। কান্না বন্ধ করো৷ মাহদি আঙ্কেল কে তো জানাতেই হবে। তার মেয়ে নিখোঁজ! তুমি দ্রুত ফিরে আসো। তারপর দেখছি। '

-' আমি দ্রুতই ফিরছি ভাইয়া। '

উশান কল কেটে ফোন ছুড়লো বিছানায়। ল্যাপটপ অন করে শুভ্রের ডিটেইলস আবার ঘাটতে বসলো। শুভ্র! এই ছেলেই মূলত উশানকে হ'ত্যা করার জন্য হন্য হয়ে চেষ্টা করছিলো। উশান তা আজই জানতে পেরেছে বহু চেষ্টার পরিবর্তে। সকালে তীব্র, দিগন্ত কে সে এই কাজেই ব্যাস্ত রেখেছিলো। কারণ শুভ্রকে খুঁজে বের করা দরকার ছিলো বড্ড। শুভ্র এখন উশানকে মা'রতে না পেরে উশানের আপনজনের পিছে লেগেছে তাদের হ'ত্যা করার উদ্দেশ্যে। নিকট আত্মীয়, আপনজন এরা মানুষের তুমুল দূর্বলতা। শুভ্র হয়তো তাই ভেবেছিলো তাই এরূপ কাজ শুরু করেছে। কিন্তু শুভ্র কি আর জানে?উশানের নিজের জীবনের প্রতি যেখানে বিন্দুমাত্র মায়া নেই সেখানে আপনজনের প্রতি দরদ,মায়া, ভালোবাসা কিভাবে জন্মাবে? ডিফেন্স অফিসারদের পরিবারের প্রতি মায়া রাখতে হয়না। তাদের সবকিছু দেশকে ঘিরে। 

তূর্শীর মা তোয়াশাকে শুভ্রই মে'রে'ছে। উশানের সহিত শুভ্রের এরূপ কর্ম করার কারণ অতী তুচ্ছ! আকাশপথে এক মিশনের সময় উশান কিছু সন্ত্রাসী কে গু'লি করে হ'ত্যা করে। সন্ত্রাসীদের মধ্যে ছিলো শুভ্রের বাবা৷শুভ্রের বাবা ছিলো মূল আসামি! তারই পরিপ্রেক্ষিতে শুভ্র বাবার হ'ত্যার বদলা নিতে উশানের পিছে উঠে পড়ে লেগেছে। রুহির কথা শ্রবণ করার পর উশানের কেনো যেনো মনে হচ্ছে মীরার গুম হওয়ার পিছনে শুভ্রের বিশাল বড় হাত আছে অথবা এ কাজ শুভ্রই করেছে। ল্যাপটপে রিসার্চ করার সময় উশানের ফোনে ম্যাসেজ আসে।ক্ষীণ সময়ের জন্য নিজের করা কৃত কাজ বন্ধ রেখে ফোন হাতে নিলো সে। ম্যাসেজটা আননোন নাম্বার থেকে আসা। ম্যাসেজে ছিলো মীরার অচেতন রূপ এবং ছোট্ট কয়েক বার্তা, 

-' কি লেফটেন্যান্ট সাহেব? গার্লফ্রেন্ড কে নিতে আসবা না? আর কতক্ষন অপেক্ষা করবো? বেশি লেট করলে কিন্তু আমি আপনার সুন্দরী প্রেমিকাকে ছোঁয়ার লোভটা আর সামলাতে পারবোনা। '

ম্যাসেজের নিচে ছোট্ট করে লিখা ' শুভ্র ' নামটি। উশান চটজলদি নাম্বার থেকে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে। তবে চেষ্টা বিফলে গিয়েছে!উশান খেয়াল করে, মীরার বিধ্বস্ত রূপ দর্শন করার পর তার হৃদকম্পন শুরু হয়েছে। হাত দু'টো কাঁপছে প্রবল। উশান কয়েকবার উঁচু কন্ঠে তীব্রকে ডাক দেয়ার প্রয়াস চালায়। তবে সে ব্যার্থ! কি আশ্চর্য! কঠিন মানুষটা সামান্য এক নারীর জ্ঞানহীন মলিন মুখোশ্রী দেখে এতোটা এলোমেলো হয়ে পড়ছে কেনো?

_________

মীরা টেনে টেনে শ্বাস নিচ্ছে। সময়ের তালে তালে তার শ্বাস নেয়াটা বড়ই মুশকিল হয়ে পড়েছে। শ্বাসকষ্টের সমস্যা আছে মীরার। নির্দির্ষ্ট সময় পর পর ইনহেলা নিতে হয়। আজ সারাদিনে ইনহেলা নেওয়া হয়নি তার। তার ওপর ধুলোবালি স্তুপে পড়ে আছে। ধুলোবালিতে শ্বাসকষ্টের সমস্যা তার দ্বিগুণ হয়। 
মীরার সামনে বসে শুভ্র এবং বাকি কয়েকটা ছেলে বসে মদ্যপান করছে। ম'দ্যপান কালীন মাঝেমধ্যেই ছেলেগুলো লোলুপ, বিশ্রী, কুরুচিপূর্ণ দৃষ্টিপাত ফেলছে মীরার ওপর। নিজেকে আশ্বস্ত, শান্ত করে মীরা। হাতের মুঠোয় লুকিয়ে রাখা ধারালো ছু'রিতে তার হাতের চামড়া কে'টে রক্তিম তরল টপটপ করে গড়িয়ে পড়ছে। সুযোগের অপেক্ষায় অধীর হয়ে বসে থাকে মীরা। এবং ক্ষনিক বাদেই সেই সুযোগটা তার পানে আসে। শুভ্র উঠে দাঁড়ায়। হাতে তার সিরিঞ্জ! সিরিঞ্জে থাকা তরল পদার্থ সে মীরার ঘাড়ে পুশ করে দেয়। এটা নিয়ে মোটা আটবার তাকে সিরিঞ্জ পুশ করা হলো। আঁধারে, চশমা বিহীন মীরা বুঝতে পারে না সিরিঞ্জের তরল পদার্থটা আসলে কি? শুভ্র কাজ শেষে হেলতে দুলতে বিড়বিড় করে গান গাইতে গাইতে বেড়িয়ে যায়। বাকি ছেলে ৩ টে তখন ম'দ্যপানে করে ঝিমুচ্ছে। 

শুভ্র যাওয়ার পরই নেত্রযুগল উন্মুক্ত করলো মীরা।পরপর প্রায় ৮ বার সিরিঞ্জ পুশ করার কারণে তার বা দিকের ঘাড় অবশ প্রায়। আলগোছে উঠে দাঁড়ালো মীরা। হাতের রশি ছু'রি দিয়ে আগেই কেটে ফেলেছিলো৷ স্বল্প রশ্মিতে অদূরে দৃশ্যমান হলো তার পার্স। বিড়াল পায়ে এগোলো সেদিকে। ব্যাগ থেকে সন্তপর্ণে ক্লোরোফর্ম বের করে ছেলে গুলোর দিকে এগিয়ে ক্লোরোফর্ম স্প্রে করে। তৎক্ষনাৎ তারা অচেতন হয়ে পড়ে রইল। মীরা মুখে ওড়না চেপেই দ্রুত বেড়িয়ে আসে। তাকে আঁটকে রাখা হয়েছে এখানকার জঙ্গলের পরিত্যাক্ত এক তেলের গোডাউনে। চারপাশ খুঁজে বের হওয়ার রাস্তা পাওয়া গেলো না। মীরা হাস ফাঁস করে বিড়বিড়িয়ে বলল,

-' আল্লাহ আমাকে পথ দেখাও। আমায় বাবার কাছে পৌঁছে দাও আল্লাহ!'

শুভ্র আসছে ফিরে। পদধ্বনির শব্দ জোরদার হচ্ছে। মীরা দিকবেদিক শুন্য হয়ে একটা খালি তেলের ড্রামে ঢুকে পড়ে। ড্রামগুলো প্রায় তার সমান এবং যথেষ্ট মোটা। অনায়াসে দুইজন মানুষ বসা যায়। ড্রামের ভিতর থেকেই মীরা শুনলো শুভ্রের উচ্চ স্বরে হাঁকডাক! মীরা আপনমনে বিড়বিড় করে। উশান যেনো আসে। নয়তো তার বাবা! একবার আসুক তার ভরসা যোগ্য দু'জন মানুষ। 

_____

-' আমার সাথে কেও যাচ্ছেনা। তীব্র তুই এখানে সবার খেয়াল রাখবি। দিগন্ত আমায় ইনফরমেশন দিবে। '

সাইলেন্সার লাগানো পিস্তলটা পিছনের দিকে কোমড়ে গুঁজে ব্যাস্ত, কঠিন, গম্ভীর কন্ঠে নিজের বক্তব্য পেশ করলো উশান। শরীরের সকল পেশী তখন টান টান! মাথার শিরা ক্রোধে দপদপ করছে।
তীব্র আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, 

-' কাওকেই নিবিনা? একদম একা যাবি? রিস্কি এটা উশান। '

উশান জলদগম্ভীর কন্ঠে বলল, 

-' কাওকেই নিচ্ছিনা। শুধু স্থানীয় দু'জন পুলিশ আসবে আমি সেখানকার সবকিছু আয়ত্তে আনার পর।শুভ্র আর ওর দলের লোকদের লাশ আনতে যাবে পুলিশ দু'জন। '

উশানের কঠিন মুখোশ্রী দর্শন করে তীব্রের বলার সাহসে কুলালো না ' কাওকে নিয়ে যা সাথে! ' সে উশানের গম্ভীর রূপটা দেখলে মাত্রাতিরিক্ত নার্ভাস হয়ে পড়ে। তাছাড়া উশান কখনো কারো কথা শুনে না। সে যা বলে তাই। একরোখা, জেদী মানুষটাকে স্বয়ং ক্যাপ্টেন অব্দি বসে আনতে পারেনি। মিশনে নিজের জেদ চাপিয়ে বেড়ায়। তবে দক্ষ, বুদ্ধিমান অফিসার হওয়াতে উশানকে কেও কখনো কোনো কথা শোনাতে পারেনা, পারেনি! 

উশান নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে এগোল মায়ানের নিকট। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে সুরে বলল, 

-' আমি তোমার বোনকে ফিরিয়ে আনবো।প্রমিস! মন খারাপ করে থাকে না। তুমি চ্যাম্প না? বাবাকে দেখে রাখবে, ওকে?'

-' ওকে! ' মায়ানের দৃঢ় মন্তব্য। 

উশান যাওয়ার পথে একবার মাহদির সাথে দেখা করতে যায়। মাহদি মেয়ের খবর শোনার পর থেকে একদম নিশ্চুপ, মৌন। কারো সাথে কোনো কথা বলছে না। উশান মাহদির নিকট এগিয়ে আশ্বাস দিয়ে বলল,

-' মীরার কিচ্ছু হবেনা আঙ্কেল। ট্রাস্ট মি! আমি হতে দিবোনা। আপনি একটু বিশ্বাস রাখুন আমার ওপর।আল্লাহ হাফেজ! '

ঝড়ো আবহাওয়ার মাঝে নিজের বাইক নিয়ে শা শা করে ছুটে গহীন অন্ধকারের মাঝে। কানে লাগানো ব্লুটুথ! সেখানে দিক - নির্দেশনা দিচ্ছে দিগন্ত। কোথাও যেতে হবে তা বিশদ বর্ণনা করে উশানকে জানাচ্ছে সে। উশান দিগন্তের বার্তা শ্রবণ করতে করতে এগোচ্ছে সম্মুখে। তার পাথর কঠিন বক্ষঃস্থল আজ অজানা আতঙ্কে নড়বড়ে। নিজের ওপর বিশ্বাস আছে তার। মীরাকে ঠিকই উদ্ধার করে আনবে। কিন্তু কথা হচ্ছে, মীরা কেমন আছে?শুভ্র মেয়েটার ওপর কোনোরূপ অত্যাচার করেনি তো? এই কথা যতবার উশান মনে আওড়াচ্ছে ততবারই কঠিন বক্ষঃস্থলটা হুহু করে কেঁপে উঠেছে। উশান হিসহিসিয়ে বলে উঠলো, 

-' কঠিনতার খোলসটা তাহলে নম্র হতে চললো? সে দূর্বল হলো প্রথমবার কোনো নারীর প্রতি? '
.
.
.
চলবে......................

একটি মন্তব্য পোস্ট করুন