মীরা একটা মধ্যবিত্ত পরিবারের খুব বাধ্য, ভদ্র, বোকা আর ইমোশনাল একটা মেয়ে। রং নম্বরে যাওয়া একটা ফোন কল। সেখান থেকে কল ব্যাক আসা আর তারপর কন্ঠের নেশায় চলতে থাকে কন্ঠের খেলা, অর্থ্যাৎ কথা বলা। সেখান থেকে কেউ কাউকে না দেখে প্রেম। কয়েকবার লুকিয়ে দেখা করা। আর তারপর হঠাৎ'ই রাফির হারিয়ে যাওয়া অর্থাৎ ওই ছেলেটা। রাফি এমন একটা ছেলে যে কি না খুবই বাস্তববাদী। এই হারিয়ে যাওয়া রাফিকে খোঁজার জন্য সেই সহজ সরল মীরার রীতিমতো গুন্ডা হয়ে ওঠা। রাফির প্রতি রাগ থেকে কয়েকটা ছেলের সাথে প্রেমের নামে টাইম পাস করা। সেই ভদ্র মীরার মারকুটে মীরা হয়ে ওঠা। আর নয় বছর ধরে একটা মানুষকে খুঁজে বেড়ানো, যতটা সহজ মনে হয় ততটা সহজ না। নয় বছর পর মীরা রাফিকে খুজে পাই কি না, আর তার সকল প্রশ্নের উত্তর রাফি দিতে পারে কি না, কোথায় হারিয়ে গেছিল আর তা কেনই বা। শেষ পর্যন্ত কি রাফিকে খুঁজে পাবে আর পেলেও কি তার ভালোবাসা পূর্ণতা পাবে। তার জন্য সম্পূর্ণ গল্পটা পড়তে হবে।
হাওয়াই মিঠাই - মৌরি মরিয়ম - PDF
হাওয়াই মিঠাই মৌরি মরিয়ম PDF Download, হাওয়াই মিঠাই মৌরি মরিয়ম EBook Download, হাওয়াই মিঠাই বই পিডিএফ