দূর্ঘটনা থেকে আকস্মিক ভাবে সাক্ষাৎ ঘটে পূর্ব-পূর্ণতার। পথে নানা কাহিনীবৃত্ত হলেও দূরত্ব থেকে যেনো ভালোবাসার সৃষ্টি। প্রকৃতি যেনো বারবার সেই ভালোবাসার পরীক্ষা নিতে ব্যস্ত ছিলো। বন্ধুত্বের ধোকা, পারিবারিক ঝগড়া, রাজনীতির ধূর্ততা, ভাগ্যের কঠোরতা, সবকিছুর উর্ধ্বে ছিলো তাদের ভালোবাসার প্রগাঢ়তা। বারবার পরাজিত হয়েছে নিয়তির কাছে, তবুও মাথানত করেছে নিজেদের ভালোবাসা এবং বিশ্বাসের দ্বারে। সমাজ বা কিছু মানুষের কাছে বেহায়া আখ্যা পাওয়া পূর্ণতা নিজেকে ইতিবাচক বেহায়া রূপেই পরিচয় দিয়েছে সবার নিকট। অপরদিকে কখনো কঠোর, কখনো নরম, কখনো রাগের পরিচয় দিয়ে রাশভারী পূর্ব নিজেকে খুলে দিয়েছে অন্যরূপে, অন্যবেশে, অন্যমাত্রায়। মিথ্যার কাছে হার না মানা ব্যক্তি, মৃত্যুকেও যে আলিঙ্গন করতে চেয়েছে, সেই ব্যক্তি আপনজনকে রক্ষার জন্য মিথ্যার কাছে মাথা ঠেকিয়ে ধূলো গ্রহণ করতে কুন্ঠা বোধ করেনি। ভেঙ্গে ফেলেছে নিজের শক্ত খোলস, চুরমার করে দিয়েছে নিজের সত্যপ্রিয় সাধনা। কিন্তু জীবনের কাছে হার মানেনি সে। আবার নিজেকে তিলতিল করে গড়ে তুলেছে। অর্জন করেছে নিজের হারানো সবকিছু, ছিনিয়ে নিয়েছে নিজের আর্দশ-চেতনা, চলতে শিখেছে সমাজের বুকে সমাজের নীতি মেনে। পৃথিবীর আদালতে হেরে যাওয়া বিচার, জাহানের মালিক সেটা সুষ্ঠুভাবে করে দিয়েছে সকলের অগোচরে। দেখিয়ে, বুঝিয়ে, প্রমান করে দিয়েছে এ কথা সত্য! চরম সত্য, প্রকৃতিতে সত্যিই 'রিভেন্ঞ্জ অফ নেচার' বলতে এখনো অবশিষ্ট আছে।
ফাবিয়াহ্ মমো
তোকে ঘিরে - সকল পর্ব - ফাবিয়াহ্ মমো - ধারাবাহিক গল্প
পড়ুন ফাবিয়াহ্ মমো'র লেখা একটি অসাধারন রাজনৈতিক সাসপেন্স থ্রিলার ভালোবাসার বড় ধারাবাহিক উপন্যাস তোকে ঘিরে শুধুমাত্র গল্পের ডায়েরি'তে
ফাবিয়াহ্ মমো'র কিছু জনপ্রিয় গল্পঃ