
গল্পটি সর্বমোট ২৬ পর্বের। ধীরে ধীরে পর্বগুলি আপডেট করা হবে। অনুগ্রহ করে সঙ্গে থাকুন।
এক হাজার টাকায় কী হয়? সাধারণ দিনে একশত গোলাপও পাওয়া যায়। বিশেষ দিনে আবার তার অর্ধেকও পাওয়া যায় না। মধ্যবিত্ত পরিবারে কয়েক দিনের বাজার হয়, আবার উচ্চবিত্তের একদিনের বাজারও হয় না। স্কুলগামী কিশোরের ১০-১২ দিনের হাত খরচা হয়ে যায়, আবার কোনো যুবকের প্রেমিকাকে নিয়ে একদিনের ডেটও হয় না। কখনো কখনো এক হাজার টাকায় কিছুই হয় না, আবার কখনো কখনো এক হাজার টাকায় কারো জীবন ওলট-পালট হয়ে যায়!
৩৩৮/- টাকা
Summary & Specifications
শিরোনামএক হাজার টাকা
রচয়িতামৌরি মরিয়ম
প্রকাশকঅন্যপ্রকাশ প্রকাশনী
প্রকাশিত২০২৫
মোট পৃষ্ঠাN/A
আই.এস.বি.এন.N/A
ভাষাবাংলা
দেশবাংলাদেশ