শ্যামকন্যার মায়াবী চোখ - সকল পর্ব - আবিদা সুলতানা - ধারাবাহিক গল্প

পড়ুন আবিদা সুলতানা'র লেখা একটি অসাধারণ রোমান্টিক ভালোবাসার ধারাবাহিক গল্প শ্যামকন্যার মায়াবী চোখ উপন্যাস শুধুমাত্র গল্পের ডায়েরি'তে
শ্যামকন্যার মায়াবী চোখ
শ্যামকন্যার মায়াবী চোখ by আবিদা সুলতানা

যদি এ শ্যামলকায়া সেই জঘন্য কাজটি না করত! তবে কি এত দহন, এত অন্তর্দাহ আমাকে বয়ে বেড়াতে হতো? কখনোই নয়! তবে তো আজ আমার হৃদয়ের এই রক্তজল করা শূন্যতা থাকত না! এই শ্যামকন্যা, এ নিঃসঙ্গ যমুনা, আমার বুকেই স্থান পেত — শুধু আমার!

যদি কখনো হঠাৎ, অচেতন মুহূর্তে আমাকে আকস্মিক জড়িয়ে বলেন, ‘ভালোবাসি’ তখন বুঝবেন এই ক্ষণটির জন্য কত শত অভিনয়ের ছদ্মবেশে অপেক্ষা করেছি। জানি, আপনি আমার কাছে উত্তর চান। কিন্তু আমি নিজে ইচ্ছাকৃতভাবে সময়কে দীর্ঘায়িত করছি। কেন না, আপনার নিকটে থাকতে চাই, যেন এই জীবনের প্রতিটি ধূলিকণা আমার শিরায় বয়ে যায়। একসঙ্গে না হোক, অন্তত এক আকাশের নীলতলে!

আজ, যদি ইচ্ছা করতেন, একটিবার প্রশ্ন করতে পারতেন। কিন্তু কেন করেননি? কেনই বা এখনো করছেন না? কারণ আপনার হৃদয়ও আমার এই অনন্ত খেলার সঙ্গী.! আমার অপরাধে আমি দোষিণী বটে, তবে আপনি? শাস্তি না দিয়ে আমার প্রতীক্ষা দীর্ঘতর করায়, আরও বড় অপরাধী!

আবিদা সুলতানা

একটি মন্তব্য পোস্ট করুন