
হাওয়াই মিঠাই উপন্যাসটি প্রথম লেখা শুরু করি ২০১৭ সালে। ফেসবুকে ধারাবাহিকভাবে পোস্ট করতাম। ১০ পর্বের মত লেখার পরে কেন যেন আর লিখতে পারছিলাম না। পরে লেখা বন্ধ করে দেই। জবরদস্তি করে তো আর লেখালেখি হয় না। ফেসবুকের হাজার হাজার পাঠক অপেক্ষা করে থাকতো গল্পটির জন্য। ৩ বছর পর ২০২০ সালে এসে গল্পটি আবার লিখি। যারা ধৈর্য ধরে এতগুলো বছর অপেক্ষা করে ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা। এদের জন্য আমি প্রতিনিয়ত অনুপ্রাণিত হই।
মৌরি মরিয়ম
মৌরি মরিয়ম রচিত আরও কিছু জনপ্রিয় গল্পঃ—
সকল পর্বের লিংক সমূহ
মৌরি মরিয়ম রচিত আরও কিছু জনপ্রিয় গল্পঃ—