রিশার কথার মাঝে ওয়েটার বার্গার দিয়ে গেল।চেয়ার টেনে রিশার মুখোমুখি বসল রওনক।তপ্ত শ্বাস ফেলে বলল,
"কুহুর ভালবাসা না পাওয়া অবধি এই সম্পর্কটাকে পরিপূর্ণ বলবো না আমি।হ্যা এটা সত্যি আমি কৌশল খাটিয়ে বিয়ে করেছি।তবে অন্যায় ভাবে কিছু নয়।কুহুকে আমার মনের কথা জানানোর মতো পরিস্থিতি ছিল না।কুহু যদি আমাকে প্রত্যাখান করতো?আর বাকি হচ্ছে বাবা,মা।আমি তাদের একমাত্র ছেলে।তাদের বিরুদ্ধে যাওয়া আমার জন্য মোটেও সহজ হতো না রিশ!আমি আমৃত্যু অপেক্ষা করে থাকব কুহুর ভালবাসা পাবার জন্য!শুধু মাত্র হারিয়ে ফেলার ভয় থেকে আমি এত নাটক সাজিয়ে বিয়ে করেছি!কুহুর প্রতি আমার অনুভূতি এখনো প্রকাশ করিনি।নীরবেই বয়ে বেড়াচ্ছি!ও একদিন নিজে থেকেই আমাকে ভালবাসি বলবে।যেদিন মেয়েটা নিজ থেকে ভালবাসা উপলব্ধি করবে,সেদিন আমার অনুভূতির মূল্য বুঝবে।এখন বললে হয়তো ভাববে বিয়ে হয়ে গেছে বলে আমি তার সাথে সমঝোতায় আসতে চাইছি!আমাকে বোঝার জন্য কুহুকে আমি অফুরন্ত সময় দিয়ে দিয়েছি।চলছে চলুক না এভাবেই!
ভাইয়ের কথার প্রতিত্তোরে কিছু বলল না রিশা।তপ্ত শ্বাস ফেলে বার্গারে কামড় বসাল।মেয়েদের তুলনায় ছেলেদের ভালবাসা,ক্ষমতা বেশিই হয়।একটা ছেলে চাইলেই তার ভালবাসার মানুষটাকে বিয়ে করে নিতে পারে।যেটা হয়তো একটা মেয়ের ক্ষেত্রে অতটা সহজ হয় না!কুহু নিসন্দেহে ভাগ্যবতী!এমন ভালবাসা কয়জনের কপালে জোটে?রওনকের দিকে তাকিয়ে বলল রিশা,
" তা কি এমন নাটক সাজালি তুই?
রওনক হাত ঘড়ি দেখছিল।মুখ তুলে তাকিয়ে বলল,
"নাটক বলতে বিয়েটা শুরু থেকে আমার সঙ্গেই ঠিক ছিল।কুহুর বিয়ের শাড়ি কেনা থেকে শুরু করে গহনা সব আমার টাকায় আর পছন্দে।শুধু বরটা বদলেছে!সেটাও প্ল্যান মাফিক।এখানে অপরাধ কিছুই হয়নি।
ভাইয়ের প্ল্যানের কথা শুনে কিছুক্ষণ তব্দা খেয়ে তাকিয়ে রইল রিশা।প্রেমে পড়লে বোধহয় কতরকম চমৎকার সব চিন্তা ভাবনার উদয় হয় মাথায়!কি জানি অতকিছু বুঝতে পারল না রিশা।খাওয়া শেষ হতেই তাড়া দিল রওনককে।বিল মিটিয়ে বেরিয়ে গেল দু'জন।
◾
আকাশে ভেসে থাকা শুভ্র মেঘগুলো ক্রমেই ছাই রঙা হয়ে যাচ্ছে।সন্ধ্যের প্রস্তুতি নিচ্ছে আকাশ।জানালার গ্রিল ধরে অম্বর দেখায় মত্ত কুহু!সারাদিন আজ অন্যরকম এক চিন্তায় মন খচখচে হয়ে আছে তার।রওনক ভাই বোধহয় কুহুকে নিয়ে বিরক্ত হয়ে যাচ্ছে!কেনই বা সেদিন দায় নিতে গেলেন তিনি?লোকে যা বলার কুহুকে বলতো!তার তো কোনো সমস্যা ছিল না!কুহুর সঙ্গে পূর্নাঙ্গ সংসার করতে আরও সময় চাই রওনক ভাইয়ের!আদৌ এই সম্পর্কের শেষ পরিণতি কি জানে না কুহু।রওনক ভাইয়ের সঙ্গে বিয়ের কথা উঠতেই আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল সে!ভেবেছিল নাম মাত্র বা লোকদেখানো বিয়ে করছেন রওনক ভাই।যেন কুহুর ঘাড়ে কোনো বদনামের বোজা না চাপে।এখন মনে হচ্ছে সম্পূর্ণ দায়িত্বশীল একজন স্বামী সে!যেন সবকিছু স্বাভাবিক!তবে কি রওনক ভাই চায় কুহুর সঙ্গে সংসারটা টিকে থাকুক আজন্ম?
"এত মন দিয়ে কি ভাবছ? কিভাবে কিভাবে রওনক ভাইকে জ্বালানো যায়? তাই তো?
গম্ভীর পুরুষসুলভ কন্ঠস্বর পেয়ে চমকে উঠলো কুহু!বাইরে তখন ঘটা করে সন্ধ্যার আয়োজন!ক্লান্ত মুখে এক চিলতে হাসি রওনকের।হাতে একটা ব্যাগ।বোঝা যাচ্ছে এতে খাবার হবে হয়তো।ততক্ষণে প্যাকেট থেকে অনেকরকম চকোলেট,চিপ্স,স্নেক্স বের করলো রওনক।কুহু গভীর মগ্ন হয়ে দেখছিল বলিষ্ঠ দেহি পুরুষকে।অবশেষে কি সব মানিয়ে নেওয়ারই প্রচেষ্টা চালাচ্ছেন রওনক ভাই?এভাবে টিকে সম্পর্ক?নিখুঁতভাবে অভিনয় করাও তো সম্ভব নয়!
রওনক এগিয়ে এসে কুহুর পায়ের সামনে বসলো।আলতো হাতে নিজের কোলে টেনে নিল আঘা'তযুক্ত পা'টা।বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে অপ্রতিভ হলো কুহু।ঈষৎ লজ্জাভাব ঝেকে ধরলো তাকে।ব্যাথাযুক্ত স্থানে আঙ্গুল চালাচ্ছে রওনক।দৃষ্টি করুণ।মুখের আদল বলছে যেন আ'ঘাতটা সে পেয়েছে!আমতাআমতা করে বলল কুহু,
" আ,,আপনি তো মাত্র ফিরলেন।ফ্রেশ হয়ে নিন।আমি ভাবীকে বলছি খাবার দিতে।
দৃষ্টি তুলে তাকিয়ে বলল রওনক,
"লাগবে না।বাড়ি চলে যাব।তোমাকে সঙ্গে নিয়ে যেতে এসেছি।এখানে দুজনের থাকতে কষ্ট হয়ে যায়।
রওনকের কথায় অবাক হয়ে তাকাল কুহু!এই ভাঙ্গা পা নিয়ে যাবে কি করে?এখানে তো তোহা ভাবী দেখাশোনা করে।ওখানে গেলে রিশার কষ্ট হয়ে যাবে!রওনককে চলে যাবার কথাও বলতে পারল না কুহু।মাথা নিচু করে মিনমিন করে জানাল,পা ভাল হওয়ার আগ অব্ধি এখানেই থাকবে সে।রওনক নাছোড়বান্দা।আগামীকাল তার ছুটি।সম্পূর্ণ সময়টা সে কুহুর জন্য বরাদ্দ করে দেবে।তা ছাড়া বারবার এভাবে শশুড় বাড়ি চলে আসাটা নিজের কাছেই দৃষ্টিকটু আর লজ্জাকর লাগছে।বাড়িতেও হয়তো বাবা,মা কত কিছু ভাবছে!কুহু পাল্টা আর কিছু বলল না।কেন জানি বলতে পারলো না।রওনক ভাই সম্মুখে আসলেই সব তালগোল পাকায়!মস্তিষ্ক তখন অকেজো হয়ে যায়!বুক ঢিপঢিপ করে!অদ্ভুত সে অনুভূতি!রওনকের ঠোঁটের কার্নিশে বিশ্ব জয় করা হাসি!কুহু এত সহজে মেনে যাবে ভাবেনি।মোটা মাথায় বুদ্ধিশুদ্ধি হচ্ছে বোধহয়!কুহু এক শর্ত দিয়ে বসলো।সে নিজে হেঁটে যাবে এলবো সাপোর্ট স্টিক দিয়ে।কিছুক্ষণ ভাবুক ভঙ্গিতে তাকিয়ে থেকে রাজি হলো রওনক।
•
বাড়ির কাছে আসতেই রিকশা থেকে নেমে দাঁড়াল রিশা।ভাইয়ের কথা ভাবতেই তপ্ত শ্বাস বেরিয়ে আসলো।সে আসলেই বউ পাগল।জগৎ সংসার ভুলে একেবারে মজেছে ভালবাসায়!বাড়ির কথা বুঝি খেয়ালেই নেই!সোজা অন্য রাস্তা ধরে কুহুদের বাড়ি চলে গেছে।আচমকা দূরে দৃষ্টি পরতেই দেখল রাতিম হেঁটে আসছে।ঘাড় ঘুরিয়ে রিশাদের বাড়ির দিকে তাকাচ্ছে বার বার।বেশ জোড়াল স্বরেই ডাকলো রিশা।অনেকটা যেন হকচকিয়ে উঠলো রাতিম।হাসার চেষ্টা করে এগিয়ে আসলো।এই মুহূর্তে রিশাকে বোধহয় বাইরে আশা করেনি!
"কি রাতিম ভাই আপনি চোরের মতো আমাদের বাড়ির সামনে দিয়ে চুপিচুপি চলে যান,অথচ বাড়িতে যান না।এটা কেমন বিচার?
বহুকষ্টে হাসি ধরে রাখার চেষ্টা করে বলল রাতিম,
" হ্যাঁ যেতাম।কিন্তু আমি তো এই সময়টাতে একজন স্টুডেন্ট কে পড়াই।এই তো এই গলির পরেই বাসা।তাই হুটহাট তোমার সঙ্গে কেমন দেখা হয়ে যাচ্ছে কয়দিন যাবৎ!
"দেখেছেন আপনি এখানেই পড়ান অথচ আমাদের বাড়িতে আসেন না।ভাইয়াও নিশ্চয়ই জানে না?নয়তো এত সহজে ছাড়তো আপনাকে?
" হ্যাঁ,মানে রওনক জানে।আমি এই গলিতেই টিউশন পড়াই।শুনেছি হুট করেই নাকি বিয়ে করে নিয়েছে সে।এখন হয়তো বিজি তাই বন্ধুকে নিমন্ত্রণ করার সুযোগ পাচ্ছে না।
"হ্যাঁ আসলে হুট করেই ভাইয়ার বিয়েটা হয়েছে।সমস্যা নেই আপনি আসুন তো।আমি নিমন্ত্রণ করছি।
রাতিম যেন বিপত্তিতেই পড়লো।রওনক শালা যদি এত গন্ডগোল না বাঁধাতো তাহলে রিশা একবার বলতেই চলে যেত সে!এখন তো আর সে উপায়ও নেই!মাথায় বিন্দু বিন্দু ঘাম জমলো রাতিমের।হাত ঘড়িতে তাকিয়ে নিয়ে ব্যস্ত স্বরে জানাল,সময় নেই তার হাতে।ছুটির পর অবশ্যই যাবে।আপাতত এখান থেকে পালাতে পারলেই বাঁচে যেন।অগত্যা আর কিছু বলল না রিশা।চলে যাবার জন্য পা বাড়াতেই হাত থেকে মোটা মোটা বইগুলো খসে পরল রাস্তায়।এতক্ষণ যাবৎ হাতে রাখা কষ্টকর হয়ে পরছিল!রাতিম দ্রুত ঝুঁকে বসলো বই নেওয়ার জন্য।বাঁধ সাধলো রিশা।ততক্ষণে বইগুলো তুলে নিয়ে উঠে দাঁড়াল রাতিম। রিশার দিকে বাড়িয়ে ধরল।রিশা হাত বাড়াতেই চমকে উঠলো রাতিম!গোলাপি রঙা হাতের তালুতে র'ক্ত জমাট বেঁধে আছে যেন!হঠাৎই কেমন বিচলিত হয়ে উঠলো রাতিম।এদিক-সেদিক তাকিয়ে ঠান্ডা জলের বোতল কিনে নিয়ে আসলো।রিশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল।কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারল না।রিশাকে হাতে পানি ঢালার জন্য বলল রাতিম।তক্ষুনি নিজের হাতের দিকে খেয়াল হলো রিশার।পরক্ষণে রাতিমের পানে তাকাল ও!কেমন চিন্তিত লাগছে!অচেনা একটা লোকের কাছে এরকম যত্ন পেয়ে খানিক অপ্রস্তুতই হলো রিশা।রাতিম ভাই সত্যিই চমৎকার ব্যাক্তিত্বের একজন পুরুষ!যত দেখছে তত মুগ্ধ করছে তাকে!বাধ্য মেয়ের মতো বোতল খুলে হাতে পানি ঢালল রিশা।এতক্ষণ যাবৎ জ্বালা করছিল।কিন্তু ততটা খেয়াল করেনি।রিশার হাতে এই ভারী বইগুলো তুলে দিতেও খারাপ লাগছে রাতিমের।তবে কিছু করার নেই!দীর্ঘস্বাস ফেলে বইগুলো দিয়ে একমুহূর্ত দাঁড়াল না সে।চলে গেল।রিশা অবাক হলো।ভেবেছিল রাতিম ভাই বুঝি ঘর অব্দি তাকে পৌঁছে দিবে!
◾
আফসানা বেগম নাছোরবান্দা।মেয়ের জামাইকে খাইয়ে তবেই ছাড়লেন।না খেয়ে গেলে শোভা পায় না এটা।তোহা বেশ অনেকবার থাকার জন্য বলল।রওনক রাজি নয়।সকলের মাঝে কুহু নিশ্চুপ ছিল।রওনকের পাগলামো যত দেখছে অবাক হচ্ছে তোহা।অবশেষে রাত আটটার পর কুহুকে নিয়ে বেরিয়ে গেল রওনক।সবার সামনে কুহু এলবো সাপোর্ট স্টিকে ভর দিয়ে হাঁটলেও সিঁড়ির কাছে আসতেই ধুপ করে কোলে তুলে নিল রওনক।দৃশ্যটা পেছন থেকে ঠিকই নজরে পড়লো তোহার।মুচকি হেসে উঠলো সে।
নিচে নেমে সিএনজি ডাকলো রওনক।কুহু অবাক হলো!এইটুকু জায়গা তো হেঁটেই চলে যাওয়া যায়!শুধু তিনটে গলি!সিএনজি আসতেই দরদাম করলো রওনক।এখান থেকে ভাড়া পঞ্চাশ টাকা চাইল সিএনজি চালক।শুনে কুহুর চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম!চোখেমুখে তেজ নিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে বলল সে,
"এখান থেকে ওখানে বিশ টাকা দিলেও তো বেশি হয়ে যাবে।যেই দেখেছেন আমার পা ভাঙ্গা অমনি সুযোগে এত টাকা ভাড়া চেয়ে বসে আছেন তাই না?এটাই কি আপনাদের বিবেক?যাব না আপনার সিএনজিতে।এইটুখানি রাস্তা আমার বর কোলে তুলেই নিয়ে যেতে পারবে।
সিএনজি চালক ভুত দেখার মতো দেখছে কুহুকে।রওনক নির্বাক হয়ে তাকিয়ে আছে কুহুর দিকে!এইটুকু রাস্তা কুহুকে কোলে তুলে নেবার মতো সামর্থ্য তার আছে।শুধু শর্তের কারণে সিএনজি ডেকেছিল সে।তবে কুহুর শেষের কথাটায় ঈষৎ হাসি পেয়ে গেল রওনকের।অনুমতি পেতেই রাস্তায় জনসম্মুখে কুহুকে কোলে তুলে নিল সে।সিএনজি চালক এবার দ্বিগুণ আশ্চর্য দৃষ্টি ফেলে তাকিয়ে রইল।লোকটার দিকে তাকিয়ে ভেংচি কাটলো কুহু।হাসি চেপে রেখে কৃত্রিম হতাশা টেনে বলল রওনক,
" কিছু করার নেই মামা!বউ যখন কোলে চড়ার আবদার করে বসেছে কি করে অমান্য করি?ঘরে বউ থাকলে বুঝবেন কত জ্বালা!দিনের পর দিন এভাবেই পুরুষ জাতির উপর অত্যাচার হয়ে আসছে!অবলা শব্দটা বিবাহিত পুরুষদের জন্য হওয়া উচিত ছিল!
কথাটুকু বলেই হাঁটা ধরল রওনক।সিএনজি চালক হতবুদ্ধি হয়ে তাকিয়েই রইল।রওনকের প্রতিটা কথা মাথার এক হাত উপর দিয়ে গেল কুহুর!সে তো টাকা বাঁচিয়ে দিল!উল্টো রওনক ভাই বলছে কিনা অত্যাচার?এই জন্যই কারো ভাল করতে নেই!
বাড়ির কাছে আসতেই কুহু জানাল এইটুকু পথ এলবো সাপোর্ট স্টিকে ভর করে যাবে।অগত্যা আর কিছু বলল না রওনক।নামিয়ে দিল।বসার ঘরে বসে আছেন রাশেদ জামাল আর শারমিন বেগম।কুহুকে এই অবস্থায় দেখে দুজনে চমকে উঠলেন!রওনক জানাল সিঁড়ি থেকে পরে গিয়ে পায়ের এই অবস্থা হয়েছে কুহুর।তীর্যক দৃষ্টি ফেলে রওনকের দিকে তাকাল কুহু।কি সুন্দর মিথ্যা সাজিয়ে নিল!শারমিন বেগম তপ্ত শ্বাস ফেললেন।এই মেয়ের চলাফেরা কোনো কালেই পছন্দ ছিল না তার।প্রতিনিয়ত এমন কিছু ঘটতেই থাকবে এটাই স্বাভাবিক!অস্বাভাবিক তো কুহু!খানিকটা আফসোস করলেন রাশেদ জামাল।পরক্ষণে কুহুকে নিয়ে নিজের রুমে চলে গেল রওনক।বাবা-মায়ের চোখের আড়াল হতেই ফের কোলে তুলে নিল কুহুকে।ভয়ানক চমকে উঠলো কুহু!এতক্ষণ তো কি ভদ্র ছিল!আড়ালেই সব অভদ্রতা শুরু হয়ে যায় এই ছেলের!রুমে এসে কুহুকে খাটে বসিয়ে দিল রওনক।উঠতে নিলেই কলার চেপে ধরলো কুহু।খানিকটা ঝুঁকে গেল রওনক।ভুরু কুঁচকে তাকাল কুহুর রাগত চোখে।নাকের পাটা ফুলিয়ে বলল কুহু,
"মিথ্যা বলা যে গুনাহ জানেন না?আপনি ফেলে দিয়েছেন আমাকে।আর বললেন সিঁড়ি থেকে পরেছি?সত্যটা কেন চেপে গেলেন?
রওনক ইচ্ছে করে কুহুর আরো অনেকটা কাছে এলিয়ে গেল।পেছাতে গিয়ে বালিশে ঠাস করে শুয়ে পরলো কুহু।চেপে রাখা কলার আলগা করে দিল।নিজেকে ধাতস্থ করে নিয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো।অন্যপাশ দৃষ্টি সরিয়ে নিল।এই মুহূর্তে কুহুর অবস্থা বেশ বুঝতে পারছে রওনক।ঠোঁটের কোণে ঈষৎ মৃদু হাসি তার।এক হাতে কুহুর দুই গাল চেপে ধরে নিজের মুখোমুখি করলো।এতটা কাছে রওনক ভাইকে দেখে অসস্থিতে পরে গেল কুহু।ফিসফিস করে ভরাট স্বরে বলল রওনক,
" আচ্ছা!সত্যিটা বললে খুশি হতে তুমি?কিভাবে পড়েছ সেটা বাবা-মায়ের সামনে বলার মতো?
আমতাআমতা করে বলল কুহু,
"না,মানে আপনি যে ফেলে দিয়েছেন বলবেন না?
" এটা বিশ্বাসযোগ্য?আমি কি ছোট বাচ্চা ছেলে নাকি পাগল যে তোমাকে ফেলে দিব?
"সরুন।দরজা খোলা।
"তো?কেন কোনো সমস্যা হচ্ছে?আমরা তো কিছু করছি না!
রওনকের চওড়া বক্ষস্থল ঠেলে সরিয়ে দিতে চাইল কুহু।হেলাতে পারলো না একচুলও!উল্টো আরো অনেকটা কাছে চলে আসলো রওনক।কুহুর গলার পাশে মুখ গুঁজে নিয়ে ফিসফিস করে বলল,
" তখন তো দিব্যি বর কে নিয়ে বাহাদুরি করলে!আমার শক্তপোক্ত পেটানো শরীর দেখে কি মনে হয়?তোমাকে কোলে তুলতে কষ্ট হয় না?সামান্য নিচ থেকে উপর পর্যন্ত একটা চালের বস্তা তোলার জন্য কুলিকে পঞ্চাশ টাকা দিতে হয়।সেখানে এতটা পথ একটা সত্তর কেজি আটার বস্তা বয়ে নিয়ে এসেছি।এখন আমার পারিশ্রমিক দিবে কে?
·
·
·
চলবে................................................