
খুব শীঘ্রই আপডেট করা হবে, সঙ্গে থাকুন।
যেদিন জেনেছিলাম তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি সেদিন থেকেই আমার জীবনটা অন্ধকার গভীর কুয়ায় ডুবে যাওয়া অজ্ঞাত মানুষের মতো মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমার জীবনের উল্টো সময় শুরু হয়ে গেছে। তোমার দিকে তাকালে মনে হয় তুমি ছলছল নদীর স্রোতের মতো। যাকে আমি চাইলেও কোনদিন থামাতে পারবো না। তোমার চোখে আমি আমার সর্বনাশ দেখতে পাই। দেখতে পাই আমার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। কেনো তোমার নাম আমার জীবনের সাথে জুড়ে গেলো? আর আমার এই সুখের জীবনের সুখটাই কেড়ে নিলো। কেনো? কীভাবে রাজদ্বীপের জীবনে এই সর্বনাশের শুরু হল? কে করেছিল? আর কি হয়েছিল?