দেবী - সকল পর্ব - হুমায়ূন আহমেদ - ধারাবাহিক গল্প

পড়ুন হুমায়ূন আহমেদ রচিত একটি রহস্য জনক ধারাবাহিক গল্প দেবী উপন্যাস শুধুমাত্র গল্পের ডায়েরি'তে
দেবী
দেবী by হুমায়ূন আহমেদ

দেবী বাংলাদেশী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত একটি রহস্য উপন্যাস। এটি ১৯৮৫ সালের জুন মাসে প্রকাশিত হয়। এই উপন্যাসের মধ্য দিয়ে মিসির আলি চরিত্রের পরিচয় ঘটে। মিসির আলি যুক্তি দিয়ে বিভিন্ন রহস্যের স্বরূপ উদ্‌ঘাটন করে থাকেন। এই উপন্যাসে মিসির আলি রানু নামে এক শ্রুতি ভ্রমগ্রস্থ ও এক্সট্রা সেন্সরি পারসেপশন সমৃদ্ধ তরুণীর রহস্য উন্মোচনের চেষ্টা করেন।

কাহিনী সংক্ষেপ

মধ্যরাতে রানু অস্বাভাবিক কিছুর উপস্থিতি টের পায় এবং তার স্বামী আনিসকে ডেকে তোলে। আনিস যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিয়ে রানুকে শান্ত করার চেষ্টা করে। বিষয়টাতে আনিস ঘাবড়ায় না। কারণ রানুর এমন আচরণ সে আগেও দেখেছে। রানু অনেক জিনিসই আগে থেকে বলতে পারে। অনেক অজানা জিনিস, যা তার জানার কথা না, তাও সে বলতে পারে। আনিসের মাঝে মাঝে মনে হয় রানু অসুস্থ।কিন্তু তার মন এতে সায় দেয় না। সে সবকিছুরই ব্যাখ্যা সরল মনে করার চেষ্টা করে। রানুর প্রতিবেশী নীলুও রানুর রহস্যময়তা টের পায়। সে রানুর প্রতি আগ্রহী হয়ে ওঠে। তার আগ্রহের কারণ সে মনোবিজ্ঞানের ছাত্রী। শিক্ষক মিসির আলির সাথে রানু এ ব্যাপারে কথাও বলে। আনিসও মিসির আলিকে সব খুলে বললে মিসির আলি রানুকে নিয়ে ভাবতে শুরু করে। রানুর অস্বাভাবিকতা ও অতিপ্রাকৃত ক্ষমতার রহস্য উদঘাটনে মিসির আলি রানুর গ্রামে যায়। রানুর ভাষ্যমতে সে যখন ছোট ছিল, তখন একটা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয় সে। নদীতে গোসলের সময় কেউ তার পা টেনে ধরে। পরবর্তীতে দেখা যায়, তার পা জড়িয়ে রেখেছে একটা লাশ। তারপর থেকেই রানু এমন। কিন্তু গ্রামের অনেকেই এ ঘটনার কথা মনে করতে পারে না। সবাই জানায় গ্রামের একজন নিজ লালসার চরিতার্থে ভুলিয়েভালিয়ে একদিন রানুকে বিষ্ণু মন্দিরে নিয়ে যায়। কিন্তু লোকটি ওখান থেকে কিছুপর ভয় পেয়ে পালিয়ে আসে।এরপর থেকে বিষ্ণু মন্দিরের সাদা মূর্তিটার আর খোঁজ পাওয়া যায়নি। এদিকে নীলু এক ছেলের সাথে রেস্টুরেন্টে দেখা করতে যায়। ছেলেটি প্রথমে ভালো ব্যবহার করলেও পরে নীলুকে জোর করে তার গাড়িতে তুলে নিয়ে এক নির্জন স্থানে নিয়ে যায়। রানু বুঝতে পারে ঘটনাটি। রানু এসময় অসুস্থ হয়ে পড়ে। জ্বরের ঘোরে কার সাথে যেন কথা বলতে শুরু করে। একসময় রানু মারা যায়। ঠিক সে সময় নীলুরও খবর পাওয়া যায়। নীলুকে জিজ্ঞাসা করলে নীলু বলে, কোনো এক অদৃশ্য শক্তি তাকে তুলে নিয়ে যাওয়া ছেলেটাকে মেরে ফেলেছে। মিসির আলি ঘটনাটির ব্যাখা দেয়, উত্তেজিত মনের স্বাভাবিক কল্পনা বলে। তবে এরপর থেকে মিসির আলি নীলুর মধ্যে এক অন্যরকম পরিবর্তন দেখতে পায়। তার কাছে মনে হয়, সেদিনের ঘটনার পর থেকে নীলুর চেহারা আর কথা বলার ভঙ্গি যেন একদম রানুর মতো হয়ে গেছে, যা সুপ্তভাবে ইঙ্গিত করে রানুর সাথে থাকা দেবী সত্তাটি এখন নীলুর সাথে রয়ে গেছে।

সকল পর্বের লিংক সমূহ

ই-বুক ডাউনলোড

দেবী - হুমায়ূন আহমেদ [GolperDiary.Com].pdf 3.4 MB
হুমায়ূন আহমেদ'এর লেখা কিছু জনপ্রিয় গল্পঃ

একটি মন্তব্য পোস্ট করুন