এটি একটি চলমান গল্প। আগামী পর্ব প্রকাশিত হলেই তৎক্ষণাৎ এই পাতায় আপডেট করা হবে। যদি এই গল্প আপনার ভালো লাগে তবে এই পাতাটিকে বুকমার্ক করে রাখতে পারেন সবার আগে পরবর্তী পর্বগুলি পড়ার জন্য। অনুগ্রহ করে সঙ্গে থাকুন, ধন্যবাদ।
বিঙ্গপ্তি এই গল্পের লেখিকা সম্পূর্ণ গল্পটিকে ২টি সিজনে প্রকাশ করেছেন, প্রথম সিজন লেখা শেষ হয়ে গেছে এবং সকল পর্বের লিংক এই পেজে নিচে দেওয়া আছে। দ্বিতীয় সিজনের লেখা চলছে এবং তার সকল পর্বের লিংকও এই পেজে পেয়ে যাবেন প্রথম সিজনের পর্বগুলির লিংকের নিচে। প্রকাশিত অনুযায়ী পরবর্তী পর্বগুলি ধীরে ধীরে আপডেট করা হবে। ধন্যবাদ।