
অন্তর্দ্বন্দ্ব গল্পটি একটি সাধারন বাড়ীর মেয়ে ভিনা'র জীবন কাহিনী নিয়ে লেখা। ছোটোবেলায় মা কে হারিয়ে ফেলে এবং তার বাবা আবার নতুন বিয়ে করে, নতুন মায়ের সঙ্গে তার সেভাবে মিল হয় না। বড় হতে হতে তার বাবার থেকেও দূরে সরে যেতে থাকে। বয়স যখন কিশোরী তখন প্রেম হয় একজনের সাথে, বয়স কম থাকায় ভালোবাসায় ডুবে একটি ভুল করে বসে। গল্পে আসে নতুন মোড়, সেই ভুলের মাশুল কিভাবে দিতে হয়? সেই ভুল তাকে জীবনের কোন পর্যায়ে নিয়ে যায়? গল্পে আসে নানান ধরনের টুইস্ট। খুন, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, মাইন্ড গেম, রহস্য, একপাক্ষিক ভালোবাসা, মান-অভিমান এসব নিয়ে জমজমাট গল্প অন্তর্দ্বন্দ্ব। এখনই ডুবে যান অন্তর্দ্বন্দ্ব উপন্যাস পড়তে।
অবশ্যই মনে রাখবেন লেখিকা সম্পূর্ণ উপন্যাসটি ২টি সিজনে প্রকাশ করেছেন। এটি দ্বিতীয় সিজন, যদি প্রথম সিজন না পড়ে থাকেন তবে অবশ্যই প্রথম সিজন পড়ে আসুন। তারপর এই দ্বিতীয় সিজনের পর্বগুলি পড়বেন। না হলে উপন্যাসের অনেক কিছু ঠিক মতো বুঝতে পারবেন না।